MS Tours & Travels

MS Tours & Travels Domestic & International Air Ticket and Package Tour Services

30/11/2024

হজরত হুযাইফাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের বেলায় নিজ বিছানায় শোয়ার (ঘুমানোর আগে) সময় নিজ হাত গালের নিচে রাখতেন।

অতঃপর বলতেন-
‏ اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ- আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
অর্থ : ‘হে আল্লাহ! আপনারই নামে মরে যাই আবার আপনারই নামে জীবন লাভ করি।’

আর যখন (ঘুম থেকে) সজাগ হতেন, তখন বলতেন-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
উচ্চারণ- ‘আলহামদু লিল্লাহিল লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।’
অর্থ : ‘সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশ্বনবির ঘুমানোর এ ছোট্ট আমলটি নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

30/11/2024

প্রতি ওয়াক্ত ফরজ সালাত শেষ করে নবি মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লালাহু আইহি ওয়াসাল্লাম ১৩টি দোয়া পড়তেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য যেকোনো মুসলিম সুন্নত এ আমলটি করতে পারেন। তাহলে জেনে নেয়া যাক রাসুল কোন দোয়াগুলো পড়তেন নামাজ শেষে-

১. আল্লাহু আকবার একবার ও ‘আসতাগফিরুল্লাহ’ তিনবার।(ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠَّﻪ) অর্থ : আল্লাহ মহান। হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি।

২. ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবা-রাকতা ইয়া যাল-জালালি ওয়াল ইকরাম’ -১ বার। ‎ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺍﻟﺴَّﻼَﻡُ، ﻭَﻣِﻨْﻚَ ﺍﻟﺴَّﻼَﻡُ، ﺗَﺒَﺎﺭَﻛْﺖَ ﻳَﺎ ﺫَﺍ ﺍﻟْﺠَﻼَﻝِ ﻭَﺍﻟْﺈِﻛْﺮَﺍﻡِ

অর্থ : হে আল্লাহ্! তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী।

সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন “রাসুল (সাঃ) যখন সালাম ফেরাতেন তখন তিনি তিনবার ইস্তেগফার পড়তে্ন অর্থাত ‘আস্তাগফিরুল্লাহ’ বলতেন। তারপর বলতেনঃ “আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম”। -মুসলিম ১/২১৮, আবু দাউদ ১/২২১
৩. ‎لاَ إِلهَ إِلاَّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَ هُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ উচ্চারণ:- লা ইলাহা ইল্লাল্লা-হু অহ্‌দাহু লা শারীকা লাহ্‌, লাহুল মুলকু অলাহুলহামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। একবার। অর্থ:- আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই, তিনি একক, তাঁর কোন অংশী নেই, তাঁরই জন্য সমস্ত রাজত্ব, তাঁরই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ব বিষয়ে শক্তিমান।

৪. ‎اَللّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِىَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الَجَدِّ مِنْكَ الْجَدُّ উচ্চারণ:- আল্লা-হুম্মা লা মা-নিয়া লিমা আ’ত্বাইতা, অলা মু’তিয়া লিমা মানা’তা অলা য়্যানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। একবার। অর্থ- হে আল্লাহ! তুমি যা দান কর তা রোধ করার এবং যা রোধ কর তা দান করার সাধ্য কারো নেই। আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোন উপকারে আসবে না। (বুখারী, মুসলিম, সহীহ , মিশকাত ৯৬২ নং)

৫. ‎لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله উচ্চারণ:- লা-হাউলা অলা ক্বুউওয়াতা ইল্লা বিল্লা-হ্‌। একবার। অর্থ:- আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার শক্তি নেই।(মুসলিম, সহীহ , মিশকাত ৯৬৩ নং)

