Travel With Fahad

Travel With Fahad I am a Dreamer also a Warrior

সেন্টমার্টিনের রিপ কারেন্ট ও বিপদজনক বিচ, যা সম্পর্কে আমাদের সকলের জানা থাকা উচিত।বাংলাদেশের একমাত্র নীল পানির দ্বীপ বা ...
06/01/2025

সেন্টমার্টিনের রিপ কারেন্ট ও বিপদজনক বিচ, যা সম্পর্কে আমাদের সকলের জানা থাকা উচিত।
বাংলাদেশের একমাত্র নীল পানির দ্বীপ বা সৈকতের জন্য সেন্টমার্টিন জনপ্রিয়। প্রতি বছর হাজার হাজার পর্যটকের পদচারণায় মূখরিত হয় যার পুরো প্রান্তর। অনেক জল্পনা কল্পনার শেষে, এই বছর আবারো শুরু হয়েছে সেন্টমার্টিনের সাথে সকল রুটের জাহাজ চলাচল। কেউ হয়তো প্রথমবার, কেউ হয়তো অসংখ্যবারের মতন আবারো ছুটবেন সেন্টমার্টিনের পথে। কিন্তু কিছু কথা সেন্টমার্টিন নিয়ে অন্তত প্রতি সিজেনের শুরুতে না বললেই হয়তো নয়। সেন্টমার্টিন ভ্রমণ যাতে কারো কাছে বিষাদের বিষয় বস্তুতে পরিনত না হয় তাই সেন্টমার্টিন যাবার পূর্বেই জেনে নেয়া দরকার।

মনে আছে, কিছুদিন আগে ভাইরাল হওয়া নেটওয়ার্ক এর বাইরে - নাটকের কথা। কিংবা বহু বছর আগে সেন্টমার্টিনে আহ‌্ছানউল্লাহ ইউনিভার্সিটির ছাত্রদের দুঃখজনক মৃত্যুর কথা। আজ বলবো কিছু কথা সেই বিষয়েই।

যদি সেন্টমার্টিন এর ম্যাপ দেখেন আর যে প্রান্তে সর্বাধিক মৃত্যু ঘটে তা দেখেন তবে দেখবেন, সেন্টমার্টিনের মাথা বা কোনার দিকের এই ঘটনা বেশি ঘটে। বিস্তারিত ২ নাম্বার ছবিতে। সেন্ট মার্টিন দ্বীপের একটা ছবি যেইটায় একটা কোনার মত অংশ বেরিয়ে আছে।

বাংলাদেশের সাথে পৃথিবীর অন্য সৈকতের মানুষ মারা যাওয়ার একটা পার্থক্য হলো, ভাটার সময় কোন দেশে আপনাকে নামতেই দিবেনা। কিন্তু, বাংলাদেশে অনেক মানুষ, ভাটার সময় পানিতে নেমে ভেসে যায়, এই অজ্ঞানতার কারনে অনেক জীবন বিনষ্ট হচ্ছে। এই জন্যে কক্সবাজার বা কুয়াকাটায় যাওয়ার আগে গুগল করে। জোয়ার ভাটার সময় জেনে যেতে পারেন।

ভাটার সময় মানুষের ভেসে যাওয়া বাদেও আর একটা বিপদজনক ইস্যু আছে। যেটা সম্পর্কে আমাদের সচেতনতা অনেক কম।

একে বলা হয়, রিপ কারেন্ট। সোজা বাংলায় আমরা সুবিধার জন্যে এর নাম দিতে পারি উলটো স্রোত।

সমুদ্র সৈকতে ৮০% মৃত্যু এই রিপ কারেন্ট বা উলটো স্রোতের জন্যে হয়। এমনকি অস্ট্রেলিয়াতেও প্রতি বছর গড়ে ২২ জন মারা যায় রিপ কারেন্টের কারণে।

আমাদের দেশেও সমুদ্র সৈকতে যেই সব মৃত্যু হয়, তার বেশীর ভাগ এই রিপ কারেন্টের জন্যেই হওয়ার কথা। এবং সেন্টমার্টিনের মাথার দিকে যে সরু অংশ তাও রিপ কারেন্টের একটা বৈশিষ্ট্যের সাথে মিলে।

