Bangladesh Travel Corporation

  • Home
  • Bangladesh Travel Corporation

Bangladesh Travel Corporation International Tour & Travels Services

মানুষ সম্পদ জমা করার প্রতিযোগিতা কেন করে? https://www.facebook.com/share/p/1a5pJ5hucB/
05/02/2025

মানুষ সম্পদ জমা করার প্রতিযোগিতা কেন করে?
https://www.facebook.com/share/p/1a5pJ5hucB/

মানুষ সম্পদ জমা করার প্রতিযোগিতা কেন করে ?

১. ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা:
- মানুষ মনে করে, বেশি সম্পদ থাকলে ভবিষ্যৎ নিরাপদ হবে। অথচ আল্লাহ বলেছেন, *"যে আকাশ থেকে তোমাদের জন্য রিজিক দান করেন, তিনিই তোমাদের অভিভাবক"* (সূরা আয-যারিয়াত: ২২-২৩)।
- প্রকৃত বিশ্বাসী জানে, আল্লাহই রিজিকের ব্যবস্থা করেন, তাই সে দান করে, জাকাত দেয়, অন্যের উপকার করে।

২. *মানুষ দুনিয়ার মোহে পড়ে যায়:*
- কুরআনে আছে, *"তোমাদের জন্য ধন-সম্পদের প্রতি আসক্তি আকর্ষণীয় করে তোলা হয়েছে"* (সূরা আলে ইমরান: ১৪)।
- দুনিয়ার চাকচিক্য দেখে মানুষ মনে করে, এগুলোই আসল সফলতা। তাই সে আরও জমা করতে চায়।

৩. *প্রকৃত বিশ্বাস ও আমলের ঘাটতি:*
- মানুষ যা বিশ্বাস করে, সেটাই করে। যদি কেউ সত্যিই বিশ্বাস করত যে, দান করলে সম্পদ বাড়ে (যেমন আল্লাহ বলেছেন), তাহলে সে কৃপণ হতো না।
- রাসুল (সা.) বলেছেন, *"দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে" (মুসলিম)।

*তাহলে সমাধান কী?*
*আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা (তাওয়াক্কুল) রাখা*
*আখিরাতের সফলতাকে আসল সফলতা মনে করা*
*দান করার মাধ্যমে সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া*

TAQWA
https://www.taqwa.biz

01914-003388

উমরাহশব্দের অর্থ হল পরিদর্শন করা বা সাক্ষাৎ করা।ইসলামের ভাষায় পবিত্র হজ্জের সময় ব্যাতিত অন্যযে কোন সময়ে পবিত্র কাবা ঘ...
16/10/2024

উমরাহ
শব্দের অর্থ হল পরিদর্শন করা বা সাক্ষাৎ করা।ইসলামের ভাষায় পবিত্র হজ্জের সময় ব্যাতিত অন্যযে কোন সময়ে পবিত্র কাবা ঘর পরিদর্শন (তাওয়াফ) করাকে উমরাহ বলা হয়ে থাকে। মহান আল্লাহর অশেষ রহমত যে তিনি আমাদের বছরের যে কোন সময় উমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন।পবিত্র হজ্জ শুধু মাত্র জিলহজ মাসে পালন করা যায়।
Taqwa Holidays📞01914003388
https://www.taqwaholidays.com

Bangladesh Travel Corporation Facebook

Umrah & Hajj Package, Air Ticket, Hotel Booking, Tour Packages and Visa Processing

২০২৪ এর হজ্বের মর্মান্তিক বিষয়  প্রায় ৬০০ এর কাছাকাছি হাজীর মৃত্যু এবং ২০০০ বেশী অসুস্থ আল্লাহর মেহমান বিভিন্ন হাসপাতা...
22/06/2024

২০২৪ এর হজ্বের মর্মান্তিক বিষয় প্রায় ৬০০ এর কাছাকাছি হাজীর মৃত্যু এবং ২০০০ বেশী অসুস্থ আল্লাহর মেহমান বিভিন্ন হাসপাতালে চিকিৎসাদীন আছেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে
মৃত হজযাত্রীদের মধ্যে ৩২৩ জন মিশরের, বাংলাদেশের ২১ জন এবং জর্ডানের ৬০ জন।

তাদের অধিকাংশেরই তীব্র গরমের কারণে মৃত্যু হয়।
এদিকে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দেয়নি।

এক কূটনীতিক জানান, মক্কার পার্শ্ববর্তী বৃহত্তম আল-মুয়াইসেম হাসপাতালের মর্গ থেকে হজযাত্রী মৃত্যুর সংখ্যাটি পাওয়া গেছে। বলতে গেলে মিশরীয়দের সবাই তীব্র গরমের কারণে মারা গেছেন। তাপমাত্রায় পুড়ছেন হাজিরা, হিট ক্রম্পিং, হিট এক্সজজশন এবং হিট স্ট্রোক হয়েছে অনেকের। বাড়ছে হতাহতও মৃতের সংখ্যা।

