Nour tour and travels - নূর ট্যুর এন্ড ট্রাভেলস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Nour tour and travels - নূর ট্যুর এন্ড ট্রাভেলস

Nour tour and travels - নূর ট্যুর এন্ড ট্রাভেলস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nour tour and travels - নূর ট্যুর এন্ড ট্রাভেলস, Tour Agency, ফার্মগেট, ১৩১/বি (২য় তলা), গ্রীনরোড জাহানারা গার্ডেন, Dhaka.

Nour Tour and Travels - Nourtrip.com
Our Services
• Hajj & Umrah package
• Air Ticket (domestic & international)
• Hotel Booking (domestic & international)
• Passport -(New Apply, Renew, Correction)
• Travel Consultant & Visa processing
+880 1618-725690

মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য জরুরি পরামর্শ (অফলোড বিষয়ে সচেতনতা)সাম্প্রতিক সময়ে অনেক যাত্রী অভিযোগ করছেন, বাংলাদেশ ইমিগ্র...
22/08/2025

মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য জরুরি পরামর্শ (অফলোড বিষয়ে সচেতনতা)
সাম্প্রতিক সময়ে অনেক যাত্রী অভিযোগ করছেন, বাংলাদেশ ইমিগ্রেশন থেকে বিশেষ করে প্রথমবার মালয়েশিয়া যাত্রীরা অকারণে অফলোড হচ্ছেন। অথচ তাদের রিটার্ন টিকেট, হোটেল বুকিংসহ সব ডকুমেন্টস ঠিকঠাক থাকলেও এই সমস্যায় পড়তে হচ্ছে।
যারা শুধু মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা সব ডকুমেন্টস সাথে রাখবেন এবং আত্মবিশ্বাসের সাথে ইমিগ্রেশনের প্রশ্নের উত্তর দিবেন। যদি কেউ অফলোড করার চেষ্টা করে, সহজে মানবেন না। স্পষ্টভাবে জানিয়ে দিন— ভ্যালিড কারণ দেখাতে হবে, কারণ ছাড়া অফলোড মেনে নেওয়া যাবে না। প্রয়োজনে সিনিয়র অফিসারের সাথে কথা বলুন।
যারা মালয়েশিয়ার পাশাপাশি সিঙ্গাপুর বা থাইল্যান্ড ভ্রমণ করবেন, তারা চাইলে প্রথম ডেস্টিনেশন সিঙ্গাপুর বা থাইল্যান্ড রাখতে পারেন। এতে অনেক সময় অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:
আত্মবিশ্বাস নিয়ে ইমিগ্রেশনের প্রশ্নের উত্তর দিন।
সম্ভব হলে একা না গিয়ে ২-৩ জন মিলে ভ্রমণ করুন।
ভুলভাল বা ছোট ছোট কারণ দেখিয়ে যদি অফলোড করার চেষ্টা করে, তখন অনুরোধ করবেন না— বরং পাল্টা প্রশ্ন করবেন এবং ভ্যালিড কারণ জানতে চাইবেন।
মনে রাখবেন, এয়ারপোর্টে সিনিয়রেরও সিনিয়র থাকে। আপনি যদি একজন লেজিট ট্রাভেলার হন, তাহলে সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার অধিকার আদায়ের।
আমাদের অনেকেই ছোট কারণ শুনেই ভয় পেয়ে “স্যার স্যার” করে অনুরোধ শুরু করি। এটা আপনার সবচেয়ে বড় দুর্বলতা। বরং আত্মবিশ্বাসী হোন এবং জানিয়ে দিন— আপনার ডকুমেন্টস ঠিক থাকলে আপনাকে অফলোড করার বৈধ কারণ দেখাতেই হবে।
সঠিক ডকুমেন্টস, আত্মবিশ্বাসী ভঙ্গি এবং দৃঢ় মানসিকতা— এগুলোই আপনাকে অযৌক্তিক অফলোড থেকে রক্ষা করবে। ধন্যবাদ 💐

20/08/2025

উমরাহ টিকিটে বিশেষ ছাড়! ঢাকা -জেদ্দা
মদিনা -ঢাকা
ডাইরেক্ট ফ্লাইট সৌদি এয়ারলাইনস
টিকেট মাত্র ৬৭,০০০ টাকা

