02/06/2025
৭ জিলহজ্বে হাজিরা যা যা করেন:
১. নিয়্যত (ইহরাম বাঁধা) প্রস্তুতি:
যাঁরা ইতোমধ্যে মক্কায় পৌঁছে গেছেন এবং হজের সময় ওমরাহ সম্পন্ন করে ইহরাম খুলেছেন (তামাত্তু হজ করলে), তাঁরা ৮ জিলহজ্বে আবার ইহরাম বাঁধার প্রস্তুতি নেন।
এদিন গোসল করে, পরিষ্কার কাপড় পড়ে, ইহরামের কাপড় প্রস্তুত রাখা হয়।
২. তাওয়াফ ও নামাজ আদায়:
এদিন হাজিরা হরম শরীফে গিয়ে বেশি বেশি তাওয়াফ, নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া, এবং জিকিরে মশগুল থাকেন।
কেউ কেউ ‘তাওয়াফুল কুদূম’ (আগমনের তাওয়াফ) করে থাকেন যদি এখনও না করে থাকেন (যারা কিরান বা ইফরাদ হজ করছেন)।
৩. হজ সংক্রান্ত জ্ঞান অর্জন:
হজের বিভিন্ন কাজ—যেমন মিনায় যাওয়া, আরাফা, মুযদালিফা, কুরবানি, রমি ইত্যাদি—এইসব নিয়ে মুআল্লিম বা গাইডদের থেকে জ্ঞান নেওয়া ও পরিকল্পনা ঠিক করা হয়।
দোয়ার কপি ও হজের গাইড বই দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করেন অনেকে।
৪. জিনিসপত্র প্রস্তুত করা:
মিনায় যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র (যেমন ওষুধ, পানি, ছাতা, হালকা খাবার, চাদর ইত্যাদি) প্রস্তুত করে ব্যাগে রাখা হয়।
৫. ইবাদত ও আত্মশুদ্ধি:
যেহেতু হজ মূলত আত্মশুদ্ধি ও তওবার বড় সুযোগ, তাই এদিন হাজিরা বেশি বেশি ইবাদত, কাঁদাকাটি করে তওবা, ও আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।