Manaf International

Manaf International We provide all kinds of visa & air tickets service
(1)

ইন্ডিয়ান ভিসা ও ডাক্তার দেখানো এখন একদম সহজ।ইন্ডিয়ান ভিসা করতে যা যা প্রয়োজনঃ১-পাসপোর্ট কপি  এবং মূল পাসপোর্ট২-২*২ ল্যাব...
27/05/2024

ইন্ডিয়ান ভিসা ও ডাক্তার দেখানো এখন একদম সহজ।

ইন্ডিয়ান ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১-পাসপোর্ট কপি এবং মূল পাসপোর্ট
২-২*২ ল্যাব প্রিন্ট ছবি ( রিসেন্ট তোলা )
৩-এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি (মেইন কপি/ফটোকপি)
৪-বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি (এইটা রিসেন্ট ২/৩ মাসের হতে হবে)
৫-পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স/স্টুডেন্ট আইডি ইত্যাদি)
৬- ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট / ডলার এনডোর্সমেন্ট
৭-সর্বশেষ ইন্ডিয়ান ভিসা কপি (যদি থাকে)।
৮-নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
৯-মেডিকেল ভিসা ( বাংলাদেশের মেডিকেল রিপোর্টস ও ইন্ডিয়ান ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট/ ইনভাইটেশন

ভিসা জমা দেয়া যাবে সকাল 9:00 am To 4 Pm
ভিসা ডেলিভারি দেয়া হয় বিকেল 9:00 am to 4:00

আপনি উক্ত কাগজপত্র ফিজিক্যালি নিয়ে আসলে অথবা মেইল করে দিলে আমরা ভিসা প্রসেসিং করে দিবো।

!!! বিদেশে উন্নত চিকিৎসা !!!
আমাদের সব সার্ভিস পাবেন আরও দ্রুত ও সহজে ।
চিকিৎসা সহযোগিতা | ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট | টেলিমেডিসিন | ফ্লাইট টিকেট | ভিসা প্রসেসিং | হোটেল বুকিং l

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
===========================
🏠 Manaf International
Office: 2C, 43B Level 2, Jamuna Future Park, Vatara, Dhaka-1229
📩 Email: [email protected]..... (Saturday to Thursday, from 10am to 6pm)
☎ 01710327462/ 01637-417117

সেনজেন ভুক্ত দেশে ভিসা পেতে করণীয়🔹✈️সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য হলেও সুবিধাও কম নয়। ইউরোপ ভ্রমণের ইচ্ছা অনেকেরই আছে। কিন...
24/04/2024

সেনজেন ভুক্ত দেশে ভিসা পেতে করণীয়🔹✈️

সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য হলেও সুবিধাও কম নয়। ইউরোপ ভ্রমণের ইচ্ছা অনেকেরই আছে। কিন্তু সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য কিছুটা জটিল প্রক্রিয় বলেই ভিসার আবেদন করতে অনেকে গড়িমসি করে থাকেন। তবে একটিু সচেতন হয়ে ভিসার জন্য আবেদন করলে মিলে যেতে পারে সেনজেন ভিসা। তাই এই ভিসার সম্পর্ক কিছু জেনে নিন।

সেনজেন ভিসা কিঃ

অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, লাতভিয়া, লিথুয়ানিয়া, স্পেন,
স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি -

এই দেশগুলো সেনজেন দেশ। এসব দেশে সেনজেন ভিসা ব্যবহার করে যাওয়া যায়। ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে এই ইউরোপীয় দেশগুলো। এটি মূলত ছিলো দেশগুলোকে একীভূত করে নানা উন্নয়ন কার্য সম্পাদন করার উদ্দেশে। এই চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় ‘সেনজেন ভিসা’। সেনজেন ভিসার মেয়াদ ৯০ দিনের। অর্থাৎ এ কয়দিনের মধ্যে বেড়ানো বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে ইউরোপ ঘুরে আসা যায়।

