NISI Consultant & Construction

NISI Consultant & Construction # Planning
# Estimates
# Soil Test
# Piling Foundation
# Foundation Work
# Structural Design
# Architectural Design
# Electrical Design
# Plumb Design..

Services Offered
- Structural Design
- Architectural Design
- Interior & Exterior Design
- Design Report
- Construction
- Soil Test Report
- Steel Structure
- As-Built Drawing
- Consulting
- Development
Let me know if you'd like any adjustments!

Shout out to my newest followers! Excited to have you onboard!Shaha Alom Sorkar, Momin Khan, Ahmed RO NY
09/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Shaha Alom Sorkar, Momin Khan, Ahmed RO NY

08/07/2025

#চাঁদপুর

08/07/2025

কংক্রিটের জন্য স্লাম্প পরীক্ষাঃ-

স্লাম্প পরীক্ষা হল তাজা কংক্রিটের কার্যক্ষমতা (বা ধারাবাহিকতা) পরিমাপ করার জন্য একটি সহজ এবং বহুল ব্যবহৃত পদ্ধতি। এটি নিশ্চিত করতে সাহায্য করে যে কংক্রিটের মিশ্রণে সঠিক জল-সিমেন্ট অনুপাত রয়েছে এবং স্থাপন করা এবং সংকুচিত করা সহজ।

👉স্লাম্প পরীক্ষার পদ্ধতিঃ-

১। প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ-

ক) স্লাম্প শঙ্কু (৩০০ মিমি উঁচু, নীচের ব্যাস ২০০ মিমি, উপরের ব্যাস ১০০ মিমি)
খ) ট্যাম্পিং রড (১৬ মিমি ব্যাস, ৬০০ মিমি লম্বা)
গ) বেস প্লেট
ঘ) পরিমাপ স্কেল

২। পরীক্ষার ধাপঃ-

ক) স্লাম্প শঙ্কুটি একটি সমতল বেস প্লেটে রাখুন।
খ) তিনটি স্তরে, প্রতিটি স্তর শঙ্কুর উচ্চতার প্রায় এক-তৃতীয়াংশে তাজা কংক্রিট দিয়ে শঙ্কুটি পূরণ করুন।
গ) ট্যাম্পিং রড ব্যবহার করে ২৫ বার রডিং করে প্রতিটি স্তর সংকুচিত করুন।
ঘ) উপরের পৃষ্ঠটি সমতল করুন এবং সাবধানে ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে শঙ্কুটি উল্লম্বভাবে তুলুন।
ঙ) স্লাম্প পরিমাপ করুন (কোণ এবং স্থির কংক্রিটের মূল উচ্চতার মধ্যে পার্থক্য)।

৩। স্লাম্পের প্রকারভেদঃ-

ক) প্রকৃত স্লাম্প: অভিন্ন স্লাম্প, যা ভালো কার্যক্ষমতা নির্দেশ করে।
খ) শিয়ার স্লাম্প: কংক্রিটের একপাশে কাঁচি ভেঙে যায়, যা দুর্বল সংহতি নির্দেশ করে।
গ) ধসে পড়া স্লাম্প: কংক্রিট সম্পূর্ণরূপে ধসে পড়ে, যা অতিরিক্ত জল নির্দেশ করে।
ঘ) শূন্য স্লাম্প: আকৃতিতে কোনও পরিবর্তন হয় না, যা খুব কম কার্যক্ষমতা নির্দেশ করে (শুষ্ক মিশ্রণের জন্য ব্যবহৃত)।

৪৷ সাধারণ স্লাম্প মান (মিমি)

ক) পেভমেন্ট/রাস্তা: 25-50 মিমি
খ) রিইনফোর্সড বিম/স্ল্যাব: 50-100 মিমি
গ) সাধারণ ভবন নির্মাণ: 75-125 মিমি
ঘ) উচ্চ কার্যক্ষমতা (পাম্পড কংক্রিট): 100-175 মিমি

৫। নির্মাণে মান নিয়ন্ত্রণঃ-

মান নিয়ন্ত্রণ (QC) নিশ্চিত করে যে নির্মাণ প্রকল্পগুলি নকশার স্পেসিফিকেশন, নিরাপত্তা মান এবং স্থায়িত্বের প্রয়োজনীয়তা পূরণ করে।

