TourToday.com.bd

TourToday.com.bd বাংলাদেশের সকল দর্শনীয় স্থানের বিবরনে কিভাবে যাবেন, কোথায় থাকবেন সহ সকল তথ্যের ভান্ডার TourTodayBD

“বহুদিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করে বহু দেশ ঘুরে
দেখিতে গিয়াছি পর্বতমালা,
দেখিতে গেয়াছি সিন্ধু।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।”

ষড়ঋতুর অপরুপ লীলাভূমি আমাদের এ বাংলাদেশ। এ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংষ্কৃতির সাথে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের কারনে পর্যটন শিল্পের বিপুল সম্ভবনার দেশ আমাদের এ বাংলাদেশ। পর্যটন শিল্পের সম্ভবনার এ দিগন্ত আরো

উন্মচন ও বিকশিত করতে আমাদের প্রচেষ্টার ফসল “ট্যুর টুডে” (TourToday BD)। বাংলাদেশের জানা-অজানা, স্থানীয় – জাতীয়, পরিচিত সহ বিভিন্ন দর্শনীয় স্থান গুলোকে সুন্দর এবং সহজ ভাবে উপস্থাপন করাই আমাদের একমাত্র লক্ষ।

আমরা আমাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে চেষ্টা করেছি জেলা ভিত্তি বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান/জায়গা গুলোকে সংযুক্ত করতে এবং তার সাথে সাথে ঐ জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন যোগাযোগের মাধ্যম, হোটেল – রিসোর্ট এবং অন্যান্য সুযোগ সুবিধার সাথে সকলকে পরিচয় করিয়ে দিতে। যার মধ্য দিয়ে বৃদ্ধি পাবে দেশি বিদেশী পর্যটকের সংখ্যা সেই সাথে এগিয়ে যাবে আমাদের দেশের পর্যটন শিল্প, এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ ও দেশের সামগ্রিক অর্থনীতি।

ট্যুর টুডে (TourToday BD) এর সুবিধাঃ

👍 => TourToday BD তে বাংলাদেশের ৭০০+ দর্শনীয় স্থান যুক্ত করা হয়েছে। দর্শনীয় স্থান সমূহের বিশদ বর্ননায় থাকছে দর্শনীয় স্থান সমূহের অবস্থান, কিভাবে যাবেন, কোথায় থাকবেন ও কি খাবেন ইত্যাদি সহ বিস্তারিত তথ্য।

👍 =>TourToday BD র সকল বিবরনের সাথেই পাঠকের মতামত ও ভাল লাগা প্রকাশের জন্য রয়েছে কমেন্ট ও রেটিং অপশন তার সাথে আর্টি কেল ভিউ প্রদর্শন তো আছেই।

👍 =>TourToday BD এর বর্ননায় সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের বিনোদন কেন্দ্র গুলোর সাপ্তাহিক বন্ধ, সময়সূচী, প্রবেশ ফি সহ আনুসাঙ্গিক সকল খরচের ধারনা।

👍 =>TourToday BD এর রয়েছে শক্তিশালী নিজেস্ব সার্চ ফিচার। যার মাধ্যমে আপনার চাহিদা মত বাংলা ও ইংরেজী ভাষায় দর্শনীয় স্থান সার্চ করতে পারবেন। তাছাড়া ভ্রমনের বিভিন্ন ধরনানুসারে (নদী ও সমুদ্র সৈকত, ঐতিহাসিক স্থান, আধুনিক স্থাপত্য, পাহাড়ি অঞ্চল, বাগান ও বনাঞ্চল, বিনোদন কেন্দ্র) ও বাংলাদেশের বিভিন্ন জেলার নাম ইত্যাদি দিয়ে সার্চ বা ফিল্টার করতে পারবেন।

👍 =>বাংলাদেশের বিভিন্ন জেলা জনপ্রিয় হোটেল/রিসোর্ট সমূহের নাম, ঠিকানা, হোটেল ভাড়ার পরিমান সহ যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিয়ে TourToday BD এর হোটেল ও রিসোর্ট বিভাগ সাজানো হয়েছে।

