JR Hajj Travels & Tours

JR Hajj Travels & Tours Hajj & Omra Loyal Organisation

26/06/2025
06/06/2025

*বিসমিল্লাহির রাহমানির রাহিম**
**আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ**
**লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি মাতা লাকা ওয়াল মূলক, লা- শারীকা লাক**

**কোরআন ও হাদীসের আলোকে ঈদুল আযহা সম্পর্কে আলোচনা**

*হযরত আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদীনায় আসলেন তখন মদীনাবাসীর দুটি উৎসবের দিবস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, এ দুটি দিবস কী? (কী হিসেবে তোমরা এ দু’দিন উৎসব পালন কর?) তারা বলল, জাহেলিয়াত তথা ইসলামপূর্ব যুগে আমরা এ দিনদুটিতে উৎসব পালন করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে এ দুটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন- ঈদুল আযহা ও ঈদুল ফিত্র। সুনানে আবু দাউদ, হাদীস ১১৩৪; সুনানে নাসায়ী, হাদীস ১৫৫৬; মুসনাদে আহমাদ, হাদীস ১২০০৬.

* নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না। আর ঈদুল আযহার দিন নামায না পড়ে কিছু খেতেন না। -জামে তিরমিযী, হাদীস ৫৪২ ঈদুল আযহার দিন নামাযের পরে খাওয়ার কারণ সম্ভবত এ হবে যে, এ দিন যেন সবার আগে কুরবানীর গোশতই মুখে উঠে, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের দাওয়াত ও আপ্যায়ন।

*আবদুল্লাহ ইবনে ওমর রা. বলেন- كَانَ رَسُولُ اللّهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ يَذْبَحُ وَيَنْحَرُ بِالْمُصَلّى. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যবেহ করতেন এবং নহর করতেন। -সহীহ বুখারী, হাদীস ৫৫৫২ নিয়ম হল গরু, ছাগল, দুম্বা যবেহ করা হবে এবং উট নহর করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করেছেন। কুরবানীর পশু আনাস ইবনে মালিক রা. বলেন- ضَحّى النّبِيُّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا، يُسَمِّي وَيُكَبِّرُ، فَذَبَحَهُمَا بِيَدِهِ. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা-কালো বর্ণের (বড় শিং বিশিষ্ট) নর দুম্বা কুরবানী করেছেন। আমি দেখেছি, তিনি দুম্বা দুটির গর্দানে পা রেখে ‘বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার’ বললেন। অতপর নিজ হাতে যবেহ করলেন। -সহীহ বুখারী, হাদীস ৫৫৫৮; সহীহ মুসলিম, হাদীস ১৯৬৬.

*হযরত জাবির রা. থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদীসে আছে, ‘অতপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর স্থানে এলেন এবং নিজ হাতে তেষট্টিটি উট নাহ্র করলেন। -সহীহ মুসলিম, হাদীস ১২১৮; সুনানে আবু দাউদ, হাদীস ১৯০৫ উম্মুল মু’মিনীন আয়েশা রা. থেকে বর্ণিত- وَضَحّى رَسُولُ اللّهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের পক্ষ হতে গরু দ্বারা কুরবানী করেছেন। -সহীহ বুখারী, হাদীস ২৯৪; সহীহ মুসলিম, হাদীস ১২১১ গরু দ্বারা কুরবানীর বিষয়টি হযরত জাবির রা.-এর সূত্রেও বর্ণিত হয়েছে।
**আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে ঈদুল আযহা ও কুরবানী কারার তৌফিক দান করুন**

** জে আর হজ্ব ট্রাভেলস এন্ড ট্যুরস**
*হজ্ব ও ওমরাহ পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান*
*হজ্ব ও ওমরাহ পালনে যেতে আগ্রহী ব্যক্তি সকলের রেজিস্ট্রেশন এর জন্য যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে*
**যোগাযোগ**
**জে আর হজ্ব ট্রাভেলস এন্ড ট্যুরস**
*ঢাকা অফিস: ৫১/৫১ রিসোরকেফুল পল্টন সিটি,
(৬ তালা), পুরাতন পল্টন, ঢাকা-১০০০.
*বেনাপোল অফিস: জে আর ভবন, বাসা # ০৩,
ট্রাক টার্মিনাল রোড, বেনাপোল, বেনাপোল পোর্ট, যশোর।
আলহাজ্ব ডাঃ জাহিদুল ইসলাম
মোবাইল: ০১৭১৪-৩০৩৭০৮, ০১৭৩২১২৮০৯৯.

Tomorrow 3.00pm at suhrawardy udyan.
11/04/2025

Tomorrow 3.00pm at suhrawardy udyan.

