
17/07/2025
#শ্রীলংকা_স্পেশাল_গ্রুপ_ট্যুর_মাত্র ৫৫,০০০ টাকায়_৩১_জুলাই_গাইডসহ (ক্যান্ডি-নুওয়ারা এলিয়া-এল্লা-মিরিস্সা-কলম্বো)
#ভিসার ঝামেলা নেই অন অ্যারাইভাল ভিসা।
* যাত্রা শুরু - ৩১ জুলাই, ২০২৫
* যাত্রা শেষ - ০৫ আগস্ট, ২০২৫
* জন প্রতি - ৫৫,০০০ টাকা।
* জন প্রতি - ৫৯,০০০ টাকা। (কাপল)
বুকিং মানিঃ ৪০,০০০ টাকা (অফেরতযোগ্য)
🔯 এই প্যাকেজে যা থাকবেঃ
✈ ঢাকা-শ্রীলঙ্কা-ঢাকা ইন্ডিগো এয়ারলাইনসের রাউন্ড টিকিট (ট্রানজিট)
🏨৩ রাত ষ্ট্যান্ডার্ড হোটেলে থাকা
🏨৩টি সকালের নাস্তা
🚗৪ দিন ঘুরার জন্য এসি ট্রান্সপোর্ট
🌍সকল ট্রান্সপোর্টেশন খরচ
🛬 এয়ারপোর্ট পিক এবং ড্রপ
🎤দক্ষ গাইড
🔯এই প্যাকেজে যা থাকবে নাঃ
🍽দুপুর ও রাতের খাবার
🛂ভিসা ফী: ৩০০০ টাকা
💸ব্যক্তিগত কোন খরচ ও এন্ট্রি টিকিট
--------------------------------------
#শ্রীলঙ্কাকে বলা হয় 'ভারত মহাসাগরের মুক্তা'। দেশটি ভ্রমণে গেলে এই উপমাকে মোটেও বাড়াবাড়ি বলে মনে হবে না। প্রাকৃতিক বৈচিত্রে ভরা দেশটি এশিয়ার অন্যতম সুন্দর দেশ এবং সারা বছরই বিশ্বের অসংখ্য পর্যটক দেশটি ভ্রমণে যান। ইউটিজির নিয়মিত গ্রুপ ট্যুরের পাশাপাশি এখন থেকে নতুন গন্তব্য যুক্ত হলো নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীলঙ্কা।
(( ট্রিপ সাইজঃ ৯ জন ))
((আমরা কিভাবে, কবে, কোথায় যাবো? )))
দিন ০০: ঢাকা থেকে বিকেল ৫:২৫ ইন্ডিগোর ফ্লাইটে চেন্নাই হয়ে ৫ ঘণ্টার ট্রানজিটের পর রাত ২টায় কলম্বো পৌছাবো।
দিন ০১: রাত ২টায় কলম্বো এয়ারপোর্টে পৌঁছেই আমাদের যাত্রা শুরু হবে ক্যান্ডির পথে। সকাল ৪টার দিকে গাড়িতে উঠে প্রথমে ঘুরে দেখবো ঐতিহাসিক Temple of the Tooth Relic এবং শান্ত Kandy Lake-এর পাড়ে কিছু সময় কাটাব। এরপর আমরা রওনা হবো শ্রীলঙ্কার সুইজারল্যান্ড খ্যাত Nuwara Eliyaর দিকে। পথে থামবো ঝর্ণাধারার সৌন্দর্যে মোহিত Ramboda Falls-এ এবং চা উৎপাদনের প্রাণকেন্দ্র Tea Garden & Factory-তে। নুওয়ারা এলিয়ায় পৌঁছে ঘুরে দেখবো মনোরম Gregory Lake, উপভোগ করবো ঠান্ডা আবহাওয়া আর ব্রিটিশ কলোনিয়াল শহরের ছোঁয়া। সবশেষে পাহাড়ি পথে ড্রাইভ করে পৌঁছাবো সবুজে ঘেরা শান্ত শহর Ella-তে, যেখানে হোটেল চেক-ইনের পর উপভোগ করবো এল্লার মুক্ত ও শান্তিপূর্ণ নাইটলাইফ—লাইভ মিউজিক, পাহাড়ি কফি শপ আর এক অন্যরকম রাত।
দিন ০২: সকালে নাশতা করে যাত্রা শুরু করবো শ্রীলঙ্কার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান Nine Arches Bridge-এর উদ্দেশে, যেখানে ট্রেন আসার মুহূর্তে তৈরি হয় এক অসাধারণ মিলনমেলা—আমরাও সেই মুহূর্ত উপভোগ করবো। এরপর ট্রেক করবো মনোমুগ্ধকর Little Adam’s Peak, সঙ্গে দেখবো অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য আকর্ষণীয় Ravana Zip Line। এরপর শুরু হবে প্রায় ৪–৫ ঘণ্টার মনোরম ড্রাইভ মিরিসার দিকে। Mirissa শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় ও প্রাণবন্ত সমুদ্র সৈকত। আজকের রাত কাটাবো এখানকার সৈকতের ধারে, সুর্যাস্ত উপভোগ করে ও সাগরের আনন্দে ভেসে।
