26/05/2024
🟥 #বঙ্গোপসাগরে_সৃষ্ট_ঘূর্ণিঝড়_রিমেল এর কারণে সমুদ্র উত্তাল। ইতোমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ০৯ নাম্বার মহা বিপদ সংকেত দেখানো হয়েছে । আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড় 'রিমেল' মোকাবেলায় সবাই সতর্কতা অবলম্বন এবং নিরাপদ স্থানে অবস্থান করি।
ধন্যবাদ 𝘿𝙍𝙀𝘼𝙈 𝙕𝙊𝙉𝙀 𝘾𝙊𝙓'𝙎 𝘽𝘼𝙕𝘼𝙍
#ঘূর্ণিঝর_রিমেল
Falong Zee Cox Carnival Rafsan the ChotoBhai