
15/06/2025
আমরা জাতিগত ভাবে কবে পরিবর্তন হবো আসলে!?
এত সুন্দর সুন্দর প্রাকৃতিক ট্যুরিস্ট স্পট আছে আমাদের দেশে! অথচ খুব কম সংখ্যক বিদেশি পর্যটক আসে আমাদের দেশে।এর জন্য দায়ী আমরাই। কারণ আমরা ঐসকল পর্যটকদের কোন নিরাপত্তা, প্রাইভেসি দেই না,বিভিন্ন ধরনের হেনস্থা করি,আরো কত কি!
এই যেমন এই ছবিতে দুজন বিদেশি পর্যটক একান্তে সময় কাটাতে চাচ্ছেন,অথচ আমজনতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তাদের দিকে,গিলতেছে তাদের। কেন ভাই!? যাওনা ওখান থেকে! যাবেনা।
একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি এটা কোনভাবেই মানতে পারছিলাম না, পাশে বসে থাকা স্ত্রীকেও বিষয়টি বলে আক্ষেপ করছিলাম।
প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমি সবসময় চাই দেশের মানমর্যাদা অক্ষুন্ন থাকুক,দেশবাসীর সম্মান বৃদ্ধি হোক। পারলে আমি বিদেশি পর্যটকদের গিয়ে হেল্প করি,গাইড করি। ঐদিন মন চাচ্ছিলো লোকগুলিকে সরিয়ে দেই,কিন্তু পরে ভাবলাম কি দরকার এই দেশের সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী জনগণকে নীতিকথা শোনানোর, গেলে বলবে নায়ক আসছে! এমনকি গণপিটুনির শিকারও হতে পারি।আর এটাতো ট্যুরিস্ট পুলিশের কাজ, তারা করুক,করেনি অবশ্য, সেই প্রশিক্ষণ হয়তোবা তাদেরও নাই।
সারাবিশ্বে এত এত সমুদ্র সৈকত, অথচ এই সামান্য একটা বিচে বিদেশি পর্যটকদের যদি আমরা হোমলি এনভায়রনমেন্ট দিতে পারতাম তাহলে এরাই বিদেশে গিয়ে বাংলাদেশের সুনাম করতো,কুয়াকাটার সুনাম করতো, আরো আরো পর্যটক আসতো, আমাদের অর্থনীতি বদলাতো। কিন্তু হবে তার উল্টো।
পৃথিবীর বহু দেশের অর্থনীতি শুধুমাত্র পর্যটন নির্ভর।
এটা একটা বিরাট সম্ভাবনার জায়গা, আমাদের কারো কি কোন মাথাব্যথা আছে আসলে এটা নিয়ে!?