S.M. Hamza Hajj Travels & Tours

  • Home
  • S.M. Hamza Hajj Travels & Tours

S.M. Hamza Hajj Travels & Tours traveling

19/03/2025

শুক্রবারে কমপক্ষে ২ কোটি মানুষ একযোগে মিছিল করি। সব দল একসাথ হয়ে নামি।

৬৪ জেলায় একযোগে মিছিল করতে পারি। বিভাগীয় শহরে লক্ষাধিক মানুষ একসাথে মিছিল করি, সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিই।

তাকবীরে প্রকম্পিত করি আসমান জমিন, বাংলদেশ থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে যাক মিছিলের গগনবিদারী আওয়াজ।

১০০ কোটি মানুষ একযোগে পণ্য বয়কট করলে জালিমদের অস্তিত্বে আগুন ধরে যাবে, বাধ্য হবে সন্ত্রাসী হামলা বন্ধ করতে।

পারবোনা ইনশাআল্লাহ?

সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিই কর্মসূচীগুলো৷

15/12/2024

ইউরোপ ভিসা প্রত্যাশীদের জন্য এই মুহুর্তে সহজে ও দ্রুত গমনের টার্গেট কান্ট্রি হতে পারে ইউক্রেন! আসেন কেনো সহজে গমন সম্ভব বিস্তারিত আলোচনা করি:
১) আনস্কিল, সেমিস্কিল ও বিল্ডিং কনস্ট্রাকশনে স্কিল ওয়ার্কারদের এই মুহুর্তে ইউক্রেনে ব্যাপক চাহিদা রয়েছে। তাছাড়া ফেব্রুয়ারী/মার্চে যুদ্ধ বন্ধ হলে প্রায় ১৫/২০ লক্ষ শ্রমিক সংকট দেখা দিবে ইউক্রেন পুর্নগঠনের জন্য। কারন ব্যাপক উন্নয়ন করতে হবে বিল্ডিং, রাস্তাঘাট, ব্রিজ সহ নানা স্থাপনা। সেই সাথে মনোযোগ দিতে হবে কৃষিতে। কারন গত ৩ বছরে ব্যাপক ক্ষতিগ্রাস্ত্র হয়েছে দেশটি।

২) বর্তমানে ইউরোপের দেশগুলোর মধ্যে ইউক্রেনের জব ভিসা পাওয়া সবচেয়ে দ্রুত ও সহজলভ্য। মোটামুটি ১৫ থেকে ৩০ দিনে পারমিট, ঢাকায় VFS এ জমা দিয়ে দিল্লি থেকে ভিসা হয়ে আসার পর ফ্লাইট পর্যন্ত ৪/৫ মাসের মধ্যে ইউক্রেন গমন সম্ভব হচ্ছে যা এই মুহুর্তে ইউরোপীয় দেশ গুলোর মধ্যে সবচেয়ে কম সময়।

৩) পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, লিগ্যালাইজেশন করা, ডিএইচএল করার মত বাড়তি খরচের ঝামেলা নাই।

৪) বেতন তুলনামূলকভাবে সার্বিয়া, মেসিডোনিয়া, মন্টিনেগ্রো, আলবেনিয়া, কসোভো এর সমান ৫০০/৬০০ ইউরো। থাকা খাওয়া ফ্রী।

৫) রাশিয়া ইউক্রেন যুদ্ধ সীমার বাইরে একেবারে স্লোভাকিয়ার বর্ডার শহর লাভিভে জব সুবিধা।

৬) যেসকল আদম গিয়েই ক্ষেপ মারতে বা গেম মারতে চান, তারা স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও পোল্যান্ডে খুব সহজেই ক্ষেপ মারতে বা গেম মারতে পারবেন। তবে গেম মারতে হলে আগে থেকে জানাতে হবে।

বি: দ্র: তো বন্ধুরা উপরের ৬ টি পয়েন্ট বিবেচনায় করে আজই প্রস্তুতি নিয়ে কাল থেকে ফাইল জমা দিতে পারেন।

ধন্যবাদ।❤️

ড. আ.ফ.ম. খালিদ হোসেনবর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা, যিনি বাংলাদেশের ত্রী-ধারা শিক্ষা (কওমী- আলিয়া ...
16/09/2024

ড. আ.ফ.ম. খালিদ হোসেন

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা, যিনি বাংলাদেশের ত্রী-ধারা শিক্ষা (কওমী- আলিয়া ও বিশ্ববিদ্যালয়) ব্যবস্থার সর্বোচ্চ ডিগ্রিধারী একজন যুগ সচেতন আলেম ও পণ্ডিত। উম্মাহদরদী এক মহানায়ক। সহজ সরল জিন্দেগির এক দরবেশ। বহুমুখী প্রতিভাধর এমন রত্ন বাংলাদেশে হাজার বছরে কয়েকটি জন্ম নেয়। আল্লাহ আপনাকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।

07/09/2024

বাংলাদেশে ইসলামী আন্দোলনের প্রথম কাজ কি হওয়া উচিত?