সেনজেন ভিসা পাওয়ার উপায়ঃ

সেনজেন ভিসা প্রাপ্তির জন্য অনেক কাগজপত্রের পাশাপাশি প্রয়োজন ধৈর্য ও সচেতনতার।

দূতাবাসে যোগাযোগঃ

ইউরোপের যে সকল দেশের দূতাবাস আমাদের দেশে আছে, সেখানে যোগাযোগ করতে হয়। ফ্রান্সের ওভারসীজ টেরিটরি মনাকো এবং এন্ডোরা এবং বুরকিনা ফাসো, মধ্য আফ্রিকা, ডি জিবুতি, গ্যাবন, আইভরি কোস্ট, মৌরিতানিয়া, সেনেগাল, টগো এসব দেশে যেতে চাইলে ফ্রান্স দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে।
চেক রিপাবলিকের ভিসার জন্য দিল্লীতে চেক রিপাবলিকের হাই কমিশনে যোগাযোগ করতে হবে। জার্মানি ভ্রমণের জন্য জার্মান দূতাবাসে যোগাযোগ করতে হবে।
ইতালি, গ্রিস ও মাল্টা ভ্রমণের জন্য ইতালি দূতাবাসে যোগাযোগ করতে হবে।

সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, লুক্সেমবার্গ, পোল্যান্ড, লাটাভিয়া, নেদারল্যান্ড এবং স্লোভেনিয়া ভ্রমণের জন্য সুইডেন দূতাবাসে যোগাযোগ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

সাম্প্রতিক তোলা দুই কপি ছবি। ভ্রমণ শেষ হওয়ার পরও অন্তত ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট জমা দিতে হবে।
জমা দেয়া প্রতিটি কাগজের মূলকপির সাথে একটি করে ফটোকপি দিতে হবে। কোন কাগজ বাংলায় থাকলে সেটার সাথে ইংরেজি বা জার্মান অনুবাদ যুক্ত করতে হবে। ভ্রমণ ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং কনফার্মেশনের প্রমাণ দেখাতে হয়।

ভ্রমণকারী কোন কোন জায়গায় ভ্রমণ করতে চলেছেন তার বিস্তারিত জানাতে হয়। ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং সন্তান সন্ততির তথ্য প্রদান করতে হয়। ব্যক্তিগত হিসাব বিবরণী দেখাতে হয়। শিশুদের ক্ষেত্রে বাবা-মা বা বৈধ অভিভাবকের অনুমতিপত্র জমা দিতে হবে। এছাড়া শিশুদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকে অবশ্যই দূতাবাসে উপস্থিত থাকতে হবে। বিজনেস ভিসার জন্য অতিরক্তি হিসেবে জমা দিতে হবে কোম্পানির আমন্ত্রণ পত্র, হিসাব বিবরণী, ট্রেড লাইসেন্স ইত্যাদি।

ভিসা প্রাপ্তির সময়ঃ

সাধারণত ৭-১০ কার্যদিবস, কিন্তু কিছু ক্ষেত্রে এক মাস (বা তারও বেশি) পর্যন্ত সময় লাগতে পারে।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ঃ

তবে আবেদন করার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেনজেন দেশগুলোর দূতাবাসগুলো প্রতিটি ভিসা অ্যাপ্লিকেশন
পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে এবং আবেদনকারীর সাথে সংশ্লিষ্ট নানা ধরনের অসংখ্য ডকুমেন্টস জমা দিতে হয়। আবেদনকারীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থানকে সুস্পষ্ট করা এবং তার ভিসা আবেদনের যৌক্তিকতা তুলে ধরার জন্য তাই সেনজেন দেশগুলোর দূতাবাসগুলো আবেদনকারীর সাথে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারের ব্যবস্থা করে। এম্বাসিতে এই ইন্টারভিউটা আত্মবিশ্বাসের সাথে সম্পন্ন করা জরুরি। ইংরেজি সহ অন্য কোন ভাষায় দক্ষতা থাকলে ভিসা পাওয়া সুবিধাজনক।

শেষ কথাঃ
আজকে সেনজন ভুক্ত দেশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, আশা করি পোস্ট টা আপনার উপকারে এসেছে। প্রতিদিন নতুন নতুন সব আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদ

🏠অফিস: Shop No 2C, 43B Level 2, Jamuna Future Park Dhaka-1229

যোগাযোগঃ
01637-417117 (WhatsApp)
01637417116 (WhatsApp)
01710327462

⛔ কম দামী টিকিটের ফাঁদে পা না দিয়ে বিশ্বস্ত ও বৈধ ট্রাভেল এজেন্সি থেকে এয়ার টিকিট ক্রয় করুন! ➡ টিকেট ক্রয়ের সময় ফেয়...
02/04/2024

⛔ কম দামী টিকিটের ফাঁদে পা না দিয়ে বিশ্বস্ত ও বৈধ ট্রাভেল এজেন্সি থেকে এয়ার টিকিট ক্রয় করুন!

➡ টিকেট ক্রয়ের সময় ফেয়ার রুলস জেনে নিবেন, রি-ইস্যু বা রিফান্ড হবে কিনা।

𝐂𝐚𝐥𝐥 𝐍𝐨𝐰: +8801637417117

আমাদের কাছে পাচ্ছেন-

✅ 24/7 ফ্রী সার্ভিস (রিজার্ভেশন এক্সপার্ট)

✅ আপনার ভিসা অনুযায়ী ফ্লাইট এবং সর্বচ্চো ডিসকাউন্ড

✅ ফ্রী বুকিং

✅ Date Change, Refund, Wheelchair, Seat Selection সহ অন্যান্য after sells সার্ভিস

✅ ব্যাংক ট্রান্সফার, ক্যাশ বা কার্ডের মাধ্যমে payment এর সুবিধা

কোন ফ্লাইটের price বা অন্যান্য তথ্য জানতে ম্যাসেজ দিন আমাদের। শিগ্রই আমাদের executive আপনার সাথে যোগাযোগ করবেন।
অথবা,

𝐂𝐚𝐥𝐥 𝐍𝐨𝐰: +8801637417117

For any Domestic, International, or SOTO (outside BD) Air ticket. Enjoy the best ticketing service in the market.

আমাদের সকল fare আপডেট এবং Lowest fare update পেতে পেইজে লাইক এবং গ্রুপ জয়েন থাকুন !!

📞 পাশাপাশি যেকোনো এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ সংক্লান্ত তথ্য জানতে যোগাযোগ করুন-
Other Contact Numbers (WhatsApp)
01637-417117
01710327462
অফিস এর ঠিকানাঃ
🏠 Manaf International
Office: 2C, 43B Level 2, Jamuna Future Park, Vatara, Dhaka-1229
📩 Email: [email protected]..... (Saturday to Thursday, from 10am to 6pm)
☎ 01710327462/ 01637-417117

Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।১। -তানজানিয়া http://www.tanzania.go.tz...
31/03/2024

Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।
১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/.../05/online-visa-60.html...
২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions...
৩। -কুয়েত http://www.moi.gov.kw
৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/
৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/
৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae
৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/
৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd
৯।- সাইপ্রাস http://moi.gov.cy/
১০। -নেপাল http://www.moic.gov.np/
১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/
১৩। -জর্দান http://www.moi.gov.jo/
১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। -কেনিয়া http://www.labour.go.ke/
১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/
১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en
১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/
২১। -ইরান http://www.irimlsa.ir/en
২২। -ঘানা http://www.ghana.gov.gh/
২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th
২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।
২৫। -ভূটান http://www.molhr.gov.bt/
২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz
২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/
২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/
২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english
৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/
৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/
৩২। -ভিয়েতনাম http://www.english.molisa.gov.vn/
৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/
৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/
৩৫। -মালদ্বীপ http://www.mhrys.gov.mv/
৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/
৩৭। -লেবানন http://www.labor.gov.lb/
৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en
৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk
৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
৪২। -স্পেন http://www.mtin.e

নেদারল্যান্ডসের ভিজিট ভিসার প্রসেসিং এবং কি কি ডকুমেন্টস লাগবে তা নিয়ে আজকের এই পোস্টে আলোচনা করা হয়েছে।  ভিসা আবেদনের প...
22/03/2024