১৯৯৭ সালের ২৩শে ডিসেম্বর, সিলেটের ওমারগাঁওয়ের কাছে একটি ধানক্ষেতে বাংলাদেশের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করে। গ্রা...
20/08/2025

১৯৯৭ সালের ২৩শে ডিসেম্বর, সিলেটের ওমারগাঁওয়ের কাছে একটি ধানক্ষেতে বাংলাদেশের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করে। গ্রামের মানুষ সেই বিধ্বস্ত বিমানটি দেখছে।
বিমানের ৮৯ জন যাত্রী এবং ক্রু সদস্য সবাই অলৌকিকভাবে বেঁচে যান, যদিও তারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। বিমানের ক্যাপ্টেন এবং কর্মকর্তারা এই ঘটনাকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেন।
স্থান: সিলেট, বাংলাদেশ।
তারিখ: ২৩শে ডিসেম্বর, ১৯৯৭।
ফটোগ্রাফার: রফিকুল রহমান।

20/08/2025

এযাবৎকালের সবথেকে বড় সুখবর হলো, বাংলাদেশী শ্রমিকরা এখন থেকে বিনা খরচে মালয়েশিয়া যাবে।
বিস্তারিত কমেন্টে...

18/08/2025

টাঙ্গাইলের হাবিবুর নামে এক বাংলাদেশি মালয়েশিয়ার একটি কোম্পানির শত শত শ্রমিকের বেতন আত্মসাৎ করে দেশে পালিয়েছে! 😡
লজ্জার বিষয় হলো—প্রতারিত কোম্পানির মালিক সরাসরি বাংলাদেশে গিয়ে তার গ্রামের বাড়ির সামনে মানববন্ধন করেছেন।
একজনের অপকর্মে পুরো জাতির সুনাম নষ্ট হচ্ছে।
আমরা পরিশ্রম করে বিদেশে সম্মান অর্জন করি, আর কিছু প্রতারক সবকিছু মাটিতে মিশিয়ে দেয়।
এটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ঘটনা।

✈️ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিয় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এ...
18/08/2025

✈️ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিয় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন প্রবেশ করতে পারবেন। অতিরিক্ত কেউ ড্রাইভওয়ে বা এরাইভাল ক্যানোপিতে প্রবেশ করার সুযোগ পাবেন না
ℹ️ কেন এই ব্যবস্থা?
✅ যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা
✅ যানজট নিয়ন্ত্রণ
✅ নিরাপত্তা নিশ্চিতকরণ
🚦 বিমানবন্দর এলাকায় আগত সকলকে অনুরোধ—
👉 সুশৃঙ্খলভাবে চলাচল করুন
👉 নিয়ম মেনে সহযোগিতা করুন

আসসালামু আলাইকুম। যে কোন প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। +880 1618-725690Nour Tour and Travels - Nour...
30/07/2025

আসসালামু আলাইকুম।
যে কোন প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। +880 1618-725690
Nour Tour and Travels - Nourtrip.com
Our Services
• Hajj & Umrah package
• Air Ticket (domestic & international)
• Hotel Booking (domestic & international)
• Passport -(New Apply, Renew, Correction)
• Travel Consultant & Visa processing
• Driving license processing
• Birth Registration processing

আসসালামু আলাইকুম।সম্মানিত উমরা যাত্রীগণ আপনারা অনেকেই মনে করছেন আমাদের প্যাকেজ রেট এত বেশি কেন? আসলেই সৌদি সরকার বর্তমান...
26/07/2025

আসসালামু আলাইকুম।
সম্মানিত উমরা যাত্রীগণ আপনারা অনেকেই মনে করছেন আমাদের প্যাকেজ রেট এত বেশি কেন?
আসলেই সৌদি সরকার বর্তমানে বেশ কঠোরতা অবলম্বন করছে, নুসুক রেজিস্ট্রার হোটেল ব্যতীত ভিসা দিচ্ছে না আর যদিও বা কেউ ভিন্ন পন্থা অবলম্বন করছে তাদেরকে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভবনা অনেক বেশি। কারণ নূসুক অনিবন্ধিত হোটেল গুলো এভাবেই বন্ধ করে দিচ্ছে।
#হজ্ব #ওমরা #উমরা #হোটেল #টিকেট

