AVAS Tours & Travels

AVAS Tours & Travels Umrah Package
Tour Package
Air Ticketing
Visa Processing
Hotel Booking
Hazz Package

24/09/2024
মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস কে অভিনন্দন!
08/08/2024

মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস কে অভিনন্দন!

🕋 আপনি কি ওমরাহ করতে চাচ্ছেন?  জেনে রাখুন ওমরাহ করার ফরজ এবং ওয়াজিব সমূহ⬇️ সঠিকভাবে ওমরাহ সম্পন্ন করার জন্য কিছু ফরজ (আব...
05/08/2024

🕋 আপনি কি ওমরাহ করতে চাচ্ছেন?
জেনে রাখুন ওমরাহ করার ফরজ এবং ওয়াজিব সমূহ⬇️

সঠিকভাবে ওমরাহ সম্পন্ন করার জন্য কিছু ফরজ (আবশ্যক) এবং ওয়াজিব (অত্যাবশ্যক) কাজ সম্পাদন করতে হয়। সঠিকভাবে এই কাজগুলো না করলে আপনার ওমরাহ পূর্ণাঙ্গ হবে না। আসুন, ফরজ এবং ওয়াজিব কাজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

🟩 ওমরাহর ফরজসমূহ কি কি?

☑️ ইহরাম বাঁধা

◾ বিবরণঃ ইহরাম বাঁধা ও তালবিয়া পাঠ করা, যার মাধ্যমে ওমরাহ করার নিয়ত করা হয়। এটি ওমরাহর প্রথম ফরজ কাজ।

◾ কার্যপ্রণালীঃ ইহরাম বাঁধার আগে, ইস্তেঞ্জা এবং ওযু করে পরিষ্কার হতে হবে। দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে, এবং তারপর তালবিয়া পাঠ করতে হবে।

◾ গুরুত্বঃ ইহরাম অবস্থায় নির্দিষ্ট নিয়ম এবং বিধিনিষেধ মেনে চলতে হয় যা ওমরাহর অবিচ্ছেদ্য অংশ।

☑️ তাওয়াফ

◾ বিবরণঃ পবিত্র কাবা শরীফের চারপাশে সাতবার তাওয়াফ করা। তাওয়াফ করতে হবে ধারাবাহিকভাবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে।

◾ কার্যপ্রণালীঃ তাওয়াফ শুরু হয় হাজরে আসওয়াদ (কালো পাথর) থেকে। প্রথম তিন চক্করে দ্রুত হাঁটা (রামাল) এবং পরের চার চক্করে সাধারণ হাঁটা।

◾ গুরুত্বঃ তাওয়াফ ওমরাহর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং এটি ইসলামের অন্যতম প্রাচীন রীতি।

🟩ওমরাহর ওয়াজিবসমূহ কি কি?

☑️সাঈ করা

◾ বিবরণঃ সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার সাঈ করা। এটি তাওয়াফের পরে করতে হয় এবং এটি ওমরাহর একটি অত্যাবশ্যক কাজ।

◾কার্যপ্রণালীঃ সাফা থেকে শুরু করে মারওয়ায় শেষ করতে হবে। সাতবার সাঈ করার মধ্যে তিনবার দ্রুত হাঁটা এবং চারবার সাধারণ হাঁটা।

◾ গুরুত্বঃ সাঈ করা হাজরে আসওয়াদের স্মরণার্থে এবং এটি হজ ও ওমরাহর একটি গুরুত্বপূর্ণ অংশ।

☑️ চুল কাটা বা মুণ্ডন করা ✂️

◾ বিবরণঃ পুরুষদের জন্য চুল মুণ্ডন করা বা পুরো মাথার চুল কেটে ফেলা এবং নারীদের জন্য চুলের অগ্রভাগ কাটা।

◾ কার্যপ্রণালীঃ তাওয়াফ এবং সাঈ সম্পন্ন করার পর, পুরুষরা চুল মুণ্ডন করতে পারে অথবা সম্পূর্ণ মাথার চুল ছোট করতে পারে। নারীরা চুলের অগ্রভাগ সামান্য কেটে নিবে।

◾ গুরুত্বঃ এটি ইহরাম অবস্থা থেকে মুক্ত হওয়ার প্রতীক এবং এটি ইসলামের একটি প্রাচীন প্রথা।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়
✅ মেডিক্যাল পরীক্ষা ও টিকাঃ
ওমরাহ যাত্রার আগে সকল প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা এবং টিকা গ্রহণ নিশ্চিত করুন।

✅ কাগজপত্র প্রস্তুত রাখাঃ পাসপোর্ট, ভিসা, বিমান টিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলপত্র সঠিকভাবে প্রস্তুত রাখুন।

✅ সুরক্ষামূলক ব্যবস্থাঃ স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করুন, যেমন মাস্ক পরিধান এবং স্যানিটাইজার ব্যবহার।

এই বছর ওমরাহ করার নিয়ত থাকলে 'ফ্লাই টু হারামাইন' প্যাকেজ বেছে নিতে পারেন। মনযোগ সহকারে ইবাদতের সব দায়িত্ব নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে।

আমাদের প্যাকেজগুলোর বিশেষত্বঃ
⭐ ঝামেলামুক্ত ভিসা প্রসেসিং ও এয়ার টিকেট
⭐ মক্কা এবং মদিনার উন্নত মানের হোটেল
⭐ স্বাস্থ্যকর ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার
⭐ অভিজ্ঞ আলিমগনের সাহচর্যে গাইড

📑 বুকিং এবং যেকোন তথ্যের জন্য বিস্তারিত জানতে আমাদের 💬 ইনবক্স করুন।

Address

Battala More, BCC
Dhaka
8200

Telephone

+8801980440044

Website

Alerts

Be the first to know and let us send you an email when AVAS Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AVAS Tours & Travels:

Share

Category