দিন ০৩: আজ লেট চেকআউট করে দুপুরে আরাম করে খাবার শেষে যাত্রা করবো শ্রীলঙ্কার ইতিহাস ও রোমান্টিক সৌন্দর্যে মোড়ানো Galle Fort-এর পথে। সমুদ্রঘেঁষা প্রাচীন ডাচ স্থাপত্য, চওড়া পাথরের রাস্তা আর বাতাসে ভেসে থাকা অতীতের গল্প আমাদের মুগ্ধ করবে। বিকেলটা কাটবে এই মনোরম ফোর্ট এরিয়ায় হেঁটে, ছবি তুলে ও সূর্যাস্ত উপভোগ করে। এরপর রওনা হবো আধুনিক শহর Colomboর দিকে। রাতটা কাটবে প্রাণবন্ত Galle Face Green-এ, যেখানে সাগরের ঢেউ আর শহরের আলো একসাথে মিশে যায় সন্ধ্যার সুরে। সবশেষে হোটেলে ফিরে রাত্রি যাপন ও আগামী দিনের যাত্রার প্রস্তুতি।
দিন ০৪: আজ সকালে উঠে শুরু হবে Colombo City Tour—শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখবো, যেমন Independence Square, Gangaramaya Temple, Old Parliament Building এবং Pettah Market। এরপর কেউ চাইলে শহরের জনপ্রিয় শপিং মল যেমন Marino Mall বা House of Fashions-এ শপিং করতে পারবে। তারপর আমরা এয়ারপোর্ট চলে যাবো। রাতের ফ্লাইটে শ্রীলঙ্কা থেকে চেন্নাই হয়ে ঢাকা।
দিন ০০: পরিশেষে শ্রীলঙ্কার পাহাড়, সমুদ্র আর সংস্কৃতির এক অনন্য স্মৃতি নিয়ে বিকাল ৪:২৫ মিনিটে ঢাকা থাকবো।
# বুকিং মানি অফেরতযোগ্য। ৪০,০০০ টাকা দিয়ে বুকিং-কনফার্ম করার জন্য বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন।
#যেভাবে_বুকিং_দিবেনঃ 💥 #শ্রীলঙ্কা_ট্যুর
বিকাশ নাম্বার:
01727434567(পার্সোনাল)
01756414444 (মার্চেন্ট পেমেন্ট)
01821838888 (Merchant Payment)
#অবশ্যই বিকাশ চার্জ সহ প্রদান করতে হবে।
নগদ নাম্বার: 01727434567(পার্সোনাল)
নগদ মার্চেন্ট নাম্বার:01821838888 (Merchant Payment)
#অবশ্যই নগদ চার্জ সহ প্রদান করতে হবে।
বিঃদ্রঃ টাকা পাঠানোর পূর্বে ও পরে ফোন কল করে আপনার নামটি নিশ্চিত করুন।
অথবা টেক্সট/ইনবক্স করে বা ইভেন্টে পোস্ট দিয়েও জানাতে পারেন।
ব্যাংক একাউন্টেও টাকা জমা দিতে পারেন 💥
#কলম্বো_মিরিস্সা_এল্লা
Bank Name: Dutch Bangla Bank Limited 🏦🏧
Account Name: ALF INTERNATIONAL
Account Number: 1051100054177
Branch Name: Motijheel Branch
-----------------
Bank Name: City Bank 🏦🏧
Branch Name: Motijheel Branch
Account Name: MR SALIM AKBAR
Account Number: 2302798115001
🌎 🧳 ⛰️
গ্রুপ ট্যুর | কর্পোরেট ট্যুর | ফ্যামিলি ট্যুর | কাস্টমাইজড যে-কোন ট্যুর বুকিং করুন যখন তখন।
----------------------------- #শ্রীলঙ্কা
🌍 📜 🏕️ 🏖️ 🎟️ 🏞️ 🏢
🌍আমাদের সেবা সমূহ :
✅ ওয়ার্ক পারমিট ভিসা
✅ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানের টিকিট
✅ প্যাকেজ ট্যুর , গ্রুপ ট্যুর (দেশ ও দেশের বাহিরে)
✅সকল দেশের টুরিস্ট ভিসা প্রসেসিং
✅ওমরাহ ভিসা, টিকিট এবং ফুল প্যাকেজ
✅ইন্ডিয়ান মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা
✅সকল দেশের হোটেল বুকিং।
✅ ম্যানপাওয়ার
✅ ভিসা প্রসেসিং এবং BMET
✅ স্টুডেন্ট ভিসা
⭐⭐☎️ আজই যোগাযোগ করুন ☎️ ⭐⭐
ALF International Travels & Tours"Vromon Prem"
🔥Mr.Salim Akbar
🔥Whatsapp 🤙 +8801821838888
🔥Call 📞 +8801727434567
☎️Whatsapp +8801756414444 (Prem Salim)
🔥Facebook: https://www.facebook.com/premsalim/
🏠 #অফিসের_ঠিকানা : Suleman Plaza, Floor #6, Room #1, 3/3-B,Purana Paltan, Dhaka-1000, Bangladesh