GK BOSS

GK BOSS Assalamu Alaikum. Welcome For My Europe Info Page. Please Follow My Post And Like Comment Share �?

25/09/2024

৫ তারিখে পতন না হলে..
অনেক রাজনৈতিক ভাই বোনেরা কারাগারে থাকত! তখন সুবিধাবাদিরা বলতো
"আগেই না করেছিলাম মিছিলে না যেতে"
আর এখন ত্যাগী নেতার অভাব নাই।

25/09/2024

রাজনীতি থেকে ইনকাম এর ধান্দা বন্ধ হয়ে গেলে অনেক দল রাজনীতির মাঠে থাকবে না!
আটে ঘাটে বাজারে যত নেতা পাবেন ৯০% থাকে ধান্দা নিয়া। এগুলা না আছে পলিটিকেল নলেজ না আছে শিক্ষা।

12/09/2024

বিদ্যুত বিক্রির ৮০ কোটি ডলার পাওনা নিয়ে আদানির চিঠির পর এবার রাশিয়া তার ৬৩ কোটি ডলারের শুদ নিতে চাপ দিচ্ছে সরকার কে।এখন প্রশ্ন হল এই টাকা কে পরিশোধ করবে?? আমার হালার পো হালারা মার পেট থেকে বের হতে না হতেই রাজনিতি মারায়। গ্রাম থেকে শুরু করে শহরে সব জায়গায় গুরা থেকে বুড়া রাজনিতি মারায়,,অথচ এগুলা ক লিখতে ৫ বার কলম ভেংগে ফেলে। এই ট্রেন্ড এর কারণেই বাংলাদেশ ধংস। প্রিয় অভিভাবক ও বড় ভাই সেজে বসে থাকা , উপরের বস যা ইচ্ছে তা করে খারাপ ভাল বিচার না করে সাপোর্ট দেওয়া মুলত এসব ট্রেন্ড দেশ কে ধংস করে দিয়েছে। বাংলাদেশ এর কোন সরকার এই দেশ উন্নত করতে পারবে না,, যেখানে ক লিখতে পারে না সেও রাজনিতিতে যুক্ত হয়ে কয়েকটা মিছিল মিটিং এর সামনে গলাবাজী করে নেতা হয়ে যায়।প্রত্তেক দলের প্রতি ১০০ জন থেকে ৯৫ জন মুর্খ। যাদের রাজনিতি বা পলিটিকেল নলেজ আছে,,শুধু নেতার পা চেটে এরা উপরে উটতে চায় এই পা চাটাচাটির ট্রেন্ড যেদিন অফ হবে সেদিন থেকে দেশ উন্নত হবে। মেম্বার থেকে চ্যায়ারমেন থেকে শুরু করে এমপি ইলেকশন যারা করবে প্রত্যেকের নুন্যতম শিক্ষা, কেটাগরি অনুসারে বাধ্যতামূলক করতে হবে।

পালায় কেনো এটাই বুঝিনা,যদি জেল জুলুম কে এতো ভয় পায় তাহলে রাজনীতিতে আসছে কেনো। কি লজ্জা এই লোক গুলির জন্য।
12/09/2024

পালায় কেনো এটাই বুঝিনা,যদি জেল জুলুম কে এতো ভয় পায় তাহলে রাজনীতিতে আসছে কেনো।
কি লজ্জা এই লোক গুলির জন্য।