👍 => বাংলাদেশের ভ্রমনের বিভিন্ন পরামর্শ দিয়ে সাজোনো হয়েছে TourToday BD এর ভ্রমন পরামর্শ বিভাগ।

👍 =>বিভিন্ন ভ্রমন সম্পর্কিত সংবাদ ও তথ্য দিয়ে সাজানো হয়েছে TourToday BD এর ব্লগ বিভাগ।

👍 =>TourToday BD তে আপনি চাইলে আপনার ভ্রমনকৃত দর্শনীয় স্থানের বিবরন/তথ্যও আপলোড করতে পারবেন।

👍 => TourToday BD র রয়েছে নিজেস্ব দক্ষ আঞ্চলিক প্রতিনিধি যাদের মাধ্যমে তথ্য যাচাই বাছাই করা সহ প্রতিনিয়ত তথ্য আপডেট কারা হয় যা সঠিক তথ্যের জন্য খুবই দরকারী।

👍 => বিশ্ব মানের ডিজাইন ও ফংশন হওয়ায় কম্পিউটার ছাড়াও বিভিন্ন মোবাইল, ট্যাব, স্মার্ট টিভি ও স্মার্ট ঘড়ি সহ যে কোন ডিভাইসে এটি খুব সুন্দর ভাবে অপারেট বা চালানো যায়।

👍 => TourToday BD এর সকল তথ্য শুধু ওয়েবসাইটের মাধ্যমেই নয় আমাদের অ্যাপের (TourToday BD) মাধ্যমেও পাওয়া যায়।

The paradise of dhaka cities hilsa lover.
09/12/2024

The paradise of dhaka cities hilsa lover.

Podma Bridge 🌉.  🌙 night view .
09/12/2024

Podma Bridge 🌉. 🌙 night view .

09/12/2024
কক্সবাজার জেলার একটি দ্বীপ উপজেলা কুতুবদিয়া (Kutubdia island)। প্রায় ২১৬ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এই দ্বীপে আছে নানান...
30/10/2024

কক্সবাজার জেলার একটি দ্বীপ উপজেলা কুতুবদিয়া (Kutubdia island)। প্রায় ২১৬ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এই দ্বীপে আছে নানান বৈচিত্র্য। কুতুবদিয়া দ্বীপে(Kutubdia Dbip) বিদ্যুৎ সংযোগ নেই। জেনারেটর ও সৌর বিদ্যুৎ দিয়ে এখানকার বৈদ্যুতিক চাহিদা মেটানো হয়ে থাকে। নির্জন বেলাভূমি, বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র, লবণ চাষ, বাতিঘর, কুতুব আউলিয়ার মাজারসহ আছে দেখার মতো অনেক কিছু।

প্রায় ২১৬ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এই দ্বীপ কুতুবদিয়ায় আছে নানান বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য়।

শাহ পরী টেকনাফের সর্ব দক্ষিণে ভূ-ভাগের খুবই নিকটবর্তী একটি দ্বীপ। শাহ পরীর দ্বীপের বাম পাশে নাফ নদী। নদীর ঐ পারে বার্মা ...
30/10/2024

শাহ পরী টেকনাফের সর্ব দক্ষিণে ভূ-ভাগের খুবই নিকটবর্তী একটি দ্বীপ। শাহ পরীর দ্বীপের বাম পাশে নাফ নদী। নদীর ঐ পারে বার্মা বা মায়ানমার সীমান্ত। পাহাড়-সমুদ্রের অনিন্দ্য সৌন্দর্যের এক বিস্তীর্ণ দ্বীপ শাহপরীর দ্বীপ(Shapuree Dbip) ।এটি মূলত সাবরাং ইউনিয়নের একটি গ্রাম। এক সময় এটি দ্বীপ থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে কিছুকাল আগে এটি মূল ভূ-খণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে। টেকনাফ উপজেলা শহর থেকে শাহপরীর দ্বীপের দূরত্ব প্রায় পনের কিলোমিটার।

টেকনাফের সর্ব দক্ষিণে ভূ-ভাগের খুবই নিকটবর্তী পাহাড়-সমুদ্রের অনিন্দ্য সৌন্দর্যের এক বিস্তীর্ণ দ্বীপ শাহপরীর দ্...

