Ichamoti Tours & Travels

Ichamoti Tours & Travels Best Travel Agency in Uttara

✈️ বিশ্ব ভ্রমণ শুরু হোক মালয়েশিয়া থেকে!আপনার স্বপ্নের গন্তব্যে যাত্রা শুরু করুন আজই মালয়েশিয়ার আধুনিক শহর কুয়ালালামপুর...
08/07/2025

✈️ বিশ্ব ভ্রমণ শুরু হোক মালয়েশিয়া থেকে!

আপনার স্বপ্নের গন্তব্যে যাত্রা শুরু করুন আজই মালয়েশিয়ার আধুনিক শহর কুয়ালালামপুর দিয়ে।
আমরা দিচ্ছি মালয়েশিয়া ভিসা, টিকেট এবং হোটেল বুকিংয়ের সম্পূর্ণ সহায়তা।

📌 ভিসা প্রসেসিং
📌 এয়ার টিকেট বুকিং
📌 হোটেল বুকিং

📞 যোগাযোগ করুন এখনই:
📲 +880 1600-318137
🌐 www.ichamotitravels.com

🕌 আজকের আমল📖 সূরা কাহফ🤲 দুরুদ শরীফআল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন কিছু নেক আমল করি।আজকের দিন শুরু হোক কুরআনের আলো আর রা...
27/06/2025

🕌 আজকের আমল
📖 সূরা কাহফ
🤲 দুরুদ শরীফ

আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন কিছু নেক আমল করি।
আজকের দিন শুরু হোক কুরআনের আলো আর রাসূল (সা.)-এর প্রতি ভালোবাসার মাধ্যমে।

#আজকেরআমল #ইসলামিকপোস্ট #সূরাকাহফ #দুরুদশরীফ

🕋 হজ ২০২৬ - প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে!আপনি কি ২০২৬ সালে হজ করতে আগ্রহী? তাহলে আজই ইছামতি হজ্ব ট্রাভেলস-এর মাধ্যমে প্র...
20/06/2025

🕋 হজ ২০২৬ - প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে!
আপনি কি ২০২৬ সালে হজ করতে আগ্রহী? তাহলে আজই ইছামতি হজ্ব ট্রাভেলস-এর মাধ্যমে প্রাক নিবন্ধন করুন।

আমাদের হজ প্রোগ্রাম সুষ্ঠ, সুসংগঠিত ও নির্ভরযোগ্য — যাতে আপনি ইবাদাতে মনোযোগ দিতে পারেন, আর আমরা দেখাশোনা করি আপনার যাত্রা।

✅ প্রি-রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয়তা:
1️⃣ সরকারি রেজিস্ট্রেশন ফি – ৩০,০০০ টাকা
2️⃣ এনআইডি বা পাসপোর্টের কপি
3️⃣ ছবি (পাসপোর্ট সাইজ)

🕌 ২০ ও ৪০ দিনের স্থায়ী প্যাকেজ রয়েছে।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
📱 01760-113939(WhatsApp) |
01600-318137 (WhatsApp)

📍 অফিস: Zahura Market, Sector-14, Uttara, Dhaka

✈️ ভ্রমণ করতে চাচ্ছেন? এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন!আপনি যখন দেশের বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন, তখন শুধু ব্যাগ গোছানোই ...
20/06/2025

✈️ ভ্রমণ করতে চাচ্ছেন? এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন!

