Al-Mabrur Hajj Travels International Ltd.

Al-Mabrur Hajj Travels International Ltd. হজ, ওমরাহ্‌, টিকেট , ভিসা প্রসেসিং

ঐতিহ্যবাহী আল মাবরুর হজ কাফেলার পরিচালক আলহাজ্ব মুহাম্মদ আক্কাস উদ্দীন খন্দকার এর তত্ত্বাবধানে ওমরাহ গ্রুপ পবিত্র মদিনায়...
29/10/2024

ঐতিহ্যবাহী আল মাবরুর হজ কাফেলার পরিচালক আলহাজ্ব মুহাম্মদ আক্কাস উদ্দীন খন্দকার এর তত্ত্বাবধানে ওমরাহ গ্রুপ পবিত্র মদিনায় অবস্থান করছে। পবিত্র মদিনা শরিফের আশপাশস্থ দর্শনীয় স্হানসমূহ যেয়ারত করছেন সম্মানিত উমরাহযাত্রীগণ। উল্লেখ্য যে, প্রতি মাসে আল মাবরুর হজ্ব কাফেলার অধীনে ২টি নিয়মিত ওমরাহ গ্রুপ যাত্রা করেন। এছাড়া আগামী রমজানের প্রথমেও শেষের দিকে (এতেকাফসহ) দু'টি কাফেলা যাত্রা করবে। আগ্রহীগন সত্বর যোগাযোগ করুন।

12/10/2024
26/09/2024
08/07/2024

আলহামদুলিল্লাহ! ঐতিহ্যবাহী আল মাবরুর হজ কাফেলার হজ পরবর্তী ওমরাহ যাত্রা ২৩ জুলাই ও ২৫ আগষ্ট ।
এছাড়াও প্রতি মাসে বিজ্ঞ মোয়াল্লেম দ্বারা ওমরাহ গ্রুপ রয়েছে পছন্দনীয়।
আগ্রহীগণ যোগাযোগ করুন: (মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী হালিম, ০১৯৪৬৯৭৭৮৮৮, (মোহাম্মদ আক্কাস উদ্দীন খোন্দকার) ০১৯৭২০৩০৯৬৬ (ইমু+হোয়াটস আপ)

আলহামদুলিল্লাহ! অদ্য ১ জুলাই ২৪ ইং সোমবার ঐতিহ্যবাহী আল মাবরুর হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা এ এম মঈন...
01/07/2024

আলহামদুলিল্লাহ! অদ্য ১ জুলাই ২৪ ইং সোমবার ঐতিহ্যবাহী আল মাবরুর হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম এর নেতৃত্বে কাফেলার ( ভিআইপি ও শর্ট প্যাকেজ) এর সম্মানিত হাজীদের সর্বশেষ গ্রুপ সকাল ৮.৪০ টায় মদিনা শরিফ থেকে সরাসরি ঢাকা হযরত শাহ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। আশা করি একই দিন সন্ধ্যা ৬.৩০ টায় ঢাকা হযরত শাহ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে প্রত্যাবর্তন করবেন। আর এ গ্রুপের মাধ্যমে আল মাবরুর হজ্ব কাফেলার অধীনস্থ ২০২৪ সালের সকল হাজীরা বাংলাদেশে পৌঁছুবেন। উল্লেখ্য যে, পবিত্র মক্কা-মদিনাসহ হজ্ব সংক্রান্ত যাবতীয় কর্মযজ্ঞ সম্মানিত হাজীগন সকলেই সুস্থতার সাথে সফলভাবে সম্পন্ন করতে পারায় কাফেলার পক্ষ থেকে শুকরিয়া আদায় করা হয়। উপরন্তু কাফেলার পক্ষ থেকে সৌদি সরকার- হজ্ব মন্ত্রনালয়, বাংলাদেশ সরকার-ধর্ম মন্ত্রনালয়, মোয়াল্লিম, সকল হাজীগণ এবং এতদসংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানানো হয়। পাশাপাশি কাফেলার সম্মানিত হাজীগণ যাতে নিরাপদ ও নিরুপদ্রবভাবে দেশে ফিরতে পারেন, তজ্জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

পবিত্র মক্কা শরিফে আল্লামা ছৈয়দ তৈয়ব শাহ (রহ.)'র ওরস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে- অধ্যক্ষ আল্লামা জুবাইর ---------...
21/06/2024

