Ismail the Solo Seeker

Ismail the Solo Seeker ᴡᴇʟᴄᴏᴍᴇ ᴛᴏ ᴛʜɪꜱ ɪꜱ ᴏꜰꜰɪᴄɪᴀʟ ꜰᴀᴄᴇʙᴏᴏᴋ ᴘᴀɢᴇ ᴏꜰ ɪꜱᴍᴀɪʟ ᴀʟ ʜᴀʙɪʙ.
꧁༒☬ 🅰🅻🅻 🅸🆂 🆆🅴🅻🅻 ☬༒꧂

🇮🇳 ইন্ডিয়ান ভিসা ফি আপডেটঃ-✨বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভবনা, ফি বাড়ানোর মধ্য দিয়ে দীর্ঘ দিন পর পুন...
01/08/2025

🇮🇳 ইন্ডিয়ান ভিসা ফি আপডেটঃ-
✨বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভবনা, ফি বাড়ানোর মধ্য দিয়ে দীর্ঘ দিন পর পুনরায় চালু হতে যাচ্ছে ভারতীয় ভিসার স্বাভাবিক কার্যক্রম।

📢ভারতের ভিসা ফি বৃদ্ধি!
🔴 নতুন ফি: ১৫৪৫ টাকা।
🔜 কার্যকর: ১০ আগস্ট ২০২৫ থেকে।

📌 বিস্তারিত ভিসা ফি পরিবর্তন:
✅ ২০১৮ সালের আগে: ৬১৮ টাকা।
✅ ২০১৮ থেকে ১০ আগস্ট ২০২৫ পর্যন্ত: ৮২৪ টাকা।
🚨 ১০ আগস্ট ২০২৫ থেকে: ১৫৪৫ টাকা।

🇮🇳বিগত বছরগুলিতে যোগান ও পরিচালন ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির প্রেক্ষিতে, বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারসমূহে দাখিলকৃত ভিসা আবেদনপত্রের প্রক্রিয়াকরণ ফি ১০.০৮.২০২৫ তারিখ হতে সংশোধিত হয়ে সর্বমোট ১,৫০০/- (এক হাজার পাঁচশত) বাংলাদেশি টাকা নির্ধারণ করা হয়েছে। উক্ত প্রক্রিয়াকরণ ফি শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কর্তৃক প্রদত্ত সেবা চার্জ, যা ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য প্রযোজ্য।

🇮🇳উল্লেখযোগ্য যে, ২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি পুনর্বিন্যাস করা হয়েছে, যা সেবা ও পরিকাঠামোর মান বজায় রাখা ও উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যকীয়।

🇮🇳**বর্তমান নীতিমালার আওতায়, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে কোনো ভিসা ফি গ্রহণ করে না এবং ভারতীয় ভিসা বাংলাদেশের সকল নাগরিকের জন্য পূর্বের ন্যায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে**

🇮🇳আপনাদের সদয় সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

--আইভেক বাংলাদেশ। নোটিশ লিংকঃ
https://www.ivacbd.com/visa-processing-fees-charged-by-ivac-for-bangladeshi-nationals

📣 যারা ভিসা আবেদন করতে ইচ্ছুক, তারা ১০ আগস্টের আগে আবেদন করে পুরোনো ফিতে প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে ইউএস ভিসা ইন্টারভিউ নিয়ম: যা জানা জরুরিযুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সেপ্টেম্বর ২ তারি...
30/07/2025

১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে ইউএস ভিসা ইন্টারভিউ নিয়ম: যা জানা জরুরি

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সেপ্টেম্বর ২ তারিখ থেকে কার্যকর হতে যাওয়া ভিসা ইন্টারভিউ নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, অধিকাংশ নন-ইমিগ্রান্ট ভিসার আবেদনকারীদের জন্য সরাসরি সাক্ষাৎকার (ইন-পার্সন ইন্টারভিউ) বাধ্যতামূলক করা হয়েছে, যা গত কয়েক বছর ধরে চালু থাকা ব্যাপক ছাড়প্রাপ্তির (waiver) সুযোগকে বাতিল করে দিচ্ছে।

কেন এটি গুরুত্বপূর্ণ

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, নন-ইমিগ্রান্ট ভিসার ইন্টারভিউ ছাড়ের সুযোগ (interview waiver program) এখন থেকে অনেক সীমিত পরিসরে চালু থাকবে। নতুন নিয়মে প্রায় সব আবেদনকারীকে দূতাবাস বা কনস্যুলেটে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

শুধু কূটনৈতিক ভিসা আবেদনকারী এবং নির্দিষ্ট কিছু B-1/B-2 ক্যাটাগরির ভিসাধারীর ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। উল্লেখযোগ্যভাবে, এখন থেকে ১৪ বছরের নিচে এবং ৭৯ বছরের উপরে যেসব আবেদনকারী আগে সাক্ষাৎকার থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি পেতেন, তারাও এই নিয়মের আওতায় সাক্ষাৎকারে অংশ নিতে বাধ্য হবেন।