আপনি যখন দেশের বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন, তখন শুধু ব্যাগ গোছানোই যথেষ্ট নয়। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকেই জানা থাকলে ভ্রমণ হবে নিরাপদ, আরামদায়ক এবং ঝামেলামুক্ত।

🔍 নিচে ৫টি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো—

1️⃣ পাসপোর্ট ও ভিসার মেয়াদ চেক করুন:
অনেকেই শেষ মুহূর্তে দেখেন পাসপোর্ট বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ভ্রমণের অন্তত ৬ মাস আগে থেকে এগুলো আপডেট থাকলে নিরাপদ।

2️⃣ টিকিট ও হোটেল বুকিং নিশ্চিত করুন:
বিশেষ করে বিদেশ ভ্রমণের সময় আগেই টিকিট ও হোটেল কনফার্ম করা থাকলে ইমিগ্রেশন ঝামেলা কমে।

3️⃣ ভ্রমণ বিমা করার কথা ভাবুন:
চিকিৎসা বা জরুরি অবস্থা মোকাবেলায় ট্রাভেল ইন্স্যুরেন্স অনেক সময় জীবন রক্ষাকারী হয়ে দাঁড়ায়।

4️⃣ ক্যাশ ও কার্ড দুটোই রাখুন:
সব দেশে কার্ড চলে না, আবার সব সময় ক্যাশ বহন করাও নিরাপদ নয়। দুটোই ব্যালেন্স করে রাখুন।

5️⃣ বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ রাখুন:
আপনার ট্যুর যেন হয় ঝামেলামুক্ত, এজন্য একটি অভিজ্ঞ ও সৎ ট্রাভেল এজেন্সির সহায়তা নিন।

🌐 আপনি চাইলে Ichamoti Tours & Travels BD আপনার জন্য সব কিছু গুছিয়ে দিতে পারে —
ভিসা প্রসেসিং থেকে শুরু করে টিকিট, হোটেল বুকিং, গাইড — সবকিছু।

📍অফিস: Zahura Market, Sector-14, Uttara, Dhaka
📞 হটলাইন: 01600-318137 (WhatsApp), 01928-619911
🌐 Website: www.ichamotitravels.com

✨ উত্তরায় ডমেস্টিক ও আন্তর্জাতিক ভ্রমণে আপনার বিশ্বাসযোগ্য পার্টনার – ইছামতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস! 🌍আপনি কি খুঁজছেন উ...
16/06/2025

✨ উত্তরায় ডমেস্টিক ও আন্তর্জাতিক ভ্রমণে আপনার বিশ্বাসযোগ্য পার্টনার – ইছামতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস! 🌍

আপনি কি খুঁজছেন উত্তরায় সবচেয়ে ভালো ও নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সি? তাহলে আপনার সমাধান ইছামতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস!

✅ ঘরোয়া ও আন্তর্জাতিক টিকেটিং
✅ আকর্ষণীয় ট্যুর প্যাকেজ
✅ ভিসা প্রসেসিং ও ওমরাহ প্যাকেজ

আপনি ব্যবসায়িক বা ঘুরতে যেতেই চাইুন, আমাদের বিশেষজ্ঞ টিম রয়েছে আপনার যাত্রাকে নিরাপদ ও স্মৃতিময় করার জন্য। 🌟

➡ আরও তথ্য ও বুকিং দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন!

🌍✨

🕋 ৮ জিলহজ্বে হাজিরারা যা করবেন:১. ইহরাম বাঁধা (তামাত্তু হজকারীদের জন্য):যারা হজে তামাত্তু করছেন (অর্থাৎ আগে উমরাহ করেছেন...
03/06/2025

🕋 ৮ জিলহজ্বে হাজিরারা যা করবেন:
১. ইহরাম বাঁধা (তামাত্তু হজকারীদের জন্য):
যারা হজে তামাত্তু করছেন (অর্থাৎ আগে উমরাহ করেছেন), তারা আজ সকালে ইহরাম বাঁধবেন (হজের জন্য)।

ইহরামের আগে গোসল, পরিচ্ছন্নতা, সুগন্ধ ব্যবহার করা যায় (ইহরামের আগে পর্যন্ত)।

ইহরাম পরে "লাব্বাইকাল্লাহুম্মা হজ্জান" বলে হজের নিয়ত করবেন।

এরপর তালবিয়া (لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ...) পাঠ শুরু হবে, যা মিনায় যাওয়ার পথে এবং সেখানে থাকাকালীন বারবার বলা হয়।

