
06/08/2025
হজ্জের সফরের শুরুতেই ঘোষণা দেওয়া হয় পুরা হজ্বের সফরে আমরা যে সমস্ত স্থান জিয়ারা করব এবং ইতিহাস বর্ণনা করবো সেই সকল স্থান ও ইতিহাস নিয়ে সফরের শেষ দিকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সেই কুইজ প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন তাদের জন্য থাকবে পুরস্কার, হজ্জ 2025 এর ব্যতিক্রম ছিল না, কুইজ প্রতিযোগিতা শেষে হাস্যোজ্জ্বল হাজী সাহেবরা পুরস্কার গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকল হাজী সাহেবদের হাজ্জে মাবরুর নসিব করুন আমীন।