Fly Gate Tours & Travels

  • Home
  • Fly Gate Tours & Travels

Fly Gate Tours & Travels Visa Processing
Air Ticketing
Hotel Booking
Holiday Package
Umrah & Hajj Package
Passport Processing Visa
Ticket
Umrah
Hotel Booking

✈️ ব্যাংকক এয়ারপোর্টে লাগেজ স্টোরেজ – সাশ্রয়ী ট্রাভেল টিপস! 🧳🇹🇭 এয়ারপোর্ট এর কোথায় স্টোর করা যাবে যেহেতু ডোমেস্টিক ফ্লাই...
04/07/2025

✈️ ব্যাংকক এয়ারপোর্টে লাগেজ স্টোরেজ – সাশ্রয়ী ট্রাভেল টিপস! 🧳🇹🇭
এয়ারপোর্ট এর কোথায় স্টোর করা যাবে যেহেতু ডোমেস্টিক ফ্লাই করবো অনলি ৭কেজি নিয়ে ।

অনেকেই থাইল্যান্ডে ঘোরাঘুরির সময় ডোমেস্টিক ফ্লাইট ব্যবহার করেন। কিন্তু আমাদের বড় লাগেজ থাকায় অনেক সময় আলাদা করে ওজন কিনতে হয়, ফলে টিকিটের ভাড়া বেড়ে যায়।

আমি আজকে এমন একটা সলিউশন এক্সপেরিয়েন্স করলাম, যেটা হয়তো অনেকের কাজে আসবে।

📍 সুবিধাটি পাওয়া যাবে: Bellugg Luggage Service – এটি অবস্থিত ব্যাংকক এর Suvarnabhumi Airport-এ, P/Q Row এর ঠিক বিপরীতে।

🔐 এখানে আপনি চাইলে আপনার লাগেজ রেখে শুধু হ্যান্ড ক্যারি নিয়েই ফ্লাইট ধরতে পারবেন। এতে করে ওজন কম থাকবে, টিকিট ভাড়াও কম হবে।

💰 স্টোরেজ চার্জ (প্রতি দিন):

Small Size (≤ 55×42×24 cm): ১৫০ বাথ

Medium Size (≤ 65×45×28 cm): ১৮০ বাথ

Oversize (≥ 65×45×28 cm): ২০০ বাথ

আপনি চাইলে ঘন্টা হিসাব করেও রাখতে পারবেন। অনেকের দেখা যায় 3দিন এর জন্য রাখতে হয় না ২ দিন ১০ ঘন্টা রাখলেই হয় তাড়া চাইলে শেষ এর ১০ ঘন্টা টা আলাদা ঘন্টা হিসেবে নিতে পারেন। তাহলে আরও সাশ্রয়ী হবে।

এছাড়াও তারা হোটেল ডেলিভারি সার্ভিসও দিয়ে থাকে — লাগেজ হোটেলে পাঠিয়ে দিয়ে আপনি হালকা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতে পারেন। 🏨🚗

🎯 যারা কম খরচে ঘুরে বেড়াতে চান এবং ডোমেস্টিক ফ্লাইটে ওজন নিয়ে ঝামেলা এড়াতে চান — তাদের জন্য এই সার্ভিসটা দারুণ উপকারী।

✅ টিপস: লাগেজ রাখার রিসিপ্ট ভালোভাবে রেখে দিন এবং সময়মতো সংগ্রহ করুন।

আশা করি এই ইনফরমেশনটা অনেকের কাজে আসবে। কারো যদি আরও অভিজ্ঞতা বা প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন! 😊

বিশ্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সূখীতম দেশ।
03/07/2025

বিশ্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সূখীতম দেশ।

28/06/2025

নিশ্চিত হোটেল বুকিং ছাড়া থাই ভিসা আর করা যাবে না।

জাপান শুধু সামুরাই কিংবা সুশির জন্যই বিখ্যাত নয়—তারা পুরো বিশ্বকে শিখিয়েছে কীভাবে ব্যবসায় টিকে থাকতে হয় আর একটা ব্র্...
27/06/2025