AFP পরিসংখ্যানে আল-মুয়াইসেমের মর্গে ৫৫০ জনের মরদেহ রয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা
এবার হজ পালন করলেন সাড়ে ১৮ লাখ হাজী।এদিকে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দেয়নি। তবে তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে ২ হাজারেরও বেশি হজযাত্রীর চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকায় তাপমাত্রা প্রায় ৫২ ডিগ্রি পর্যন্ত হয়।সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ বছর ১৮ লাখ মানুষ হজে অংশ নিয়েছে। যার মধ্যে ১৬ লক্ষ সৌদি নাগরিক।এই বিষয়গুলোতে সৌদি প্রশাসনের অনেক কিছু করার ছিল। কিন্তু তারা তাদের ইচ্ছা মত চলেন এবং বিশ্ব মুসলিম বিবেকের মনোভাব নিয়ে তাদের তেমন কোনো মাথাব্যথা নেই।

আমি ইতিমধ্যে দুটি আর্টিকেল ফেসবুকে দিয়েছিলাম। একটি হজ্বের এই সময়ে সৌদি আরবের বাতাসের তাপমাত্রা অত্যাধিক বেশি এবং আমাদের করণীয়। সেখানে আমি সবাইকে বায়ুমণ্ডলের উচ্চ তাপমাত্রা স্বাস্থ্যের জন্য যে অত্যন্ত ক্ষতিকর তা আগাম সতর্ক করার চেষ্টা করেছিলাম প্রয়োজনীয় কিছু ব্যবস্থার কথা সুপারিশ করেছিলাম।

সমস্ত মৃত হাজীদের আল্লাহর কবুল করুন এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন-আমরা তাঁদের সবার জন্য দোয়া করি।যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আল্লাহ সবাইকে সুস্থ করে দিন। আমাদের সবাইকে আল্লাহ নিরাপদে দেশে ফেরার তৌফিক দিন।

উজবেকিস্তান মধ্য এশিয়ার খনিজ সম্পদ সমৃধ্য  সান্তিপুর্ন একটি দেশ । এখানে বাংলাদেশ সহ প্রতি বছর অনেক ছাত্র ছাত্রী লিখাপড়া...
18/03/2024

উজবেকিস্তান মধ্য এশিয়ার খনিজ সম্পদ সমৃধ্য সান্তিপুর্ন একটি দেশ । এখানে বাংলাদেশ সহ প্রতি বছর অনেক ছাত্র ছাত্রী লিখাপড়া করার জন্য আসেন।
বিশ্বমানের সরকারি বিশ্ববিদ্যালয় এ স্নাতক (সম্মান) , মাস্টার্স পড়ার সুবর্ণ সুযোগ!!

উজবেকিস্তান স্নাতক (সম্মান) ,
মাস্টার্স পড়ার সুবিধাসমূহ:

🌱দেশটির প্রায় সবগুলো আন্তর্জতিক মানের সরকারি বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে Institute of Engineering and Technology, Uzbekistan National University, State Finance University বিশেষভাবে উল্লেখযোগ্য।

🌱বিদেশি শিক্ষার্থীদের পড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলির রয়েছে সুদীর্ঘ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পাঠদান ।
🌱আধুনিক এবং সুসজ্জিত ক্যাম্পাস।
🌱জিমনেশিয়াম।
🌱ডিজিটাল ক্লাসরুম।
🌱অত্যাধুনিক ল্যাব।
🌱ছেলে ও মেয়েদের জন্য পৃথক এবং উন্নত মানের আবাসন ব্যবস্থা।
🌱শিক্ষার্থীদের জন্য ভর্তি এবং ভিসা প্রক্রিয়া খুবই সহজ।
🌱ভিসা প্রাপ্তির জন্নে শিক্ষার্থীদের ভারত জাবার কোন দরকার নাই।
🌱নামমাত্র টিউসন ফিস দিয়ে লিখা পড়া শেষে আন্তর্জতিক মানের সনদ প্রাপ্তির সুযোগ।
🌱সহজে ক্রেডিট ট্রান্সফার ইউরোপ এর বিভিন্ন দেশে এবং রাশিয়া তে।
🌱 / এর প্রয়োজন নেই।
🌱প্রসেসিং সময় ৩০ থেকে ৪৫ দিন মোট
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। পাসপোর্ট।
২। এসএসসি ও এইচএসসি এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৩। এসএসসি ও এইচএসসি এর একাডেমিক সার্টিফিকেট।
৪। ছবি ৩৫ x ৪৫ (সাদা ব্যাকগ্রাউন্ড)।

Hajj is one of the five pillars of Islam, obligatory for all Muslims who are physically and financially capable. It's pe...
17/03/2024

Hajj is one of the five pillars of Islam, obligatory for all Muslims who are physically and financially capable. It's performed to fulfill a religious duty, demonstrate submission to Allah, seek forgiveness, and promote unity among Muslims by gathering them from around the world in the holy city of Mecca. It's also a journey of self-reflection, spiritual renewal, and solidarity with fellow believers.

BANGLADESH💞
17/02/2024

BANGLADESH💞

16/11/2023

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Travel Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Travel Corporation:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share