08/07/2025
ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করলে বাড়ি নির্মাণের খরচ বাড়ে, তারা অনেক অত্যাধুনিক ডিজাইন করে খরচ বাড়িয়ে দেয়। আসলেই কি তাই?
অনেকেই এই ভুল ধারণা রাখেন।
একটা বাড়ির জন্য সব ধরনের ডিজাইন করতে হয়। স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল, থ্রিডি, ইলেক্ট্রিক্যাল ও প্লাম্বিং সহ সব ধরনের ওয়ার্কিং ডিজাইন করতে হয়।
যেখানে একটা ২ তলা বাড়ির ডিজাইন হয় অন্তত ৬০/৭০ পাতার, সেখানে ১৫-২০ পাতায় কিভাবে পূর্নাঙ্গ ডিজাইন করে তা থেকে খরচ কমাবেন?
৫/১০ হাজার টাকার ডিজাইনে সবচেয়ে বড় ভুল যা থাকে তাহল, এগুলো কপি ডিজাইন। মুখস্থ বিদ্যায় ডিজাইন হয় বলেই খরচ বেড়ে যায়।
ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করালে কেন খরচ কমে?
একজন আর্কিটেক্ট এর কাজ হলো আপনার জায়গার ধরণ, চাহিদা ও আপনার বাজেট অনুযায়ী ডিজাইন করা। তবে এক্ষেত্রে আপনার বাজেটের সাথে বাস্তবের মিল থাকতে হবে। একটা বাড়ি সাধারন ভাবে করতে গেলে যদি ৩০ লক্ষ টাকার দরকার হয়, সেই বাড়িটি একইভাবে ২০ লক্ষ টাকায় করে দেবার কোন ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট দুনিয়াতে পয়দা হয়নি।
আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী যদি আর্কিটেক্ট মূল নকশা করে দেন, তাহলে কিভাবে খরচ বেশি হবে?
আর আপনার কাছে যদি অর্ধেক নকশা থাকে কিংবা আপনি ও মিস্ত্রি আর্কিটেক্ট এর কাজটা করেন, কিংবা নেট থেকে ফ্লোর প্লান নিয়ে নিজেরি বাড়ি তৈরি করেন, তাহলে কিভাবে খরচ কমাবেন?
আপনি তো অমুক কিংবা মিস্ত্রির কাছে শুনলেন এই বাড়িটি করতে কত টাকা দরকার হবে? তিনি সঠিক খরচ কিভাবে বের করবেন? তিনি কি সব ধরনের ডিজাইন দেখে মালামালের হিসাব বের করেছেন? ইট বালি রড সিমেন্ট ছাড়াও একটা বাড়িতে অন্তত ১০০+ ধরনের মালামালের দরকার হয়।
বিনা ডিজাইন বা মিস্ত্রির ডিজাইনেই খরচ বাড়ে। কেন বাড়ে জানেন?
কারন আপনি জানেন না আসলে কেমন হবে বাড়িটি, কোথায় কি কাজ হবে তাও জানেন না। কাজ করার সময় মিস্ত্রি বলবে এটা করলে ভালো হবে, আপনিও নিজে কিছু দেখে মিস্ত্রিকে বলবেন এভাবে করুন। এভাবে একটু একটু করে অপরিকল্পিতভাবে কাজ করলেই খরচ বাড়ে।
ডিজাইন হলো একটা গাইডলাইন বা ছক । সেই ছক তৈরি করেন আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার।
আপনি ছকের বাইরে গেলে আপনার খরচ বাড়বে।
আপনি যদি আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করার সময় এটা দিলে ভালো হয়, এটা একটু বাড়ান এমন করতে থাকেন তাহলে তো খরচ বাড়বেই।
বাড়ি করুন নিজের সামর্থ্যের কথা চিন্তা করে, আরেকজনের বাড়ির ডিজাইন দেখে কিংবা বড় স্বপ্ন নিয়ে নয়।
Let me know if you'd like any adjustments!
Contact Information
👤 Name: Abdus Shahid Sujan
📞 Phone: 01712765839
💌 Email: [email protected]
🆔 page: https://www.facebook.com/share/19Xu3GpcN9/?mibextid=wwXIfr
Professional Information
Civil Engineer
Institute: Comilla Polytechnic Institute
Services Offered
- Structural Design
- Architectural Design
- Interior & Exterior Design
- Design Report
- Construction
- Soil Test Report
- Steel Structure
- As-Built Drawing
- Consulting
- Development
# Planning
# Estimates
# Soil Test
# Piling Foundation
# Foundation Work
# Structural Design
# Architectural Design
# Electrical Design
# Plumb Design..