ইসলামী আন্দোলনের কর্মীরা চায় ইসলামী শরীয়ত বাস্তবায়ন করতে। ইসলামী শরিয়তের আলোচনা করা হয় জ্ঞানের যে শাখায়, তার নাম ফিকহ। ফিকহের সকল গ্রন্থ শুরু হয় পবিত্রতা ও পরিচ্ছন্নতার আলোচনা দিয়ে। অর্থাৎ, ইসলামী শরিয়ত বাস্তবায়নের জন্যে প্রথম কাজ হলো পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করা।

এরদোয়ান ১৯৯৪ সালের ২৭ মার্চ যেদিন ইস্তানবুলের মেয়র হয়েছিলেন, সেদিন রাতের অন্ধকারে তিনি ও তাঁর সমর্থকরা সারা ইস্তানবুল শহরকে আবর্জনামুক্ত করে ফেললেন। ফলে সকালবেলা ইস্তানবুল শহরের লোকজন ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলেন। এর পর থেকেই সাধারণ মানুষের কাছে এরদোয়ানের জনপ্রিয়তা ও বিশ্বস্ততা বাড়তে শুরু করে।

এক রাতেই ইস্তানবুল শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে ফেলার পরিকল্পনাটি হঠাৎকরে এরদোয়ানের মাথায় আসেনি। এর জন্যে তাকে অনেক প্রস্তুতি নিতে হয়েছিলো। তিনি যখন তুরস্কের ইসলামী আন্দোলনে অর্থাৎ রেফা পার্টিতে ইস্তানবুল শহরের দায়িত্ব পান, তখন থেকেই তাঁর প্রধান কর্মসূচি ছিলো নিজ নিজ এলাকাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা।

তখন রেফা পার্টির কর্মীদের জন্যে বাধ্যবাধকতা ছিলো যে, কেউ বিস্কুট খেয়ে খালি প্যাকেট রাস্তায় ফেলতে পারবে না, বরং পকেটে রাখবে; এরপর ডাস্টবিনে খুঁজে পেলে সেখানে গিয়ে বিস্কুটের খালি প্যাকেটটা ফেলতে হবে। এভাবে তুরস্কের ইসলামী আন্দোলনের অনেকগুলো নিয়ম ছিলো, যাতে কর্মীরা নিজ নিজ এলাকাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে পারে। এর ধারাবাহিকতায় ইস্তানবুল শহরকে একরাতে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে ফেলা এরদোয়ানের জন্যে সম্ভব হয়ে উঠে।

যাই হোক, বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করতে চায়, কিংবা ইসলামী শরিয়ত বাস্তবায়ন করতে চায়, তাঁদের প্রধান কাজ হওয়া উচিত রাজধানী ঢাকা সহ সারা দেশের বড় বড় শহরগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন করে ফেলা। এটা ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীর ঈমানী দায়িত্ব হওয়া উচিত।

সহীহ বুখারী ও সহীহ মুসলিম সহ হাদিসের প্রায় সকল গ্রন্থ শুরু হয়েছে পবিত্রতা ও পরিচ্ছন্নতা নামে একাধিক অধ্যায় দিয়ে। সহীহ বুখারীর প্রথম অধ্যায়ে ওহী, দ্বিতীয় অধ্যায়ে ঈমান, এবং তৃতীয় অধ্যায়ে জ্ঞান, এরপর ৪ টি অধ্যায় পবিত্রতা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর, অষ্টম অধ্যায়ে গিয়ে সালাতের কথা বলা হয়েছে।

সহীহ মুসলিমের প্রথম অধ্যায় ঈমান, কিন্তু এরপরেই দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় পবিত্রতা ও পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এরপর সালাতের অধ্যায় এসেছে। সহীহ মুসলিমের একটি হাদিস থেকে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব আরো ভালোকরে বুঝা যায়। রাসূল (স) বলেন –

الطَّهُورُ شَطْرُ الْإِيمَانِ، وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآنِ -أَوْ: تَمْلَأُ- مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالصَّدَقَةُ بُرْهَانٌ، وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَك أَوْ عَلَيْك، كُلُّ النَّاسِ يَغْدُو، فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا

“পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। “আলহামদুলিল্লাহ” মীযানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। ‘সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ’ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেয়। সালাত হচ্ছে উজ্জ্বল জ্যোতি। সাদকাহ হচ্ছে দলীল। ধৈর্য হচ্ছে জ্যোতির্ময়। আর, কোর’আন হচ্ছে তোমার পক্ষে বা বিপক্ষের প্রমাণ। বস্তুত প্রত্যেক মানুষ সকালে নিজেকে বিক্রি করে দেয়। পরবর্তীতে তাঁর কাজ দ্বারা হয় সে নিজেকে মুক্ত করে, অথবা, নিজেকে ধ্বংস করে”। [সহীহ মুসলিম – ২২৩, মাকতাবায়ে শামেলা]

দেখুন, এখানে রাসূল (স) জিকির করা ও ইবাদাত করার আগেই পবিত্রতা ও পরিচ্ছন্নতাকে ঈমানের অর্ধেক বা ঈমানের পূর্বশর্ত বলেছেন। কেবল, হাদিস বা ফিকাহের গ্রন্থে নয়, বরং স্বয়ং আল্লাহ তায়ালা রাসূল (স)-কে সর্বপ্রথম যে দায়িত্বগুলো দিয়েছিলেন, তার অন্যতম একটি হলো পবিত্রতা ও পরিচ্ছন্নতা।

প্রথম ওহীর পরপরেই আল্লাহ তায়ালা রাসূল (স)-কে বলেন –

يَا أَيُّهَا الْمُدَّثِّرُ (1) قُمْ فَأَنْذِرْ (2) وَرَبَّكَ فَكَبِّرْ (3) وَثِيَابَكَ فَطَهِّرْ (4) وَالرُّجْزَ فَاهْجُرْ

“হে বস্ত্রাচ্ছাদিত। উঠ, সাবধান কর। তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর। তোমার পরিচ্ছেদ পবিত্র রাখ। এবং পৌত্তলিকতা পরিহার করো” [সূরা ৭৪/ মুদ্দাচ্ছির – ১ থেকে ৫ আয়াত]

দেখুন, এ আয়াতগুলোতে স্পষ্ট যে, যদি কেউ আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়, এবং তাওহীদ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আগে নিজেকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখতে হবে।

ধরুন, আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্যে ঢাকা শহরের রাস্তায় বের হলেন, কিন্তু ঢাকার রাস্তায় যত আবর্জনা, ময়লা ও কাদা-পানি রয়েছে, তা থেকে নিজের জামা-কাপড়কে কি পবিত্র রাখা সম্ভব? সম্ভব না। সুতরাং, ঢাকা শহরে ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করতে হলে আগে ঢাকা শহরকে আবর্জনা মুক্ত করতে হবে।

বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করেন বা ইসলামী রাজনীতি করেন, অথবা, ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করতে চান, তাঁদের প্রথম কাজ হওয়া উচিত, নিজ নিজ এলাকাকে পরিচ্ছন্ন রাখা। যেমন, ঢাকা শহরে যত ইসলামী আন্দোলনের নেতাকর্মী আছেন, তাঁরা যদি চান, তাহলে এক বছরের মধ্যে ঢাকা শহরকে অনেক পরিষ্কার ও পরিচ্ছন্ন করে ফেলতে পারবেন। এর ফলে ঢাকা শহরে ইসলামী শরিয়ত বাস্তবায়নের প্রথম কাজটি হয়ে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নওয়াব স্যার সলিমুল্লাহ, সৈয়দ শামসুল হুদা ও সৈয়দ নওয়াব আলী চৌধুরী নিজেদের জায়গা-জমি ও সম...
28/08/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নওয়াব স্যার সলিমুল্লাহ, সৈয়দ শামসুল হুদা ও সৈয়দ নওয়াব আলী চৌধুরী নিজেদের জায়গা-জমি ও সম্পদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন কেন?
ছবিতে দেখা পাঞ্জাবি-টুপি ওয়ালা লোকেরাই জায়গা-জমি ও সম্পদ দিয়ে শিক্ষার্থীদের জন্যে এ ঢাকা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন।
এখানে কেউ নামাজ পড়লে বা পড়ালে আপনাদের সমস্যা কী? এখানে ইসলাম চর্চা বেড়ে গেলে আপনাদের গায়ে লাগে কেন? এটা মাদরাসা হয়ে গেলো বিপদ কোথায়? এটা মুসলিমদের তো শিক্ষার জন্যেই বানিয়েছে, তাহলে আপনার সমস্যা কী?