নেদারল্যান্ডসের ভিজিট ভিসার প্রসেসিং এবং কি কি ডকুমেন্টস লাগবে তা নিয়ে আজকের এই পোস্টে আলোচনা করা হয়েছে।

ভিসা আবেদনের প্রক্রিয়া:

1. ভিসা ধরন নির্ধারণ করুন: আপনার যে উদ্দেশ্যে দেশ পরিদর্শন করতে চান তা অনুসারে, সেই অনুসারে ভিসার ধরন নির্ধারণ করুন। নিশ্চিত করুন যে আপনি সঠিক ভিসা প্রকারে আবেদন করছেন।

2. অনলাইন আবেদন: বাংলাদেশ থেকে যারা নেদারল্যান্ডস যেতে চান তাদেরকে ডাচ কনসুলেট বা দূতাবাসের ওয়েবসাইট বা ভিএফএস গ্লোবালের ওয়েব সাইট থেকে অনলাইন থেকে সেনজেন ভিসা আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে । আপনাকে ভিসা আবেদন পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে।

3. অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করুন: আবেদনটি সম্পন্ন করার পর, আপনার দেশের ডাচ কনসুলেট বা দূতাবাসে একটি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করুন। এই অ্যাপয়েন্টমেন্ট সাধারণত আপনার নথি এবং বায়োমেট্রিক ডেটা (আঙুলের ছাপ, ছবি) জমা দেওয়ার জন্য হয়।

4. অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত হন: নির্ধারিত তারিখে, ডাচ কনসুলেট বা দূতাবাসে অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত হন। সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে আসুন (নিচে উল্লিখিত) এবং প্রয়োজনে একটি ইন্টারভিউর জন্য প্রস্তুত থাকুন। বাংলাদেশের নেদারল্যান্ডস এর জন্য সুইডেন এম্বাসি ডকুমেন্টস গ্রহণ করে

5. প্রসেসিং অপেক্ষা করুন: আপনার আবেদন ও নথি জমা দেওয়ার পর, প্রসেসিং সময়ের জন্য অপেক্ষা করুন। এটা আপনার অবস্থান এবং বছরের সময়ের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। আপনি অনলাইনে আপনার আবেদনের অবস্থা ট্র্যাক করতে পারেন।

6. ভিসা সংগ্রহ করুন: আপনার ভিসা আবেদন অনুমোদিত হলে, আপনার পাসপোর্ট ভিসা সহ ডাচকনসুলেট বা দূতাবাস থেকে সংগ্রহ করুন। যদি আবেদন প্রত্যাখ্যান করা হয়, তবে আপনি একটি প্রত্যাখ্যান উত্তরও পাবেন, যেখানে আবেদন প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করা হবে।

ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :

1. বৈধ পাসপোর্ট: বৈধ পাসপোর্ট যা কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে।

2. ভিসা আবেদন ফর্ম: ভিসা আবেদন ফর্ম সম্পূর্ণ এবং সঠিকভাবে পূরণ করুন।

3. পাসপোর্টের ছবি: নির্দিষ্ট পরিমাণের নতুন পাসপোর্ট সাইজ ছবি প্রদান করুন।

4. ভ্রমণের ব্যবস্থা প্রমাণ: এটির মধ্যে নেদারল্যান্ডসে আপনার ভ্রমণের জন্য একটি রাউন্ড-ট্রিপ ফ্লাইট সংগ্রহ বা বর্তমান আপনার অবস্থানের জন্য বাস ও বাড়ির বিস্তারিত। সঠিক ভ্রমণ পরিকল্পনা বা ইটিনারি।

5. ভ্রমণ বীমা: আপনার ভ্রমণের সময়ের জন্য চিকিৎসা খরচ বহন করার জন্য ভ্রমণ বীমা করতে হবে।

6. পর্যাপ্ত অর্থের প্রমাণ: ভ্রমণের খরচ বহন করার জন্য আপনার আর্থিক সক্ষমতার প্রমাণ , যেমন ব্যাংকের বিবৃতি বা স্পন্সরশিপের চিঠি।