৬. একবার ‎لآ إِلهَ إِلاَّ اللهُ وَلاَ نَعْبُدُ إِلاَّ إِيَّاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لاَ إِلهَ إِلاَّ اللهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ উচ্চারণ:- লা ইলা-হা ইল্লাল্লা-হু অলা না’বুদু ইল্লা ইয়্যা-হু লাহুন্নি’মাতু অলাহুল ফায্বলু অলাহুস সানা-উল হাসান, লা ইলা-হা ইল্লাল্লা-হু মুখলিস্বিনা লাহুদ্দ্বীনা অলাউকারিহাল কা-ফিরুন। অর্থ- আল্লাহ ব্যতীত কেউসত্য উপাস্য নেই। তাঁর ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, তাঁরই যাবতীয় সম্পদ, তাঁরই যাবতীয় অনুগ্রহ, এবং তাঁরই যাবতীয় সুপ্রশংসা, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই। আমরা বিশুদ্ধ চিত্তে তাঁরই উপাসনা করি, যদিও কাফেরদল তা অপছন্দ করে। (মুসলিম, সহীহ , মিশকাত ৯৬৩ নং)

৭. আয়াতুল কুরসী (সুরা বাক্বারা আয়াত : ২৫৫) ১ বার। আবু উমামা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর ‘আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে ন ‘। (নাসায়ী, হাদিস সহীহ, সিলসিলাহ সহিহাহ-হাদিস ৯৭২)

৮. আবু হুরাইরা রা: রাসুলুল্লাহ সা: থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ৩৩ বার ‘সুবহানাল্লাহ’ ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ ৩৩ বার ‘আল্লাহু আকবার’ পড়ে এবং ১০০ বার পূর্ণ করার জন্য একবার “লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ দাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর” পড়ে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়। যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয়। (মুসলিম-১২২৮)।

৯. সুরা ইখলাস, ফালাক্ব ও নাস ১ বার করে। (আবু দাঊদ২/৮৬, সহীহ তিরমিযী ১/৮, নাসাঈ ৩/৬৮)

১০. একবার ‘আল্লাহুম্মা আ ই’ন্নি আ’লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হু’সনি ইবাদাতিকা’ ‎ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻋِﻨِّﻲ ﻋَﻠَﻰ ﺫِﻛْﺮِﻙَ، ﻭَﺷُﻜْﺮِﻙَ، ﻭَﺣُﺴْﻦِ ﻋِﺒﺎﺩَﺗِﻚَ অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য কর”। -আবু দাউদ ১/২১৩

১১. একবার اَللّهُمَّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ উচ্চারণ:- আল্লা-হুম্মা ক্বিনী আযা-বাকা ইয়াওমা তাবআসু ইবা-দাক। অর্থ:- হে আল্লাহ! যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। (মুসলিম)

১২. হজরত আব্দুর রহমান বিন গানম রা: হতে বর্ণিত নবী সা: বলেন, যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা মুড়ার পূর্বে (অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবে বসেই, এদিক অদিক ঘুরা বা অন্য রকম করে বসার পূর্বেই) নিম্নোক্ত দোয়াটি ১০ বার পাঠ করবে, ‎«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ» (লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়ালাহুল হাম্‌দু ইয়ুহ্‌য়ী ওয়াইয়ূমীতু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর)।

অর্থা:- একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তারই এবং সকল প্রশংসা তাঁর। তিনিই জীবিত করেন এবং মৃত্যু দান করেন। আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

আল্লাহ্‌ তার আমলনামায় প্রত্যেকবারের বিনিময়ে ১০টি নেকি লিপিবদ্ধ করেন, ১০টি গোনাহ মোচন করে দেন, তাকে ১০টি মর্যাদায় উন্নীত করেন, প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে (ঐ যিকির) রক্ষামন্ত্র হয়, নিশ্চিতভাবে শির্ক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমার্হ হয়। আর সে হয় আমল করার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তবে সেই ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যে তার থেকেও উত্তম যিকির পাঠ করবে। (আহমাদ,সহীহ তারগীব-হাদিস ৪৭২)

১৩. ফজরের সলাতের পর একবার اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْماً نَّافِعاً وَّرِزْقاً طَيِّباً وَّعَمَلاً مُّتَقَبَّلاً উচ্চারণ:- আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ইলমান না-ফিআ, ওয়া রিযক্বান ত্বাইয়িবা, ওয়া আমালান মুতাক্বাব্বালা। অর্থ- হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। ফজরের নামাযের পর এটি পঠনীয়। (ইবনে মাজাহ্‌, সুনান১/১৫২, ত্বাবারানী সাগীর, মাজমাউয যাওয়ায়েদ ১০/১১১)

