02/11/2024
ক্রোয়েশিয়ার জন্য যারা নেপাল যাবেন তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ তথ্য
যে সকল সদস্য ক্রোয়েশিয়ার ফাইল জমা দেওয়ার জন্য নেপালে আসবেন তাদের কিছু করণীয় আমি বলে দিচ্ছি
১!বাংলাদেশ ইমিগ্রেশন,,, এ্যাপয়োনমেন্ট +পারমিট+পাসপোর্ট কপি
২!নেপালে ইমিগ্রেশন,, বিমান থেকে নেমে সোজা চলে যাবেন দেখবেন চার-পাঁচটা বুথ আছে। ৪/৫ কোট পরে মেয়ে দাঁড়ায় থাকবে আপনাকে সাহায্য করার জন্য।তাদের দিয়ে ৯০ দিনের ভিসা ফরম পূরণ করবেন ও তার ছবি তুলে নিবেন । তার পাশে ১২৫ ডলার জমা দিয়ে রিসিট নিয়ে নিবেন। তারপর সোজা ইমিগ্রেশন জমা দিবেন আপনাকে ৯০ দিনের ভিসা দিয়ে দিবে।
নেপাল এয়ারপোর্টে কোন প্রকার সিম ও রুপি কনভার্ট করবেন না। কাটমুন্ডু অথবা থামেল চলে আসবেন। লোকাল মানি এক্সচেঞ্জ থেকে টাকা কনভার্ট করাবেন বেশি টাকা পাবেন।
বিএফএসে করণীয়,,, সম্পূর্ণ ডকুমেন্ট প্রিন করে নিয়ে আসবেন অথবা এখান থেকে কালার প্রিন্ট করাবেন। ছবি অবশ্যই বিএফএস এর সামনে থেকে তুলবেন ২০০ টাকা দিয়ে ৪ কপি। প্রত্যেকটা ডকুমেন্ট পাসপোর্ট এর সাথে মিলাবেন কোন প্রকার নামের ভুল আছে কিনা। তারপরে তারিখ অনুযায়ী জমা দিয়ে দিবেন। কাঠকুণ্ডাতে আসার পরে থেকে ১১/১২ হাজার টাকার ভিতর থাকা খাওয়া দুটোই পাবেন। যদি রান্না করে খান তাহলে আরো কমে থাকতে পারবেন।
৩! প্রয়োজনীয় ডকুমেন্ট,,,
Visa form
appointment date
PermitGuaranty latterContract latter ticket
Insurance
nepal embassy visa
Police clarence Attested copy.Passport copy photo European size.
এম্বাসিতে টোটাল 26 হাজার রুপি লাগবে। যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট এর ৫ হাজার + জমা দিয়া দেন তাহলে ২০ হাজার রুপি লাগবে
ফাইল জমা দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। অবশ্যই রিসিটের ছবি তুলে রাখবেন।
এরপরে নামাজ কলমা পড়বেন খাবেন যাবেন ঘুমাবেন রেস্ট করবেন।