এই পদক্ষেপে হাজার হাজার ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়িক পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রভাবিত হবেন। এর মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট পুনরায় সরাসরি যাচাই ও নিরাপত্তা পরীক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে।

কী জানা দরকার
যদিও অধিকাংশের জন্য সাক্ষাৎকার বাধ্যতামূলক হচ্ছে, কিছু ক্যাটাগরির আবেদনকারী এখনও ছাড়ের আওতায় থাকবেন।

যাদের ক্ষেত্রে সাক্ষাৎকার ছাড় থাকবে, তারা হলেন:

কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদনকারী (যেমন: A-1, A-2, C-3 [ব্যক্তিগত কর্মী ছাড়া], G-1 থেকে G-4, NATO-1 থেকে NATO-6, এবং TECRO E-1)

যেসব আবেদনকারী তাদের পূর্ণ-মেয়াদি B-1, B-2 বা B1/B2 ভিসা অথবা মেক্সিকান নাগরিকদের জন্য Border Crossing Card/ Foil নবায়ন করতে চান

শর্ত:
নবায়নের আবেদনটি আগের ভিসার মেয়াদ শেষ হওয়ার ১২ মাসের মধ্যে করতে হবে।
পূর্ববর্তী ভিসা ইস্যুর সময় আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যানের ইতিহাস না থাকতে হবে (যদি না তা পরবর্তীতে মওকুফ বা সমাধান করা হয়ে থাকে)
আবেদনকারীকে নিজ দেশ বা স্থায়ী আবাসভূমি থেকেই আবেদন করতে হবে।
কোনো সুস্পষ্ট বা সম্ভাব্য অযোগ্যতার কারণ থাকতে পারবে না।

এই নতুন নীতিমালা ১৮ ফেব্রুয়ারির পুরনো নিয়মকে বাতিল করে এবং মহামারির পর বিশ্ব ভ্রমণ স্বাভাবিক অবস্থায় ফেরায় আরও কঠোর যাচাই ব্যবস্থার দিকেই ইঙ্গিত দেয়।

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ পাসপো...
29/07/2025

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে র‌্যাংকিংয়ে বাংলাদেশের পাসপোর্ট এখন ৯৪তম অবস্থানে রয়েছে। ২০২৪ সালের তুলনায় তিন ধাপ এগিয়ে। গত বছর এ পাসপোর্টের অবস্থান ছিল ৯৭তম।

মূলত, ২০২১ সালে সর্বনিম্ন ১০৮তম অবস্থান থেকে বাংলাদেশের পাসপোর্ট ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়েছে। ২০২২ সালে এটি ছিল ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং এখন ২০২৫ সালে এসে পৌঁছেছে ৯৪তম স্থানে।

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এসব গন্তব্যের মধ্যে রয়েছে: বাহামা, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, মোজাম্বিক, রুয়ান্ডা, সামোয়া, সিসেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্ট

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় সিঙ্গাপুর আবারও শীর্ষে রয়েছে। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩টি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৯০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা পান।

তৃতীয় স্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এদের প্রত্যেকের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ—অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। এদের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড, যা ইউরোপের বাইরে একমাত্র দেশ হিসেবে এই তালিকায় স্থান পেয়েছে। এই অবস্থানে নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে গ্রিস ও সুইজারল্যান্ড। এই তিন দেশের নাগরিকরা ১৮৭টি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পান।

অন্যদিকে, আফগানিস্তান এখনও পাসপোর্ট র‌্যাংকিংয়ের সবচেয়ে নিচের অবস্থানেই রয়েছে। আফগান নাগরিকরা মাত্র ২৫টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টের পতন

জানুয়ারির পর থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বিশ্ব র‌্যাংকিংয়ে এক ধাপ করে নামছে।

একসময় বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল যুক্তরাজ্য (২০১৫ সালে) ও যুক্তরাষ্ট্রের (২০১৪ সালে)। বর্তমানে যুক্তরাজ্যের অবস্থান ৬ষ্ঠ, যেখানে তারা ১৮৬টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ রাখে। যুক্তরাষ্ট্র এখন ১০তম স্থানে অবস্থান করছে, যার পাসপোর্টধারীরা ১৮২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র শীর্ষ ১০ তালিকা থেকে বাইরে চলে যেতে বসেছে।

এদিকে গত ছয় মাসে ভারতের পাসপোর্ট র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে, যা ৮৫তম স্থান থেকে ৭৭তম স্থানে ওঠে এসেছে। যদিও ভারতের ভিসা-মুক্ত গন্তব্য মাত্র দুইটি বৃদ্ধি পেয়ে মোট সংখ্যা এখন ৫৯, তবুও র‌্যাংকিংয়ে বড় ধাপে উন্নতি হয়েছে।