আপনি কি প্রবাস থেকে দেশে ফিরছেন? অথবা দেশ থেকে প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে যেতে গাড়ির প্রয়োজন? তাহলে চিন্তার কিছ...
20/07/2025

আপনি কি প্রবাস থেকে দেশে ফিরছেন? অথবা দেশ থেকে প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে যেতে গাড়ির প্রয়োজন?
তাহলে চিন্তার কিছু নেই!
আমাদের Nour tour and travels - নূর ট্যুর এন্ড ট্রাভেলস পরিচালিত Probashi Rent Service-প্রবাসী রেন্ট সার্ভিস নিয়ে এসেছে দক্ষ ড্রাইভারসহ প্রিমিয়াম গাড়ি ভাড়া নেওয়ার সুবিধা, তা-ও একদম সাশ্রয়ী খরচে।
বিশ্বাসযোগ্যতা, আরামদায়ক যাত্রা এবং সময়মতো পৌঁছানোর নিশ্চয়তা – সব একসাথে!

17/07/2025

এক মাসে ড্রাইভিং লাইসেন্স এর সরাসরি নন-স্টপ সমাধান।
প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করুন৷

এক ঢিলে তিন পাখি , ৮৯,৯০০/- টাকায় ঘুরে আসুন তিন দেশ  থাইল্যান্ড, মালয়েশিয়া,  সিঙ্গাপুর  ৭দিনের গ্রুপ ট্যুরে নূর ট্রাভে...
16/07/2025

এক ঢিলে তিন পাখি , ৮৯,৯০০/- টাকায় ঘুরে আসুন তিন দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ৭দিনের গ্রুপ ট্যুরে নূর ট্রাভেলস এর সাথে

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন৷

ইতিহাসের সবচেয়ে মুর্খতাপূর্ণ বিমান দুর্ঘটনার গল্প শোনাবে আজ।১৯৭৮ সালের ১৯ মে, অ্যারোফ্লোটের একটি Tu-154B বিমান বাকু থেকে...
13/06/2025

ইতিহাসের সবচেয়ে মুর্খতাপূর্ণ বিমান দুর্ঘটনার গল্প শোনাবে আজ।

১৯৭৮ সালের ১৯ মে, অ্যারোফ্লোটের একটি Tu-154B বিমান বাকু থেকে লেনিনগ্রাদগামী নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছিল। বিমানে ১৩৪ জন যাত্রী ও ক্রু ছিলেন। ককপিটে ছিলেন এক নতুন ক্যাপ্টেন (প্রথমবার ক্যাপ্টেনের আসনে), ফার্স্ট অফিসার, ন্যাভিগেটর, ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং একজন প্রশিক্ষক ফ্লাইট ইঞ্জিনিয়ার।

বিমানটি যখন ৯,৬০০ মিটার উচ্চতায় ক্যালিনিন অঞ্চলের উপর দিয়ে উড়ছিল, সেই সময় প্রশিক্ষক ফ্লাইট ইঞ্জিনিয়ার ও ফার্স্ট অফিসার বিমানের কন্ট্রোল সিস্টেম নিয়ে আলোচনা করছিলেন। এতো গভীর আলোচনায় তারা খেয়ালই করেননি যে ইঞ্জিনের RPM কমে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তিনটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়, এবং জেনারেটরগুলোও কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে বিমানটির ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে আংশিক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি ককপিট ক্রু বুঝতে পারেন যখন বিমানটি হঠাৎ উপরের দিকে উঠে গিয়ে ডানে কাত হতে শুরু করে এবং গতি হ্রাস পেতে থাকে। প্রায় এক মিনিট পরে, ক্রু বুঝতে পারেন আসল সমস্যা — সব ইঞ্জিনই বন্ধ হয়ে গেছে।

বিমানকে গতি ধরে রাখতে ৫০০ কিমি/ঘণ্টা গতিতে জরুরি অবতরণ শুরু করা হয় এবং ক্রু বারবার ইঞ্জিন চালু করার চেষ্টা করেন — মোট পাঁচবার — কিন্তু কোনোবারই সফল হননি। ৫,০০০ মিটার উচ্চতায় তারা APU (অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট) চালু করার চেষ্টা করেন, কিন্তু সেটিও ব্যর্থ হয় কারণ এটি কেবল ৩,০০০ মিটার নিচে কাজ করে।

