M Abdullah Hajj Umrah

M Abdullah Hajj Umrah সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ সার্ভিসে আপনার হজ্জ্ব এবং উমরাহ সম্পন্ন করুন।

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
28/05/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

হজযাত্রীদের জন‍্য ...হজ অ‍্যাপ “লাব্বাইক” উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ।ঢাকা, এপ্রিল ২৮, ২০২৫: হজযাত্রীদের সেবা সহজীকর...
28/04/2025

হজযাত্রীদের জন‍্য ...
হজ অ‍্যাপ “লাব্বাইক”
উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ।
ঢাকা, এপ্রিল ২৮, ২০২৫:
হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ “লাব্বাইক”
উদ্বোধন করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

লাব্বাইক অ্যাপ ডাউনলোড করতে নিচের লিঙ্ক ক্লিক করুন:
https://play.google.com/store/apps/details?id=com.ooroh.labbayk

Abdullah Hajj Umrah



*হজ্জ ২০২৫*তাসরীহ ছাড়া হজ অবৈধ বিষয়ে  সিনিয়র স্কলাদের বিবৃতি।
28/04/2025

*হজ্জ ২০২৫*
তাসরীহ ছাড়া হজ অবৈধ বিষয়ে সিনিয়র স্কলাদের বিবৃতি।





https://bangla.bdnews24.com/bangladesh/c4e67a592d35.
27/04/2025

https://bangla.bdnews24.com/bangladesh/c4e67a592d35.

গত ২৭ ফেব্রুয়ারি তাকে শোকজ নোটিস দিয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

25/04/2025

সম্মানিত সদস্যবৃন্দ. Association of Travel Agents of Bangladesh - ATAB
আসসালামু আলাইকুম।

আটাবের বর্তমান কমিটি এয়ারটিকেট মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে যে কঠিন পদক্ষেপ নিয়েছে তা কোনোভাবেই সিন্ডিকেট ও তাদের সহযোগীরা মানতে পারছে না।

এয়ার টিকেট সিন্ডিকেট কতিপয় এজেন্সি / জিএসএ ও তাদের সহযোগিরা আটাব কমিটির বিরুদ্ধে চক্রান্ত করে আটাব কমিটি ভেঙে প্রশাসক নিয়োগের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, কিছু মিডিয়াকে ভুল তথ্যে প্রলুব্ধ করে বিভিন্ন রকম মিথ্যাচার, প্রপাগান্ডা করে আটাবের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে।
সরকার থেকে পরিপত্র জারির পর সিন্ডিকেট চক্র টিকেটের মূল‍্যবৃদ্ধি করে নাম ছাড়া সিট ব্লকের ব‍্যবসা করতে পারছে না ফলে, আজ আমাদের সবার প্রাণের সংগঠন আটাবকে নিয়ে এই গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আমাদের এখনই সময় এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর অবস্থান নেয়ার।

সকল সদস‍্য এক হয়ে আমরা যদি এখনই এদের প্রতিহত না করি তাহলে আমাদের ব‍্যবসা বাণিজ্য ও অস্তিত্ব হারিয়ে যাবে এবং ভবিষ্যতে এই ২০-৩০ এজেন্সি পুরোপুরি এয়ারলাইন্সকে হাতে নিয়ে পুরো ট্রেডে একচ্ছত্র নিয়ন্ত্রণ নিবে এবং শ্রমিক ও ওমরাহ যাত্রীদের টিকেটের মুল্য পুনরায় দুই তিনগুন বাড়িয়ে দিবে।

সিন্ডিকেট, দুর্নীতি, অনিয়মের বিপক্ষে ও ট্রেডে শৃঙ্খলা আনতে আটাবের বর্তমান সভাপতির নেতৃত্বে এই কমিটির Zero Tolerance.
সবাই আমাদের জন‍্য দোয়া করবেন যাতে যে লক্ষ‍্য, উদ্দেশ্য নিয়ে আমরা নির্বাচিত হয়ে আটাবের দায়িত্ব নিয়েছি তা সঠিক পথে পালন করতে পারি।