07/04/2025

**বিসমিল্লাহির রাহমানির রাহিম**
**আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ**

**কোরআন ও হাদীসের আলোকে শাওয়াল মাসের ছয় রোজা ও কাজা রোজা সম্পর্কে আলোচনা**

**শাওয়ালের ছয় রোজা**
রমজানের পরের মাস শাওয়াল। রমজানে পূর্ণ মাস রোজা পালন করা ফরজ, শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুন্নত।

**আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইনসিরাহ এর ৮ নং আয়াতে বলেছেন ‘যখন তুমি (ফরজ দায়িত্ব পালন থেকে) অবসর হবে, তখন (নফল ইবাদতের মাধ্যমে) তোমার রবের প্রতি মনোনিবেশ করো’

**শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে, তারা যেন সারা বছরই রোজা পালন করল’ (মুসলিম, হাদিস: ১১৬৪; আবু দাউদ, হাদিস: ২৪৩৩; তিরমিজি, নাসায়ি, ইবনে মাজাহ, সহিহ্-আলবানি)।
এক বর্ণনায় রয়েছে, প্রিয় নবী (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা শাওয়াল মাসের ৬ দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সুতরাং যে ব্যক্তি এই মাসে ৬ দিন রোজা রাখবে, আল্লাহ তায়ালা প্রত্যেক সৃষ্ট জীবের সংখ্যা হিসাবে তার আমলনামায় নেকি লিখে দেবেন, সমপরিমাণ গুনাহ মুছে দেবেন এবং পরকালে তার দরজা বুলন্দ করে দেবেন।

**আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে শাওয়াল মাসের ছয় রোজা পালন করার তৌফিক দান করুন**

**লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি মাতা লাকা ওয়াল মূলক, লা- শারীকা লাক**

** জে আর হজ্ব ট্রাভেলস এন্ড ট্যুরস**
**হজ্ব ও ওমরাহ পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান**
**হজ্ব ও ওমরাহ পালনে যেতে আগ্রহী ব্যক্তি সকলের রেজিস্ট্রেশন এর জন্য যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে**

**যোগাযোগ**
**জে আর হজ্ব ট্রাভেলস এন্ড ট্যুরস**
**ঢাকা অফিস: ৫১/৫১ রিসোরকেফুল পল্টন সিটি,
(৬ তালা), পুরাতন পল্টন, ঢাকা-১০০০.
**বেনাপোল অফিস: জে আর ভবন, বাসা # ০৩,
ট্রাক টার্মিনাল রোড, বেনাপোল, বেনাপোল পোর্ট, যশোর।
আলহাজ্ব ডাঃ জাহিদুল ইসলাম
মোবাইল: ০১৭১৪-৩০৩৭০৮, ০১৭৩২১২৮০৯৯.

18/03/2025

*বিসমিল্লাহির রাহমানির রাহিম**
**আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ**

**কোরআন ও হাদীসের আলোকে বদরের যুদ্ধ সম্পর্কে আলোচনা**

وَقَاتِلُواْ فِي سَبِيلِ اللّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلاَ تَعْتَدُواْ إِنَّ اللّهَ لاَ يُحِبِّ الْمُعْتَدِينَ অর্থ: তোমরা আল্লাহ তাআলার পথে সেসব লোকের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে (কিন্তু কোনো অবস্থায়ই) সীমালঙ্ঘন করো না। কারণ, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। (সুরা বাকারা, আয়াত: ১৯০)

وَلَقَدْ نَصَرَكُمُ اللهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوْا اللهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ অর্থ: নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরের যুদ্ধে। অথচ তোমরা ছিলে দুর্বল। অতএব আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। (সুরা আলে ইমরান, আয়াত: ১২৩)

إِن كُنتُمْ آمَنتُمْ بِاللّهِ وَمَا أَنزَلْنَا عَلَى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ وَاللّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ অর্থ: যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর, যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি ফয়সালার দিনে, যেদিন সম্মুখীন হয়ে যায় উভয় সেনাদল। আর আল্লাহ সবকিছুর উপরই ক্ষমতাশীল। (সুরা আনফাল, আয়াত: ৪১)

৩৯৫২. ইবনু মাস‘উদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি মিকদাদ ইবনু আসওয়াদের এমন একটি বিষয় দেখেছি যা আমি করলে তা দুনিয়ার সব কিছুর তুলনায় আমার নিকট প্রিয় হত। তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলেন, তখন তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বিরুদ্ধে দু’আ করছিলেন। এতে মিকদাদ ইবনু আসওয়াদ (রাঃ) বললেন, মূসা (আঃ) এর কাওম যেমন বলেছিল যে, ‘‘তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর’’- (সূরাহ আল-মায়িদাহ ৫/২৪)। আমরা তেমন বলব না, বরং আমরা আপনার ডানে, বামে, সামনে, পেছনে সর্বদিক থেকে যুদ্ধ করব। ইবনু মাস‘উদ (রাঃ) বলেন, আমি দেখলাম, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর মুখ উজ্জ্বল হয়ে উঠল এবং তার কথা তাঁকে খুব আনন্দিত করল।

