
04/07/2025
✈️ ব্যাংকক এয়ারপোর্টে লাগেজ স্টোরেজ – সাশ্রয়ী ট্রাভেল টিপস! 🧳🇹🇭
এয়ারপোর্ট এর কোথায় স্টোর করা যাবে যেহেতু ডোমেস্টিক ফ্লাই করবো অনলি ৭কেজি নিয়ে ।
অনেকেই থাইল্যান্ডে ঘোরাঘুরির সময় ডোমেস্টিক ফ্লাইট ব্যবহার করেন। কিন্তু আমাদের বড় লাগেজ থাকায় অনেক সময় আলাদা করে ওজন কিনতে হয়, ফলে টিকিটের ভাড়া বেড়ে যায়।
আমি আজকে এমন একটা সলিউশন এক্সপেরিয়েন্স করলাম, যেটা হয়তো অনেকের কাজে আসবে।
📍 সুবিধাটি পাওয়া যাবে: Bellugg Luggage Service – এটি অবস্থিত ব্যাংকক এর Suvarnabhumi Airport-এ, P/Q Row এর ঠিক বিপরীতে।
🔐 এখানে আপনি চাইলে আপনার লাগেজ রেখে শুধু হ্যান্ড ক্যারি নিয়েই ফ্লাইট ধরতে পারবেন। এতে করে ওজন কম থাকবে, টিকিট ভাড়াও কম হবে।
💰 স্টোরেজ চার্জ (প্রতি দিন):
Small Size (≤ 55×42×24 cm): ১৫০ বাথ
Medium Size (≤ 65×45×28 cm): ১৮০ বাথ
Oversize (≥ 65×45×28 cm): ২০০ বাথ
আপনি চাইলে ঘন্টা হিসাব করেও রাখতে পারবেন। অনেকের দেখা যায় 3দিন এর জন্য রাখতে হয় না ২ দিন ১০ ঘন্টা রাখলেই হয় তাড়া চাইলে শেষ এর ১০ ঘন্টা টা আলাদা ঘন্টা হিসেবে নিতে পারেন। তাহলে আরও সাশ্রয়ী হবে।
এছাড়াও তারা হোটেল ডেলিভারি সার্ভিসও দিয়ে থাকে — লাগেজ হোটেলে পাঠিয়ে দিয়ে আপনি হালকা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতে পারেন। 🏨🚗
🎯 যারা কম খরচে ঘুরে বেড়াতে চান এবং ডোমেস্টিক ফ্লাইটে ওজন নিয়ে ঝামেলা এড়াতে চান — তাদের জন্য এই সার্ভিসটা দারুণ উপকারী।
✅ টিপস: লাগেজ রাখার রিসিপ্ট ভালোভাবে রেখে দিন এবং সময়মতো সংগ্রহ করুন।
আশা করি এই ইনফরমেশনটা অনেকের কাজে আসবে। কারো যদি আরও অভিজ্ঞতা বা প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন! 😊