অন্যদিকে, সৌদি আরব ভিসা-মুক্ত গন্তব্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ করেছে, জানুয়ারি থেকে চারটি নতুন গন্তব্য যুক্ত হয়ে মোট ভিসা-মুক্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৯১। এর ফলে তারা চার ধাপ এগিয়ে ৫৪তম স্থানে পৌঁছেছে।

গত দশকের দিকে তাকালে দেখা যায়, হেনলি পাসপোর্ট ইনডেক্সে অনেক পাসপোর্ট শক্তিশালী হয়ে র‌্যাংকিংয়ে উঠেছে, তবে মাত্র ১৬টি দেশের পাসপোর্ট অবস্থান হ্রাস পেয়েছে।

সবচেয়ে বেশি পতন হয়েছে ভেনেজুয়েলায়, যেটি ৩০তম স্থান থেকে ৪৫তম স্থানে নেমেছে, অর্থাৎ ১৫ ধাপ নিচে গেছে। এর পর রয়েছে যুক্তরাষ্ট্র (৮ ধাপ), ভানুয়াতু (৬ ধাপ), যুক্তরাজ্য (৫ ধাপ) এবং কানাডা (৪ ধাপ)।

29/07/2025

৩ দেশ একসাথে ভ্রমণ করা আগ্রহ থাকলে, আর দেরী না করে, আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা! ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস স্পষ্টভ...
24/07/2025

মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা!

ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে — ভিসা আবেদন প্রক্রিয়ায় ভুয়া নথি দাখিল, তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান গুরুতর অপরাধ। এর ফল হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজিদারী মামলা।

আপনার DS-160 ফর্ম হোক বা ইন্টারভিউ — সবখানে সঠিক তথ্য দিন। আপনার সব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক উল্লেখ করুন।

সতর্ক থাকুন

সৎ থাকুন

নিয়ম মেনে আবেদন করুন

বিশ্বাসযোগ্য আবেদনই আপনার ভিসার সম্ভাবনা বাড়াবে। প্রতারণা করলে ভিসা বাতিল তো হবেই, ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগও হারাতে হতে পারে।

ভিসা নিয়ম-কানুন ভালোভাবে জেনে আবেদন করুন।

বাংলাদেশ পাসপোর্ট  📺 পাসপোর্ট র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশহেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২5 সালের সর্বশেষ হালনাগাদ অনুযা...
24/07/2025

বাংলাদেশ পাসপোর্ট
📺 পাসপোর্ট র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশ

হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২5 সালের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ৯৪তম অবস্থানে উঠে এসেছে, যেখানে গত বছর অবস্থান ছিল ৯৭তম। এই র‍্যাংকিং অনুযায়ী, এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন, যা নিঃসন্দেহে গর্বের বিষয়।

এদিকে, শীর্ষস্থান দখল করে নিয়েছে সিঙ্গাপুর, যাদের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশ), তৃতীয় স্থানে সাতটি দেশ - ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন (১৮৯টি দেশ)। চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরও কিছু দেশ যেমন অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, সুইডেন ইত্যাদি। পঞ্চম থেকে দশম অবস্থানে আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ আরও বেশ কিছু উন্নত দেশ।

এবার র‍্যাংকিংয়ে ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিবেচনা করা হয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটি একটি আশাব্যঞ্জক খবর, যা ভবিষ্যতের জন্য আরও ভালো সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে! 🌍✈️🇧🇩

✈️ মালয়েশিয়া ট্রাভেলের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন!1. ✅ ভিসা সংক্রান্ত তথ্যবাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা আবশ্...
18/07/2025

✈️ মালয়েশিয়া ট্রাভেলের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন!

1. ✅ ভিসা সংক্রান্ত তথ্য
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা আবশ্যক।

আবেদন করতে লাগবে:
বৈধ পাসপোর্ট (ন্যূনতম ৬ মাস মেয়াদ),
পাসপোর্ট সাইজ ছবি,
ব্যাংক স্টেটমেন্ট,
রিটার্ন টিকিট,
হোটেল বুকিং।

🔐 এখন অনেক ট্রাভেল এজেন্সি সহজ শর্তে “Only Passport & Photo” দিয়ে ভিসা প্রসেস করে দিচ্ছে।

2. 💵 মুদ্রা ও খরচ
মালয়েশিয়ার মুদ্রা: রিংগিত (MYR)
১ রিংগিত = প্রায় ২৫ টাকা (ভিন্ন হতে পারে)।
প্রতিদিন গড়ে খরচ: ২০০-৩০০ রিংগিত (ভ্রমণের ধরন অনুযায়ী)।
এয়ারপোর্ট, ব্যাংক বা অথরাইজড মানি এক্সচেঞ্জে টাকা পরিবর্তন করুন।