পালঙ্কি, পানোয়ার বর্তমান নাম  কক্সবাজার যা বাংলাদেশের পর্যটন শিল্পের ব্রান্ড হিসাবে বিবেচিত। পর্যটন শিল্পকে কেন্দ্র করে...
30/10/2024

পালঙ্কি, পানোয়ার বর্তমান নাম কক্সবাজার যা বাংলাদেশের পর্যটন শিল্পের ব্রান্ড হিসাবে বিবেচিত। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত হয়েছে অনেক হোটেল, মোটেল ও রিসোর্ট। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্তপথে বার্মা, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট।কক্সবাজারে বিভিন্ন উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বাস করে যা শহরটিকে করেছে আরো বৈচিত্র্যময়। এইসব উপজাতিদের মধ্যে চাকমা সম্প্রদায় প্রধান। কক্সবাজার শহর ও এর অদূরে অবস্থিত রামুতে রয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বৌদ্ধ মন্দির। কক্সবাজার শহরে যে মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মূর্তি আছে। এই মন্দির ও মূর্তিগুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ ও কেন্দ্রবিন্দু। কক্সবাজারে শুধু সমুদ্র নয়, আছে বাঁকখালী নামে একটি নদীও। এই নদীটি শহরের মৎস্য শিল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিখ্যাত।

পালঙ্কি, পানোয়ার বর্তমান নাম কক্সবাজার যা বাংলাদেশের পর্যটন শিল্পের ব্রান্ড হিসাবে বিবেচিত। পর্যটন শিল্পকে কে...

যান্ত্রিক জীবনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমাদের মাঝেমধ্যেই মনে হয়, যদি পারতাম চেনা গণ্ডি ছেড়ে দূরে অন্য কোথাও চলে যেতে! অনে...
24/10/2024

যান্ত্রিক জীবনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমাদের মাঝেমধ্যেই মনে হয়, যদি পারতাম চেনা গণ্ডি ছেড়ে দূরে অন্য কোথাও চলে যেতে! অনেকেরই ইচ্ছে হয়, অন্তত একদিনের জন্য সব ব্যস্ততা ভুলে সুন্দর একটি দিন কাটাতে! আর মানুষের এই স্বভাবসুলভ ইচ্ছাকে পূরণ করতেই আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব ‘ভিন্ন জগতের’ সঙ্গে। হ্যাঁ, ভিন্ন জগৎ। রংপুরের ভ্রমণ স্পটগুলোর একটি। এই জগতের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ আপনাকে মুক্তি দেবে যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে।

TourToday is a largest tour and travel guide website in Bangladesh. If you are looking for Rangpur Tour, Bangladesh Tour, Bangladesh Travel, Sundarban Bangladesh, Bangladesh Tour Packages, Travel to Bangladesh, Bangladesh Tours and Travels, Coz's Bazar Tour, Sylhet Tour, Bandarban tour, Rangamati th...

ঢাকার অদূরে গাজীপুর জেলার সফিপুর থানায় বাংলাদেশর পুরাতন ও সনামধন্য পিকনিক ও সুটিং ষ্পট এই আনসার একাডেমী (Safipur Ansar A...
24/10/2024

ঢাকার অদূরে গাজীপুর জেলার সফিপুর থানায় বাংলাদেশর পুরাতন ও সনামধন্য পিকনিক ও সুটিং ষ্পট এই আনসার একাডেমী (Safipur Ansar Academy) অবস্থিত। বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের প্রশিক্ষনের জন্য গড়ে তোলা হলেও এখানকার নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যের কারনে এটিকে পিকনিক ও শুটিং এর জন্য ভাড়া দেয়া হয়। এ ই একাডেমীতে রয়েছে প্রকৃতিক অকৃত্রিম ছোয়া যেখানে অসংখ্য গাছপালা ও পাখ-পাখালির কুঞ্জনে সর্বক্ষণ মুখরিত থাকে। যা কিনা যেকেনো দর্শনার্থীদের মন ছুয়ে যেতে সক্ষম।

