G-Taj Tours & Travels

  • Home
  • G-Taj Tours & Travels

G-Taj Tours & Travels G-TAJ TOURS AND TRAVELS. One of The Best Travel Agency Located In Dhaka, Bangladesh. Contact Us.

কেন HSC শেষে বিদেশে উচ্চশিক্ষা শুরু করাই হতে পারে সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত?অনেকেই দ্বিধায় থাকেন—HSC শেষ করে সরাসরি ব...
09/07/2025

কেন HSC শেষে বিদেশে উচ্চশিক্ষা শুরু করাই হতে পারে সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত?

অনেকেই দ্বিধায় থাকেন—HSC শেষ করে সরাসরি বিদেশে পড়তে যাবেন, না কি দেশে গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সের জন্য আবেদন করবেন। বাস্তব অভিজ্ঞতা বলছে, ব্যাচেলর পর্যায়ে বিদেশে পড়তে গেলে সেটেলমেন্ট ও ভবিষ্যৎ ক্যারিয়ারে বড় সুবিধা পাওয়া যায়।

কেন আন্ডারগ্র্যাজুয়েটে বিদেশে যাওয়া বেশি উপকারী?
১. স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি
উন্নত দেশগুলোতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করলে সেখানে চাকরি পাওয়া এবং পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তুলনামূলকভাবে সহজ হয়। মাস্টার্সের তুলনায় ব্যাচেলরের পর স্থায়ী ভিসা পাওয়া সহজতর।

২. অল্প বয়সে নাগরিকত্বের পথে এগিয়ে যাওয়া
তরুণ বয়সে বিদেশে গেলে সেখানে বেশি সময় থাকার সুযোগ হয়, ফলে নাগরিকত্ব পাওয়ার পথও সহজ হয়। বয়স কম থাকলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করাও সহজ হয়।

৩. কম স্ট্রাগলে বেশি অগ্রগতি
তরুণ বয়সে পরিবারের চাপ কম থাকে, ফলে একাডেমিক ও পেশাগত জীবনে মনোযোগ দেওয়া সহজ হয়। সেই সঙ্গে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটাও সহজ হয়ে ওঠে।

৪. মানসম্পন্ন শিক্ষা ও ক্যারিয়ার নিশ্চিতকরণ
আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পড়া মানেই উন্নত শিক্ষা ও ভবিষ্যতে ভালো চাকরির নিশ্চয়তা। অনেক সময় শিক্ষাকালীনই ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স অর্জনের সুযোগ পাওয়া যায়, যা পরবর্তী ক্যারিয়ারে সহায়ক।

৫. পরিবারের দায়িত্ব নেওয়ার সামর্থ্য তৈরি
১৮ বা ১৯ বছর বয়সে বিদেশে পড়তে গেলে ২৫-২৬ এর মধ্যেই স্থায়ী চাকরি পাওয়ার সুযোগ থাকে, ফলে খুব অল্প বয়সেই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার সুযোগ তৈরি হয়।

৬. তুলনামূলক কম GPA বা IELTS স্কোরেও সুযোগ
কিছু দেশে HSC-এর পর কম GPA ও IELTS স্কোরেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসার সুযোগ মেলে, যেখানে মাস্টার্সের ক্ষেত্রে এই শর্তগুলো আরও কঠিন হয়।

৭. ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ
তরুণ বয়সে নতুন ভাষা শেখা ও সংস্কৃতি গ্রহণ সহজ হয়। বয়স বাড়লে মানিয়ে নেওয়ার ক্ষমতা তুলনামূলকভাবে কমে যায়।

৮. সাইন্স ও টেক বিষয়গুলোর জন্য বেশি সুবিধা
ব্যাচেলর পর্যায়ে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও টেকনোলজি বিষয়ে উন্নত দেশে ভর্তি পাওয়া তুলনামূলকভাবে সহজ, যা ভবিষ্যৎ ক্যারিয়ারে বিশাল ভূমিকা রাখতে পারে।

সিদ্ধান্ত আপনার!!!

HSC শেষে বিদেশে পড়তে গেলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা, ক্যারিয়ার গড়ার সুযোগ এবং উন্নত জীবনযাত্রার পূর্ণ সুবিধা নিতে পারে। তাই যারা ভবিষ্যতে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য আন্ডারগ্র্যাজুয়েটেই বিদেশে যাত্রা শুরু করাই হতে পারে সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত।

ইউরোপের স্বপ্ন এখন সাগরের পানিতে ভাসে 😅🇪🇺আমরা বরাবরই বলে থাকি, জীবনের মূল্যর চেয়ে ইউরোপের স্বপ্ন বড় হতে পারে না 🇪🇺✅আপন...
08/07/2025

