Ohi Air Travels

Ohi Air Travels সকাল প্রকার এয়ার টিকিট, ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ার, উমরাহ প্যাকেজ এর জন্য যোগাযোগ করুন।

06/07/2025

বিশেষ বিজ্ঞপ্তিঃ

- সম্মানিত গ্রাহকদের আবগতির জন্য জানানো যাচ্ছে যে,

🚫সিভিল এভিয়েশন থেকে ফ্লাইট অপারেশন বন্ধ থাকায় সালাম এয়ার এর ১৫ জুলাই পর্যন্ত ভোর ০৫:৩৫ এর ফ্লাইট (OV 498) টি বাতিল করা হয়েছে।⛔

অতএব, এই ফ্লাইটের সম্পূর্ণ টাকা পরবর্তীতে রিফান্ড দেওয়া হবে!

21/06/2025
21/06/2025

*উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলক*

*হাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য*

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর্তৃক জারি করা নতুন বিধিনিষেধ অনুসারে উমরাহ ভিসা ইস্যু ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নিচে পূর্ববর্তী পদ্ধতি এবং বর্তমান নতুন পদ্ধতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:
---
*আগের পদ্ধতি:*

1. উমরাহ ভিসা পাওয়ার জন্য আগাম হোটেল বুকিং বা যাতায়াতের কোনো ব্যবস্থার প্রয়োজন হতো না।

2. সৌদি আরবে আগমনের পর, যাত্রীদের চলাচল কোম্পানির CRM সফটওয়্যারে ইস্যুকৃত ভাউচারের ভিত্তিতে নির্ধারিত হতো।
---
*বর্তমান নতুন পদ্ধতি:*

1. ভিসা ইস্যুর পূর্বেই মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে অনুমোদিত হোটেলে আবশ্যিকভাবে হোটেল বুকিং করতে হবে।

2. ভিসা ইস্যুর আগে যাতায়াত ব্যবস্থাও একই সিস্টেমে বুক করা বাধ্যতামূলক।

3. যাত্রীদের চলাচল ও আবাসন সংক্রান্ত সকল তথ্য ভিসা ইস্যুর পূর্বেই সম্পূর্ণরূপে সিস্টেমে রেকর্ড ও বুক করতে হবে এবং তা বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

4. মন্ত্রণালয়ের সরাসরি তদারকি:

হজ ও উমরাহ মন্ত্রণালয় হোটেল পরিদর্শন করবে হাজীদের উপস্থিতি নিশ্চিত করতে।

বিভিন্ন শহরের মধ্যে যাত্রীদের চলাচলও পর্যবেক্ষণ করা হবে, যেন সিস্টেমে দেওয়া তথ্যের সাথে বাস্তবের মিল থাকে।
---
এজেন্ট ও কোম্পানিগুলোর জন্য প্রভাব:

1. ভিসা খরচ বৃদ্ধি পেতে পারে, কারণ হোটেল ও পরিবহন আগাম বুক করা এখন বাধ্যতামূলক।

2. শুধুমাত্র অনুমোদিত হোটেল ব্যবহারযোগ্য—শুধু মন্ত্রণালয় অনুমোদিত হোটেলেই যাত্রীদের থাকার ব্যবস্থা করা যাবে, এবং বুকিংও এসব হোটেলেই করতে হবে।

3. বাজারে নতুন বাস্তবতা—শুধুমাত্র যেসব কোম্পানির অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে, তারাই উমরাহ ভিসা ইস্যু করতে পারবে। এতে করে ছোট কোম্পানি বা যাদের অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি নেই, তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে।
---
বিধিনিষেধ ভঙ্গের পরিণতি:

যেসব কোম্পানি মন্ত্রণালয়ের প্রোগ্রাম লঙ্ঘন করবে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে, যেমন—
কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া

উচ্চ অঙ্কের আর্থিক জরিমানা

ভবিষ্যতে উমরাহ ভিসা ইস্যুর অনুমতি বাতিল
---
গুরুত্বপূর্ণ অনুরোধ:

সকল এজেন্ট এবং উমরাহ কোম্পানিকে আহ্বান জানানো যাচ্ছে যে, ১৪৪৭ হিজরি উমরাহ মৌসুমে একটি সুশৃঙ্খল, সম্মানজনক ও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য নতুন বিধি-বিধানগুলো কঠোরভাবে মেনে চলুন।

05/05/2025

- আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ UAE ভিজিট ভিসা উন্মুক্ত নিয়ে যা আলোচনা হচ্ছে সেটি সকলের জন্য প্রযোজ্য নয়। বিশেষ করে যারা পূর্বের মত ভিজিট ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিট বা পার্টনার ভিসা কনভার্ট করার পরিকল্পনা করছেন, তাদের ওয়ার্ক পারমিট বা লেবার ক্যাটাগরির ভিসা খোলা নাগাদ অপেক্ষা করাই শ্রেয় হবে। বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা সংশ্লিষ্ট জটিলতা নিরসনের জন্য বাংলাদেশ কনসু্লেন্ট ও ইউ এ ই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আশা রাখছি খুব শীগ্রই তা সবার জন্য উন্মুক্ত হবে।
সম্প্রতি প্রকৃত ভ্রমনকারীদের জন্য ৩০ দিনের সল্প মেয়াদি ভ্রমন ভিসা ইস্যু হচ্ছে যা খুবই ব্যয়বহুল এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি ও ওভার স্টে না হওয়া সাপেক্ষে। যা এখনো চলমান আছে।
তাই সকলের স্বার্থে ঢালাওভাবে ভিজিট ভিসা লেনদেন ও জটিলতা নিরসনে সকলকে সতর্ক থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।

29/03/2025

- সকল প্রবাসী ভাই-বোনদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা!

- ঈদ মোবারক!🌙

- আহলান সাহলান মাহে রামাদান!😌💝
01/03/2025

- আহলান সাহলান মাহে রামাদান!😌💝

Address

Ayesha Shopping Mall, College Road, Meah Bazar, Chouddagram, Cumilla
Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ohi Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category