দ্রষ্টব্য- এখানে সিরিয়ালি যেভাবে দেওয়া হয়েছে এভাবেই করতে হবে এমন নয়। এভাবে করতে পারেন কিংবা সিরিয়াল আগ পাছ হলেও সমস্যা নেই। প্রত্যেক ফরজ সলাতের পর সবগুলো দোয়া জিকিরই করার চেষ্টা করবেন। হয়তো ৭-৮ মিনিট লাগতে পারে। তবে সময় সল্প থাকলে সেই ওয়াক্তে বেশি গুরুত্বপূর্ণগুলোও করতে পারেন। মুলকথা, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ফরজ সলাত শেষে এগুলো দোয়া জিকির করতেন। আমাদেরও সাধ্যমত এগুলোর অনুসরণ করা উচিত।

10/11/2024

মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমান টিকিট কিনুন সাশ্রয়ী মূল্যে।
+৬০১৬২৯৩৬৬৩৫

KOTA BARU: A rubber tapper was charged at the Sessions Court here today with two counts of ra**ng his 14-year-old daught...
31/07/2024

KOTA BARU: A rubber tapper was charged at the Sessions Court here today with two counts of ra**ng his 14-year-old daughter at a house in Kuala Krai here last Sunday.

"I did not mean to r**e my daughter," the 44-year-old accused after he pleaded not guilty when the charges were read to him by the court interpreter before Judge Zulkifli Abllah.

আগামী 20-25 ডিসেম্বরের জন্য জরুরী ওমরাহ বুকিং চলছে। যাহারা ওমরাহ করতে যেতে চান জরুরী যোগাযোগ করুন। এমএস ট্যুরস্ এন্ড ট্র...
25/11/2023

আগামী 20-25 ডিসেম্বরের জন্য জরুরী ওমরাহ বুকিং চলছে। যাহারা ওমরাহ করতে যেতে চান জরুরী যোগাযোগ করুন। এমএস ট্যুরস্ এন্ড ট্রাভেলস্, ভাস্কর্য মোড়, চৌগাছা, যশোর। ( ডাচ-বাংলা ব্যাংকের নিচে), মোবাইল নাম্বারঃ 01712-937908।

23-09-23 বিকাল আনুমানিক ৫ টার সময় যশোর-ছুটিপুর রোডের কায়েমকোলা বাজার সলুয়ার মোড়ের তেলপাম্পের সামনে থেকে ২ জন স্বর্ণ চোরা...
24/09/2023

23-09-23 বিকাল আনুমানিক ৫ টার সময় যশোর-ছুটিপুর রোডের কায়েমকোলা বাজার সলুয়ার মোড়ের তেলপাম্পের সামনে থেকে ২ জন স্বর্ণ চোরা চালান কারবারির কাছ থেকে ৪ টি ১ কেজি ও ৬ টি ১০০ গ্রামের স্বর্ণের বার(৪ কেজি ৬০০ গ্রাম) জব্দ করে ঝিকরগাছা থানা পুলিশ।

চকুরির আবেদনের  জন্য যোগাযোগ করুন-এমএস ট্যুরস্ এন্ড ট্রাভেলস্, ভাস্কর্য মোড়, ডাচ্ বাংলা ব্যাংকের নিচে) চৌগাছা বাজার , য...
17/09/2023