3. 📲 সিম কার্ড ও ইন্টারনেট
জনপ্রিয় অপারেটর: Maxis (Hotlink), Digi, Celcom
এয়ারপোর্ট বা ৭-Eleven স্টোরে সহজে কিনতে পারবেন।
পর্যটকদের জন্য বিশেষ ডেটা প্যাকেজ পাওয়া যায়।

4. 🏙️ স্থানীয় যাতায়াত ব্যবস্থা
পাবলিক ট্রান্সপোর্ট: MRT, LRT, Komuter Train
“Grab” অ্যাপ ডাউনলোড করে নিন — সবচেয়ে জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস।

5. 🙏 সংস্কৃতি ও আচরণ
মালয়েশিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই পোশাকে শালীনতা বজায় রাখা ভালো।
নামাজ ও প্রার্থনার সময় সম্মান দেখানো উচিত।
ডান হাত দিয়ে জিনিস দেওয়া-নেওয়া এখানকার শিষ্টাচার।

6. 🍛 খাবার
হালাল খাবারের প্রচুর অপশন রয়েছে।
জনপ্রিয় খাবার: Nasi Lemak, Roti Canai, Mee Goreng
স্ট্রিট ফুড খাওয়ার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে নিন।

7. 🛍️ শপিং গাইড
শপিং করতে চান? Bukit Bintang, Suria KLCC, Petaling Street Market — দারুন সব মার্কেট।
দরাদরি করলে সাশ্রয়ী দামে অনেক ভালো জিনিস পাবেন।

8. 🌦️ আবহাওয়া
সারা বছর গরম ও আর্দ্রতা থাকে।
মাঝেমধ্যে বৃষ্টি হয়, তাই ছাতা বা রেইনকোট সাথে রাখা ভালো।

9. 📍 বাংলাদেশ দূতাবাস (কুয়ালালামপুর)
Embassy of Bangladesh
No. 6 & 8 (Lot No. 6), Jalan Sultan Yahya Petra, 54100 Kuala, Lumpur.

10. 🆘 জরুরী নম্বর
পুলিশ: 999
অ্যাম্বুলেন্স/ফায়ার: 994
ট্যুরিস্ট পুলিশ হেল্পলাইন: 03-2149-6590

🎯এগুলো মনে রাখলে আপনার মালয়েশিয়া ভ্রমণ হবে আরো নিরাপদ ও উপভোগ্য।😊

✈️ ইস্ট আফ্রিকা ট্যুরিস্ট ভিসা ২০২৫ — একটিমাত্র ভিসায় তিন দেশের সুরভিত ভ্রমণের সুযোগ! 🌍আপনাদের জন্য দারুণ একটা খবর জানাচ...
18/07/2025

✈️ ইস্ট আফ্রিকা ট্যুরিস্ট ভিসা ২০২৫ — একটিমাত্র ভিসায় তিন দেশের সুরভিত ভ্রমণের সুযোগ! 🌍

আপনাদের জন্য দারুণ একটা খবর জানাচ্ছি — এখন থেকে আপনি সহজেই উগান্ডা, কেনিয়া ও রুয়ান্ডা ভ্রমণের জন্য East Africa Tourist Visa (3 Months) পেতে পারেন! 🇺🇬🇰🇪🇷🇼

🔹 এই ভিসার মাধ্যমে আপনি তিনটি দেশ ঘুরে দেখতে পারবেন, একবারের জন্য আবেদন করে, সহজেই ট্রিপ প্ল্যান করতে পারবেন।
🔹 ভিসা আবেদন প্রক্রিয়া খুবই সোজা, অনলাইনে শুধু প্রয়োজনীয় কিছু তথ্য পূরণ করলেই আবেদন করা যায়।
🔹 এয়ারপোর্টে গিয়ে ভিসার স্টিকার পাসপোর্টে যুক্ত হয় — আর আপনি প্রস্তুত যেকোনো মুহূর্তে আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীর রাজ্যে পা রাখতে!
🔹 এছাড়াও, পরবর্তীতে তানজানিয়া, জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকা ভ্রমণের জন্য আলাদা ব্যবস্থা নিতে পারেন।

🌄 স্বপ্ন দেখুন:

লেক নাকুরু ন্যাশনাল পার্কে হরিণ-জেব্রার মেলা

রুয়ান্ডার সবুজ পাহাড়ের শান্ত পরিবেশ

উগান্ডার মুক্ত প্রকৃতি ও বন্যপ্রাণীর ভাণ্ডার

মাউন্ট কিলিমাঞ্জেরোর চূড়ায় বিজয়ের আনন্দ

আপনার পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য এখনই প্রস্তুতি নিন!
🎒 ব্যাগপ্যাক সাজান, ক্যামেরা চার্জ করুন, আর আফ্রিকার রোমাঞ্চকর ভ্রমণের জন্য বুকিং দিন।

