Gateway Tours & Multi Consultancy

  • Home
  • Gateway Tours & Multi Consultancy

Gateway Tours & Multi Consultancy ইউরোপের বিভিন্ন দেশের ভিসা কনসালটেন্সি, লোকাল এবং ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ সহ ওমরা প্যাকেজের বিশ্বস্ত প্রতিষ্টান।

07/07/2025

ইউরোপ এর কোন দেশ এ আছেন আপনি?

সার্বিয়া ৮০ হাজার + আবেদন পেন্ডিং এর জন্য নতুন ভাবে সার্বিয়ার এপ্লিকেশন কি বন্ধ হয়ে যেতে পারে?? “সার্বিয়া ওয়ার্ক ভিসা আব...
04/07/2025

সার্বিয়া ৮০ হাজার + আবেদন পেন্ডিং এর জন্য
নতুন ভাবে সার্বিয়ার এপ্লিকেশন কি বন্ধ হয়ে যেতে পারে??

“সার্বিয়া ওয়ার্ক ভিসা আবেদন বন্ধ করে দেবে”
এটি সঠিক নয়, বরং উল্টোটাই ঘটছে।

সার্বিয়ার ইমিগ্রেশন নীতিমালা সহজ
ও ডিজিটাল করার দিকে এগোচ্ছে,
এবং বর্তমানে কোন ওয়ার্ক ভিসা আবেদন বন্ধ করা হয়নি।
বিস্তারিত নিচে তুলে দেওয়া হলো:

🇷🇸 ১. সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া চালু
(মার্চ ২০২৫ থেকে)

মার্চ ২০২৫ থেকে সার্বিয়া চালু করেছে “Portal for Foreigners”—এখানে ভিসা, ডি‑ভিসা, ও বিভিন্ন পারমিট ১০০% অনলাইনে আবেদন করা যায় ।

এই পরিবর্তন অভিবাসন প্রক্রিয়াকে অনেক দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করেছে।

📌 ৩. সার্বিয়ার ইমিগ্রেশন পরিবেশ
২০২৪–২৫ সালে সার্বিয়া অভিবাসী বন্ধ করে দেয়নি; বরঞ্চ Single Permit এবং Single Permit + D‑Visa পদ্ধতি সহজ করেছে ।

এখন Longest Permit পর্যন্ত ৩ বছর পর্যন্ত মেয়াদে পাওয়া যায় এবং স্থায়ী বসবাসের পথও ছোটিয়েছে (৩ বছর থেকে) ।

"বন্ধ" বা "সাসপেন্ড"—
কোথাও এমন পরিস্থিতি নেই

সার্বিয়ার কোন দফতর বা দূতাবাস থেকে “ওয়ার্ক ভিসা আবেদন বন্ধ” বা “স্থগিত” এই ধরনের বার্তা আসেনি।

বরং তারা আবেদন প্রক্রিয়া দ্রুত ও সুবিধাজনক করে তুলেছে।

রাত দুটো বাজে। এখন ঘুমালে হয়তো ফজর কাজা হতে পারে। এ ভয়ে ঘুমাতেও যেতে মন চায় না । অন্যদিকে মাথা ব্যাথার কারণে স্ক্রিনেও ত...
03/07/2025

রাত দুটো বাজে। এখন ঘুমালে হয়তো ফজর কাজা হতে পারে। এ ভয়ে ঘুমাতেও যেতে মন চায় না । অন্যদিকে মাথা ব্যাথার কারণে স্ক্রিনেও তাকাতে সমস্যা। গত চারদিন কি পরিমান কষ্ট ভোগ করছি সেটা আল্লাহ পাক জানেন। আমি সবার দোয়া চাই। নাম ধরে দোয়া চাই।
কিছু বিষয় আছে খুলে প্রকাশ করা যায় না। আমাদের অবস্থা হচ্ছে সেই। সার্বিয়ান এম্বেসিতে প্রায় দুশো ফাইল জমা আছে। আশা করছি এই মাসে প্রায় দেরশ ফাইলের স্টিকার সম্পন্ন হবে। আপনাদের খাস দোয়ায় আমাদের শরীক রাখেন। প্রচুর মানুষ আমাদের ওপরে আস্থা রেখেছে। ভিতরের বিশ্বস্ত কন্টাকের খবর অনুযায়ী প্রথম লটের যাত্রীদের স্টিকার আগামীকাল লাগতে পারে।
তবে যাই হোক, এই মাসে ফ্লাইট দেওয়ার অদম্য ইচ্ছে আছে আমাদের যদি আল্লাহ পাক কবুল করেন। আপনারা যারা প্রথম লটের (১০০ ব্যাচ) দ্বিতীয় ব্যাচ (১০১), তৃতীয় ব্যাচ (১০২) এর যাত্রী আছেন তারা শারিরিক, মানসিক এবং অবশ্যই আর্থিক প্রস্তুতি গ্রহন করুন। চুক্তির বাইরে অতিরিক্ত কিছু টাকা পয়সা হাতে রাখেন। এটা ডলার বা ইউরোতে কনভার্ট করে সাথে রাখতে হবে। ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। দোয়ার দরখাস্ত।