২. মিনায় যাত্রা:
হাজিরা সকাল বা দুপুরে মিনা (منى) নামক স্থানে যান, যা মক্কা থেকে প্রায় ৮-১০ কিলোমিটার দূরে।

সেখানে তাঁবুতে অবস্থান করেন।

৩. মিনায় নামাজ আদায়:
মিনায় গিয়ে হাজিরা চারটি নামাজ আদায় করেন:

যোহর

আসর

মাগরিব

এশা

এবং পরদিন ফজরের নামাজ আদায় করে আরাফার দিকে রওনা হন।

📌 গুরুত্বপূর্ণ: মিনায় সব নামাজ এক একটি ওয়াক্তে আদায় করতে হয়, কিন্তু চার রাকাআতের ফরজ নামাজগুলো কসর করে দুই রাকাআত পড়তে হয় (যদি মুকিম না হন)।

৪. ইবাদত ও বিশ্রাম:
মিনায় অবস্থানকালীন সময়টা ইবাদত, জিকির, কুরআন তিলাওয়াত, এবং হজের নিয়মকানুন স্মরণে কাটানো হয়।

অনেকেই হজ গাইড, মোবাইল অ্যাপ বা গাইডদের কাছ থেকে পরবর্তী দিনের (আরাফা) প্রস্তুতি সম্পর্কে ধারণা নেন।

৭ জিলহজ্বে হাজিরা যা যা করেন:১. নিয়্যত (ইহরাম বাঁধা) প্রস্তুতি:যাঁরা ইতোমধ্যে মক্কায় পৌঁছে গেছেন এবং হজের সময় ওমরাহ সম্প...
02/06/2025

৭ জিলহজ্বে হাজিরা যা যা করেন:
১. নিয়্যত (ইহরাম বাঁধা) প্রস্তুতি:
যাঁরা ইতোমধ্যে মক্কায় পৌঁছে গেছেন এবং হজের সময় ওমরাহ সম্পন্ন করে ইহরাম খুলেছেন (তামাত্তু হজ করলে), তাঁরা ৮ জিলহজ্বে আবার ইহরাম বাঁধার প্রস্তুতি নেন।

এদিন গোসল করে, পরিষ্কার কাপড় পড়ে, ইহরামের কাপড় প্রস্তুত রাখা হয়।

২. তাওয়াফ ও নামাজ আদায়:
এদিন হাজিরা হরম শরীফে গিয়ে বেশি বেশি তাওয়াফ, নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া, এবং জিকিরে মশগুল থাকেন।

কেউ কেউ ‘তাওয়াফুল কুদূম’ (আগমনের তাওয়াফ) করে থাকেন যদি এখনও না করে থাকেন (যারা কিরান বা ইফরাদ হজ করছেন)।

৩. হজ সংক্রান্ত জ্ঞান অর্জন:
হজের বিভিন্ন কাজ—যেমন মিনায় যাওয়া, আরাফা, মুযদালিফা, কুরবানি, রমি ইত্যাদি—এইসব নিয়ে মুআল্লিম বা গাইডদের থেকে জ্ঞান নেওয়া ও পরিকল্পনা ঠিক করা হয়।

দোয়ার কপি ও হজের গাইড বই দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করেন অনেকে।

৪. জিনিসপত্র প্রস্তুত করা:
মিনায় যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র (যেমন ওষুধ, পানি, ছাতা, হালকা খাবার, চাদর ইত্যাদি) প্রস্তুত করে ব্যাগে রাখা হয়।

৫. ইবাদত ও আত্মশুদ্ধি:
যেহেতু হজ মূলত আত্মশুদ্ধি ও তওবার বড় সুযোগ, তাই এদিন হাজিরা বেশি বেশি ইবাদত, কাঁদাকাটি করে তওবা, ও আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে,মোঃ মুরাদ হোসেনের শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন...
31/05/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে,
মোঃ মুরাদ হোসেনের শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন।