কোন মায়ের বুক খালি করে দিয়েছে কে জানে।।।
09/09/2024

কোন মায়ের বুক খালি করে দিয়েছে কে জানে।।।

08/09/2024

সফলতার ১৫টি সূত্রঃ
১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।

08/09/2024

শেখ হাসিনার সময় লাস্ট ৫ বছর হুজুরে হুজুরে কামড়া কামড়ি ছিলই না বলতে গেলে।
এখন আবার শুরু হইতেসে, আস্তে আস্তে।একজন আরেক জনের দোষ খুজা,কেউ নতজানু না হওয়া, একসাথে বসে আলোচনা না করা। নিজের দল নিয়ে বা ফলোয়ারসদের নিয়ে ভাবের উচ্চ স্থরে থাকা,,, এগুলার কারনেই ইসলামে বিবেধ বাড়ছে। এরা মনে করে একজনের বিরুদ্ধে আরেকজন ফেসবোকে পোস্ট করে বলতে পারলেই হল। কার কি হল বা ইসলামের কি লাভ ক্ষতি হল সেসব দেখার সময় নাই। ফলোয়ারদের বুঝাতে পারলেই হল। আবার ফেসবোকের ময়দানে ফলোয়ারদের কামড়া কামড়ি ত আছেই। এরা নাকি ইসলাম প্রচার করবে। কিন্তু এরা এটা বুঝে না, একটা সময় মানুষ এদের উপর বিরক্ত হয়ে এদের কথাও শুনতে চায় না। আনফলো করে দেয়। এরকম হাজার হাজার মানুষ আছে যারা এক সময় এদের কথা মন দিয়ে শুনত কিন্তু এখন বিরক্ত নিয়ে নেয়।কারণ এদের মন এবং ব্রেইন দুই জায়গায় বিরক্ত চলে এসেছে।
যেখানে একটা সাধারণ মুসলিম এদের গ্রুপিং এবং কর্মকান্ডে, ঠিক বেঠিক বুঝতে দীধাদন্দে পরে যায়,সেখানে একজন বিধর্মী কে ইসলামের আলোয় ফিরিয়ে আনা এদের দারা কি সম্ভব বলে আপনি মনে করেন??আবার দিন শেষে রাতে চিল্লাবে বাংলাদেশ ইসলামের দেশ। এদেশে ইসলামি হুকুমত কায়েম হবেই হবে ইনশাল্লাহ,, ভাই সব কিছুর রুলস লাগে। আগে নিজেদের চিন্তা ভাবনা শিক্ষা উন্নত করতে হবে ,তারপর নিজের জ্ঞান অন্যকে দিয়ে আলোয় আলোকিত করতে হবে। ইনপোট যা আছে আউটপুট ত সেটাই হবে নাকি। ভিতরে যদি কাদাছুরা ছুরির শিক্ষা থাকে আউটপোট ও সেটাই আসবে।

05/09/2024

বি এন পি যেভাবে লাফাচ্ছে ,,কবে যে ছাত্ররা খেয়ে দেয় এদের,বলা মুশকিল

04/09/2024

মানুষ স্বপ্নের উপর ভর করে আকাশ ছুঁতে চায়!
কিছু মানুষ--নিঃশব্দে যান্ত্রিক এই শহরে নিজের সকল স্বপ্ন বিক্রি করে দিয়ে,
নিখোঁজ হতে চায়,

03/09/2024

আওয়ামীলীগ কে ক্ষমা করা নিয়ে জামায়াতের বক্তব্যে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, বিষয়ট এমন
ক্ষমা করা হয়েছে জামায়াতের নিজেদের উপর করা জুলুমের জন্য ক্ষমা করে দিয়েছেন, এটা তাদের দলীয়। তবে দেশের মানুষের উপর নির্যাতনের বিচার হবে। এই বিষয়ে সহযোগিতার কথা ও বলা হয়েছে ভিডিওতে ❤
আওয়ামীলীগ সরকার প্রতিহিংসার রাজনীতি করে গেছে, যার ফল ভোগ করেছে সাধারণ মানুষ , আবার যদি কেউ ক্ষমতায় আসে আবার সেই প্রতিশোধের রাজনীতি চলে আবার সেই সাধারণ মানুষ পাঠার বলি হবে । সুতরাং রাজনৈতিক দল হিসেবে দেশপ্রেম এবং দেশের মানুষের মঙ্গলের কথা ভেবে ক্ষমাই যোগ্য। সাধারণ মানুষের উপর যারা অন্যায় অত্যাচার এবং দেশের সম্পদ নষ্ট করেছে এমন প্রমান থাকলে অবশ্যই তাকে আইনের মাধ্যমে শাস্তি পেতে হবে।