জাপান শুধু সামুরাই কিংবা সুশির জন্যই বিখ্যাত নয়—তারা পুরো বিশ্বকে শিখিয়েছে কীভাবে ব্যবসায় টিকে থাকতে হয় আর একটা ব্র্যান্ডকে কীভাবে বিশ্বসেরা বানানো যায়।
একটু ভাবুন তো—Toyota, Sony, Nintendo, Uniqlo—এই সব জাপানি কোম্পানি আজও শীর্ষে। কিন্তু তারা কীভাবে এত দিন ধরে সফল?
চলুন জেনে নিই তাদের সফলতার ৫টি মূল কারণ:

🔹 ১. কাইজেন (Kaizen) — “ধাপে ধাপে উন্নতি”র দর্শন জাপানিরা বিশ্বাস করে: 👉 “আজ যা আছি, কাল যেন তার চেয়ে একটু ভালো হই।” তারা প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আনে, যা ধীরে ধীরে বিশাল সফলতায় রূপ নেয়।

🔹 ২. গুণগত মান আগে, লাভ পরে তাদের কথা হলো: 👉 “খারাপ জিনিস তৈরি করলে শেষমেশ ক্ষতিই বেশি হয়।” তাই আপনি যদি Toyota-র গাড়ি কিনেন, তাহলে ১০ বছরেও মাথাব্যথা নেই! টেকসই, নির্ভরযোগ্য।

🔹 ৩. গ্রাহক মানেই অতিথি (Customer is like a guest) জাপানিরা গ্রাহকদের শুধু কাস্টমার না, বরং একজন অতিথির মতো গুরুত্ব দেয়। 👉 এজন্য Sony-র হেডফোনে এত নিখুঁত মান ও সাউন্ড কোয়ালিটি।

🔹 ৪. মিনিমালিজম—“সোজাসাপ্টা কিন্তু নিখুঁত” তারা বিশ্বাস করে: 👉 “কম হলেও ভালো হওয়া জরুরি।” Uniqlo-র জামা-কাপড় দেখতে সাধারণ, কিন্তু পরলে বোঝা যায় আরাম আর কোয়ালিটির জাদু।

🔹 ৫. দীর্ঘমেয়াদি লক্ষ্য (Long-term thinking) অনেক কোম্পানি ৫ বছরের পরিকল্পনা করে, কিন্তু জাপানিরা ভাবে ৫০ বছরের জন্য। 👉 এজন্য Nintendo আজও জনপ্রিয়, এমনকি ৩০–৪০ বছর পরেও।

🔸 সারাংশ: 👉 ধারাবাহিকতা (Consistency), 👉 গুণগত মান (Quality), 👉 আর গ্রাহকের প্রতি দায়িত্ববোধ (Customer Focus)— এই তিনটা ঠিক থাকলে আপনিও নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করতে পারেন! Journalist Ashim

ঢাকায় অবস্থিত ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাসের ঠিকানা ও যোগাযোগ নাম্বার 🇪🇺👉 যারা ইউরোপ ভ্রমণ, শিক্ষা, ভিসা বা কনস্যুলার স...
27/06/2025

ঢাকায় অবস্থিত ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাসের ঠিকানা ও যোগাযোগ নাম্বার 🇪🇺
👉 যারা ইউরোপ ভ্রমণ, শিক্ষা, ভিসা বা কনস্যুলার সেবা নিতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য:

🇩🇪 জার্মান দূতাবাস
📍 ঠিকানা: ১১ মাদানি এভিনিউ, বারিধারা, ঢাকা ১২১২
📞 ফোন: +৮৮০ ২ ৫৫৬৬ ৮৬০০

🇫🇷 ফ্রান্স দূতাবাস
📍 ঠিকানা: ১৮, রোড #১০৮, গুলশান, ঢাকা
📞 ফোন: ৮৮১৩৮১১-৪

🇮🇹 ইতালি দূতাবাস
📍 ঠিকানা: ২ ও ৩, রোড #৭৪/৭৯, গুলশান মডেল টাউন, ঢাকা
📞 ফোন: ৮৮২২৭৮১-৩