🚩রিপ কারেন্ট বা উলটো স্রোতঃ
এইটা এক ধরনের ঢেউ যা সমুদ্রের তটে ধাক্কা খেয়ে, উলটো দিকে প্রবাহিত হয়। অনেক ক্ষেত্রে, এই ধাক্কা খেয়ে ফিরে যাওয়া ঢেউ বাতাসের কারনে বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে চিকন একটা পথ ধরে, সমুদ্রে ফিরে যেতে পারে। এবং এর ফলে সেই সরু পথে যদি কেউ থাকে তবে ঢেউ তাকে ধাক্কা দিয়ে গভীর সমুদ্রে নিয়ে ফেলতে পারে। এই সরু পথের ঢেউটাকেই বলা হয়, রিপ কারেন্ট বা উলটো স্রোত।

আমি রিপ কারেন্টের কিছু ছবি দিচ্ছি ছবি ৩, ৪,৫

এইটা যে কোন স্থানে হতে পারে। যে কোন সমুদ্রে হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারনে নিয়মিত রিপ কারেন্ট বা উলটো স্রোত নিয়মিত হতে পারে।

🚩কিভাবে রিপ কারেন্ট বা উলটো স্রোত চিনবেন ?
রিপ কারেন্ট বা উলটো স্রোতের একটা ভয়ঙ্কর বৈশিষ্ট্য হচ্ছে এইটা দেখতে মনে হয় খুব শান্ত। এবং উপর থেকে একে গাঢ় নীল দেখা যায়। অনেক ক্ষেত্রে রিপ কারেন্ট বা উলটো স্রোতের সময়ে দেখবেন কিছু না কিছু ভেসে সাগরের দিকে যাচ্ছে বা আশে পাশের ঢেউ এর মধ্যে ঢেউ এর মাথা দেখা যাচ্ছে না। ছবিগুলো খেয়াল করেন, রিপ কারেন্ট যখন প্রবাহিত হয় তখন সে ফেরার পথে ঢেউয়ের মাথা ভেঙ্গে দেয়।

ফলে সেই স্থানটা বেশী শান্ত দেখায়।

🚩উলটো স্রোতে কিভাবে বাঁচতে হবে ?
যারা সাঁতার জানেন তারা রিপ কারেন্টে পড়লে, উলটো দিকে তীরের দিকে না গিয়ে সৈকতের সমান্তরাল ভাবে উলটো স্রোত থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ, সাগরের স্রোত যখন টান দিবে তখন শক্তি দিয়ে স্রোতের বিপরীতে ফেরা যাবেনা।

🚩কয় ধরনের রিপ কারেন্ট আছে ?
তিন ধরনের রিপ কারেন্ট আছে। একটা ফিক্সড আর একটা হঠাৎ আর একটা টপোগ্রাফিক যার মধ্যে অন্যতম একটা হচ্ছে হেডল্যান্ড এর কারনে রিপ কারেন্ট। ফিক্সডটা হয় কিছু কিছু এলাকায় যেমন যেইখানে ব্রিজ আছে, যেইখানে কোন গভীর গর্ত আছে। হঠাৎ যেইটা হয়, সেইটা যে কোন জায়গায় বাতাসের কারনে হতে পারে।

🎯সেন্ট মার্টিনের এই অংশটা একটা হেডল্যান্ড বৈশিষ্ট্যের এলাকায় যেইখানে রিপ কারেন্ট ঘন ঘন হবে প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে। [ছবি ৫]

কারণ বাতাসের কারণে দুই দিকের পানি ধাক্কা দিয়ে এর মাথায় বা তার দুই পাশেই একটা রিপ কারেন্ট তৈরি করতে পারে। এইটা একটা মৃত্যুফাঁদ। এইখানে প্রাকৃতিক অবস্থানের কারণে অনেক বড় বড় চ্যানেল তৈরি হয়েছে যেইগুলো দিয়ে ঘন ঘন উলটো স্রোত বা রিপ কারেন্ট প্রবাহিত হওয়ার চান্স বেশী। যা শান্ত পানি দেখে নামা পর্যটকদের ভাসিয়ে নিয়ে যায়। তাই অবশ্য জেটি ঘাটে নেমেই উত্তরের বিচে ছবিতে চিহ্নিত স্থানে ভুল করেও নামতে যাবেন না। যদিও সেন্টমার্টিন এর পানিতে নামার জন্য সব থেকে আকর্ষণীয় বিচ উত্তর বিচ। কিন্তু উত্তর-পূর্বের এই অংশেই আছে ভয়ংকর রিপ কারেন্ট। সেন্ট মার্টিনের এলাকাবাসি জানে এই এলাকায় সাঁতার কাটতে নাই। তাই সামনে কাউকে দেখলে এরা মানা করে। কিন্তু সেইটা সবার জানার সুযোগ হয় না। এই ভাবেই সামান্য অসাবধানতার কারণে অনেক পর্যটক মারা যায়।