হাঙ্গেরী আপডেট :আমাদের ফাইলগুলো দেওয়া কোম্পানী পারমিট এপ্রুভাল পাইছে। এখন প্রিন্টসহ আনুসাঙ্গিক কাজ বাকি। হয়তো সপ্তাহখানে...
02/07/2025

হাঙ্গেরী আপডেট :
আমাদের ফাইলগুলো দেওয়া কোম্পানী পারমিট এপ্রুভাল পাইছে। এখন প্রিন্টসহ আনুসাঙ্গিক কাজ বাকি। হয়তো সপ্তাহখানেক লাগতে পারে।
যারা হাঙ্গেরির পারমিট এর জন্য অপেক্ষা করছিলেন ।
তারা প্রস্তুতি নেন ।
অনেক যাত্রীর সাথে যোগাযোগ নেই তারা দয়া করে যোগাযোগ করবেন

30/06/2025

সার্বিয়া 🇷🇸 একটি স্বপ্ন,কিন্তু যাদের এটি সহজে পূরণ হয়ে যায় তারাই পেমেন্ট নিয়ে তালবাহানা করে,রেট নিয়ে কুশামুদ করে,ঠিক তখনি বুঝা যায় বাঙালী ঠিক কতটা অকৃতজ্ঞ জাতি।।

Send a message to learn more

28/06/2025

মানুষের বডিতে জরুরী অঙ্গগুলোর ক্ষেত্রে ব্যাকআপ প্লান ফলো করা হইছে। যেমন, চোখ দুটি, কিডনি দুটি, কান দুটি, নাকের ছিদ্র দুটি, হাত, পা তো দুটি আছে। কারণ হলো, একটা সমস্যায় পরলে আরেকটি জীবন সচল রাখবে।
জীবনে চলার পথে রিজিকের প্রচেষ্টায় এক মুখি হওয়া ভালো না। ব্যাকআপ প্লান থাকা চাই। আপনার জীবনে উত্থান পতন ঘটবে, কাজ ও কাজের পরিবেশ ক্ষতিগ্রস্থ হবে। আরো বহু কিসিমের প্রবলেম আসতে পারে। তবে কখনোই আপনার রিজিকের ঘাটতি হবে না যদি আপনি ব্যাকআপ প্লান নিয়ে কাজ করেন।
যুগ এবং সময়ের চাহিদার সাথে নিজের কর্মক্ষেত্রে পরিপুর্ণ করুন কিন্তু সাবধান, কোনো অবস্থায় এক চালানের ওপরে নির্ভর হবেন না। আমাদের বাপ দাদাদের মধ্যে যারা ব্যাকআপ প্লান এক্টিভ করেছে তারা দুনিয়ায় রাজত্ব করেছে। এখনো যত লোককে ব্যবসা, বানিজ্য, মার্কেটিং এ সফল দেখেন তারা সবাই ব্যাকআপ প্লান রাখেন।
সর্বশেষ, ট্রেসলার চেয়ারম্যান ইলন মাস্ক তো রীতিমতো ঐসব লোকদের বেকুব বলেছেন যারা এক ব্যবসায় চালান খাটায়, বুদ্ধি বিবেচনা, গায়ের জোর, যৌবনের সময় সবটুকো একটি নির্দিষ্ট গন্ডিতে বিলিয়ে দেয়। পরন্ত বয়সে সে ভিক্ষা করবে। তাকে ভিক্ষা চাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেছেন ইলন মাস্ক।