🇸🇪 সুইডেন দূতাবাস
📍 ঠিকানা: Bay's Edgewater, ৬ষ্ঠ তলা, গুলশান ২, ঢাকা ১২১২
📞 ফোন: +৮৮০ ২৫৫ ৬৬৮ ৫০০
✉️ ইমেইল: [email protected]

🇪🇸 স্পেন দূতাবাস
📍 ঠিকানা: Baridhara Diplomatic Zone, ঢাকা
📞 ফোন: +৮৮০ ২ ৮৮৮১৯২১-২৬
✉️ ইমেইল: [email protected]

🇳🇱 নেদারল্যান্ডস দূতাবাস
📍 ঠিকানা: ৪৯, রোড #৯০, গুলশান, ঢাকা
📞 ফোন: +৮৮০ ২২ ২২ ২৬ ২৭ ১৭

🇨🇭 সুইজারল্যান্ড দূতাবাস
📍 ঠিকানা: ৩১/বি, রোড #১৮, বনানী, ঢাকা
📞 ফোন: ৮৮১২৮৭৪-৬

🇪🇺 ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি দল
📍 ঠিকানা: Baridhara Diplomatic Enclave, ঢাকা ১২১২

ℹ️ সুইডেন দূতাবাস শেঙ্গেন ভিসার জন্য বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও স্লোভেনিয়ার আবেদন গ্রহণ করে।

🔁 শেয়ার করে আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না!

World's best airlines of 2025 by Skytrax1. Qatar Airways2. Singapore Airlines3. Cathay Pacific4. Emirates5. ANA6. Turkis...
24/06/2025

World's best airlines of 2025 by Skytrax

1. Qatar Airways
2. Singapore Airlines
3. Cathay Pacific
4. Emirates
5. ANA
6. Turkish Airlines
7. Korean Air
8. Air France
9. Japan Airlines
10. Hainan Airlines

24/06/2025

✅ নতুন ব্যাগেজ রুলে এয়ারপোর্টে প্রবাসীরা মোবাইল, স্বর্ণ, টিভিসহ যে সুবিধা পাবেন।
মোবাইল ফোন: নয়া ব্যাগেজ রুলের আওতায় একজন প্রবাসী নিজ ব্যবহারের ২টি মোবাইলের পাশাপাশি ট্যাক্স ছাড়া আরো ১টি নতুন মোবাইল ফোন সাথে আনতে পারবেন।
স্বর্ন: একজন প্রবাসী ১শ গ্রাম পর্যন্ত স্বর্নালংকার ট্যাক্স ছাড়া বছরে একবার আনতে পারবেন। এছাড়া ট্যাক্স দিয়ে বছরে একবার ১১৭ গ্রাম ওজনের স্বর্নের বার আনতে পারবেন। (যার ট্যাক্স হবে প্রতি ভরিতে ৫হাজার টাকা)

ব্যাগেজ রুল সুবিধার বিস্তারিত নীচে দেয়া হলঃ

ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।

👉বিনা শুল্কে যা আনতে পারবেন:
বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনা যাবে। এর মধ্যে রয়েছে—
★সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল ফোন আনা যাবে।
★২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
★ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা
★মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স
★সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস
এক কার্টন সিগারেট
★১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না
★মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)
৫ বর্গমিটার আয়তনের কার্পেট

👉শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য
★★শুল্ক-কর পরিশোধ করে ১১ ধরনের পণ্য আনার অনুমতি থাকছে। এগুলোর মধ্যে রয়েছে—

★সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার (শুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা)

২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার, ৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার
★রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার
★ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা
★ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়া
👉এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার
★ সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন থেকে একজন যাত্রী বছরে কেবল একবার মোট ১০০ গ্রাম স্বর্ন শুল্ক ছাড়া আনতে পারবেন।

23/06/2025

:
All Flights to and from UAE has been cancelled.

23/06/2025

কাতার হয়ে ঢাকা আসা যাওয়া সকল ফ্লাইট বাতিল ।

23/06/2025

17/06/2025

হংকং ভিসা প্রসেস করুন

17/06/2025

Address

House-04, Road-20, Nikunjo/02

1229

Alerts

Be the first to know and let us send you an email when Fly Gate Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share