👉নির্মাণে QC-এর মূল দিকগুলি

১। উপাদান পরীক্ষা

কংক্রিট:- স্লাম্প পরীক্ষা, সংকোচনশীল শক্তি পরীক্ষা (ঘনক/সিলিন্ডার পরীক্ষা)।
ইস্পাত:- প্রসার্য শক্তি পরীক্ষা, বাঁক/রিবেন্ড পরীক্ষা।
ইট:- জল শোষণ পরীক্ষা, সংকোচনশীল শক্তি পরীক্ষা।
মাটি:- সংকোচন পরীক্ষা, আর্দ্রতা পরীক্ষা।

২। কারিগরি নিয়ন্ত্রণঃ-

ক) ফাটল রোধ করার জন্য কংক্রিটের যথাযথ নিরাময়।
খ) সঠিক মিশ্রণ অনুপাত নিশ্চিত করা।
গ) অনুমোদিত নির্মাণ পদ্ধতি এবং কৌশল অনুসরণ করা।

৩। কাঠামোগত অখণ্ডতা পরীক্ষাঃ-

ক) কংক্রিট তৈরির আগে শক্তিবৃদ্ধি বারগুলির পরিদর্শন।
খ) ফর্মওয়ার্ক এবং ভারাগুলির সঠিক সারিবদ্ধকরণ।
গ) কংক্রিটের অভ্যন্তরীণ ত্রুটি সনাক্ত করার জন্য অ-ধ্বংসাত্মক পরীক্ষা (NDT)।

৪। সুরক্ষা এবং সম্মতিঃ-

ক) ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (PPE) ব্যবহার।
খ) খনন, উত্তোলন এবং ভারা তৈরির জন্য সুরক্ষা প্রোটোকল অনুসরণ করা।
গ) স্থানীয় বিল্ডিং কোড এবং নিয়ম মেনে চলা।

৫। ডকুমেন্টেশন এবং রিপোর্টিংঃ-

ক) উপাদান পরীক্ষার ফলাফলের রেকর্ড বজায় রাখা।
খ) নিয়মিত সাইট পরিদর্শন রিপোর্ট।
গ) বিভিন্ন নির্মাণ কার্যক্রমের জন্য গুণমান নিশ্চিতকরণ চেকলিস্ট।

Let me know if you'd like any adjustments!

Contact Information
👤 Name: Abdus Shahid Sujan
📞 Phone: 01712765839
💌 Email: [email protected]
🆔 page: https://www.facebook.com/share/19Xu3GpcN9/?mibextid=wwXIfr

Professional Information
Civil Engineer
Institute: Comilla Polytechnic Institute

Services Offered
- Structural Design
- Architectural Design
- Interior & Exterior Design
- Design Report
- Construction
- Soil Test Report
- Steel Structure
- As-Built Drawing
- Consulting
- Development

consultant & construction

# Planning
# Estimates
# Soil Test
# Piling Foundation
# Foundation Work
# Structural Design
# Architectural Design
# Electrical Design
# Plumb Design..

08/07/2025

ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করলে বাড়ি নির্মাণের খরচ বাড়ে, তারা অনেক অত্যাধুনিক ডিজাইন করে খরচ বাড়িয়ে দেয়। আসলেই কি তাই?
অনেকেই এই ভুল ধারণা রাখেন।

একটা বাড়ির জন্য সব ধরনের ডিজাইন করতে হয়। স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল, থ্রিডি, ইলেক্ট্রিক্যাল ও প্লাম্বিং সহ সব ধরনের ওয়ার্কিং ডিজাইন করতে হয়।

যেখানে একটা ২ তলা বাড়ির ডিজাইন হয় অন্তত ৬০/৭০ পাতার, সেখানে ১৫-২০ পাতায় কিভাবে পূর্নাঙ্গ ডিজাইন করে তা থেকে খরচ কমাবেন?

৫/১০ হাজার টাকার ডিজাইনে সবচেয়ে বড় ভুল যা থাকে তাহল, এগুলো কপি ডিজাইন। মুখস্থ বিদ্যায় ডিজাইন হয় বলেই খরচ বেড়ে যায়।

ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করালে কেন খরচ কমে?

একজন আর্কিটেক্ট এর কাজ হলো আপনার জায়গার ধরণ, চাহিদা ও আপনার বাজেট অনুযায়ী ডিজাইন করা। তবে এক্ষেত্রে আপনার বাজেটের সাথে বাস্তবের মিল থাকতে হবে। একটা বাড়ি সাধারন ভাবে করতে গেলে যদি ৩০ লক্ষ টাকার দরকার হয়, সেই বাড়িটি একইভাবে ২০ লক্ষ টাকায় করে দেবার কোন ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট দুনিয়াতে পয়দা হয়নি।

আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী যদি আর্কিটেক্ট মূল নকশা করে দেন, তাহলে কিভাবে খরচ বেশি হবে?

