16/07/2024
আপডেট ইতালি নিউজ।
গতকাল এম্বাসেডর ও ইতালীয়ান প্রতিনিধি দল vfs Global ঢাকা সেন্টার মাফি টাওয়ারে একটা বৈঠক করে পাশাপাশি জালিয়াতির সঙ্গে vfs global যুক্ত আছে কি না সেটি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন ইতালিয়ান প্রতিনিধি দল।
এছাড়াও তারা কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অবস্থানরত ইতালিয়ান এম্বাসিকে নির্দেশ দিয়েছেন যেঃ
★আগামী ডিসেম্বরের মাঝে অবৈধভাবে যাদের ভিসা প্রদান করা হয়েছে তাদের লিষ্ট করে ইতালী পররাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিতে হবে।
★২০২৫ সালের জুলাই মাসের মাঝে ২০২২,২০২৩ ও ২০২৪সালের জমাকৃত কৃষিভিসা,স্পনসর ভিসা বৈধতা নির্ধারন করে ডেলিভারি করতে হবে।অন্যথায় বাংলাদেশ থেকে তারা কর্মী নিয়োগ বন্ধ করে দিবে।
★২০২৪সালের নভেম্বরের মাঝে সকল পারিবারিক ভিসা প্রদান শেষ করতে হবে এবং প্রত্যেকটি পারিবারিক ভিসা প্রদানের পূর্বে এম্বাসি ভেরিফাই ও পুলিশ ভেরিফাই করে ভিসা প্রদান করতে হবে।