সকল সদস্য যাতে ব্যবসা করতে পারে ও দেশ ও জাতীয় স্বার্থে আমাদের এই সাহসী পদক্ষেপ এবং আমরা আশা করি সম্মানিত আটাব সদস্যরা আমাদের সাথে থেকে আটাবের হাতকে শক্তিশালী করবেন যাতে করে এই মাফিয়া চক্র থেকে আমাদের ট্রেড মুক্ত হয়।

সবাইকে সৎ সাহস ও দায়িত্ব নিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ করার আহবান জানাচ্ছি।

ধন‍্যবাদ
আফসিয়া জান্নাত সালেহ
মহাসচিব, আটাব।Association of Travel Agents of Bangladesh - ATAB

হজ্জ ও ঈদুল আযহা পরবর্তী উমরাহ বুকিং চলছে.....*********ডাইরেক্ট ও ট্রানজিট এয়ার লাইন্স।১৪ দিনের প্যাকেজ।রেগুলার ও স্পেশ...
24/04/2025

হজ্জ ও ঈদুল আযহা পরবর্তী উমরাহ বুকিং চলছে.....
*********
ডাইরেক্ট ও ট্রানজিট এয়ার লাইন্স।
১৪ দিনের প্যাকেজ।
রেগুলার ও স্পেশাল প্যাকেজ।
মক্কা ও মদীনায় ভালো মানের হোটেল।
৩ বেলা সুস্বাদু খাবার।
মক্কা ও মদীনায় জিয়ারাহ্।
রিয়াজুল জান্নাহ্।
অভিজ্ঞ গাইড।
সাশ্রয়ী মূল্যে ।
**************
Call Now :
01799-611624 ( WhatsApp)
01885 942855 ( WhatsApp)
01860 141693 ( WhatsApp)

********
Office: Paramount Heights, Room No -2B, 65/2/1, Box Culbert Road, Purana Paltan, Dhaka - 1000
*********




 #সফর শুধু চিত্তবিনোদনের জন্য নয়। ভ্রমণে যেভাবে চিন্তার জগৎ প্রসারিত হয়, তেমনি এতে থাকে শিক্ষণীয় উপাদান.. #মূলত সফরের মা...
08/10/2024

#সফর শুধু চিত্তবিনোদনের জন্য নয়। ভ্রমণে যেভাবে চিন্তার জগৎ প্রসারিত হয়, তেমনি এতে থাকে শিক্ষণীয় উপাদান..
#মূলত সফরের মাধ্যমে দেশ-বিদেশের নানা বৈচিত্র্য বিষয় অবলোকন করে জীবনের পাথেয় সঞ্চয় করা খুবই সহজ।
#সফরের কারণে মানুষের চোখ-কান খুলে যায়। সত্য, সঠিক পথ ও পন্থা গ্রহণে সহায়ক হয়। আল্লাহ তাআলা বলেন, ‘তবে কি তারা পৃথিবীতে পরিভ্রমণ করে না, যাতে তাদের অন্তর অনুধাবন করতে পারত এবং তাদের কান (সত্য কথা) শুনে নিত।’ —সুরা : হজ, আয়াত : ৪৬
নির্দিষ্ট ভূখণ্ড থেকে বের না হলে সৃষ্টিজগতের অনেক কিছুই অজানা থেকে যায়।
#সৌদি আরবের এই সফরের সফর সঙ্গী আমার প্রিয় ব্যক্তি Mohammad Shariful Islam ভাই উনার সুন্দর ও উত্তম আচরণ এবং ইসলামের ওপর অটল ও অবিচল আমাকে মুগ্ধ করে
#উনার সান্নিধ্যে এবারের সফর জীবনের প্রতিটি ক্ষেত্রে অনেকদূর অগ্রসর হতে সহায়ক হবে ইনশাল্লাহ