7. ভ্রমণের উদ্দেশ্য: আপনার পরিদর্শনের উদ্দেশ্যে নির্দিষ্ট নথির মধ্যে যেমন প্রতিকৃতি, অনুসরণ রেজিস্ট্রেশন, অথবা পরিকল্পনা সরবরাহ করুন।

8. অতিরিক্ত নথি: আপনার বিশেষ পরিস্থিতিগুলির উপর নির্ভর করে, অতিরিক্ত নথিগুলি প্রয়োজন হতে পারে, যেমন কর্মচারী নিশ্চিত করা, আপনার দেশের সাথে সংযোগ প্রমাণ, বা একটি অপরাধী রেকর্ড সনদ।

সবাই কে Manaf International এর পক্ষ থেকে রমজানুল মোবারকের শুভেচ্ছা।
11/03/2024

সবাই কে Manaf International এর পক্ষ থেকে রমজানুল মোবারকের শুভেচ্ছা।

Ramadan Mubarak "Happy Ramzan 2024"
11/03/2024

Ramadan Mubarak
"Happy Ramzan 2024"

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসবিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের মতো বাংলাদেশে হযরত শা...
02/03/2024

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস
বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের মতো বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা রয়েছে। না জানার কারণে, প্রয়োজন হলেও অনেকেই এ সুবিধা ব্যবহার করতে পারছেন না।
দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস চার্জের বিনিময়ে সম্মানিত যাত্রীদের প্রটোকল, নির্দেশনামূলক সহায়তা প্রদান করে আসছে। মিট অ্যান্ড গ্রিট টিম সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করে থাকে।
_____________________________
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কী?
____________________________
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস মূলত সহায়তা মুলক সেবা। কিছু দিন আগে আপনার অপারেশন হয়েছে ভারি ব্যাগ নাড়াচাড়া করা মানা, কিংবা সাথে দুটি বাচ্চা আছে- এখন আপনি ব্যাগ সামলাবেন নাকি বাচ্চা সামলাবেন ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট আপনার হয়ে আপনার লাগেজগুলো বহন করে আপনাকে বিমানবন্দরে সহায়তা করবে।
আপনার বয়স্ক মা-বাবা একা একা প্রথমবারের মতো আপনার কাছে বিদেশ আসবেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কিছু তো তারা বোঝেন না। একজন কেউ যদি পাশে থেকে তাদের লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট যাত্রীর পাশে থেকে লাগেজগুলো বহন করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় সহায়তা করবে।
বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বিদেশি বিনিয়োগকারী আপনার প্রজেক্ট দেখতে আসবেন। হোটেল থেকে গাড়ি সবই রেডি তার জন্য। বিমানবন্দরে তাকে যদি কেউ রিসিভ করে লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? হ্যা এখানেও সহায়তা করবে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট।
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস উপভোগ করতে আপনাকে বিজনেস ক্লাস টিকিট বা অন্য কোন নীতি অনুসরণ করতে হবে না। সার্ভিস চার্জ দিয়ে যে কেউ এ সার্ভিস গ্রহণ করতে পারবেন।
তবে, পাশে থেকে সহায়তা করলেও যাত্রীর এয়ারলাইনের টিকিট, ভিসা, ইমিগ্রেশন, কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এ সকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে নয়।
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস চার্জ কত ?.......................................................................................................
✈ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ✈
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
১. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা...............................................................................................................................
✈ বিদেশে থেকে দেশে আসার ক্ষেত্রে ✈
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
১. ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২.ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা
____________________________________________________
নোট:
_________________________________________________
১. জন প্রতি চার্জ প্রদান করতে হয়। ২ বছর বা ২ বছরের কমবয়সী যাত্রীদের সার্ভিস চার্জ ফ্রি।
২. একজন সম্মানিত যাত্রীর এয়ারলাইনের সাধারণ লাগেজ এলাউন্স থেকে বড় আকারের কিংবা অধিক সংখ্যক লাগেজ থাকলে, তখন যদি ১ জন সম্মানিত যাত্রীর জন্য একাধিক কাস্টমার সার্ভিস এজেন্ট প্রয়োজন হয়, তবে যাত্রীকে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে।
_________________________________________________
ফ্লাইটের টিকিটের মতো আপনি আগে থেকেই মিট অ্যান্ড গ্রিট সার্ভিস বুক করলে নিশ্চিন্ত থাকবেন। বুকিং করতে কিংবা আরও তথ্য জানাতে
Message Airport Meet & Greet on WhatsApp https://wa.me/message/4LYGQT3QBPX3C1 এই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি Whats app এ যোগাযোগ করতে পারবেন। ফোন করুন +880 1759-732040 এই নাম্বারে ।
Collected post