Send a message to learn more

28/06/2025

ঐ যে একটা কথা আছে না, ইংরেজীতে। ইংরেজীতে যেহেতু বলা আছে তাহলে ঠিকই আছে।
“A customer can never be fully satisfied; it’s nearly impossible to get 100% positive reviews, no matter how good the service is.”
আমরা যতই সার্ভিস দেই, সবার সন্তুষ্টি অর্জন সম্ভব না, এটাই সত্য। ভোক্তা কখনো শতভাগ রিভিউ দেয় না। আমাদের কনসালটেন্সি ফার্মের বেলায়ও তাই ঘটে। আমরা দিবারাত্রী পরিশ্রম করে কাজ করে যখন ফেল করি তখন যাত্রী ফুল পেমেন্ট রিটার্ন চায়। রিটার্ন পেলেও একটা রিভিউ দেয় না। মনে করে আমরা তাদের টাকা নিয়ে ব্যবসা করেছি, ফেরত দিয়েছি কোনো কাজ না করেই। তা ভাইজান, আপনাকে কত টাকা দিলে ব্যবসা দাড় করাতে পারবেন নিশ্চিন্তে যে কেউ চাইলেই তার টাকা রিটার্ন করবেন ?
অপর দিকে যখন সফল হই, কারো স্বপ্ন পুরন করি তখন তার আশেপাশের কাউকে বলা তো দূরে থাক, আামদের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পালিয়ে গিয়ে ভিন্ন দেশের নাম্বার নিয়ে আগের নাম্বারটি ডিলেট করে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মনে হয় তারে গলা ধরে বাড়িতে নিয়ে আসবো। কেউ কেউ তো নিজেই পারমিট বের করার জন্য হন্যে হয়ে ঘুরে। তারপরে ধরা খেয়ে, বাঁশ খেয়ে ফোন করে, ভাই এভাবে ধরা খাইছি, কিছু করা যাবে ?
এরপরেও কাজ করছি, করতে হয়। যখন এক লট ধরা খাবো, তখন কেউ পাশে থাকবে না। সহায়তা করবে না। সব ঝুকি আমাদের। যাত্রীদের নিজেদের কোনো ঝুকি তো নেই, বরং সময়ের নুন্যতম হেরফের হলে গলা থেকে বোমা বের হয়। তবুও তাদের সাথে হেসে কথা বলি। কারণ, নিজের ইজ্জত নিজেকেই হেফাজত করতে হবে।
বার বার কেবল একটাই দোয়া করি। কারো ক্ষতির কারণ যেনো না হই। এটুকো তো মহান রব কবুল করতেই পারেন। কারণ, তিনিই নিষেধ করেছেন কারো ক্ষতি না করতে। চেষ্টাও করছি কারো ক্ষতির কারণ না হতে। আপনারাও দোয়ায় শরীক রাইখেন।

31/05/2025

১১১ ব্যাচে (জেনারেল ওয়ার্কারে) সার্বিয়ার জন্য আমাদেরকে ফাইল দেওয়া সবাই নিজ নিজ এজেন্ট অথবা আমাকে হোয়াটসএপে নক করেন পাসপোর্ট নাম্বার দিয়ে। আলহামদুলিল্লাহ, সবার এপ্রুভাল পাইছি।
করনীয় :
পাসপোর্ট মুল কপি, সদ্য তোলা ৩৫-৪৫ সাইজে ম্যাট প্যাপারে ল্যাব প্রিন্ট করা দুই কপি ছবিসহ সাক্ষাত করেন অথবা কুরিয়ার করেন। অবশ্যই সুন্দরবন কুরিয়ারে পাঠাবেন। ঠিকানা, অপু আহমেদ, চাঁদপুর সদর।
জরুরী দোয়ার দরখাস্ত :
দিল্লিতে সার্বিয়ার এম্বেসিতে স্টিকারের জন্য জমা হওয়া প্রায় দুশো যাত্রীর অস্থিরতা দিন দিন সীমা ছেড়ে যাচ্ছে। হাদিয়া লাগলে ‍দিব, তবুও নামাজের পরে আমাদের ভাইগুলোর জন্য দোয়া কইরেন। কোম্পানী খুব প্যারা দিচ্ছে আর বলতেছে, এত লেট হয় বলেই তোদের দেশ থেকে লোক হায়ার করতে চাই না।
অথচ তারা কি জানে যে, আমরা চার মাসেই এপ্রুভাল আনছি। যা দেরি করার এম্বেসি করে। কারণ এম্বেসিতে থাকা দাদারা হুদাই আমাদের কাজ পেন্ডিং করে। ওদের সাথে আমাদের এরকম বন্ধুত্ব আর চাই না।
See translation

Send a message to learn more

যদি যেতে চান সুলতান সুলেমান, এরতুরুল থেকে ওসমান এর দেশে কাজের ভিসায়,,,,,, দেখতে চান তাদের ঐতিহ্য তাহলে এই ভিসা অফার আপনা...
15/02/2025

যদি যেতে চান সুলতান সুলেমান,
এরতুরুল থেকে ওসমান এর দেশে কাজের ভিসায়,,,,,,
দেখতে চান তাদের ঐতিহ্য তাহলে এই ভিসা অফার আপনার জন্য

ভিসার কাজের ধরন : ফোর স্টার ফাইভ স্টার হোটেলের
ওয়েটার,

ক্লিনার,

রুম এটেন্ডেন্ট,

রুম ক্লিনার,

রিসেপশন,।

কুক, শেপ

ইত্যাদি।

ভিসার নিশ্চয়তা : ১০০% ইনশাআল্লাহ

ভিসা প্রসেসিং সময় : সর্ব্বোচ্চ সময় ৬০ দিন হতে ৭৫ দিন। খুবই অল্প সময়
যোগাযোগ : 01746343102....কথা বলার জন্য অনুরোধ করা হইলো..whats up and imo and টেলিগ্রাম.

15/02/2025

তুরস্কের ১০০% ওয়ার্ক ভিসা গ্যারান্টি

Address


Alerts

Be the first to know and let us send you an email when Gateway Tours & Multi Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gateway Tours & Multi Consultancy:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share