 #বর্তমান জীবনের প্রতিটি পদক্ষেপে যুদ্ধ করে টিকে থাকতে হয়। জীবনের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা রণক্ষেত্রে টিকে থাকার চেয়েও ...
06/10/2024

#বর্তমান জীবনের প্রতিটি পদক্ষেপে যুদ্ধ করে টিকে থাকতে হয়। জীবনের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা রণক্ষেত্রে টিকে থাকার চেয়েও কঠিন।
“বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার/ তারি পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার”—রবি ঠাকুরের এই কথার বাস্তব প্রতিফলন বাস্তব জীবনেও একই। নিরন্তর ছুটে চলা এক জীবনের পথিক । আজ এখানে তো কাল ওখানে এভাবেই চলছে যাযাবরের ন্যায় জীবন
এই যুদ্ধ শেষ হবার নয় তবু মহান আল্লাহসব কাছে হাজার কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ
#আল্লাহর অশেষ রহমতে যাত্রা সকলের নিকট দোওয়া চাই

চলতি ওমরাহ বিষয়ে একটি বিষয়ে সবচেয়ে বেশী ভয়ঙ্কর রুপ ধারন করেছে ওমরাহ যাত্রীদের ভিসা রিজেক্ট। আবার আজ থেকে বায়োমেট্রিক আবা...
04/10/2024

চলতি ওমরাহ বিষয়ে একটি বিষয়ে সবচেয়ে বেশী ভয়ঙ্কর রুপ ধারন করেছে ওমরাহ যাত্রীদের ভিসা রিজেক্ট।
আবার আজ থেকে বায়োমেট্রিক আবারো বাধ্যতামূলক হয়ে গিয়েছে।
অন্য দিকে অনেকেই শুধু মোফা (ওমরাহ ভিসা) করে নিচ্ছে। তন্মধ্য থেকে অনেকেই আবার ওভার স্টে করছে।
এরফলে বাড়ছে জটিলতা।
শুধু ভিসা নেওয়ার যাত্রীরা আবার সরকারী বাসে উঠে পরলে জরিমানা গুনতে হচ্ছে এজেন্সীকে।
ওমরাহ সেবা দেওয়া এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে।
আল্লাহ সবাইকে সহজ ভাবে ওমরাহ সেবা দেওয়ার তৌফিক দান করেন।
আমিন

 #গত বছর কোন এক  বিকেলে   #মক্কার মসজিদুল হারাম থেকে ৬ কিঃমিঃ উত্তরে মক্কা-মদীনা সড়কে  আল-হিজরাহ রোড থেকে নেয়া পিক
29/09/2024

#গত বছর কোন এক বিকেলে #মক্কার মসজিদুল হারাম থেকে ৬ কিঃমিঃ উত্তরে মক্কা-মদীনা সড়কে আল-হিজরাহ রোড থেকে নেয়া পিক

 #বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি।। অফিস তো আর না করে থাকা যায় না... মাসে যে কয়েকটা দিন দেশে থাকা হয় যত সমস্যা থাকুক অফিস করাটা  ন...
26/09/2024

#বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি।। অফিস তো আর না করে থাকা যায় না... মাসে যে কয়েকটা দিন দেশে থাকা হয় যত সমস্যা থাকুক অফিস করাটা নেশার মতো হয়ে গেছে। বিনিময়ে কোনো কিছুর প্রত্যাশা করে কাজ করি না, যে সার্ভিসে আছি তাতে কেউ খুশি না হোক , অন্তত কেউ যেনো কষ্টের অভিজ্ঞতা না পায় সেই জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রাখতে দোওয়া চাই
এম আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল
Fast Fly
M Abdullah Hajj Umrah

Address

Paramount Heights, Room No-2B, 65/2/1, Box Culbert Road, Purana Paltan
Dhaka
1000

Telephone

+8801918882230

Website

Alerts

Be the first to know and let us send you an email when M Abdullah Hajj Umrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M Abdullah Hajj Umrah:

Share