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী, শিশু সহ ৪৪ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং নিহতদের আত্মার মাগফি...
01/03/2024

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী, শিশু সহ ৪৪ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।
,,,,🤲🤲🤲🤲🤲

ইন্ডিয়ান ভিসা ও ডাক্তার দেখানো এখন একদম সহজ।ইন্ডিয়ান ভিসা করতে যা যা প্রয়োজনঃ১-পাসপোর্ট কপি  এবং মূল পাসপোর্ট২-২*২ ল্যাব...
01/03/2024

ইন্ডিয়ান ভিসা ও ডাক্তার দেখানো এখন একদম সহজ।
ইন্ডিয়ান ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১-পাসপোর্ট কপি এবং মূল পাসপোর্ট
২-২*২ ল্যাব প্রিন্ট ছবি ( রিসেন্ট তোলা )
৩-এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি (মেইন কপি/ফটোকপি)
৪-বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি (এইটা রিসেন্ট ২/৩ মাসের হতে হবে)
৫-পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স/স্টুডেন্ট আইডি ইত্যাদি)
৬- ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট / ডলার এনডোর্সমেন্ট
৭-সর্বশেষ ইন্ডিয়ান ভিসা কপি (যদি থাকে)।
৮-নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
৯-মেডিকেল ভিসা ( বাংলাদেশের মেডিকেল রিপোর্টস ও ইন্ডিয়ান ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট/ ইনভাইটেশন
ভিসা জমা দেয়া যাবে সকাল 9:00 am To 4 Pm
ভিসা ডেলিভারি দেয়া হয় বিকেল 9:00 am to 5:00
আপনি উক্ত কাগজপত্র ফিজিক্যালি নিয়ে আসলে অথবা মেইল করে দিলে আমরা ভিসা প্রসেসিং করে দিবো।
!!! বিদেশে উন্নত চিকিৎসা !!!
আমাদের সব সার্ভিস পাবেন আরও দ্রুত ও সহজে ।
চিকিৎসা সহযোগিতা | ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট | টেলিমেডিসিন | ফ্লাইট টিকেট | ভিসা প্রসেসিং | হোটেল বুকিং l
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
===========================

🏠 Manaf International
Office: 2C, 43B Level 2, Jamuna Future Park, Vatara, Dhaka-1229
📩 Email: [email protected]..... (Saturday to Thursday, from 10am to 6pm)
☎ 01710327462/ 01637-417117

ইন্ডিয়ান ভিসা ও ডাক্তার দেখানো এখন একদম সহজ।ইন্ডিয়ান ভিসা করতে যা যা প্রয়োজনঃ১-পাসপোর্ট কপি  এবং মূল পাসপোর্ট২-২*২ ল্যাব...
29/02/2024

ইন্ডিয়ান ভিসা ও ডাক্তার দেখানো এখন একদম সহজ।
ইন্ডিয়ান ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১-পাসপোর্ট কপি এবং মূল পাসপোর্ট
২-২*২ ল্যাব প্রিন্ট ছবি ( রিসেন্ট তোলা )
৩-এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি (মেইন কপি/ফটোকপি)
৪-বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি (এইটা রিসেন্ট ২/৩ মাসের হতে হবে)
৫-পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স/স্টুডেন্ট আইডি ইত্যাদি)
৬- ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট / ডলার এনডোর্সমেন্ট
৭-সর্বশেষ ইন্ডিয়ান ভিসা কপি (যদি থাকে)।
৮-নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
৯-মেডিকেল ভিসা ( বাংলাদেশের মেডিকেল রিপোর্টস ও ইন্ডিয়ান ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট/ ইনভাইটেশন