নিকটবর্তী বিমানবন্দর ছিল বেজেৎস্ক শহরে, ৬৫ কিলোমিটার দূরে। কিন্তু সেখানে পৌঁছানো অসম্ভব মনে হওয়ায় ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন কাছাকাছি কোনো খোলা মাঠে অবতরণ করার। আবহাওয়া পরিষ্কার ছিল, এবং নিচে বার্লি ও আলুর ক্ষেত দেখতে পেয়ে সেখানে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। যাত্রীদের জানিয়ে দেওয়া হয় এবং তারা সিট বেল্ট বেঁধে প্রস্তুত হন।

অবতরণের সময় ডানদিকের পাখা একটি গাছে আঘাত পায় এবং বিমানটি ১৫০ মিটার ঘষে যায়, এরপর আবার আকাশে উঠে প্রায় ৬৫০ মিটার উড়ে গিয়ে একটি গাছের সারির মধ্যে পড়ে। বিমানটি বিভিন্ন গাছ ভেঙে দিয়ে এগিয়ে যায় এবং দ্বিতীয়বার ভূমিতে আছড়ে পড়ে। এতে ডান ল্যান্ডিং গিয়ার ধ্বংস হয়ে যায়, ডানদিকের পাখা ও একটি ইঞ্জিন ছিঁড়ে যায়। এরপর একটি কাঁচা রাস্তা ও খালে আছড়ে পড়ার পর নাক ও বামদিকের ল্যান্ডিং গিয়ার ভেঙে যায় এবং বিমানটি তিন ভাগে ভেঙে পড়ে, সঙ্গে আগুন ধরে যায়।

ক্রুদের দ্রুত পদক্ষেপে প্রায় সবাইকে বিমানের বাইরে নিয়ে আসা সম্ভব হয়। কিন্তু দুঃখজনকভাবে, এক ৭ বছরের মেয়ের পা ভাঙা আসনে আটকে যায়, এবং আগুন ছড়িয়ে পড়ার আগেই তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার মা তাকে ছেড়ে যেতে অস্বীকার করেন এবং দু’জনই আগুনে পুড়ে মারা যান। আরও দুই যাত্রী নিহত হন। মোট ২৭ জন আহত হন, বাকিরা অক্ষত ছিলেন।

তদন্তে উঠে আসে এক অবিশ্বাস্য কারণ। প্রশিক্ষক ফ্লাইট ইঞ্জিনিয়ার “নিয়মিত ইঞ্জিনিয়ার কতটা সতর্ক” তা পরীক্ষা করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে স্বয়ংক্রিয় জ্বালানি সরবরাহ বন্ধ করে দেন, এবং এরপর সেটা নিজেও ভুলে যান। এদিকে নিয়মিত ইঞ্জিনিয়ার সেটি লক্ষ্য করেননি, আর জ্বালানি ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়ার মতো সতর্ক সংকেতও কাজ করেনি।

এই বিমানের একটি বড় নকশাগত ত্রুটি ছিল — তিনটি ইঞ্জিনই একই সার্ভিস ট্যাঙ্ক থেকে জ্বালানি পেত। ওই ট্যাঙ্ক ফাঁকা হয়ে যাওয়ায় একসাথে সব ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

এই অবহেলার জন্য আদালত প্রশিক্ষক ইঞ্জিনিয়ারকে ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন (তবে পরে সাধারণ ক্ষমায় মুক্তি পান)। বিমানের ক্যাপ্টেনকে অ্যারোফ্লোট থেকে বরখাস্ত করা হয়।

এটি ইতিহাসে বিমান দুর্ঘটনার অন্যতম মূর্খতাপূর্ণ ও প্রতিরোধযোগ্য একটি উদাহরণ হিসেবে বিবেচিত।
-MKIR

Address

ফার্মগেট, ১৩১/বি (২য় তলা), গ্রীনরোড জাহানারা গার্ডেন
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Nour tour and travels - নূর ট্যুর এন্ড ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nour tour and travels - নূর ট্যুর এন্ড ট্রাভেলস:

Share