Visa Docs And Consultancy

Visa Docs And Consultancy We ensure all information provided by client is accurate,preparing and checking all Legal documents.

এতদিনের প্রচেষ্টার পর ঈদুল ফিতরের আনন্দে আমরা সবাই একত্রিত হই। আপনার ভিসা সংক্রান্ত সমস্ত নথিপত্র প্রস্তুত করার জন্য আমর...
30/03/2025

এতদিনের প্রচেষ্টার পর ঈদুল ফিতরের আনন্দে আমরা সবাই একত্রিত হই। আপনার ভিসা সংক্রান্ত সমস্ত নথিপত্র প্রস্তুত করার জন্য আমরা আপনাকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পরামর্শক দল আপনার পাশে রয়েছে, এবং আমরা আশা করি ঈদে আপনি সুস্থ, সুখী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাটাবেন।

ঈদুল ফিতরের এই পবিত্র মুহূর্তে আপনার এবং আপনার পরিবারের জন্য শুভ কামনা রইল। ঈদে আনন্দ এবং সাফল্য আপনার জীবনে অগণিত দান করুন।

শুভ ঈদ! 🌙

থাইল্যান্ড ই-ভিসা ঘোষণা থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ!রয়্যাল থাই এম্বাসি, ঢাকা জানিয়েছে যে ২ জানুয়ারি ২০২৫ থেকে ই-ভিসা...
19/12/2024

থাইল্যান্ড ই-ভিসা ঘোষণা

থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ!
রয়্যাল থাই এম্বাসি, ঢাকা জানিয়েছে যে ২ জানুয়ারি ২০২৫ থেকে ই-ভিসা সিস্টেম চালু হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশি পাসপোর্টধারীরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন, পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন হবে না।

প্রক্রিয়াকরণ সময়: ১০ কর্মদিবসের মধ্যে।

বিশেষ ঘোষণা: ২৪ ডিসেম্বর ২০২৪ থেকে পুরাতন চারটি ভিসা সেন্টারে আবেদন গ্রহণ বন্ধ করা হবে।

আরও বিস্তারিত জানতে ভিজিট করুন

📞 01998-215786

📨[email protected]

Office Location:-

House-11(1st floor),Gausul Azam Avenue,Sector 14,Uttara,Dhaka-1230

🇧🇩 বিজয়ের চেতনায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রবাসী স্বপ্ন! 🇧🇩১৬ ডিসেম্বর আমাদের জন্য শুধু একটি তারিখ নয়; এটি বিজয়ের আনন্দ, আত...
16/12/2024

🇧🇩 বিজয়ের চেতনায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রবাসী স্বপ্ন! 🇧🇩

১৬ ডিসেম্বর আমাদের জন্য শুধু একটি তারিখ নয়; এটি বিজয়ের আনন্দ, আত্মত্যাগের গৌরব, এবং স্বাধীনতার চেতনায় নতুন করে জেগে ওঠার দিন।

ভিসা ডকস এন্ড কন্সাল্টেন্সি-তে, আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে। আপনার ভ্রমণ, শিক্ষা বা প্রবাস জীবনের স্বপ্নের যাত্রাকে সহজ এবং নিশ্চিন্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

এই বিজয় দিবসে, আসুন আমরা সবাই একত্রে শপথ করি আমাদের দেশ ও জাতিকে আরও এগিয়ে নেওয়ার।

🌍 আপনার সাফল্যের সঙ্গী হতে চাই আমরা।
"প্রতিটি প্রবাসী স্বপ্নের পথে, আমরাই আপনার নির্ভরযোগ্য সঙ্গী।"

🎉 মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার সাফল্য! 🎓আমাদের প্রিয় ক্লায়েন্ট YAMAN MAZUMDER সফলভাবে মালয়েশিয়ার সিঙ্গেল এন্ট্রি স্টু...
10/12/2024

🎉 মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার সাফল্য! 🎓

আমাদের প্রিয় ক্লায়েন্ট YAMAN MAZUMDER সফলভাবে মালয়েশিয়ার সিঙ্গেল এন্ট্রি স্টুডেন্ট ভিসা পেয়েছেন! 🛫📚

মালয়েশিয়ার গুণগতমানের শিক্ষা এবং বিশ্বমানের সুযোগ-সুবিধার জন্য এটি একটি অসাধারণ সুযোগ। এই সাফল্যের জন্য ক্লায়েন্টের পরিশ্রম এবং আমাদের টিমের নিরলস সহযোগিতা একসাথে কাজ করেছে।
আমরা মালেশিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি।

আপনার স্বপ্নের স্টুডেন্ট ভিসার জন্য প্রস্তুত?
👉 আজই আমাদের সাথে যোগাযোগ করুন! আমরা আপনাকে ভিসার আবেদন, ডকুমেন্ট প্রস্তুতি এবং প্রতিটি ধাপে সহযোগিতা করতে প্রস্তুত।

📞 কল করুন: 01998-215786
📩 ইনবক্স করুন: Afsheen Travels

অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে
বাড়ি : ১১, গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৪, উত্তরা, ঢাকা

আপনার স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ নিন আজই!

সুইডেন এম্বাসি এখন ঢাকায় 🇧🇩✈️🇪🇺 সহজে সেনজেন ভিসা করার এখনই সুযোগ..সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে...
27/08/2024

সুইডেন এম্বাসি এখন ঢাকায় 🇧🇩✈️🇪🇺 সহজে সেনজেন ভিসা করার এখনই সুযোগ..

সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। সুইডেন, সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে, আরও ৮টি সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে। এই দেশগুলো হলো: ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। এই ৮টি দেশের যে কোনো একটিতে ভ্রমণের জন্য আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া সহজীকরণ:
এই নতুন সুবিধা ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে সময়ের সাশ্রয় হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো:
- পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট।
- ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)।
- ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ।
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
- কর্মসংস্থান প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

ভ্রমণ ইতিহাস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বে কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবারের আবেদনকারীরাও আবেদন করতে পারেন, ইনভাইটেশন দিয়ে ভিসা করাতে পারবেন।

সময়সীমা:
সুইডেন এম্বাসি ঢাকা থেকে নতুন সুবিধার আওতায় এই প্রক্রিয়া সময়সিমা কম লাগবে..

পাকিস্তান বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা ফি সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিয়েছে। অনলাইন ভিসা এপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে ২৪ ঘন...
19/08/2024

পাকিস্তান বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা ফি সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিয়েছে।
অনলাইন ভিসা এপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে ট্যুরিস্ট ও বিজনেস ভিসা দেয়া হবে।

এটাই সুবর্ণ সুযোগ কাজে লাগাবার। পাকিস্থানে যাবেন একা আর আসবেন দুইজন। পাকিস্থান শশুর বাড়ি বানানো অনেক ইজি হয়ে গেলো😃😃 🇧🇩🤝🇵🇰

09/08/2024

উজবেকিস্তানের ভিসা সার্ভার থেকে সরিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের নাম। আপাতত বাংলাদেশী পাসপোর্ট দিয়ে আর উজবেকিস্তানের ভিসা করা যাবে না। এ কদিন প্রচুর লোক উজবেকিস্তান ঢুকেছে। সম্ভবত মাস খানেক অবজার্ভ করার পর পুনরায় আবার ভিসা খুলে দিতে পারে।

17/06/2024
এখন থেকে কর্মসংস্থানের জন্য পাসপোর্টের ফটোকপি দিয়েই ইতালির ভিসার আবেদন করা যাবে। তবে ভিসা অনুমোদনের পর পাসপোর্টের মূল কপ...
28/05/2024

এখন থেকে কর্মসংস্থানের জন্য পাসপোর্টের ফটোকপি দিয়েই ইতালির ভিসার আবেদন করা যাবে। তবে ভিসা অনুমোদনের পর পাসপোর্টের মূল কপি জমা দিতে হবে। আজ মঙ্গলবার (২৮ মে) থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।

ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএসএফ গ্লোবালের ভেরিফাইড ফেসবুক পেইজে আজ এ তথ্য জানিয়েছে।

ফেসবুকে পোস্টে বলা হয়, 'আজ (২৮ মে) থেকে বাংলাদেশে ইতালি কাজের ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা অনুগ্রহ করে মনে রাখবেন যে, শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে, আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে এবং দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবারও আসল পাসপোর্টের অনুরোধ করা হবে।

18/05/2024

ভারতে ভ্রমন ভিসায় তিন দিনের নিষেধাজ্ঞা।

বিস্তারিত কমেন্টে

16/05/2024

সাগর পাড়ি দিয়ে ইতালিতে
প্রবেশ করলে
বাংলাদেশীদের ইতালিতে থাকার
অনুমতি দেওয়া হবে না
বলে অভিবাসন আইন জারী করেছে ইতালি।

💥টুরিস্ট ভিসা💥 💥 টুরিস্ট ভিসা💥💥টুরিস্ট ভিসা💥 💥টুরিস্ট ভিসা💥*ইন্ডিয়ান টুরিস্ট  ভিসা প্রসেসিং* #সঠিক ও নির্ভুলভাবে ভিসা প্...
02/05/2024

💥টুরিস্ট ভিসা💥 💥 টুরিস্ট ভিসা💥
💥টুরিস্ট ভিসা💥 💥টুরিস্ট ভিসা💥

*ইন্ডিয়ান টুরিস্ট ভিসা প্রসেসিং*
#সঠিক ও নির্ভুলভাবে ভিসা প্রসেসিং করা হয় #
*ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য যা প্রয়োজনঃ
==============================

১। পাসপোর্ট এর স্ক্যান/মোবাইল তোলা ছবি।(মেয়াদ নুন্যতম ৬ মাস)
২। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম নিবন্ধন সার্টিফিকেট কপি।
৩। বর্তমান ঠিকানার বিদ্যুৎ / পানি / টেলিফোন বিলের কপি।
৪। ট্রেড লাইসেন্স / চাকুরীদাতার কাছ থেকে সনদ / শিক্ষার্থীর ক্ষেত্রে,
শিক্ষা প্রতিষ্ঠান এর আইডি কার্ড এর অনুলিপি ।
৫। ব্যাংক স্টেটমেন্ট ।
৬। ছবি ১ কপি ২/২ সাইজ ও ছবির সফট কপি ।
৭। পূর্বের ইন্ডিয়ান ভিসা থাকলে সেই পেইজ এর স্ক্যান /মোবাইল তোলা ছবি।
৮।মোবাইল নাম্বার।
৯।পেশা লিখে দিতে হবে।
১০।কোন বর্ডার দিয়ে যাবেন তা লিখে দিতে হবে

যোগাযোগ 01998-215786 অথবা সরাসরি অফিসে এসে যোগাযোগ করুন

Address

House 11, Gausul Azam Avenue, Sector 14
Dhaka
1230

Telephone

+8801998215786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visa Docs And Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share