সফিপুর আনসার একাডেমী বাংলাদেশর পুরাতন ও সনামধন্য পিকনিক ষ্পট ও সুটিং ষ্পট।

সোহাগ পল্লী বাংলাদেশের সেরা পিকনিক স্পট এবং রিসোর্ট গুলোর মধ্যে একটি। সম্পুর্ন  দূষন ও কোলাহল মুক্ত পরিবেশে গাজীপুরের চ...
24/10/2024

সোহাগ পল্লী বাংলাদেশের সেরা পিকনিক স্পট এবং রিসোর্ট গুলোর মধ্যে একটি। সম্পুর্ন দূষন ও কোলাহল মুক্ত পরিবেশে গাজীপুরের চন্দ্রা মোড় থেকে ৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে কালামপুর গ্রামে প্রায় ১০ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই সোহাগ পল্লীতে বিভিন্ন প্রজাতির দেশী ফুল ফল ও সবুজের সমারহে তৈরী করেছে এক মনোরম পরিবেশ। সোহাগ পল্লী পার্ক ও রিসোর্ট (Shohag Palli Park and Resort) এর আধুনিক সুযোগ সুবিধা এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে জলাশয়ের উপর নির্মিত অপরূপ সৌন্দর্যমণ্ডিত ঝুলন্ত সাঁকো সকলের নজর কাড়ে ।

সোহাগ পল্লী বাংলাদেশের সেরা পিকনিক স্পট এবং রিসোর্ট গুলোর মধ্যে একটি।

রাজধানী  ঢাকার কাছেই প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে ঘুরে আসতে পারেন ভূলতার সূবর্ণ গ্রাম এমিউসমেন্ট পার্ক ও রিসোর্ট “Suvarn...
24/10/2024

রাজধানী ঢাকার কাছেই প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে ঘুরে আসতে পারেন ভূলতার সূবর্ণ গ্রাম এমিউসমেন্ট পার্ক ও রিসোর্ট “Suvarnagrama Amusement Park and Resorts” থেকে। ১০০ একর জমি জুড়ে এটি বাংলাদেশের সর্ব বৃহৎ পার্ক এ সূবর্ণ গ্রাম এমিউসমেন্ট পার্ক। এখানে পিকনিক স্পট এর পাশাপাশি রয়েছে বড় ও শিশুদের জন্য বিভিন্ন প্রকার রাইড। এছাড়া এখানে রয়েছে একটি ওয়াটার পার্ক যেখানে আপনি মাত্র ১০০ টাকায় স্পিডবোডে পুরো ওয়াটার পার্ক ঘুরতে পারবেন।

চাইলেই সূবর্ণ গ্রাম পার্ক এর নিজেস্ব রিসোর্ট এ থেকে যেতে পারেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন – http://suvarnagramapark.com/

রাজধানী ঢাকার কাছেই প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে ঘুরে আসতে পারেন ভূলতার সূবর্ণ গ্রাম এমিউসমেন্ট পার্ক ও রিসোর্.....

নিয়মিত দেশের নতুন নতুন পর্যটন এলাকা, পর্যটন সুযোগ সুবিধা ও পর্যটন সম্পর্কিত নান তথ্য জানতে ও জানাতে আমাদের আমাদের সাথেই...
24/10/2024

নিয়মিত দেশের নতুন নতুন পর্যটন এলাকা, পর্যটন সুযোগ সুবিধা ও পর্যটন সম্পর্কিত নান তথ্য জানতে ও জানাতে আমাদের আমাদের সাথেই থাকুন।

বাংলাদেশের দর্শনীয় স্থান সমূহের যোগাযোগ, হোটেল-রিসোর্ট সহ বিস্তারিত যেকোন তথ্য জানতে TourTodayBD আপনার বিশ্বস্ত সহযো...

03/08/2024

দেশ বাঁচলে ভ্রমন হবে।
সবার আগে দেশ।

Address

Dhanmondi

Alerts

Be the first to know and let us send you an email when TourToday.com.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TourToday.com.bd:

Share

Category