সেন্টমার্টিনের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে হেডল্যান্ড ধরনের টপোগ্রাফিক রিপ কারেন্ট কিন্ত নিয়মিত একটা বৈশিষ্ট্য। এই স্থানে যদি একটা মৃত্যুও ঘটে আমরা তাকে দুর্ঘটনায় বলতে পারিনা। এইগুলো হয় আত্নহত্যা নয়তো হত্যার পর্যায় পড়ে। কারন আমাদের সকলের উচিত এসকল স্থান সম্পর্কে জানা ও অন্যকে জানানো। যাতে না জানার জন্য আর কোন মৃত্যু না হয়।

বলে রাখা ভালো রিপ কারেন্ট পৃথিবীর সব সৈকতে হয় এবং এই জন্যে সতর্কতা নিতে হয়। রিপ কারেন্টের ভয়ে সমুদ্রযাত্রা বন্ধ করার দরকার নাই। কিন্তু সতর্কতা গুলো নিতে হবে।

দেশবাসী ট্যুরে যান, ট্রেকিং এ যান। যেখানে মন চায় যান, যেভাবে মন চায় যান। কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ।

লেখা ও ছবি সংগৃহীত

26/12/2024

পার্ফেক্ট ক্যাচ❤️

“এসব কার্ড বাইরে নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করতেও পারবেন না। তাই অনুরোধ রইল, এসব কার্ড নিকটবর্তী স্টেশনে এসে ফেরত দেবেন...
14/10/2024

“এসব কার্ড বাইরে নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করতেও পারবেন না। তাই অনুরোধ রইল, এসব কার্ড নিকটবর্তী স্টেশনে এসে ফেরত দেবেন। এতে রাষ্ট্র আর্থিক ক্ষতি থেকে বাঁচবে।”

11/10/2024

আজকের শান্ত সমুদ্র❤️

04/10/2024

শুক্রবার দিয়া বাড়ি যারা যাবেন তারাই শুধু মেট্রোতে যাবে- এই দাবি নিয়ে শাহবাগ বসেন না কেনো😁😁😁

স্বাধীন দেশ, মন্দিরে হামলা কেনো? এর উত্তর হচ্ছে লাস্টে এসে ডিভাইন করে দিয়ে যাওয়ার চেষ্টা।  আমাদের সকলের উচিত সকল মন্দিরে...
05/08/2024

স্বাধীন দেশ, মন্দিরে হামলা কেনো?

এর উত্তর হচ্ছে লাস্টে এসে ডিভাইন করে দিয়ে যাওয়ার চেষ্টা। আমাদের সকলের উচিত সকল মন্দিরে মন্দিরে পালা করে পাহারা দেয়া।প্রয়োজনে কয়েকজন চাঁদা দিয়ে সিসি ক্যামেরাও বসাতে পারেন অতিরিক্ত নিরাপত্তা হিসেবে।

বাংলাদেশের মানুষ কোন কালেই সাম্প্রদায়িক ছিলো না, হবেও না। চিন্তা করেন এই হামলা রাজনৈতিক না হলে গত ১৫ বছরে যত মন্দিরে হামলা হয়েছে সেই গুলোর একটারও কি বিচার হয়েছে। আমাদের দেশের অস্তমিত আলো আবার উজ্জ্বল হয়েছে। এবং এখনই আমাদের উপর সব থেকে আঘাত আসবে কারণ আমাদের এই বর্তমান একতা কারোরই পছন্দ হবে না।

আর গত দিন সাদ্দাম সাহেবের ফাঁস হওয়া স্ক্রিনশর্টে তো এর নির্দেশ দেওয়াই আছে। আর সাথে আছে ভারতের র। মনে রাখবেন ভারতের মানুষ যে ভাবে আমাদের সমর্থন করেছে এটা হাসিনার বেস্ট ফ্রেন্ড মোদীরও পছন্দ হবে না। আর ভারতের আপামর জনতার আছে আমাদের ভিলেন বানানোর একটাই রাস্তা আর সেটা মন্দিরে হামলা!!!