পবিত্র মক্কা শরিফে আল্লামা ছৈয়দ তৈয়ব শাহ (রহ.)'র ওরস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে- অধ্যক্ষ আল্লামা জুবাইর
-----------------------------------------------------------
আল্লামা ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) ছিলেন ইসলামী রেনেসাঁর মহান দিকপাল
-----------------------------------------------------------
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব ও আল মাবরুর হজ কাফেলার চেয়ারম্যান খ্যাতিমান ইসলামিক স্কলার শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- হুজুর কিবলা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.) ছিলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ। যিনি একদিকে ছিলেন ইসলামী শরিয়ার মহান পণ্ডিত ব্যক্তিত্ব, অপরদিকে একজন আধ্যাত্মিক সাধক পুরুষ। শুধু তাই নয়, তিনি ছিলেন সফল সংস্কারক ও পূণ্যাত্মাদেরও একজন বটে। অনস্বীকার্য বাস্তবতা হলো, আল্লামা ছৈয়দ তৈয়ব শাহ (রহ) ছিলেন সত্যানুসন্ধানীদের নিরাপদ আশ্রয়স্থল। যাঁর কোমল পরশে অসংখ্য দিকভ্রান্ত মানুষ পেয়েছে মুক্তির ঠিকানা। তিনি নিজেকে সুনির্দিষ্ট পরিমণ্ডলে আবদ্ধ রাখেননি বরং তাঁর ইতিবাচক ও মানবিক কর্মযজ্ঞ বিশাল মহীরূহে পরিণত হয়েছে। ইসলামের মূলধারার সম্প্রসারণ ও বিস্তৃতিতে কেবল উপমহাদেশ নয়, বরং তাবৎ বিশ্বে তিনি একজন সফল দ্বীনি সেবক ও সফল ধর্ম প্রচারকের স্বাক্ষর রেখেছেন। মুসলিম উম্মাহর ঈমান- আকিদা সুরক্ষায় তিনি অহর্নিশ অবদান রেখেছেন। তাঁরই পৃষ্টপোষকতায় দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি এদারা জামেয়া আহমদীয়া সুন্নীয়াসহ প্রায় ৩০০ এরও অধিক দ্বীনি প্রতিষ্ঠান এর কার্যক্রম চলমান রয়েছে। সত্যিকার অর্থে তিনি ছিলেন ইসলামী রেনেসাঁর মহান এক দিকপাল। তাঁর পদাংক অনুসৃত হলে জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর ও মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মান অধিকতর সম্ভব। ঐতিহ্যবাহী আল মাবরুর হজ্ব ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিঃ এর উদ্যোগে অদ্য ২১ জুন'২৪ ইং জুমাবার বাদে ফজর পবিত্র মক্কা শরিফে কাফেলার নির্ধারিত হোটেল আল রাইয়ান মিলনায়তনে পীরে কামেল আল্লামা ছৈয়দ হাফেজ কারী ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর বার্ষিক ওরস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব ও আল মাবরুর হজ কাফেলার চেয়ারম্যান খ্যাতিমান ইসলামিক স্কলার শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর সভাপতিত্বে ও পরিচালক আলহাজ্ব মুহাম্মদ আক্কাস উদ্দীন খন্দকার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন - আল মাবরুর হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মুহাদ্দিস আলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইরফানুল হক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এম ওয়াহেদ মুরাদ, দপ্তর সম্পাদক আলহাজ্ব মাওলানা মাসুদ করিম চৌধুরী প্রমূখ। পরিশেষে মিলাদ, কিয়াম, আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘটে।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
মোহাম্মদ জসিম উদ্দীন সোহেল
ব্যবস্থাপক (হজ্ব)
আল মাবরুর হজ্ব কাফেলা

অদ্য ০৯ জুন' ২৪ ইং রোববার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী আল মাবরুর হজ কাফেলার আয়োজনে মিনা, আরাফাহ, মোজদালিফা, জামারাত ও কোরবানীসহ...
10/06/2024

অদ্য ০৯ জুন' ২৪ ইং রোববার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী আল মাবরুর হজ কাফেলার আয়োজনে মিনা, আরাফাহ, মোজদালিফা, জামারাত ও কোরবানীসহ হজ্ব সংক্রান্ত ইত্যাকার যাবতীয় আহকাম-আরকান নিয়ে পবিত্র মক্কা মোয়াজ্জমাস্থ কাফেলার বিল্ডিং নং- ২ তে হাজীদের তালিমী জলসা তথা প্রশিক্ষন সভা অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ প্রশিক্ষন প্রদান করেন কাফেলার চেয়ারম্যান খ্যাতিমান ইসলামিক স্কলার শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর (ম জি আ)। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন - কাফেলার পরিচালক আলহাজ্ব মুহাম্মদ আক্কাস উদ্দীন খন্দকার। উল্লেখ্য, আগামীকাল ১০ জুন'২৪ ইং সোমবার কাফেলাস্থ বিল্ডিং -১ এ হাজীদের নিয়ে ২য় তালিমী জলসা (প্রশিক্ষন সভা) অনুষ্ঠিত হবে। আল্লাহর অশেষ কৃপায় আল মাবরুর হজ্ব কাফেলার সকল হাজীগণ সুস্থ ও নিরাপদ আছেন।

Address

1558, Millenium Plaza, Haji Para Access Road, Agrabad
Chattogram
4100

Opening Hours

Monday 10:00 - 05:00
Tuesday 10:00 - 05:00
Wednesday 10:00 - 05:00
Thursday 10:00 - 05:00
Saturday 10:00 - 05:00
Sunday 10:00 - 05:00

Telephone

+8801815372487

Alerts

Be the first to know and let us send you an email when Al-Mabrur Hajj Travels International Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Mabrur Hajj Travels International Ltd.:

Share

Category