নামাজের ওয়াক্ত হওয়ায় পানিতেই নামাজ আদায় করছে জামায়াতের আমির।এমন একটি ছবি ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। অথচ ছবির সেই লোকটি...
27/08/2024

নামাজের ওয়াক্ত হওয়ায় পানিতেই নামাজ আদায় করছে জামায়াতের আমির।এমন একটি ছবি ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। অথচ ছবির সেই লোকটি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ্ব আল ইকবাল সাহেব।সবাইকে জাযাকুমুল্লাহ।

22/08/2024

অনুগ্রহ করে যত বেশি পারেন রিপোস্ট করুন :

বন্যায় আশ্রয়কেন্দ্র আপটেড
নোয়াখালী

আশ্রয়কেন্দ্র ১
একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়
01812355103

আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,মাইজদি
01616-537086
01609884684

আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577

আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর ,মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ।
01680943899

আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক(মোজাম্মেল স্যার):- 01831873324
সহকারী প্রধান শিক্ষক(জসীম স্যার):- 01813053711

আশ্রয়কেন্দ্র ৬
সেনবাগ
মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ।
01713941594

আশ্রয়কেন্দ্র ৭
নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় হয়েছে
জাফর স্যার : 01788404424

আশ্রয়কেন্দ্র ৮
চৌমুহনী সরকারী এস এ কলেজ -চৌমুহনী।

আশ্রয়কেন্দ্র ৯
সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,শরীফপুর।
01820926840,
01881065039

আশ্রয়কেন্দ্র ১০
জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয়-রসুলপুর।
আবদুর রশিদ চেয়ারম্যান
01812988990

আশ্রয়কেন্দ্র ১১
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
01816780490

আশ্রয়কেন্দ্র ১২
পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন।
৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
01712327653 (মজিব স্যার)

আশ্রয়কেন্দ্র ১২
সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়
যোগাযোগ:
01778711108
01835011434
01902680292
01754497533

আশ্রয়কেন্দ্র ১৩
মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী। মিরওয়ারিশপুর, নরোত্তমপুর

আশ্রয়কেন্দ্র ১৪
নোয়াখালী স্কুল।
হরিনায়ণপুর স্কুলের পাশে

আশ্রয়কেন্দ্র ১৫
ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দূর্গাপুর।

আশ্রয়কেন্দ্র ১৬
পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়

আশ্রয়কেন্দ্র ১৭
উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রয়োজনে:
বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:
01769331519
01769331520
AC(Land):
01307249392
PIO:
01614259627
ফায়ার সার্ভিসের হটলাইন :
102
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ
02223355555

সকলে সাবধান থাকুন, আবহাওয়া খুবই খারাপ। জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হোন। বাড়িতে অবস্থান করতে পারলে, প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন,মোম মজুত রাখুন। পারলে পাশের আশ্রয় কেন্দ্রে ও প্রতিবেশীদের শুকনা খাবার দিয়ে

19/08/2024

গত ১৬ বছর আওয়ামী ক্রিমিনাল লীগের স্বৈরশাসন,জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া, পিলখানা গণহত্যা, ৫,৬ ই মে শাপলা চত্বরে হেফাজতের উপর গণহত্যা, ভাষ্কর্য এবং মোদি বিরোধীদের উপর গণহত্যা, সর্বশেষ ছাত্র আন্দোলনের উপর গণহত্যা,আয়না ঘর ও ডিবি সেলে নিরপরাধ মানুষকে নিয়ে গুম করে রাখা ও বিনাবিচারে হত্যা করা , সীমাহীন দূর্নীতি ও লুটপাট, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, জনগণের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া,আওয়ামী ছাত্রলীগ যুবলীগ ক্রিমিনাল লীগের সন্ত্রাসী কার্যক্রম ও আরো অসংখ্য অপরাধ কার্যক্রম করার জন্য আওয়ামী সন্ত্রাসী দলটাকে অতি দ্রুত এদেশে নিষিদ্ধ করা অতি প্রয়োজন। নাহলে এরা একের পর এক ষড়যন্ত্র করেই যাবে।

19/08/2024

পাগলীটা চলে গেল আজ ১৩ দিন।
ওখানে কি খাচ্ছে?
কেমন আছে?
কে জানে!

৫ই আগষ্ট যাত্রাবাড়ী....😭😭স্বৈরাচারী কালনাগিনী হাসিনার লেলিয়ে দেয়া পেটুয়া বাহিনীর গুলিতে শহিদ ভাইদের  লাশ মাটিতে পড়ে আছে😭...
16/08/2024

৫ই আগষ্ট যাত্রাবাড়ী....😭😭

স্বৈরাচারী কালনাগিনী হাসিনার লেলিয়ে দেয়া পেটুয়া বাহিনীর গুলিতে শহিদ ভাইদের লাশ মাটিতে পড়ে আছে😭😭😭

Address


Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801911222803

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.M. Hamza Hajj Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.M. Hamza Hajj Travels & Tours:

  • Want your business to be the top-listed Travel Agency?

Share

Our Story

IATA, ATAB, HAAB & Govt. Approved Travel Agent, Hajj & Umrah Agent.