02/10/2023
ভর দুপুরে রোদ উঠলে নীল জল গাঢ় নীল হয়ে যায়। যেখানে পানির ঘনত্ব কম সেখানে মাটি অব্দি দেখা যায় অতোটাই স্বচ্ছ পানি এখন। বিকেল নামলে সোনার মতোন চিকচিক করে জল। আর রাত? সন্ধ্যায় বেশিরভাগ দিনই বৃষ্টি হয়। রাত কাটে আরাম একটা আবহাওয়ায়। টাঙ্গুয়ার হাওরের ভোর যেকোনো সময়েই অপার্থিব। সারাজীবন মনে রাখার মতোন। ❤️
❑ হাউজবোটঃ
জাহাজী- The KING of Tangua
(ক্যাটাগরিঃ সুপার প্রিমিয়াম)
❑ জাহাজীর প্যাকেজঃ
➤ সুনামগঞ্জ হতে সুনামগঞ্জ (পিক এন্ড ড্রপ)
বিঃদ্রঃ যেহেতু এটা হাওর এরিয়া একারণে এইখানে ঝড়, বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারনে বন্যা, পানির উচ্চতা বৃদ্ধি, জাদুকাটা নদীতে ভয়ংকর স্রোত অথবা প্রশাসনিক কারণে যে কোনো টাইমে বোটের রুট চেঞ্জ থেকে পারে, যেমন পিক এন্ড ড্রপ অথবা পিক ওর ড্রপ পয়েন্ট সুনামগঞ্জ না হয়ে তাহিরপুর, আনোয়ারপুর কিংবা লাউড়ের গড় হতে পারে, তবে সেক্ষেত্রে সুনামগঞ্জ হতে বোট পর্যন্ত নিয়ে আসার এবং বোট থেকে সুনামগঞ্জ
পর্যন্ত পৌছিয়ে দেয়ার আয়োজন জাহাজী হাউজবোটের পক্ষ হতে করে দেয়া হবে। জাহাজী কখনোই অনিরাপদ বোট পরিচালনা করে যাত্রীদের জীবন সমস্যার সম্মুখীন করবেনা। এ ব্যাপারে আমরা বদ্ধ পরিকর তাই বুকিং করার প্রথমে চিন্তা ভাবনা করে বুকিং করবেন।
নিরাপদ ভ্রমণ আমাদের অঙ্গীকার।
❑ ভ্রমণের স্হানঃ
➤ টাঙ্গুয়া হাওড়,
➤ ওয়াচ টাওয়ার,
➤ টেকের ঘাট
➤ নীলাদ্রি লেক,
➤ যাদুকাটা নদী,
➤ বারিক্কা টিলা,
➤ শিমুল বাগান,
* শিমুল বাগানের এন্ট্রি ফি আমাদের প্যাকেজের এর ভিতরে অধিভুক্ত নয়।
* লাকমাছড়া ( ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার যা নীলাদ্রি লেক হতে হেটে বা বাইক/ অটো করে যাওয়া যায়, বাইক বা অটো ভাড়া প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।
❑ খাবারের মেনুঃ
➤ ১ম দিন
ড্রিংকস-০১ঃ ওয়েলকাম ড্রিংকস
নাস্তা-০১ঃ খিচুড়ি, ডিমভুনা, ভর্তা, আচার, সালাদ
স্ন্যাক্স-০১ঃ চা
লাঞ্চ-০১ঃ ভাত, ভর্তা, সবজি, হাওড়ের মাছ ভুনা (বোয়াল/ আইর/ রুই), ডাল
স্ন্যাক্স-০২ঃ চা
স্ন্যাক্স-০৩ঃ ফল
স্ন্যাক্স-০৪ঃ মুড়ি-চানাচুর/ নুডুলস
স্ন্যাক্স-০৫ঃ চা, বিস্কুট/কেক
ডিনার-০১ঃ ভাত, হাঁস ভুনা, সবজি, ভর্তা, ডাল
স্ন্যাক্স-০৬ঃ চা
➤ ২য় দিন
নাস্তা-০২ঃ খিচুড়ি, ভর্তা, ডিমভাজি, আচার, সালাদ
স্ন্যাক্স-০৭ঃ চা
স্ন্যাক্স-০৮ঃ চা, বিস্কুট/কেক
লাঞ্চ-০২ঃ ভাত, ভর্তা, চিকেন কারি, মাছভর্তা/ মাছ ভাজা , ডাল
স্ন্যাক্স-০৯ঃ চা
স্ন্যাক্স-১০ঃ ফল
স্ন্যাক্স-১১ঃ চা
* খাদ্য বাজারের আইটেম এভেইলেবিলিটির উপর নির্ভর করে সংশোধন হতে পারে৷
❑ জেনারেটর এর সময়সূচীঃ
➤ ১ম দিন
# বোট সুনামগঞ্জ থেকে ছাড়ার পর ২ ঘন্টা।
# লাঞ্চ এর পর থেকে সন্ধার আগ পর্যন্ত ১ ঘন্টা।
# সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত।
(আবহাওয়া মাত্রাতীত থাকলে
সন্ধ্যা থেকে রাত ১১টা + ১২টা থেকে সকাল ৭টা)
➤ ২য় দিন
# বোট টেকেরঘাট থেকে শিমুলবাগান যাওয়ার রাস্তায় ১ ঘন্টা।
# লাঞ্চের পর হতে সুনামগঞ্জে যাওয়ার পথে ২ ঘন্টা।