
19/07/2025
গত কয়েক বছর ধরে হজ্জ নিয়ে অনেক কিছুই বদলেছে—নিয়ম, সময়সীমা, এমনকি কিছু প্রক্রিয়াও। এই পরিবর্তনগুলোর লক্ষ্য একটাই—হজ্জ ব্যবস্থাপনাকে আরও সহজ, সুন্দর আর ঝামেলাহীন করা।
২০২৬ সালের হজ্জ নিয়েও অনেক আগেই প্রস্তুতি শুরু হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যারা ২০২৬ সালে হজ্জে যেতে চান, তাদের ১২ অক্টোবর ২০২৫ এর মধ্যে নিবন্ধন শেষ করতে হবে।
অর্থাৎ, এবার আর শেষ মুহূর্তে দৌড়াদৌড়ির সুযোগ নেই—আগেই সব গোছাতে হবে। কারণ প্রক্রিয়াটা এখন অনেক আগেই শুরু হচ্ছে। এতে হজ্জযাত্রী, ট্রাভেল এজেন্সি, এমনকি দুই দেশের প্রশাসনের জন্যও কাজটা অনেক সহজ হবে।
গত বছর অনেক দেশ—বিশেষ করে পাকিস্তান—সময়মতো রেজিস্ট্রেশন না করায় অনেকেই হজ্জে যেতে পারেননি। আমরা যেন সেই ভুল না করি।
যারা ২০২৬ সালে হজ্জে যেতে চান, এখন থেকেই প্রস্তুতি নিন। প্রি-রেজিস্ট্রেশনটা আজই সেরে ফেলুন।
ডিটেইলস লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি।
—
২০২৬ হজ্জ প্রি-রেজিস্ট্রেশন নিয়ে জানতে বা করতে চাইলে ইনবক্স করুন / ফোন করুন:
📞 +8801779886948
+8801938884851
+8801716945359
📍 আমাদের ঠিকানা: ফ্ল্যাট-৪৬১; রোড-৭; এভিনিউ-৫; মিরপুর ডিওএইচএস; ঢাকা
🌐 ওয়েবসাইট: www.ilalkaaba.com
✉ ইমেইল: [email protected]