একবার আপনিই চিন্তা করুন আপনার আশেপাশে যারা মিলেমিশে বসবাস করছেন তাদের মধ্যে এমন কেউ আছে যে মন্দির বা মসজিদে হামলা করবে বলে আপনার মনে হয়!!!

যারা আগুন আগুন খেলা শুরু করেছে, তাদের ধরে ফেলার চেষ্টা করতে হবে আমাদের , পাবলিক রিমান্ডে নিতে হবে, পেছনে কে কলকাঠি নাড়াচ্ছে জানতে হবে সাথে এমন অবস্থা করতে হবে যাতে সারাজীবন ভিক্ষা করে খেতে হয়।

লাস্টে একটা কথাই বলতে চাই ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আমাদের যেনো আলাদা না করতে পারে কেউ। যে কোন পরিস্থিতেই ঠান্ডা মাথায় ভাবুন। উত্তর পেয়ে যাবেন।

10/07/2024

সচিবালয় মেট্রো স্টেশন!

দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠুক ঘর থেকেই!কার্টুনটি এঁকেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগের অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যা...
09/07/2024

দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠুক ঘর থেকেই!

কার্টুনটি এঁকেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগের অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী দুরন্ত সাদাত মাহবুব।

কার্টুনটি বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক। আপনারা সবাই নিজেদের প্রোফাইলে শেয়ার দিয়ে দু্র্নীতির বিরুদ্ধে আপনার অবস্থান প্রকাশ করতে পারেন।

যাদের ভাষ্যমতে যারা কোটা পদ্ধতি বাতিল চায় তারাই রাজাকার -এখন তারা কি বলবেন?
09/07/2024

যাদের ভাষ্যমতে যারা কোটা পদ্ধতি বাতিল চায় তারাই রাজাকার -এখন তারা কি বলবেন?

06/07/2024

বাবা আর মেয়ের নাচ। কিউট না ব্যাপারটা❤️

03/07/2024

So Accurate😏

ভিরাট কোহলি কতবড় স্বার্থপর চিন্তা করেন। বিশ্বকাপটা জিতেই অবসরের ঘোষণা দিয়ে দিয়েছে। শুধুমাত্র একটা বিশ্বকাপের জন্যই তাহলে...
02/07/2024

ভিরাট কোহলি কতবড় স্বার্থপর চিন্তা করেন। বিশ্বকাপটা জিতেই অবসরের ঘোষণা দিয়ে দিয়েছে। শুধুমাত্র একটা বিশ্বকাপের জন্যই তাহলে ও ক্রিকেট খেলতো? খেললে না হয় একটু পরিশ্রম হতো। সে পরিশ্রমকে তো মেনে নিতে হবে, তার আগেই অলসের মত অবসর ঘোষণা দিয়েছে। ক্রিকেটের প্রতি, দেশের প্রতি তাহলে ওর এই কমিটম্যান্ট! খুব হতাশ হলাম।

অথচ আমাদের খেলোয়াড়দের দেখেন, সিনিয়র একেকজনের এক পা করে কবরে চলে গেছে, তাও তো ব্যাটটাকে আঁকড়ে ধরে ক্রিকেটেই পড়ে আছে। দিনের পর দিন এই ক্রিকেট নিয়ে পরিশ্রম করে যাচ্ছে। অনেকে এমপি হয়েছে, তবু ক্রিকেট ছাড়েনি। ফিটনেস বলতে কিছু ছিলো না অনেকের, তবু শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে গেছে ২২ গজের পিচে। লড়ে যাবে শেষ নিশ্বাস পর্যন্ত। হাঁটুর মধ্যে ৭০টা সেলাই নিয়েও মাঠে লড়ে গেছে কেউ কেউ। বিজ্ঞাপন আর ব্যবসার শত ব্যস্ততা ছিলো, এতশত ব্যস্ততার মাঝেও ক্রিকেটের জন্য সময় বের করতে ভুলেনি আমাদের ক্রিকেটাররা।