আমরা তাঁর পরিবারকে সবরে জামীল ধারন করার তাওফিক দান করুন।আমিন।
আল্লাহ তাআলা তাঁর বাবাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।

🕌 জিলহজ্ব মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহ১. তাওবা ও ইস্তেগফার করাএই মাসের শুরুতেই আল্লাহর নিকট ফিরে আসা উচিত।পাপ থেকে বিরত থে...
29/05/2025

🕌 জিলহজ্ব মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহ
১. তাওবা ও ইস্তেগফার করা
এই মাসের শুরুতেই আল্লাহর নিকট ফিরে আসা উচিত।

পাপ থেকে বিরত থেকে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া।

২. রোযা রাখা (বিশেষত প্রথম ৯ দিন)
হাদিসে এসেছে:
“জিলহজ্বের প্রথম ৯ দিনের রোযা রাখলে প্রত্যেক দিনের রোযা এক বছরের রোযার সমান সাওয়াব।”
— (তিরমিজি, হাদিস: ৭৫৮)

✅ বিশেষ করে ৯ জিলহজ্ব (আরাফার দিন):
রাসূল (সা.) বলেন:
“আরাফার দিনের রোযা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহ মাফ করে।”
— (মুসলিম, হাদিস: ১১৬২)

৩. তাকবির, তাহলিল ও তাহমিদ বেশি বলা
এই দিনগুলোতে বেশি বেশি বলা উচিত:

تَكْبِيْر: الله أكبر
تَهْلِيْل: لا إله إلا الله
تَحْمِيْد: الحمد لله
تَسْبِيْح: سبحان الله

🔊 তাকবিরে তাশরিক (৯-১৩ জিলহজ্ব):

৯ জিলহজ্ব ফজরের পর থেকে ১৩ জিলহজ্ব আসরের পর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর উচ্চস্বরে বলা সুন্নত:

اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

৪. কোরবানি করা (১০ জিলহজ্ব)
সামর্থ্যবানদের জন্য কোরবানি করা ওয়াজিব (আবু হানিফা মতে)।

যারা কোরবানি করতে চান, তারা জিলহজ্ব মাস শুরু হওয়ার পর থেকে পশু কোরবানির আগ পর্যন্ত নখ, চুল, চামড়া কাটবেন না। (মুসলিম, হাদিস: ১৯৭৭)

৫. হজ্ব করা
যারা হজ্বে যাচ্ছেন, তাদের জন্য এটা সবচেয়ে বড় ইবাদতের সময়।

হজ্ব ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম।

৬. নফল ইবাদত বৃদ্ধি করা
কুরআন তিলাওয়াত

বেশি বেশি দোয়া করা

সদকা করা

তাহাজ্জুদ পড়া

ফরজ নামাজ ঠিকমতো আদায় করা।

✈️ ফ্লাইট মিস হলে করণীয়1. অবিলম্বে এয়ারলাইনের সাথে যোগাযোগ করুনফ্লাইট মিস করার সাথে সাথেই এয়ারলাইনের কাস্টমার সার্ভিসে ফ...
28/05/2025

✈️ ফ্লাইট মিস হলে করণীয়
1. অবিলম্বে এয়ারলাইনের সাথে যোগাযোগ করুন
ফ্লাইট মিস করার সাথে সাথেই এয়ারলাইনের কাস্টমার সার্ভিসে ফোন করুন বা এয়ারপোর্টে তাদের ডেস্কে যান। দ্রুত যোগাযোগ না করলে আপনাকে "no-show" হিসেবে চিহ্নিত করা হতে পারে, যার ফলে আপনার পরবর্তী কানেক্টিং বা রিটার্ন ফ্লাইটও বাতিল হয়ে যেতে পারে ।

