দেশী ট্রাভেলার্স- Deshi Travelers

দেশী ট্রাভেলার্স- Deshi Travelers নেই তাড়া, আজি মুক্ত বাঁধনহারা!যেকোন ধরনের ভ্রমণ বিষয়ক তথ্য জানতে আমাদের সাথে থাকুন�

বিরুলিয়া জমিদার বাড়ি 📍বিরুলিয়া, সাভার, ঢাকা।📸 Ayub Ali
28/06/2025

বিরুলিয়া জমিদার বাড়ি
📍বিরুলিয়া, সাভার, ঢাকা।
📸 Ayub Ali

📍 বারিক্কাটিলা, সুনামগঞ্জ বারিক্কাটিলা থেকে জাদুকাটা নদীর অপরুপ সৌন্দর্য,সাথে মেঘালয়ের পাহাড় গুলো উকি দিচ্ছে।
05/05/2025

📍 বারিক্কাটিলা, সুনামগঞ্জ

বারিক্কাটিলা থেকে জাদুকাটা নদীর অপরুপ সৌন্দর্য,সাথে মেঘালয়ের পাহাড় গুলো উকি দিচ্ছে।

📍খৈয়াছড়া ঝর্ণা, মিরসারাই-চট্টগ্রাম।❤️🫶
03/05/2025

📍খৈয়াছড়া ঝর্ণা, মিরসারাই-চট্টগ্রাম।❤️🫶

Majestic Nepal 🇳🇵
12/04/2025

Majestic Nepal 🇳🇵

মায়াবী ঝর্ণা, সিলেট©
09/04/2025

মায়াবী ঝর্ণা, সিলেট

©

এই ব্যাক্তিকে অনেকেরই চেনার কথা না। 🙂তবে যারা আমরা ট্রাভেলার তারা উনার গল্পটা শুনতে পারেন। আসেন পরিচয় করাই দিই এবং কিছু ...
05/04/2025

এই ব্যাক্তিকে অনেকেরই চেনার কথা না। 🙂

তবে যারা আমরা ট্রাভেলার তারা উনার গল্পটা শুনতে পারেন। আসেন পরিচয় করাই দিই এবং কিছু গল্প কই। ব্যাক্তিটির নাম #মুন্না , উনি আজ ৮/৯ বছর ধরে নিখোঁজ।

আমাদের ট্রাভেল সেক্টরে বান্দরবান এ ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা হচ্ছে মুন্না ও জুবায়ের এর হারিয়ে যাওয়া।এই ট্রাজেডি তে আমরা হারিয়েছি বান্দরবান এর রুমা ও থানচি রুটের বেশ কিছু স্থানে ভ্রমনের অনুমতি।২০১৫ সালে এরা হারিয়ে যাওয়ার পূর্বে প্রচুর ট্রাভেলারদের আনাগোনা ছিলো বাংলাদেশের অন্যতম সুন্দর ওই জায়গা গুলো তে।

একসময় রাইক্ষ্যাং,জাদিপাই, ডাবল ফলস,বাক্তলাই, জিনসিয়াম, তুইকুতুমু, রাইক্ষ্যাং জলপ্রপাত,সুনসান পাড়া,
রুমা হয়ে সাকা হাফং,কপিতাল,থিনদলতে,লুংফের ভা সাইতার,ফাইপি,তারতে,তার পি সহ,
ঝিরিপথে বগালেক ভ্রমনপিয়াসু দের ছিলো অভয়ারণ্য। মোটামুটি নিজেস্ব প্লান সাজিয়ে স্থানীয় গাইড নিয়ে অথবা না নিয়ে অনেকেই সে সময় বান্দরবান এর এসব গহীন অঞ্চল থেকে ঘুরে এসেছেন।

কিন্তু ২০১৫ তে ঘটে যাওয়া সেই অপহরন পালটে দেয় অনেক কিছুই। কেওক্রাডাং পার হয়েই বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম,পাসিং পাড়া।
কিছু দুঃসাহসী ট্রেকার খুব বেশী পছন্দ করতেন এই অঞ্চল টা,প্রতি মাসে এখানকার মানুষের সাবলীল আচরন তাদের খুব বেশী আপন মনে হতো।
তাই হয়তো দিনের পর দিন,শহুরে ক্লান্তি আর ব্যস্ততার ফাঁকে দু দন্ড প্রশান্তির খোজে ছুটে আসতেন।

কিন্তু,২০১৫ সালে হঠাৎ এএলপি (আরাকান লিবারেশন পার্টি, গুগল করলে এদের সম্পর্কে জানতে পারবেন) মুন্না- জুবায়ের, পাসিং কারবারির ভাই মাংসাই ম্রো কে সহ অজ্ঞাত কারনে রাইক্ষ্যাং খালের পাশের এক গ্রাম (শেপ্রু পাড়া) থেকে অপহরন করে নিয়ে যায়।এই নিরীহ মানুষ গুল এএলপি দের কোন উদ্দেশ্যের স্বীকার হয়, আমাদের নিজেদের বাংলাদেশের সীমারেখায়।আমরা হারাই মুন্না ভাই ও জুবায়ের ভাই কে। জুবায়ের ভাই যার কিনা এ অভিযান থেকে ফিরেই অস্ট্রেলিয়া পিএইচডি করতে যাবার কথা ছিলো।

তাদের খুজতে আর্মি-বিজিবি-পুলিশ তিন বাহিনীর যৌথ অভিযান চলে।
কিন্তু ফিরে পাওয়া যায় নি মুন্না-জুবায়ের দের।

ফলাফল হিসেবে, আমরা পেয়েছি পার্বত্য অঞ্চলে ভ্রমনে অনিশ্চিত নিষেধাজ্ঞা।
কিন্তু কয়েকটা পরিবার হারিয়েছে তাদের প্রিয়জন।

যদিও বর্তমানে এই রুট গুলো স্বাভাবিক হচ্ছে ট্রাভেলাররা যাচ্ছে, কিন্তু মুন্না ভাইরা আর ফিরে আসবে না কখনই 🙂🙂

©(সংগৃহীত)

Eid Namaz Somewhere in Bangladesh 💚Credit- Md Asaf Ud Daula
31/03/2025

Eid Namaz Somewhere in Bangladesh 💚

Credit- Md Asaf Ud Daula

তারপর বলেন কতদিন হলো ক্যাম্পিং করেন না?
24/03/2025

তারপর বলেন কতদিন হলো ক্যাম্পিং করেন না?

With Mr Talukder – I just got recognised as one of their top fans! 🎉
09/03/2025

With Mr Talukder – I just got recognised as one of their top fans! 🎉

Address

Raozan

Telephone

+8801843684378

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশী ট্রাভেলার্স- Deshi Travelers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category