💡 কিভাবে আবেদন করবেন?
১. ইস্ট আফ্রিকা ট্যুরিস্ট ভিসার জন্য অনলাইনে অফিসিয়াল Uganda Immigration ওয়েবসাইটে যান।
২. প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং ভিসা ফি পরিশোধ করুন।
৩. মঞ্জুরির পরে ভিসা স্টিকার আপনার পাসপোর্টে এয়ারপোর্টে লাগানো হবে।

সতর্কতা:

আবেদন করার আগে অবশ্যই ভিসা নিয়মাবলী ও শর্তাবলী ভালো করে পড়ে নিন।

যেকোনো পরিবর্তন বা আপডেটের জন্য অফিসিয়াল সোর্স চেক করতে ভুলবেন না।

আপনার ভ্রমণ স্বপ্নকে এবার বাস্তবে রূপ দিন।
Afrika আপনাকে স্বাগত জানাচ্ছে!

পাসপোর্টে ইমিগ্রেশন থেকে "অফলোড" (Offload) মানে হচ্ছে, আপনি আন্তর্জাতিক ফ্লাইটে উঠতে চেয়েও উঠতে পারেননি — কারণ ইমিগ্রেশন...
14/07/2025

পাসপোর্টে ইমিগ্রেশন থেকে "অফলোড" (Offload) মানে হচ্ছে, আপনি আন্তর্জাতিক ফ্লাইটে উঠতে চেয়েও উঠতে পারেননি — কারণ ইমিগ্রেশন অফিসার আপনাকে অনুমতি দেননি।
🔍 কেন ইমিগ্রেশনে "অফলোড" দেওয়া হয়?

নিচের কারণগুলো সাধারণত দেখা যায়:

১. ডকুমেন্ট বা ভিসার সমস্যা
পাসপোর্টে বৈধ ভিসা না থাকা বা ভিসায় ভুল তথ্য
ট্রাভেল প্ল্যানের সাথে ডকুমেন্ট মিলছে না (যেমন: হোটেল বুকিং, রিটার্ন টিকিট)

২. ট্যুরিস্ট ভিসা হলেও কাজ করতে যাওয়ার সন্দেহ
আপনি বলছেন ট্যুরিস্ট, কিন্তু অফিসার ভাবছেন আপনি কাজ করতে যাচ্ছেন
আগে অবৈধভাবে বিদেশে ছিলেন বা ওভারস্টে করেছিলেন

৩. সাধারণ সন্দেহভাজন কার্যকলাপ বা আচরণ
আপনি ঘাবড়ে যাচ্ছেন বা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন না
ভুল তথ্য দিয়েছেন বা উত্তর গুলিয়ে ফেলেছেন

৪. স্পন্সর বা ইনভাইটেশনের তথ্য অস্পষ্ট
যিনি ইনভাইট করেছেন তার তথ্য যাচাই করে সন্দেহ হলে

৫. মানি ট্রেইল বা ফিনান্সিয়াল প্রমাণ দুর্বল
আপনার কাছে যথেষ্ট টাকা নেই বোঝাতে (যেমন: ব্যাংক স্টেটমেন্ট)
স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট বা ইনকাম প্রমাণ নেই

৬. হিউম্যান ট্র্যাফিকিং সন্দেহ

তরুণী বা অল্প বয়সী মেয়ে, একা যাচ্ছে, কাজের কোনো প্রমাণ নেই – ট্র্যাফিকিং সন্দেহ হলে

✅ সমাধান কী?

১. সঠিক ও পূর্ণ ডকুমেন্ট তৈরি করুন

রিটার্ন টিকিট, হোটেল বুকিং, ব্যাংক স্টেটমেন্ট, ট্রাভেল ইনস্যুরেন্স, স্পন্সরশিপ পেপার ঠিকভাবে নিন

২. ইমিগ্রেশনের প্রশ্নের জন্য প্রস্তুত থাকুন
কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কবে ফিরবেন — এসব প্রশ্নে স্পষ্ট উত্তর দিন

৩. যদি অফলোড হয়ে যান, পরেরবার আরও শক্তভাবে প্রস্তুতি নিন
ইমিগ্রেশন রিপোর্ট সংগ্রহ করুন
ঠিক কী কারণে অফলোড হয়েছেন, সেটা জানলে সমাধান সহজ হয়

৪. প্রয়োজনে অভিজ্ঞ ট্রাভেল এজেন্টের সহায়তা নিন
তারা কনসাল্ট করে আপনাকে সঠিকভাবে প্রস্তুত করতে পারে

৫. অফলোড হলে রিপোর্ট রাখুন
ইমিগ্রেশন থেকে কোনো কাগজ দেওয়া হলে সেটি ভবিষ্যতের জন্য জরুরি

🚫 মনে রাখবেন:

বারবার অফলোড হলে আপনার নাম "ওয়াচ লিস্ট"-এ চলে যেতে পারে, যা ভবিষ্যতের জন্য সমস্যা তৈরি করতে পারে।

🇧🇩 অনেকেই জানতে চান – ভাই, ফ্রেশ পাসপোর্টে কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়, যাতে ভিসার ঝামেলা না থাকে?অনেক ওয়েবসাইটে দেখা ...
07/07/2025

🇧🇩 অনেকেই জানতে চান – ভাই, ফ্রেশ পাসপোর্টে কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়, যাতে ভিসার ঝামেলা না থাকে?

