26/03/2024
ঈদের ছুটিতে সিকিম ও দার্জিলিং ভ্রমণ
⭐ গ্যাংটক, ছাঙ্গু লেক,জিরোপয়েন্ট,লাচুং,ইয়ামহ্যাং ভ্যালি,লামাহাট্টা,তাকদাহ,তিনচুলে, মিরিক,লেপচাজগৎ ⭐
✈️ ১ম ইভেন্ট শুরু: ১২/০৪/২০২৪ ইং🕗
✈️ যাত্রা শেষ: ২০/০৪/২০২৪ ইং🕗
✈️
💰 ইভেন্ট ফি ( ঢাকা থেকে )
সিঙ্গেল - ২১৯৯৯/- টাকা
কাপল - ৪৫,০০০/- টাকা
👨👨👧👦 বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে 📣
** এসি বাসে যাতায়াত করতে চাইলে **
এসি -১০০০ টাকা বাড়তি দিতে হবে।
⭐⭐☎️ যোগাযোগ ☎️ ⭐⭐
☎️ 01822405030(শাওন)
☎️01641509689
🌄 ঈদের ছুটিতে সিকিম ও দার্জিলিং ভ্রমণ 🌄
⛱️🚘 🕗 যারা সময়ের জন্য কোথাও যেতে পারেন না, তাদের জন্য নিয়ে এলাম এই বাজেট ট্যুর ⛱️🚘 🕗
*** অবশ্যই, বাই রোড চ্যাংড়াবান্ধা দিয়ে ভিসা থাকতে হবে। যাদের পোর্ট নেই, তারা ৩০০/- দিয়ে ভিসা সেন্টার থেকে চ্যাংড়াবান্ধা পোর্ট এড করতে পারবেন। ***
🟢সিঙ্গেল ছেলে/মেয়ে/কাপল/ফ্যামিলি যে-কেউ জয়েন করতে পারেন।
💥🚌 সম্ভাব্য ভ্রমণ বিস্তারিত : 💥🚌
🌅 ১ দিন : ১২ এপ্রিল।
রাত ৮ টায় ঢাকা থেকে বুড়িমারী বর্ডারের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু ।
🍛খাবারঃ ০০
🌅 ১মদিন :১৩ এপ্রিল
সকালে বর্ডারে পৌছে, লোকাল হোটেলে নাস্তা করব।
বর্ডারের ফর্মালিটা শেষ করে চ্যাংড়াবান্ধা থেকে আমাদের নিজস্ব জীপে (নন এসি) শিলিগুড়ি পৌছাবো,
সেখানে দুপুরের খাবার খেয়ে যাত্রা শুরু করবো, ( যদি ইমিগ্রেশন জনিত কারণে দেড়ি হয় তবে, যেখানে সুযোগ হবে সেখানেই দুপুরের খাবার খাবো।)
শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি বদল হবে, শিলিগুড়ি থেকে রওনা দিয়ে সন্ধ্যার মধ্যে দার্জিলিং পৌছাবো।দার্জিলিং পৌছে হোটেল চেক-ইন করে আশে-পাশে হেটে ঘুরে বা আড্ডায় সময় কাটাবো, আড্ডা শেষে হোটেলে চলে আসবো রাতের খাওয়া-দাওয়া তারপর ঘুম।
🍛খাবারঃ সকাল ও দুপুর, রাত।
🌅 ২য় দিন :১৪ এপ্রিল
সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে চলে যাবো টাইগারহিল,বাতাসিয়া লুপ দেখতে, হোটেলে ফিরে নাস্তা সেরে সারাদিন, দার্জিলিং সাইট সিন করবো। এর আসে পাশে ঘুরাঘুরি এবং শপিং করবো।
খাবার:সকাল,দুপুর ও রাত।
🌅 ৩য় দিন:১৫ এপ্রিল
খুব সকালে ঘুম থেকে উঠে রওনা দিবো গ্যাংটক এর উদ্দেশ্যে। যাত্রাপথে নাস্তা করবো । যাওয়ার পথে দেখব তাকদা,তিনচুলে,লামাহাট্টা পাইন ফরেস্ট । গ্যাংটক পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে বেড়িয়ে পরবো এমজি মার্গ দেখতে। রাতে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়তে হবে।
৪র্থ দিন:১৬ এপ্রিল
পরদিন সকালে, ৯ টায় আমাদের রওনা দিতে হবে লাচুং এর উদ্দেশ্য। পথে সমস্ত স্পট দপখে নিবো।
🍛খাবারঃ সকাল, দুপুর ও রাত।
🌅 ৫মদিন:১৭এপ্রিল
সকালে ৬ টায় উঠে রওনা দিবো ইয়াম হ্যাংম, জিরোপয়েন্ট উদ্দেশ্যে। সকলে হোটেলে ব্রেকফাস্ট করে নিবো। সুন্দর ভিউ দেখতে দেখতে। দুপুর নাগাদ হেটেলে ফিরে সেখানেই দুপুরের খাবার খেয়ে নিবো।
তারপর, গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিবো।সন্ধ্যার এমজি মার্গে হাটাহাটি করে সময় কাটাবো।
🍛খাবারঃ সকাল,দুপুর ও রাত।
🌅৬ষ্ঠদিন :১৮ এপ্রিল
ভোরে হোটেল থেকে সাঙ্গু লেকের উদ্দেশ্য যাত্রা, পথে নাস্তা করে নিবো,,সাঙ্গু লেক থেকে দুপুরের খাবার খেয়ে, এমজি মার্গ ঘোরাঘুরি।
🌅৭ম দিন:১৯ এপ্রিল
হোটেল চেক আউট করে, শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা।বর্ডার ক্রস করে রাতের বাসে ঢাকা ফিরবো।
৮ম দিন :২০এপ্রিল
সকালে ঢাকা থাকবো।
🍛 খাবার বিস্তারিত : -
🔲 সকালঃ
আলু পরটা+সস+আচার+চা।
অথবা, আলুপুরি+সবজি+চা।
অথবা,ব্রেড+ অমলেট/জ্যাম+চা।
🔲 রাতঃ
চিকেন/ফিস/ডিম কারী +ভাত+সবজি+পাপর/আলু ভাজা+ডাল+লংকা+-পেয়াজ।
📣 বর্ডার ইমিগ্রেশনের জন্য যেসব ডকুমেন্ট...