ভিসা জমা দেয়া যাবে সকাল 9:00 am To 4 Pm
ভিসা ডেলিভারি দেয়া হয় বিকেল 9:00 am to 5:00

আপনি উক্ত কাগজপত্র ফিজিক্যালি নিয়ে আসলে অথবা মেইল করে দিলে আমরা ভিসা প্রসেসিং করে দিবো।
!!! বিদেশে উন্নত চিকিৎসা !!!
আমাদের সব সার্ভিস পাবেন আরও দ্রুত ও সহজে ।
চিকিৎসা সহযোগিতা | ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট | টেলিমেডিসিন | ফ্লাইট টিকেট | ভিসা প্রসেসিং | হোটেল বুকিং l

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
===========================
🏠 Manaf International
Office: 2C, 43B Level 2, Jamuna Future Park, Vatara, Dhaka-1229
📩 Email: [email protected]..... (Saturday to Thursday, from 10am to 6pm)
☎ 01710327462/ 01637-417117

28/02/2024

আলহামদুলিল্লাহ Alhamdulillah 🇲🇾🇲🇾🇲🇾 মালয়েশিয়া Visa Approved 🇲🇾 🇲🇾🇲🇾
MALAYSIA TOURIST VISA 🇲🇾🇲🇾🇲🇾
মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
MALAYSIA - 𝐕𝐢𝐬𝐚 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐦𝐞𝐧𝐭𝐬:
---------------------------------
১. পাসপোর্ট- ন্যূনতম ৭ (সাত) মাস মেয়াদ
২. নতুন ছবি- (২ কপি, সাইজ- ৩৫*৫০) ম্যাট পেপার
৩. ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
৪. ন্যূনতম ৬ (৬) মাস ব্যাংক স্টেটমেন্ট - বিগত ৬ (৬) মাস
লেনদেন = সর্বনিম্ন 1,50,000/- (জনপ্রতি)
৫. পাসপোর্ট নং সহ ভ্যাকসিন সার্টিফিকেট
৬. মাই সেজাহতেরা অ্যাপস প্রোফাইল
৭. পেশার খুঁটিনাটি: প্রাইভেট সার্ভিস : এনওসি,
ব্যবসায়ীঃ হালনাগাদ ট্রেড লাইসেন্স
i. বিজনেস প্যাড পৃষ্ঠা - 2 কপি , ii. ভিজিটিং কার্ড - ২ কপি
৮ শিক্ষার্থী: স্টুডেন্ট আইডি
৯ অবসরপ্রাপ্ত ব্যক্তি: অবসর সার্টিফিকেট
১০ সরকারি চাকুরীজীবীঃ জি.ও
১১ আইনজীবী: বার কাউন্সিলের সনদ
১২ গৃহিণী: স্পন্সরশিপ লেটার, স্পন্সর এনআইডি কার্ড/পাসপোর্টের কপি
🕗🕗🕗🕗 Processing time (10-12) Working Days)
❤️❤️❤️❤️ শেয়ার করার অনুরোধ রইলো। এবং সব ধরনের ট্যুরিস্ট ভিসার নতুন তথ্য পেতে আমাদের Facebook পেজ এ লাইক দিয়ে আমদের সাথে থাকুন।

🏠🏠🏠 আমাদের অফিসের ঠিকানাঃ Shop No 2C, 43-B Level 2, Jamuna Future Park
Dhaka-1229, Dhaka.

✔️ Processing time (10-12) Working Days)
---------------------------------
❤️ শেয়ার করার অনুরোধ রইলো। এবং সব ধরনের ট্যুরিস্ট ভিসার নতুন তথ্য পেতে আমাদের Facebook পেজ এ লাইক দিয়ে আমদের সাথে থাকুন।
--------------------------------------

Call now to connect with business.

Address

Shop No 2C, 43B Level 2, Jamuna Future Park Dhaka 1205 Dhaka
Dhaka
1229

Telephone

+8801637417117

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manaf International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manaf International:

Share