
05/02/2025
মানুষ সম্পদ জমা করার প্রতিযোগিতা কেন করে?
https://www.facebook.com/share/p/1a5pJ5hucB/
মানুষ সম্পদ জমা করার প্রতিযোগিতা কেন করে ?
১. ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা:
- মানুষ মনে করে, বেশি সম্পদ থাকলে ভবিষ্যৎ নিরাপদ হবে। অথচ আল্লাহ বলেছেন, *"যে আকাশ থেকে তোমাদের জন্য রিজিক দান করেন, তিনিই তোমাদের অভিভাবক"* (সূরা আয-যারিয়াত: ২২-২৩)।
- প্রকৃত বিশ্বাসী জানে, আল্লাহই রিজিকের ব্যবস্থা করেন, তাই সে দান করে, জাকাত দেয়, অন্যের উপকার করে।
২. *মানুষ দুনিয়ার মোহে পড়ে যায়:*
- কুরআনে আছে, *"তোমাদের জন্য ধন-সম্পদের প্রতি আসক্তি আকর্ষণীয় করে তোলা হয়েছে"* (সূরা আলে ইমরান: ১৪)।
- দুনিয়ার চাকচিক্য দেখে মানুষ মনে করে, এগুলোই আসল সফলতা। তাই সে আরও জমা করতে চায়।
৩. *প্রকৃত বিশ্বাস ও আমলের ঘাটতি:*
- মানুষ যা বিশ্বাস করে, সেটাই করে। যদি কেউ সত্যিই বিশ্বাস করত যে, দান করলে সম্পদ বাড়ে (যেমন আল্লাহ বলেছেন), তাহলে সে কৃপণ হতো না।
- রাসুল (সা.) বলেছেন, *"দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে" (মুসলিম)।
*তাহলে সমাধান কী?*
*আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা (তাওয়াক্কুল) রাখা*
*আখিরাতের সফলতাকে আসল সফলতা মনে করা*
*দান করার মাধ্যমে সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া*
TAQWA
https://www.taqwa.biz
01914-003388