18/01/2024
খুমের রাজ্যে হারিয়ে যেতে আমাদের সাথে জয়েন করুন...
বিস্তারিত-
Routes of Bengal এর এবারের যাত্রা অপার্থিব আমিয়াখুম-নাফাখুম-ভেলাখুম ও সাতভাইখুমের পথে।
যাত্রা : ২৫ জানুয়ারী ২০২৪, রাত ৯
ফেরা : ২৯ জানুয়ারী ২০২৪, ভোর ৬টা।
Routes of Bengal এর এই ট্যুরটি একটি ট্রেকিং ট্যুর।
👉ছেলে-মেয়ে যে কেউ আমাদের সঙ্গে যেতে পারবেন। সাদর আমন্ত্রণ। কিন্তু কোনো কাপল রুম প্রভাইড করা হবেনা।
👀যা যা উপভোগ করবঃ
নাফাখুম
আমিয়াখুম
নাইক্ষ্যংমুখ
ভেলাখুম
সাতভাইখুম
রেমাক্রি
রেমাক্রি ফলস
রাজাপাথর
সম্ভাব্য সফরসূচি :
দিন :: ০
❑ ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা রাত ৯ টায়।
দিন :: ১
❑ সকালে বান্দরবান পৌছে নাস্তা করে চান্দের গাড়িতে করে চলে যাবো থানচি। সেখান থেকে লাঞ্চ করে বোটে পাড়ি দিব সাঙ্গু নদী৷ পথে রাজা পাথর রানী পাথর দেখে গোধলী বেলায় পৌছাবো রেমাক্রি উদ্দেশ্য নাফাখুম হয়ে থুইসাপাড়া৷ সেদিন রাতে থুইসা পাড়ায় রাত্রি যাপন করব এবং রাতে হবে গান আড্ডা৷
দিন :: ২
❑ খুব ভোরে থুইসাপাড়া থেকে আমিয়াখুমের উদ্দেশে যাত্রা।
এ পথে পড়বে দেবতা পাহাড়। সারাদিন আমিয়াখুম, সাতভাইখুম, ভেলাখুম, নাইখংমুখ দেখে রাতে নাফাখুম পাড়ায় চলে আসব৷
দিন :: ৩
এরপর দিন নাফাখুমের অপরুপ দৃশ্য উপভোগ এবং নিজেদের মত সময় কাটিয়ে, একই উপায়ে রেমাক্রি থেকে আগেই ঠিক করে রাখা রিজার্ভ বোটে করে তিন্দু, রাজাপাথর, বড়পাথর দেখে থানচিতে ফেরত। থানচি থেকে যথারীতি রিজার্ভ চান্দের গাড়িতে বান্দরবান। পথে সময় থাকলে নীলগিরি ঘুরে যাবো। বান্দরবান থেকে রাতের গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা।
দিন :৪
ভোরে ঢাকা পৌঁছে যাবো ইনশাআল্লাহ
ইভেন্ট ফি : ৭৯৯৯ টাকা।
#কনফার্ম করার জন্য ৩০৬০/- টাকা অগ্রিম বিকাশ করতে হবে। অথবা সরাসরি দেখা করেও এডমিনের কাছে দেওয়া যাবে।
বিকাশ করে অবশ্যই ফোন করে জানাতে হবে (চাইলে ইভেন্টেও পোস্ট করতে পারেন।)
সব ধরনের যোগাযোগ ও বিকাশ নাম্বার :
01883856048
01401880107
⏰কনফার্ম করার শেষ দিন : ১৮ জানুয়ারী ২০২৪।
✅এই টাকায় যা যা পাবেন :
❑ ঢাকা-বান্দরবান-ঢাকা নন এসি বাসের টিকিট
❑ গাইডের খরচ
❑ ট্রলার/বোট খরচ
❑ বান্দরবান-থানচি-বান্দরবান চান্দের গাড়ির খরচ
❑ পাহাড়িদের ঘরে রাতযাপনের খরচ
❑ ৩ দিনের ৯ বেলা খাবার খরচ
❌আর এই টাকায় যা যা পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই :
❌কোনও ধরনের ব্যক্তিগত খরচ,
❌ব্যক্তিগত ওষুধপথ্য
❌লাইফ জ্যাকেট
❌যাত্রাপথের বা যাত্রা বিরতির সময়ের যে কোনও খরচ
❌উল্লেখ নেই এমন খরচ
🍛ফুড ম্যানূ :
নাস্তা - পরোটা, ডিম, সবজি,ডাল / ডিম খিচুড়ি
লাঞ্চ - ভাত, আলুর ভর্তা, মুরগি, ডাল
ডিনার - দুপুরের ম্যানু
★যেহেতু পাহাড়ি অঞ্চলে যাচ্ছি কিছু আইটেম এভ্যাইলএবিলিটির উপর ডিপেন্ড করে ফুড ম্যানু পরিবর্তন হতে পারে।
★দীর্ঘ ট্রেকিং এর সময় কোনো বেলায় ড্রাই ফুড খেয়ে চালিয়ে দিতে হতে পারে।