চকুরির আবেদনের জন্য যোগাযোগ করুন-
এমএস ট্যুরস্ এন্ড ট্রাভেলস্,
ভাস্কর্য মোড়, ডাচ্ বাংলা ব্যাংকের নিচে) চৌগাছা বাজার , যশোর।
আসন সংখ্যা সী‌মিত
ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তিএ চলছে !
এস এস সি পরবর্তী কম্পিউটার কোর্সের স্পেশাল ব্যাচ এ ভর্তি শুরু
6 মাস মেয়াদী কোর্স শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয়।
আমাদের প্রতিষ্ঠানের প্রশিক্ষণের বিষয় সমূহ :
🖥️ িস_এপ্লিকেশন
🖥️ াটাবেজ_প্রোগ্রামিং
🌐 আমাদের বৈশিষ্ট্য
🌎 দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাস প্রদান করা হয়।
🌎 নি‌রি‌বি‌লি প‌রি‌বেশ আধু‌নিক মা‌নের ক‌ম্পিউটার ল্যাব
🌎 গরীব ও মেধাবী শিক্ষার্থী‌দের বি‌শেষ ছা‌ড়ের ব্যবস্থা র‌য়ে‌ছে
🌎 প্রত্যেক শিক্ষার্থীর জন্য পৃথক ক‌ম্পিউটার ব্যবস্থা র‌য়ে‌ছে।🌐 আমা‌দের অন্যান্য সু‌বিধাসমূহঃ-
# ইত্যালি, সাউথ কোরিয়া, হাঙ্গেরী, রোমানিয়া, ক্রোশিয়া, জামান, সার্বিয়া
কাতার, ডুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের
ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং ও টুরিস্ট ভিসা প্রসেসিং করা হয়। ওমরা
ভিসা করা হয়।
েইল_করা।
#ইন্টার‌নেট_রেজাল্ট_দেখা
্রকার ক‌ম্পোজ করা হয়
# সকল প্রকার অনলাইন চাকু‌রির আ‌বেদন করা হয়
# মা‌লে‌য়ে‌শিয়া যাওয়ার জন্য অনলাই‌নে বিএমই‌টি রে‌জিষ্ট্রশন করা হয়
# তিন‌দি‌নের টেক‌নিক্যাল ট্রেনিং এর আ‌বেদন ও সার্টিফিকেট প্রদান।
# পুরাতন ক‌ম্পিউটার ক্রয়/বিক্রয় করা হয় ।
আমাদের ঠিকানা সমূহ :
এমএস ট্যুরস্ এন্ড ট্রাভেলস্,
ভাস্কর্য মোড়, ডাচ্ বাংলা ব্যাংকের নিচে) চৌগাছা বাজার , যশোর।
মোবাইলঃ 01712937908, 01719973716, 01677662757(হট লাইন-+8809638984868)

17/09/2023

সাউথ কোরিয়া
ওয়েল্ডার
বেতন-২১০০ ইউএসডি+ওটি+থাকা

নতুন হলে ১০ সাপ্তাহ,অভিজ্ঞ হলে ৪ সাপ্তাহ ভাষা ও কাজের ট্রেনিং দিতে হবে। পাসপোর্ট জমা চলছে।

ইতালি
বেতন-১৪৫০ ইউরো+থাকা+খাওয়া
বয়স-২১-৪০
এসএসসি পাস,৩ মাস A 1 কোর্স করতে চাইলে পাসপোর্ট জমা দিন।

জাপান
বেতন-
বয়স-২১-৩৫
এসএসসি,ভাষা-N4/5
ডেলিকেট ৭ অক্টোবর

নতুন হলে ২৫ সেপ্টেম্বর ভাষা কোর্স শুরু।

17/09/2023

প্রিয় সম্মানিত গ্রাহক
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আমরা আশা করি এই বার্তাটি আপনাকে ভালভাবে খুঁজে পাবেন। এমএস ট্যুরস্ এন্ড ট্রাভেলসে আমরা ভ্রমণ শিল্পে শক্তিশালী অংশীদারিত্বের গুরুত্ব বুঝতে পারি। আমরা আপনাকে একটি অসাধারণ সুযোগের সাথে পরিচয় করিয়ে দিতে উত্তেজিত যেটি একচেটিয়া সুবিধা উপভোগ করার সাথে সাথে আপনার এয়ার টিকেট ক্রয়ের উল্লেখযোগ্য সেবা প্রদান করতে পারি।

এমএস ট্যুরস্ এন্ড ট্রাভেলসে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি হতে পেরে গর্বিত, যা ভ্রমণকারীদের বিভিন্ন চাহিদা মেটাতে বিভিন্ন পরিষেবা প্রদান করে। যেটা আমাদের আলাদা করে তা হল ইউএসবাংলা, বাংলাদেশ বিমান, কাতার এয়ারওয়েজ, ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার মতো বিখ্যাত এয়ারলাইন্সের সাথে আমাদের একচেটিয়া অংশীদারিত্ব। আপনাকে বাজারে একটি প্রতিযোগিতামূলক প্রান্ত প্রদান করে থাকি।