একেই বলে ডেডিকেশন, একেই বলে ক্রিকেটের প্রতি-দেশের প্রতি কমিটম্যান্ট।

বিরাট কোহলির মত সামান্য অফফর্মকে ভয় পায় না আমাদের ক্রিকেটাররা। দিনের পর দিন অফফর্মও তাদের কখনও টলাতে পারবে না। ক্রিকেটটাই তাদের কাছে জীবনের সব। জীবনের শেষদিন পর্যন্ত তারা ক্রিকেট খেলে যাবেন। অবসর নিবে ভিরাট কোহলির মত স্বার্থপর, অলস, হতাশ আর নিরাশ ক্রিকেটারা......... 🙄
@রাতুল

30/06/2024

Nothing to say🥲

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ: # # # ১. আবেদন ফরম পূরণ ✍️- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট...
29/06/2024

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

# # # ১. আবেদন ফরম পূরণ ✍️
- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- **আবেদন ফরম প্রিন্ট**: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

# # # ২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- **জাতীয় পরিচয়পত্রের ফটোকপি**: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- **জন্ম নিবন্ধন সনদের ফটোকপি**: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- **পাসপোর্ট সাইজ ছবি**: ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- **পূর্বের পাসপোর্টের ফটোকপি** (যদি থাকে)।
- **অন্যান্য ডকুমেন্ট**: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

# # # ৩. ফি জমা 💰
- **ফি**: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- **ফি রসিদ**: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

# # # ৪. আবেদন জমা 📬
- **আবেদন জমা**: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

# # # ৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- **ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি**: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।

# # # ৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- **এসএমএস বা ইমেইল**: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- **সংগ্রহ**: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

#পাসপোর্ট

জুলাইয়ে মানিকগঞ্জ, টাংগাইল সহ উত্তর ও উত্তর মধ্যাঞ্চলে বন্যা হতে পারে।
28/06/2024

জুলাইয়ে মানিকগঞ্জ, টাংগাইল সহ উত্তর ও উত্তর মধ্যাঞ্চলে বন্যা হতে পারে।

26/06/2024

অনেকেই দেখি বলছেন, বাংলাদেশ অচিরেই ভারতের একটা প্রদেশ হয়ে যাবে।বাংলাদেশ যদি ভারতের প্রদেশ হয়ে যায়, তাহলে আমরা যে সকল সুবিধা পাবোঃ
১. কম দামে গরু/খাসির মাংস
২. কম দামে চাল/আটা/চিনি/তেল
৩. কম দামে দ্রুত গতির ইন্টারনেট
৪. Paypal/GPay ব্যবহার করতে পারবো
৫. ভিসা ছাড়াই কাশ্মীরে যেতে পারবো
৬. BGMI খেলতে পারবো
৭. Amazon/Flipkart এর ফ্ল্যাশ সেল এর সুবিধা
৮. ব্র‍্যান্ডের পন্য কিনতে ভ্যাট দিতে হবে না
৯. বাংলাদেশের টাইগার নামের ছাগলদের ক্রিকেট ম্যাচ দেখতে হবেনা।
১০. ভিসা ছাড়া ভালো চিকিৎসা পাবো।
১১. মিয়ানমার আর খোঁচাতে পারবে না।
১২. ছোটবেলার ভোটের আমেজ ফিরে পাবো।
১৩. হুজুররা ওয়াজের এরিয়া বাড়াতে পারবেন।
•••• সংগৃহীত, পরিমার্জিত, সংযোজিত •••

আমার আলো এবং আঁধারে তুমিই আছো। শুভ জন্মদিন ❤️ভালোবাসি❤️❤️❤️❤️
24/06/2024

আমার আলো এবং আঁধারে তুমিই আছো।
শুভ জন্মদিন ❤️
ভালোবাসি❤️❤️❤️❤️

When you sacrifice your own son that's called "The Real Qurbani" 😉©
19/06/2024

When you sacrifice your own son that's called "The Real Qurbani" 😉

©

Address

Manikganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel With Fahad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel With Fahad:

Videos

Share