৩৯৫৭. বারা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর যে সব সাহাবী বদরে উপস্থিত ছিলেন তারা আমার কাছে বর্ণনা করেছেন যে, তাদের সংখ্যা তালুতের যে সব সঙ্গী নদী পার হয়েছিলেন তাদের সমান ছিল। তাদের সংখ্যা ছিল তিনশ’ দশেরও কিছু বেশী। বারা’ (রাঃ) বলেন, আল্লাহর কসম, ঈমানদার ব্যতীত আর কেউই তাঁর সঙ্গে নদী পার হতে পারেনি।

৩৯৬৩. আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, বদরের দিন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবূ জাহ্ল কী করল, তোমাদের মধ্যে কে তা জেনে আসবে? তখন ইবনু মাস‘উদ (রাঃ) চলে গেলেন এবং তিনি দেখতে পেলেন, ‘আফরার দুই পুত্র তাকে এমনিভাবে পিটিয়েছে যে, সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। তখন তিনি তার দাড়ি ধরে বললেন,তুমি কি আবূ জাহ্ল? উত্তরে সে বলল, সেই লোকটির চেয়ে উত্তম আর কেউ আছে কি যাকে তার গোত্রের লোকেরা হত্যা করল অথবা বলল তোমরা যাকে হত্যা করলে? [1]

[1] কুরায়শদের এতবড় একজন প্রভাবশালী সেনাপতি যে কিনা অল্প বয়স্ক দুজন সহদোর মু‘আয ও মু‘আওয়িয এর হাতে নিহত হলো। এটি আল্লাহ তা‘আলার বিশেষ নিদর্শন। কারণ এটা কাফিরদের জন্য ছিল একটি লজ্জাজনক ও বিরাট ক্ষতির ব্যাপার। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর নেতৃত্বে সংঘটিত প্রথম যুদ্ধে কাফিররা এক হাজার থাকলেও মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরজন। তথাপি আল্লাহর অশেষ রাহমাতে মুসলিমগণ এ যুদ্ধে জয়লাভ করে এবং তাদের মনোবল অনেকগুণ বেড়ে যায়। হাদীসে আবূ জাহালের মৃত্যুপূর্ব অবস্থা বর্ণিত হয়েছে।

**লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি মাতা লাকা ওয়াল মূলক, লা- শারীকা লাক**

**আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে হজ্ব ও ওমরাহ কারার তৌফিক দান করুন**

** জে আর হজ্ব ট্রাভেলস এন্ড ট্যুরস**
*হজ্ব ও ওমরাহ পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান*
*হজ্ব ও ওমরাহ পালনে যেতে আগ্রহী ব্যক্তি সকলের রেজিস্ট্রেশন এর জন্য যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে*
**যোগাযোগ**
**জে আর হজ্ব ট্রাভেলস এন্ড ট্যুরস**
*ঢাকা অফিস: ৫১/৫১ রিসোরকেফুল পল্টন সিটি,
(৬ তালা), পুরাতন পল্টন, ঢাকা-১০০০.
*বেনাপোল অফিস: জে আর ভবন, বাসা # ০৩,
ট্রাক টার্মিনাল রোড, বেনাপোল, বেনাপোল পোর্ট, যশোর।
আলহাজ্ব ডাঃ জাহিদুল ইসলাম
মোবাইল: ০১৭১৪-৩০৩৭০৮, ০১৭৩২১২৮০৯৯.

21/01/2025

জে আর হজ ট্রাভেলস এন্ড ট্যুরস
হজ ও ওমরাহ পালনে বিশ্বস্ত প্রতিষ্ঠান
হজ ও ওমরাহ বুকিং চলছে।
যোগাযোগ:-
আলহাজ্ব ডা: জাহিদুল ইসলাম
মোবাইল: ০১৭১৪-৩০৩৭০৮
বেনাপোল অফিস:- জে আর ভবন,
বাসা নাম্বার-৩, টার্মিনাল রোড, ছোট আঁচড়া, বেনাপোল, যশোর ।
ঢাকা অফিস:- ৫১/৫১ রিসারকেফুল পল্টন সিটি, (৬ষ্ঠ তালা), পুরাতন পল্টন, ঢাকা-১০০০.

08/01/2025

সৌদি খুতবা | মসজিদুল হারাম খুতবা | কাবা শরীফ
Makkah sarif khutba

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when JR Hajj Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JR Hajj Travels & Tours:

Share

Category