2. রিবুকিংয়ের জন্য অনুরোধ করুন
অনেক এয়ারলাইনস পরবর্তী ফ্লাইটে আসন খালি থাকলে আপনাকে রিবুক করতে পারে। কিছু ক্ষেত্রে এর জন্য অতিরিক্ত ফি দিতে হতে পারে, বিশেষ করে যদি আপনার টিকিট "নন-রিফান্ডেবল" হয় ।

3. স্ট্যান্ডবাই তালিকায় নাম লেখান
পরবর্তী ফ্লাইটে আসন না থাকলে, আপনি স্ট্যান্ডবাই তালিকায় নাম লেখাতে পারেন। এতে কোনো যাত্রী না এলে আপনি সেই আসনে ভ্রমণ করতে পারবেন ।

4. আপনার টিকিটের শর্তাবলী পর্যালোচনা করুন
বেসিক ইকোনমি টিকিটের ক্ষেত্রে রিবুকিং বা রিফান্ডের সুযোগ সীমিত হতে পারে। তাই টিকিট কেনার সময় শর্তাবলী ভালোভাবে পড়ে নিন ।

5. ভদ্রতা ও ধৈর্য বজায় রাখুন
এয়ারলাইনের কর্মীদের সাথে ভদ্রতা ও ধৈর্য সহকারে কথা বললে, তারা আপনার সমস্যা সমাধানে আরও আন্তরিক হতে পারেন।

✅ ফ্লাইট মিস এড়াতে করণীয়
সময়ে এয়ারপোর্টে পৌঁছান: আন্তর্জাতিক ফ্লাইটের জন্য কমপক্ষে ৩ ঘণ্টা আগে এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ২ ঘণ্টা আগে এয়ারপোর্টে পৌঁছান।

ট্রাফিক বিবেচনায় রাখুন: ঢাকার মতো শহরে ট্রাফিক জ্যাম সাধারণ ঘটনা, তাই বাড়তি সময় হাতে রাখুন।

অনলাইন চেক-ইন করুন: অনলাইন চেক-ইন করলে সময় বাঁচে এবং এয়ারপোর্টে প্রক্রিয়া সহজ হয়।

ফ্লাইট স্ট্যাটাস মনিটর করুন: এয়ারলাইনের অ্যাপ বা ওয়েবসাইটে ফ্লাইটের আপডেট দেখুন।

🌏 বিশ্ব ভ্রমণের শুরু হোক থাইল্যান্ড দিয়ে! 🇹🇭চোখধাঁধানো মন্দির, স্বর্গীয় দ্বীপপুঞ্জ, রোমাঞ্চকর নৈসর্গিক সৌন্দর্য আর খাবার...
26/05/2025

🌏 বিশ্ব ভ্রমণের শুরু হোক থাইল্যান্ড দিয়ে! 🇹🇭
চোখধাঁধানো মন্দির, স্বর্গীয় দ্বীপপুঞ্জ, রোমাঞ্চকর নৈসর্গিক সৌন্দর্য আর খাবারের স্বর্গ — সবকিছু একসাথে যেখানে মেলে, সেটাই তো থাইল্যান্ড!

✨ ব্যাংকক থেকে পাতায়া, ফুকেট থেকে ক্রাবি — প্রতিটি জায়গায় অপেক্ষা করছে চমক আর অভিজ্ঞতার ভান্ডার!

📸 ছবির এই অপূর্ব স্থাপনাটি যেন স্বপ্নের এক রাজপ্রাসাদ — আপনি যখন সেখানে থাকবেন, মনে হবে যেন কোনো রূপকথার ভেতরে ঢুকে পড়েছেন!

📞 যোগাযোগ করুন আজই:
📱 +880 1600-318137 (WhatsApp available)
📍 Zahura Market, Sector-14, Uttara, Dhaka
🌐 www.ichamotitravels.com

📢 Ichamoti Tours & Travels BD – ভ্রমণ হোক নির্ভরতার সাথে! 🧳✈️

Address

Uttara

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 03:30 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801600318137

Alerts

Be the first to know and let us send you an email when Ichamoti Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ichamoti Tours & Travels:

Share