Flying Perk

Flying Perk Your trusted travel service partner. We specialize in air ticket booking, visa processing, hotel bookings, Umrah,Passport processing and more.

স্বাগতম Flying Perk-এ! 🌍✈️

*** আমরা একটি বিশ্বস্ত এবং অভিজ্ঞ ট্রাভেল এজেন্ট। আপনার ভ্রমণকে সহজ, আনন্দদায়ক এবং স্মরণীয় করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শুধুমাত্র টিকিট এবং ভিসা প্রসেসিং করিই না, বরং আপনার ভ্রমণ সম্পর্কিত যেকোনো ঝামেলা দূর করতে সর্বোত্তম সেবা প্রদান করি ***

কেন আমাদের নির্বাচন করবেন?
🔹 বিশ্বস্ততা: আমরা আমাদের গ্রাহকদের সাথে স্বচ্ছতা এবং নির্ভরযোগ্য সম্পর্ক বজায় রাখি।
🔹 দক্ষ

টিম: আমাদের অভিজ্ঞ এবং পেশাদার টিম আপনার সেবার জন্য সর্বদা প্রস্তুত।
🔹 সাশ্রয়ী সেবা: আমাদের সেবাগুলো আপনার বাজেট অনুযায়ী।
🔹 সময় বাঁচান: আপনার গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে আমরা দ্রুত এবং সঠিক সমাধান প্রদান করি।

আমাদের সেবা:
✅ পাসপোর্ট প্রসেসিং – নতুন পাসপোর্ট তৈরি এবং নবায়নের জন্য দিকনির্দেশনা।
✅ এয়ার টিকিট বুকিং – দেশীয় এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সাশ্রয়ী এবং সুবিধাজনক টিকিট।
✅ ভিসা প্রসেসিং – পর্যটক, কাজ, এবং অন্যান্য ভিসা আবেদনের জন্য নির্ভরযোগ্য সহায়তা।
✅ ডকুমেন্ট প্রসেসিং – আপনার ডকুমেন্ট তৈরি এবং যাচাইয়ের জন্য পেশাদার সহায়তা।
✅ উমরাহ সেবা – একটি আত্মতৃপ্তিকর উমরাহ যাত্রার জন্য সেরা প্যাকেজ।
✅ টুরিস্ট ভিসা প্রসেসিং – আপনার গন্তব্যের জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ভিসা প্রক্রিয়া।
✅ মেডিকেল প্রসেসিং – ভ্রমণের জন্য প্রয়োজনীয় মেডিকেল ডকুমেন্টেশনে সহায়তা।
✅ ম্যানপাওয়ার কার্ড সেবা – কর্মী এবং চাকরির জন্য প্রয়োজনীয় কার্ড প্রক্রিয়ার সহায়তা।
✅ স্কিল সার্টিফিকেট প্রশিক্ষণ প্রসেসিং – কর্মীদের দক্ষতা সনদ পেতে সহায়তা।
✅ বিএমইটি প্রশিক্ষণ প্রসেসিং – বিএমইটি (ব্যুরো অফ ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং) প্রক্রিয়া সহজতর করা।
✅ হোটেল বুকিং – স্থানীয় এবং আন্তর্জাতিক ভ্রমণের জন্য উপযুক্ত এবং সাশ্রয়ী আবাসন।

আমাদের লক্ষ্য-
আমাদের লক্ষ্য হলো আপনাকে সর্বোত্তম সেবা প্রদান করা, যাতে আপনি যেকোনো ঝামেলা ছাড়াই আপনার ভ্রমণ এবং কর্মসংস্থানের প্রয়োজন পূরণ করতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি গ্রাহকদের সময়, অর্থ এবং প্রচেষ্টার সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে।

📩 আমাদের সাথে যোগাযোগ করুন মেসেজের মাধ্যমে অথবা কল করুন [০১৫৭৬-৫৪১৪৮২] নম্বরে।
📍 আমাদের অবস্থান: [বহদ্দারহাট, চট্টগ্রাম]।

আমাদের পেজ ফলো করুন সর্বশেষ আপডেট, বিশেষ অফার এবং ভ্রমণ সম্পর্কিত তথ্য পেতে। আপনার যাত্রা শুরু হোক আমাদের সঙ্গে!

06/03/2025
পাসপোর্ট প্রসেসিং এর জন্য যোগাযোগ করুন।
04/01/2025

পাসপোর্ট প্রসেসিং এর জন্য যোগাযোগ করুন।

এটাই জাতি হিসেবে সভ্যতা ❤️❤️আমরা জাতি হিসেবে চুর 😩😩
04/01/2025

এটাই জাতি হিসেবে সভ্যতা ❤️❤️
আমরা জাতি হিসেবে চুর 😩😩

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত যে সকল প্রবাসী ভাইয়েরা সাধারন ক্ষমার আওতায় আছেন এখনো ভিসা প্রসেস করেন নি। যত দ্রুত সম্ভব প্র...
13/12/2024

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত যে সকল প্রবাসী ভাইয়েরা সাধারন ক্ষমার আওতায় আছেন এখনো ভিসা প্রসেস করেন নি। যত দ্রুত সম্ভব প্রসেস করে ফেলুন।

11/11/2024
**বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড**থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখার মহাপরিচালক রাষ্ট্রদূত হ্বরা...
25/10/2024

**বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড**

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখার মহাপরিচালক রাষ্ট্রদূত হ্বরায়ূত পংপ্রাপান্ত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা জানান।দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-ভিসা চালু হলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। এ সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসের মাধ্যমে শুরু করা হয়েছে।

কনস্যুলার শাখার মহাপরিচালক আরও বলেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সুবিধা চালু করা হবে। গত এপ্রিলে ব্যাংককে স্বাক্ষরিত এ সংক্রান্ত চুক্তি আগামী ১৯ ডিসেম্বর তারিখ থেকে কার্যকর হবে।উল্লেখ্য, কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি গত ২০১৮ সাল থেকে কার্যকর রয়েছে।

বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়নের জরুরি বিজ্ঞপ্তি।
26/09/2024

বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়নের জরুরি বিজ্ঞপ্তি।

11/07/2024

Address

Chittagong
4203

Telephone

+8801576541382

Website

Alerts

Be the first to know and let us send you an email when Flying Perk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flying Perk:

Share

Category