অনেক ওয়েবসাইটে দেখা যায়, লেখা থাকে বাংলাদেশি পাসপোর্টে নাকি ৪০টা দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।
কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক দেশে যাওয়া বাস্তবে কঠিন হয়ে পড়ে!

১. সরাসরি ফ্লাইটই নেই
২. ইমিগ্রেশনে ঝামেলা
৩. আবার অনেক দেশের বিমান ভাড়া এত বেশি, যাওয়া রীতিমতো কষ্টকর

অনেক সময় দেখা যায়, বাংলাদেশ থেকেই ইমিগ্রেশন পার হতে পারছেন না।
তবে তাই বলে কি ঘুরতে যাবেন না?
নিচে এমন ৪টা দেশের কথা বলছি, যেগুলাতে ভিসার আলাদা কোনো ঝামেলা নেই, আর সরাসরি ফ্লাইটও পাওয়া যায়।
নতুন ভ্রমণকারীদের জন্য এই দেশগুলো অনেকটাই সহজ ইনশাআল্লাহ। 😊

🇳🇵 ১. নেপাল
নেপালে যেতে আগে থেকে কোনো ভিসা করতে হয় না।
এয়ারপোর্টে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে, তারপর সেটার একটা ছবি তুলে ইমিগ্রেশনে গেলেই একটা স্টিকার দিয়ে দেবে – এটা দিয়েই ৩০ দিন থাকা যাবে।
প্রথমবার গেলে কোনো টাকা লাগে না, তবে দ্বিতীয়বার গেলে ২৫ ডলার ফি দিতে হয়।
ফ্লাইট ভাড়া রিটার্ন টিকিটসহ ৩২ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পড়ে।

🇧🇹 ২. ভুটান
ভুটানেও আগে থেকে ভিসা করতে হয় না। অন-অ্যারাইভাল ভিসা দেয়।
তবে সেখানে প্রতিদিন থাকার জন্য ১৫ ডলার করে চার্জ দিতে হয়।
সপ্তাহে দুই দিন সরাসরি ফ্লাইট চলে, Druk Air পরিচালনা করে।
ফ্লাইট ভাড়া রিটার্ন টিকিটসহ প্রায় ৪৮ থেকে ৫০ হাজার টাকার মতো পড়ে।

🇱🇰 ৩. শ্রীলংকা
শ্রীলংকা যেতে হলে আগে থেকেই ETA (Electronic Travel Authorization) নিতে হয়।
অনলাইনে খুব সহজে ফর্ম পূরণ করে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ২১ ডলার পেমেন্ট করলেই ১০ মিনিটের মধ্যে ETA চলে আসে।
ETA থাকলেই শ্রীলংকা ভ্রমণ করতে পারবেন ইনশাআল্লাহ।
সরাসরি ফ্লাইটও আছে, ৩০-৫০ হাজার টাকার মধ্যেই রিটার্ন টিকিট মিলে যায়।

🇲🇻 ৪. মালদ্বীপ
মালদ্বীপ অন-অ্যারাইভাল ভিসা দেয়। আগে থেকে কোনো ভিসা করতে হয় না।
শুধু এরাইভাল ফর্মটা অনলাইনে পূরণ করে নিয়ে যেতে হয়।
US-Bangla সরাসরি ফ্লাইট চালায়, টিকিটের দাম ৪০-৫০ হাজার টাকার মধ্যে পড়ে।
চাইলেই ট্রানজিট ফ্লাইটেও যেতে পারেন।
যদি শ্রীলংকা ও মালদ্বীপ একসাথে প্ল্যান করেন, তাহলে এক রাউন্ডেই দুই দেশ ঘুরে ফেলা যাবে কম খরচে ইনশাআল্লাহ।

নতুনদের জন্য প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম।
আরও বিস্তারিত যেমন খরচ, ইমিগ্রেশন, থাকার জায়গা ইত্যাদি জানতে চাইলে কমেন্ট বা ইনবক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ।
কথায় কোথাও ভুল হলে ক্ষমা করবেন।
জাযাকাল্লাহু খইর 😊

বিদেশে প্রথম ভ্রমণে গেলে করণীয়:🇧🇩 অনেকেই প্রশ্ন করেন – “ভাই, আমার ফ্রেশ পাসপোর্ট! জীবনে প্রথমবার বিদেশ ঘুরতে যাবো, ইমিগ্...
06/07/2025

বিদেশে প্রথম ভ্রমণে গেলে করণীয়:

🇧🇩 অনেকেই প্রশ্ন করেন – “ভাই, আমার ফ্রেশ পাসপোর্ট! জীবনে প্রথমবার বিদেশ ঘুরতে যাবো, ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করতে পারে বা কি ডকুমেন্টস চাইতে পারে? যদি ঠিকভাবে দেখাইতে না পারি তাহলে কি হবে?” 🤔

চলেন আজ একটু বিস্তারিত বলি ইনশাআল্লাহ।

আপনি যখন প্রথমবার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো দেশে ভ্রমণে যাবেন, তখন প্রথম ঝামেলা শুরু হতে পারে বোর্ডিং পাস দেওয়ার সময় থেকেই।
বোর্ডিং এজেন্ট যখন দেখবে আপনার পাসপোর্ট ফ্রেশ, তখন সে নরমালি কিছু প্রশ্ন করবে!

– ভিসা আছে কিনা
– কোথায় যাচ্ছেন
– কী করেন
– রিটার্ন টিকিট
– হোটেল বুকিং

এর সব কিছুর সঠিক উত্তর দিতে পারলে, তারা বোর্ডিং পাস দিয়ে দিবে।

এরপর আপনি যাবেন ইমিগ্রেশন কাউন্টারে। এখানেই মূল প্রশ্নের শুরু। ইমিগ্রেশন অফিসার সাধারণত কিছু প্রশ্ন করে আপনার ভ্রমণের উদ্দেশ্য, প্রস্তুতি ও বিশ্বাসযোগ্যতা যাচাই করে। নিচে কিছু প্রশ্ন শেয়ার করতেছি যেগুলা সাধারণত করা হয়:

ইমিগ্রেশন অফিসার কী কী জিজ্ঞেস করতে পারে:
১. কোথায় যাচ্ছেন?
২. কেন যাচ্ছেন – ঘুরতে, ট্রিটমেন্ট, কাজ নাকি অন্য কিছু?
৩. আগে কোথাও গেছেন কিনা?
৪. কে কে যাচ্ছে – আপনি একা না পরিবার/ফ্রেন্ড নিয়ে?
৫. কয়দিন থাকবেন?
৬. হোটেল বুকিং করেছেন কিনা?
৭. রিটার্ন টিকিট আছে তো?
৮. সাথে কারেন্সি আছে কিনা? কার্ড বা ক্যাশ ডলার?
৯. ভিসা কোথা থেকে নিয়েছেন এবং সেটা ভেরিফাই করবে
১০. আপনি কী করেন – চাকরি হলে অফিস আইডি বা NOC, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি বা প্রমাণ
১১. অনেক সময় মোবাইল ব্যাংক অ্যাপে ব্যালেন্স দেখতে চায়, এমনকি ব্যাংক স্টেটমেন্ট বা SMS পর্যন্ত

কিছু কিছু অফিসার আবার ট্রিকি প্রশ্নও করে দিতে পারে!

– আগে কেন বিদেশ যাননি?
– এই দেশেই কেন যাচ্ছেন?
– এই জায়গার কোনো অ্যাড্রেস জানেন?
– হোটেল কবে বুক করছেন, দেখান!
– কার্ডটা কোথা থেকে হয়েছে, এটা আপনার নামেই তো?

এইসব প্রশ্নের উত্তর যদি আপনি কনফিডেন্সের সাথে দিতে পারেন আর ডকুমেন্টস ঠিকঠাক থাকে, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।

❗ যদি উত্তর দিতে না পারেন, বা কিছু ডকুমেন্ট না থাকে, বা আপনার কথায় সন্দেহ হয় – তাহলে তারা আপনাকে অফলোড (ভ্রমণে যেতে না দেওয়া) করে দিতে পারে!

📌 কি কি ডকুমেন্টস সাথে রাখা ভালো:
১. ভ্যালিড পাসপোর্ট
২. ভিসা (যদি দরকার হয়)
৩. রিটার্ন ফ্লাইট টিকিট
৪. হোটেল বুকিং (বিশেষ করে প্রথমবার গেলে)
৫. কমপক্ষে ১ হাজার ডলার ক্যাশ বা কার্ডে টাকা
৬. ডুয়েল কারেন্সি কার্ড (যদি ক্যাশ না নেন)
৭. পেশাগত পরিচয় – চাকরি হলে NOC/ID, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স
৮. ব্যাংক স্টেটমেন্ট (না থাকলেও চলে, কিন্তু থাকলে ভালো)
৯. ট্রাভেল আইটিনারারি (মানে কোথায়, কবে যাবেন, কোথায় থাকবেন)
১০. অতিরিক্ত যেকোনো ব্যাক্তিগত ডকুমেন্ট যা আপনার কথা প্রমাণ করে

একটা কথা মনে রাখবেন:
ইমিগ্রেশন হলো নিরাপত্তা যাচাইয়ের জায়গা। আপনি যদি ডকুমেন্টস ঠিক রাখেন আর আতঙ্কিত না হয়ে, আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন – তাহলে কোনো ইমিগ্রেশন আপনাকে আটকাবে না ইনশাআল্লাহ।