ইউরোপের স্বপ্ন এখন সাগরের পানিতে ভাসে 😅🇪🇺
আমরা বরাবরই বলে থাকি, জীবনের মূল্যর চেয়ে ইউরোপের স্বপ্ন বড় হতে পারে না 🇪🇺✅

আপনি বেঁচে থাকলে এক সময় ইউরোপ আমেরিকা যেতে পারবেন ! কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপের স্বপ্ন পূরণ করা বোকামি ছাড়া কিছুই না ! ❌🇪🇺

ইউরোপে বৈধভাবে চেষ্টা করুন, একবার না হলে ১০ বার চেষ্টা করুন ! পাঁচ বছর টার্গেট রাখুন এর মধ্যে আপনি যাবেন ! তবে জীবনের ঝুঁকি নেওয়া মোটেও উচিত নয় ! 🇪🇺✅

আল্লাহ সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক !

সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর অনুষ্ঠিত হবে ঈদের জামাত🇸🇦🇸🇦🇸🇦
28/03/2025

সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর অনুষ্ঠিত হবে ঈদের জামাত🇸🇦🇸🇦🇸🇦

বাংলাদেশিদের জন্য পর্তুগালের🇵🇹✈️🇪🇺 হোটেল ও রেস্টুরেন্ট চাকরি🫰💶পর্তুগালে হোটেল ও রেস্টুরেন্ট খাতে প্রচুর চাকরির সুযোগ ...
27/03/2025

বাংলাদেশিদের জন্য পর্তুগালের🇵🇹✈️🇪🇺 হোটেল ও রেস্টুরেন্ট চাকরি🫰💶
পর্তুগালে হোটেল ও রেস্টুরেন্ট খাতে প্রচুর চাকরির সুযোগ রয়েছে, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের জন্য। পর্যটন নির্ভর অর্থনীতির কারণে ওয়েটার, শেফ, ক্লিনার, রিসেপশনিস্ট, বারিস্টা ও কিচেন হেল্পার পজিশনে নিয়মিত নিয়োগ দেওয়া হয়।

📌 ১. পর্তুগালে 🇵🇹✈️🇪🇺হোটেল ও রেস্টুরেন্ট খাতে চাকরির সুযোগ
পর্তুগালের বড় শহরগুলোতে হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, বার, ফাস্ট ফুড ও কেটারিং সার্ভিসে চাকরির ভালো সুযোগ রয়েছে।
✔ ওয়েটার/ওয়েট্রেস – খাবার পরিবেশন
✔ বারিস্টা – কফি ও বেভারেজ প্রস্তুত করা
✔ কিচেন হেল্পার – রান্নার সহকারী
✔ শেফ/কুক – রেস্টুরেন্টে প্রধান বা সহকারী বাবুর্চি
✔ ডিশওয়াশার ও ক্লিনার – হোটেল ও রেস্টুরেন্ট পরিষ্কার রাখা
✔ ফ্রন্ট ডেস্ক/রিসেপশনিস্ট – অতিথিদের অভ্যর্থনা

📌 ২. পর্তুগালে🇵🇹🇪🇺 হোটেল ও রেস্টুরেন্ট চাকরির বেতন কেমন?
বেতন নির্ভর করে কাজের ধরন ও অভিজ্ঞতার উপর।
🔹 ওয়েটার/ওয়েট্রেস: €800 - €1,200/মাস
🔹 কিচেন হেল্পার: €700 - €1,000/মাস
🔹 শেফ/কুক: €1,200 - €2,500/মাস
🔹 রিসেপশনিস্ট: €1,000 - €1,500/মাস
🔹 ডিশওয়াশার ও ক্লিনার: €600 - €900/মাস
⚡ টিপস: রেস্টুরেন্ট বা ক্যাফেতে কাজ করলে অনেক সময় টিপস পাওয়া যায়, যা অতিরিক্ত আয় হিসেবে কাজে লাগে।

🔹 প্রয়োজনীয় ডকুমেন্টস:
✔ চাকরির অফার লেটার (Job Offer Letter)
✔ স্পন্সর কোম্পানির নথিপত্র (Company Sponsorship Documents)
✔ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
✔ মেডিকেল চেকআপ রিপোর্ট
✔ ভিসা আবেদন ফি

ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন!
📞 কল করুন: 01855182777(WhatsApp)

#পর্তুগাল #ইতালি #ফ্রান্স #ইউরোপ #ইতালী

ইস্তাম্বুল, তুরস্ক😍🥰ইস্তাম্বুল, তুরস্কের সবচেয়ে বড় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর, যা ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্...
26/03/2025

ইস্তাম্বুল, তুরস্ক😍🥰

ইস্তাম্বুল, তুরস্কের সবচেয়ে বড় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর, যা ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। এই শহর তার বিস্ময়কর স্থাপত্য, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহাসিক নিদর্শনের জন্য বিখ্যাত। বিখ্যাত ব্লু মস্ক, আয়াসোফিয়া, এবং তোপকাপি প্রাসাদ এখানে অবস্থিত।🇹🇷🇹🇷🇹🇷

বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ 🇨🇳🇨🇳
25/03/2025

বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ 🇨🇳🇨🇳

🇮🇹ইতালি প্রবাসী বেলাল আহমদ ভাই, ইতালিতে হাসপাতালে ইন্তেকাল করেন।                       ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র...
24/03/2025

🇮🇹ইতালি প্রবাসী বেলাল আহমদ ভাই, ইতালিতে হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
✈️আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।🥲

23/03/2025

গ্রিক সাইপ্রাস হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা !🇪🇺
পরবর্তী সেনজেন কান্ট্রি হবে এটি ! 🇪🇺
তবে এই দেশ পরিশ্রমি লোকদের জন্য উত্তম।

বিমানের টিকেট বুকিংয়ে পাসপোর্ট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল সরকার, ফলাফল এক সিদ্ধান্তেই ১ লাখ ৯০ হাজারের টিকেট এখন ৪৮ ...
22/03/2025

বিমানের টিকেট বুকিংয়ে পাসপোর্ট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল সরকার, ফলাফল এক সিদ্ধান্তেই
১ লাখ ৯০ হাজারের টিকেট এখন ৪৮ হাজার টাকা।

ধন্যবাদ বাংলাদেশ সরকারকে , প্রতিটা সিন্ডিকেট এর সিস্টেম এভাবে ভেঙে দিতে হবে !

টিকিটের দাম বাড়তি হবার কারণে অনেক প্রবাসীই ভেবেছিলেন এবার ঈদ পরিবারের সাথে করবেন না !
অবশেষে সেই কষ্ট আর রইল না !

🔴 G-Taj Tours & Travels ✈️✈️
Contact - 01855182777(WhatsApp)

Chief Adviser GOB Muhammad Yunus  স্যার আপনি যদি একটু ইউরোপের দিকে নজর দিতেন তাহলে লক্ষ লক্ষ যুবকের স্বপ্ন পূরণ হতো এবং ...
22/03/2025

Chief Adviser GOB Muhammad Yunus স্যার আপনি যদি একটু ইউরোপের দিকে নজর দিতেন তাহলে লক্ষ লক্ষ যুবকের স্বপ্ন পূরণ হতো এবং আটকে থাকা মানুষগুলোর স্বপ্ন পূরণ হতো ! 🇪🇺✅

অনুগ্রহ করে, ইউরোপের দেশ, রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, নর্থ মেসোডুনিয়া, পর্তুগাল, পোল্যান্ড, আরো ইউরোপের কিছু বলকান দেশ আছে, যেগুলোর এম্বাসি গুলো বাংলাদেশ নাই কিন্তু তারা কর্মী নিচ্ছে, ইন্ডিয়ার ভিসার কারণে বাংলাদেশিরা যেতে পারছে না,, অনুগ্রহ করে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি এ সকল এম্বাসি গুলো যত দ্রুত সম্ভব ঢাকায় আনার ব্যবস্থা করেন !

বাংলাদেশী নাগরিকরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবে! বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পরেও স্বাধীন হতে পারে নাই দিল্লির উপর নির্ভর করতে হয় , যা খুবই দুঃখজন ! 🇪🇺✅

আজকে আবার ৫১ জন বাংলাদেশিকে আটক করেছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইমিগ্রেশন, তাদের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট...
21/03/2025

আজকে আবার ৫১ জন বাংলাদেশিকে আটক করেছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইমিগ্রেশন, তাদের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট নেই এবং জাল নথি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।🇲🇾🇲🇾🇲🇾

বাংলাদেশ থেকে তাদের এই কাজগুলো কে পরিচালনা করে, ওই সিন্ডিকেট কে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তথ্যসূত্র: একেপিএস

অস্ট্রেলিয়ার ভিসা পাইতে এখন আর দিল্লী যাইতে হবে না। ঢাকা থেকেই ভিসা ইস্যু করা হবে। ডক্টর ইউনূসের গত অক্টোবরে অস্ট্রেলিয...
20/03/2025

অস্ট্রেলিয়ার ভিসা পাইতে এখন আর দিল্লী যাইতে হবে না।

ঢাকা থেকেই ভিসা ইস্যু করা হবে।

ডক্টর ইউনূসের গত অক্টোবরে অস্ট্রেলিয়ান সরকারের কাছে এই রিকোয়েস্ট করেছিলেন।

আমরা স্লোগান দিয়েছিলাম, দিল্লী না ঢাকা? ঢাকা, ঢাকা।

ইউনূস ঐ স্লোগান সিরিয়াসলি নিয়েছিলেন আর কী।

Address


Alerts

Be the first to know and let us send you an email when G-Taj Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G-Taj Tours & Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share