02/06/2025
থাইল্যান্ডে ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকরা এখন সহজেই ই-ভিসা (e-Visa) পেতে পারেন। ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে এই সেবা চালু হয়েছে, যা ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করেছে ।
থাইল্যান্ড ই-ভিসা আবেদন প্রক্রিয়া
১. অনলাইন অ্যাকাউন্ট তৈরি
🟥থাইল্যান্ডের অফিসিয়াল ই-ভিসা পোর্টাল www.thaievisa.go.th এ গিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন।
২. আবেদন ফর্ম পূরণ ও ডকুমেন্ট আপলোড
🟥প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
🟥পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং, এবং অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
৩. পেমেন্ট
🟥আবেদন জমা দেওয়ার পর একটি পেমেন্ট ইনফো সামারি (P*S) পাবেন, যাতে QR কোড ও রেফারেন্স নম্বর থাকবে।
🟥এই তথ্য ব্যবহার করে Commercial Bank of Ceylon PLC এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করুন।
৪. ভিসা প্রাপ্তি
🟥সাধারণত ৪৫ কর্মদিবসের মধ্যে ই-ভিসা ইমেইলে পাঠানো হয়।
🟥এই ই-ভিসা প্রিন্ট করে থাইল্যান্ডে প্রবেশের সময় ইমিগ্রেশন অফিসারদের প্রদর্শন করুন ।
প্রয়োজনীয় ডকুমেন্টস
🟥🟥🟥🟥কমপক্ষে ৬ মাস মেয়াদি বৈধ পাসপোর্ট
🟥🟥🟥পাসপোর্ট সাইজের ছবি(35 x 45)
🟥🟥ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৩ মাসের)
🟥হোটেল বুকিং কনফার্মেশন
🟥ফেরার ফ্লাইট টিকিট
🟥পেশাভিত্তিক ডকুমেন্টস (যেমন: ব্যবসায়ী হলে Trade License / Incorporation Letter, Company Bank Statement, Bank Solvency Certificate সাবমিট করতে হবে, ট্রেড লাইসেন্স টি অবশ্যই ইংরেজি ট্রান্সলেট নোটারাইজড করতে হবে।
🟥চাকুরীজীবিদের জন্য NOC Letter, Salary Statement Copy অথবা Pay Slip Copy সাবমিট করতে হবে।
🟥ডিজিটাল অ্যারাইভাল কার্ড (TDAC)
🌟 ২০২৫ সালের ১ মে থেকে, থাইল্যান্ডে প্রবেশের আগে সকল বিদেশি নাগরিককে ডিজিটাল অ্যারাইভাল কার্ড (TDAC) পূরণ করতে হবে। এই ফর্মটি অনলাইনে ভ্রমণের ৩ দিনের মধ্যে পূরণ করতে হবে, যা পূর্বের পেপার TM6 ফর্মের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে।
🌟 থাইল্যান্ডের চিয়াংমাই, ফুকেট,ব্যাংকক, কোহ্ সামুই দ্বীপ, ফু থাপ বোয়েক এর মতো জনপ্রিয় জায়গাসমূহ সবই আপনার অপেক্ষায়। থাইল্যান্ডের ভিসা প্রসেসিং এর জন্য FNF Trip এর দক্ষ টিম নির্ভুলভাবে ভিসা ফর্ম পূরণ এবং অন্যান্য সব বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত।
🌟 ভিসা প্রসেসিং এর জন্য আমাদের Hot Line নাম্বার টিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হলো 01934 400800
🌟 অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন, আমাদের অফিসের ঠিকানা
83/B, Mouchak Tower, Malibagh mor, Dhaka-1217