তবে হ্যাঁ, ইমিগ্রেশন অফিসার মানুষভেদে আলাদা – কারো কারো মন-মেজাজ ভালো, আবার কেউ কেউ সন্দেহপ্রবণ। তাই সাবধান থাকা ভালো।

নতুন ভ্রমণকারীদের জন্য এই গাইডলাইন শেয়ার করলাম।
কোনো ভুল-ত্রুটি হলে মাফ করে দিবেন।

🛂✈️ ই-ভিসা ও স্টিকার ভিসার মধ্যে পার্থক্যবিদেশ ভ্রমণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ভিসা প্রাপ্তি। তবে আপনি জানেন কি...
28/06/2025

🛂✈️ ই-ভিসা ও স্টিকার ভিসার মধ্যে পার্থক্য

বিদেশ ভ্রমণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ভিসা প্রাপ্তি। তবে আপনি জানেন কি, বর্তমানে ভিসা পাওয়ার পদ্ধতি দুইভাবে হয় — ই-ভিসা (e-Visa) এবং স্টিকার ভিসা (Sticker Visa)। এই দুই ধরনের ভিসার মধ্যে পার্থক্য জানলে আপনি আরও সহজে আপনার ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারবেন।

🔵 ই-ভিসা কী এবং কেন বেছে নেবেন?
ই-ভিসা হলো একটি ডিজিটাল ভিসা, যার আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হয়। আবেদন করার পর ইমেইলের মাধ্যমে একটি PDF কপি পাঠানো হয়, যা প্রিন্ট করে বিমানবন্দরে দেখাতে হয়।

✅ ই-ভিসা বেছে নেওয়ার কারণগুলো:

🔶 আবেদন প্রক্রিয়া খুব সহজ এবং বাসা থেকে করা যায়

🔶 দূতাবাস বা কনস্যুলেটে যেতে হয় না

🔶 তুলনামূলকভাবে দ্রুত সময়ে পাওয়া যায়

🔶 অনেক দেশের জন্য পর্যটন বা ব্যবসা ভ্রমণের জন্য আদর্শ

❗ কিন্তু মনে রাখবেন:
সব দেশ ই-ভিসা দেয় না, আবার কিছু দেশ নির্দিষ্ট এয়ারপোর্ট বা সীমানায় ই-ভিসা অ্যাকসেপ্ট করে। তাই ভ্রমণের আগে যাচাই করে নিন।

🔵 স্টিকার ভিসা কী এবং কেন প্রয়োজন হয়?
স্টিকার ভিসা হলো সেই পরিচিত ভিসা, যা সরাসরি পাসপোর্টে সাঁটানো হয়। এটি সাধারণত দূতাবাসে সরাসরি আবেদন করে ইন্টারভিউ এবং ডকুমেন্ট যাচাইয়ের পর প্রদান করা হয়।

✅ স্টিকার ভিসার সুবিধা:

🔷 অধিকাংশ দেশ স্টিকার ভিসাই দিয়ে থাকে

🔷 পর্যটনের পাশাপাশি শিক্ষা, চাকরি, চিকিৎসা, রেসিডেন্স ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহারযোগ্য

🔷 দীর্ঘ মেয়াদি এবং একাধিকবার যাতায়াতের সুযোগ থাকে

❗ তবে এতে থাকে কিছু চ্যালেঞ্জ:

☑ আবেদন করতে হলে দূতাবাসে সরাসরি যেতে হয়

☑ সময় বেশি লাগে এবং প্রক্রিয়া তুলনামূলক জটিল

☑ খরচও তুলনামূলক বেশি হতে পারে

🧳 আপনার জন্য কোনটা সেরা?
🎯 আপনি যদি সহজ, দ্রুত এবং কম ঝামেলার মাধ্যমে ট্যুরিস্ট ভিসা পেতে চান, তাহলে ই-ভিসাই আপনার জন্য পারফেক্ট।

🎯 তবে যদি আপনার প্রয়োজন হয় দীর্ঘমেয়াদি ভ্রমণ, মাল্টিপল এন্ট্রি বা চাকরি/স্টাডি সম্পর্কিত ভিসা, তাহলে স্টিকার ভিসা হবে সঠিক পছন্দ।

ভিসা পদ্ধতি নির্বাচনের আগে ভ্রমণের উদ্দেশ্য, দেশ, সময়সীমা ও অন্যান্য শর্ত ভালভাবে যাচাই করে নিন। একটি সঠিক সিদ্ধান্ত আপনার ভ্রমণকে করবে নির্ভার ও আনন্দময়।

ভ্রমণ বিষয়ক যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
01622-592795

Address

Linkroad
Badda
1212

Alerts

Be the first to know and let us send you an email when Ismail the Solo Seeker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ismail the Solo Seeker:

Share