* পাসপোর্ট + ভিসা
* পেশাগত প্রমাণপত্র - জব করলে এনওসি, ব্যবসা করলে ট্রেড লাইসেন্সের কপি ও ভিজিটিং কার্ড, স্টুডেন্ট হলে - স্টুডেন্ট আইডি কার্ড + কপি।
এসব গুলোর ৩/৪ সেট নিবেন।
📣 সিকিম ইনার লাইন পারমিট এর,
জন্য মোট ৫ সেট....
▪️পাসপোর্ট কপি।
▪️ভিসা কপি।
▪️পাসপোর্ট সাইজ সাদা ব্যাকগ্রাউন্ড ছবি।
▪️ভ্যাকসিন ডাবল/ত্রিপল ডোজ কপি।
🆗✅📣 কনফার্ম করার শেষ তারিখ ০৫ এপ্রিল (সিট খালি থাকা সাপেক্ষে) তবে দ্রুত কনফার্ম করাই ভালো। 🆗✅📣
📛⛔🚫 ইমার্জেন্সি ও এক্সিডেন্টাল টার্ম 📛⛔🚫
-----------------------⭐⭐⭐------------------------
আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে টিম লিডার সবার সাথে আলোচনা করেই পরবর্তী যা করনীয় তা ঠিক করবেন । ট্যুর আইটিনারি পরিবর্তন বা দুর্যোগকালীন পরিস্থিতিতে যদি আলাদা খরচ হয়, তবে তা সমানভাবে বহন করতে হবে।
-----------------------⭐⭐⭐------------------------
📣 কিছু বিষয় জেনে রাখবেন...
🔴 গাড়ির সামনে-পিছনে বসা নিয়ে সমস্যা।রুম শেয়ারিং সমস্যা। উদ্ভট পরিস্থিতিতে ধৈর্য্য ধরতে পারেন না। তাহলে আপনার প্রতি অনুরোধ এই ট্যুর আপনার জন্য নয়।
*** ট্যুর চলাকালীন সময়ে ট্যুর শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রুপ থেকে আলাদা হয়ে কোথাও মুভমেন্ট করা যাবে না বা চলে আসা যাবেনা বা নিজের মতন করে আলাদা গেলে কোনো টাকা রিটার্ণ করা হবে না। কারণ আপনার ১ জনের হিসাব করে সব অলরেডি বুক করা থাকছে ***
*** ভারতের প্রায় বেশিরভাগ জায়গায় টয়লেটে বদনা ব্যবহার করে না, লো কমড বা হাই কমড হোক। বদনার পরিবর্তে তারা বোতল / কাটা বোতল / মগ / লোটা ইত্যাদি ব্যবহার করে। এক কথায় যেখানের যেই কালচার, সেখাবেই নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে ***
*** সময়, যান্ত্রিক ত্রুটি ও দুর্ঘটনাজনিত , রাস্তায় জ্যাম বা রাস্তা খারাপ ইত্যাদি কারনে - গাড়ি দেড়ি হওয়া/চাকা পাঞ্চার/নষ্ট হওয়া বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য কেউ দায়ী থাকবেনা, এ অবস্থায় সবাইকে মেনে নিতে হবে এবং মিলে মিশে সমাধান করতে হবে হবে ***
*** যদি বর্ডারে প্রচুর চাপ থাকে আর যদি ভারতে প্রবেশ করতে বিকাল বা সন্ধ্যা হয়ে যায় আর যদি সেদিন গ্যাংটকে প্রবেশ করা না যায়, তখন যদি শিলিগুড়িতে রাত্রীযাপন করাই লাগে, তাহলে গ্রুপের সবাই মিলে আলোচনা করে শিলিগুড়িতে ১ম রাত কোনো একটা হোটেলে থাকতে হবে এবং সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে খরচ বহন করতে হবে, কারণ এটাতে কারো হাত না।