এমএস ট্যুরস্ এন্ড ট্রাভেলস কে আপনার বিশ্বস্ত অংশীদার হিসাবে বিবেচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। একসাথে, আমরা ভ্রমণের জগতে নতুন উচ্চতায় উঠতে পারি।

ইতালি/হাঙ্গেরি/পোল্যান্ড/সাউথ কোরিয়া/সার্বিয়া/রোমানিয়া/কসোভো -----------------------------------------------------ইতালি...
30/08/2023

ইতালি/হাঙ্গেরি/পোল্যান্ড/সাউথ কোরিয়া/সার্বিয়া/রোমানিয়া/কসোভো
-----------------------------------------------------
ইতালি
এগ্রিকালচার/স্পন্সর
বেতন-৭০০-১৩০০+থাকা+খাওয়া
বয়স-২১-৪০
সিভি সহ পাসপোর্ট জমা চলছে।
-----------------------------------------------------
হাঙ্গেরি
ফ্যাক্টরি ওয়ার্কার
বেতন-৫৫০-৬৫০ ইউরো+থাকা+খাওয়া
বয়স-২০-৪০
পাসপোর্ট জমা চলছে।
-----------------------------------------------------
পোল্যান্ড
ওয়ার্কার
বেতন-৫৫০-৭৫০ ইউএসডি+থাকা+খাওয়া
বয়স-২০-৪৫
পাসপোর্ট জমা চলছে।
-----------------------------------------------------
সাউথ কোরিয়া
ওয়েল্ডার
বেতন-২০০০ ইউএসডি+ওটি+থাকা

নতুন হলে ১০ সাপ্তাহ,অভিজ্ঞ হলে ৪ সাপ্তাহ ভাষা ও কাজের ট্রেনিং দিতে হবে।
পাসপোর্ট জমা চলছে।
-----------------------------------------------------
সার্বিয়া
জেনারেল ওয়ার্কার
বেতন-৫৫০ ইউরো+থাকা+খাওয়া
বয়স-২০-৪৫
পাসপোর্ট জমা চলছে।
-----------------------------------------------------
রোমানিয়া
জেনারেল ওয়ার্কার
বেতন-৫০০-৭৮০ ইউরো+থাকা+খাওয়া
বয়স-২০-৪৫
পাসপোর্ট জমা চলছে।
-----------------------------------------------------
কসোভো
ক্লিনার
বেতন-৪০০-৫০০ ইউরো+থাকা+খাওয়া
বয়স-২০-৪৫
পাসপোর্ট জমা চলছে।
----------------------------------------------
হটলাইন
সাহাঙ্গীর-০১৭১২৯৩৭৯০৮, ০১৭১৯৯৭৩৭১৬
ভাস্কর্য মোড়, চৌগাছা বাজার, যশোর।

নাবিকে যোগাদান
30/08/2023

নাবিকে যোগাদান

আফ্রিকান মহাদেশের আল-জেরিয়াতে গার্মেন্টস্ পুরুষ/মহিলা শ্রমিক নিয়োগ। যেতে ইচ্ছুকরা যোগাযোগ করুন। সকল খরচ ভিসার পরে।আজই যো...
05/08/2023

আফ্রিকান মহাদেশের আল-জেরিয়াতে গার্মেন্টস্ পুরুষ/মহিলা শ্রমিক নিয়োগ। যেতে ইচ্ছুকরা যোগাযোগ করুন। সকল খরচ ভিসার পরে।
আজই যোগাযোগ করুন-
এমএস ট্যুরস্ এন্ড ট্রাভেলস্
ভাস্কর্য মোড়, ডাচ-বাংলা ব্যাংকে নিচে, চৌগাছা বাজার, যশোর।
ফোন-+881712-937908, +8801719973716+8801850070363, +8801677662757

Address

Johor Bahru

Alerts

Be the first to know and let us send you an email when MS Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MS Tours & Travels:

Share

Category