আর আপনার কাছে যদি অর্ধেক নকশা থাকে কিংবা আপনি ও মিস্ত্রি আর্কিটেক্ট এর কাজটা করেন, কিংবা নেট থেকে ফ্লোর প্লান নিয়ে নিজেরি বাড়ি তৈরি করেন, তাহলে কিভাবে খরচ কমাবেন?

আপনি তো অমুক কিংবা মিস্ত্রির কাছে শুনলেন এই বাড়িটি করতে কত টাকা দরকার হবে? তিনি সঠিক খরচ কিভাবে বের করবেন? তিনি কি সব ধরনের ডিজাইন দেখে মালামালের হিসাব বের করেছেন? ইট বালি রড সিমেন্ট ছাড়াও একটা বাড়িতে অন্তত ১০০+ ধরনের মালামালের দরকার হয়।

বিনা ডিজাইন বা মিস্ত্রির ডিজাইনেই খরচ বাড়ে। কেন বাড়ে জানেন?

কারন আপনি জানেন না আসলে কেমন হবে বাড়িটি, কোথায় কি কাজ হবে তাও জানেন না। কাজ করার সময় মিস্ত্রি বলবে এটা করলে ভালো হবে, আপনিও নিজে কিছু দেখে মিস্ত্রিকে বলবেন এভাবে করুন। এভাবে একটু একটু করে অপরিকল্পিতভাবে কাজ করলেই খরচ বাড়ে।

ডিজাইন হলো একটা গাইডলাইন বা ছক । সেই ছক তৈরি করেন আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার।

আপনি ছকের বাইরে গেলে আপনার খরচ বাড়বে।

আপনি যদি আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করার সময় এটা দিলে ভালো হয়, এটা একটু বাড়ান এমন করতে থাকেন তাহলে তো খরচ বাড়বেই।

বাড়ি করুন নিজের সামর্থ্যের কথা চিন্তা করে, আরেকজনের বাড়ির ডিজাইন দেখে কিংবা বড় স্বপ্ন নিয়ে নয়।

Let me know if you'd like any adjustments!

Contact Information
👤 Name: Abdus Shahid Sujan
📞 Phone: 01712765839
💌 Email: [email protected]

🆔 page: https://www.facebook.com/share/19Xu3GpcN9/?mibextid=wwXIfr

Professional Information
Civil Engineer
Institute: Comilla Polytechnic Institute

Services Offered
- Structural Design
- Architectural Design
- Interior & Exterior Design
- Design Report
- Construction
- Soil Test Report
- Steel Structure
- As-Built Drawing
- Consulting
- Development

# Planning
# Estimates
# Soil Test
# Piling Foundation
# Foundation Work
# Structural Design
# Architectural Design
# Electrical Design
# Plumb Design..

07/07/2025

সিঁড়ি (Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য (শেয়ার করে রাখুন)

ইমারতের এক তলা থেকে অন্য তলায় নিরাপদ, সহজ ও দ্রুত যাতায়াতের জন্য যে কাঠামোগত ব্যবস্থা গৃহীত হয়, তাকে সিঁড়ি বলা হয়। এটি ধাপ (Steps) সমন্বয়ে গঠিত একটি চলাচল পথ।

১। সিঁড়ির প্রস্থ (Width of Stair):

বসতবাড়ি: ন্যূনতম প্রস্থ ৯০ সেমি।
পাবলিক ভবন: প্রস্থ হওয়া উচিত ১.৫০ থেকে ১.৮০ মিটার।
২। সিঁড়ির ধাপের সংখ্যা (Number of Steps per Flight):

প্রতিটি ফ্লাইটে ১০ থেকে ১২টি ধাপ রাখা শ্রেয়, যাতে চলাচল আরামদায়ক হয়।
৩। হেডরুম (Headroom):

হেডরুম কমপক্ষে ২.১০ মিটার থেকে ২.৩০ মিটার হওয়া উচিত।
ল্যান্ডিং এর প্রস্থ ফ্লাইটের প্রস্থের সমান বা তার চেয়ে বেশি হওয়া প্রয়োজন।
৪। সিঁড়ির প্রকারভেদ (Types of Stairs):

একমুখী সিঁড়ি (Straight Stair)
ডগ্-লেগড সিঁড়ি (Dog-legged Stair)
ওপেন নিউয়েল সিঁড়ি (Open Newel Stair)
জিওমেট্রিক্যাল সিঁড়ি (Geometrical Stair)
বৃত্তাকার সিঁড়ি (Circular Stair)
বাইফারকেটেড সিঁড়ি (Bifurcated Stair)
৫। ট্রেড ও রাইজারের সম্পর্ক (Relationship Between Tread and Riser):