03/09/2024

অভিনন্দন বাংলাদেস ক্রিকেট দলকে।
এতদিন ছিল কুত্তার বাচ্চা,
আজকে মনে হল এগুলা বাঘের বাচ্চা।
সাব্বাস

02/09/2024

সুদ যারা খায়, যারা দেয়,যারা শাক্ষী দেয়, তাদেরকে আল্লাহর সাথে যুদ্ধ করতে বলা হয়েছে ,
সুদের ৭০ গুনা,

বিএনপি কোন দিনও স্মার্ট রাজনীতি করতে পারেনি। যার কারণে ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদ আমাদের সহ্য করতে হয়। গন অভ্যুত্থানের পর...
01/09/2024

বিএনপি কোন দিনও স্মার্ট রাজনীতি করতে পারেনি। যার কারণে ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদ আমাদের সহ্য করতে হয়। গন অভ্যুত্থানের পর তাদের দরকার ছিল আহত নিহত ছাত্রদের পাশে দাড়ানো তা না করে তারা করল মিছিল ,মহা সমাবেশ,,, এরপর অসুস্থ নেত্রী খালেদা জিয়াকে দিয়ে ভাষণ দেওয়ানো। এখন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে চাঁদাবাজি শুরু করছে। নেতাকর্মীদের উপর দলের কোনো নিয়ন্ত্রণ নেই মনে হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী নির্বাচনে জিতে আসা অনেক কষ্ট হবে তাদের জন্য।
পুরু দল একেবারেই ছন্নহীন,,এবং প্রত্যেক পদক্ষেপে ভুলে ভরা।

এই কথাটা বিএনপির অধিকাংশ নেতারা বুঝেনা,  বুঝে শুধু চাঁদাবাজি কিংবা লুটপাট।  বিষয়টি খুবই দুঃখজনক।
01/09/2024

এই কথাটা বিএনপির অধিকাংশ নেতারা বুঝেনা, বুঝে শুধু চাঁদাবাজি কিংবা লুটপাট। বিষয়টি খুবই দুঃখজনক।

28/08/2024

জামায়াতে ইসলামীর নামটা ছোট বড় সবাই জানে।
এই জানার জন্য বড় অবদান আওয়ামীলীগের।
তারা সকাল সন্ধ্যা শুধু জামায়াত শিবিরের জিকির করতো।

26/08/2024

আনসারদের আন্দোলন গেল,, এখন রিক্সা চালকদের ৭২ ঘন্টার আলটিমেটাম চলছে।
দুদিন পর টিকটকাররাও আন্দোলন করবে টিকটককে জাতীয় পেশা করার দাবিতে! 🙂 শেষে বউ শাশুড়ির অধিকার আন্দোলন শুরু হবে।

26/08/2024

মংগলবার প্রত্যাহার হচ্ছে, জায়ায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন

26/08/2024

গোমতী নদী, সালদা নদী, ঘুরঘুর নদী
তিন নদীর পানির চাপে,ব্রাহ্মণপাড়ার বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে।বিপদ আসার আগেই অবস্থা বুঝে নিরাপদ স্থানে সরে পড়ুন।প্রার্থীব জীবনের সবকিছু থেকে জীবনের মুল্য অপরীশিম।

Address

Edgah, Bow Bajar, Halishohor
Chittagong
4224

Website

Alerts

Be the first to know and let us send you an email when GK BOSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GK BOSS:

Share

Work Visa For Romania

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার সকল আপডেট দেওয়া হয়।ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়াতে কর্মী পাঠানো হয়।রোমানিয়ায় যেতে ইনবক্স করুন।

All updates on Romania work permit visas are provided. Contact me to go to Romania.