সিঁড়ির ঢাল সাধারণত ২৫° থেকে ৪০° কোণের মধ্যে রাখা হয়। ঢালের সুবিধাজনক বিন্যাসের জন্য ট্রেড ও রাইজারের মধ্যে সম্পর্ক বজায় রাখা আবশ্যক।

কোড অনুযায়ী মাপকাঠি:
American Standard:
Tread + Riser = ৪৪ সেমি
Tread × Riser = ৪০০–৪৫০ বর্গসেমি
Indian Standard:
Tread + 2 × Riser = ৬০ সেমি
Tread × Riser = ৪০০–৪১০ বর্গসেমি
ACI Code (American Concrete Institute):
বসতবাড়ি:
রাইজার: ১৫–১৮ সেমি
ট্রেড: ২৩–২৭ সেমি
পাবলিক ভবন:
রাইজার: ১৪–১৫ সেমি
ট্রেড: ২৫–৩০ সেমি
৬। ওয়েস্ট স্ল্যাবের ওজন নির্ণয় (Weight Calculation of Waist Slab):

সিঁড়ির ঢালু অংশকে ওয়েস্ট স্ল্যাব বলা হয়।

ধরা যাক:
R= রাইজারের উচ্চতা
T= ট্রেডের প্রস্থ
S= ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব

ওজন নির্ণয়ের সূত্র:

ওজন= S×(R2 +T2 )×24/T


৭। ধাপের ওজন নির্ণয় (Weight of Stair Step):

সূত্র:
W=১২×Rকেজি/বর্গমিটার
এখানে,

R= রাইজারের উচ্চতা
W= ধাপের ওজন

Let me know if you'd like any adjustments!

Contact Information
👤 Name: Abdus Shahid Sujan
📞 Phone: 01712765839
💌 Email: [email protected]
🆔 page: https://www.facebook.com/share/19Xu3GpcN9/?mibextid=wwXIfr

Professional Information
Civil Engineer
Institute: Comilla Polytechnic Institute

Services Offered
- Structural Design
- Architectural Design
- Interior & Exterior Design
- Design Report
- Construction
- Soil Test Report
- Steel Structure
- As-Built Drawing
- Consulting
- Development


# Planning
# Estimates
# Soil Test
# Piling Foundation
# Foundation Work
# Structural Design
# Architectural Design
# Electrical Design
# Plumb Design..

Big shout out to my newest top fans! 💎Md Fhardin Hosein RontyDrop a comment to welcome them to our community,
04/07/2025

Big shout out to my newest top fans! 💎

Md Fhardin Hosein Ronty

Drop a comment to welcome them to our community,

04/07/2025

*সিভিল ইঞ্জিনিয়ারিং-এর জনক (Father of Civil Engineering)* হিসেবে সাধারণভাবে *John Smeaton*-কে বিবেচনা করা হয়।

✅ *John Smeaton (1724–1792)*
- ইংল্যান্ডের একজন প্রকৌশলী
- *Moden Civil Engineering*-এর পথপ্রদর্শক
- তিনি *"Civil Engineer"* শব্দটি প্রথম ব্যবহার করেন
- Eddystone Lighthouse ডিজাইন করে খ্যাতি অর্জন করেন

*বিশেষভাবে:*
- তিনি Society of Civil Engineers (বর্তমানে ICE)–এর প্রতিষ্ঠাতাও ছিলেন
- তার কাজই ভবিষ্যতের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংকে একটি স্বতন্ত্র পেশা হিসেবে প্রতিষ্ঠা করে।

01/07/2025

*সিভিল ইঞ্জিনিয়ারিং-এর জনক (Father of Civil Engineering)* হিসেবে সাধারণভাবে *John Smeaton*-কে বিবেচনা করা হয়।

✅ *John Smeaton (1724–1792)*

- ইংল্যান্ডের একজন প্রকৌশলী
- *Moden Civil Engineering*-এর পথপ্রদর্শক
- তিনি *"Civil Engineer"* শব্দটি প্রথম ব্যবহার করেন
- Eddystone Lighthouse ডিজাইন করে খ্যাতি অর্জন করেন

*বিশেষভাবে:*
- তিনি Society of Civil Engineers (বর্তমানে ICE)–এর প্রতিষ্ঠাতাও ছিলেন
- তার কাজই ভবিষ্যতের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংকে একটি স্বতন্ত্র পেশা হিসেবে প্রতিষ্ঠা করে।

29/06/2025

29/06/2025

#طهران

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when NISI Consultant & Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NISI Consultant & Construction:

Share