25/04/2025
সম্মানিত সদস্যবৃন্দ. Association of Travel Agents of Bangladesh - ATAB
আসসালামু আলাইকুম।
আটাবের বর্তমান কমিটি এয়ারটিকেট মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে যে কঠিন পদক্ষেপ নিয়েছে তা কোনোভাবেই সিন্ডিকেট ও তাদের সহযোগীরা মানতে পারছে না।
এয়ার টিকেট সিন্ডিকেট কতিপয় এজেন্সি / জিএসএ ও তাদের সহযোগিরা আটাব কমিটির বিরুদ্ধে চক্রান্ত করে আটাব কমিটি ভেঙে প্রশাসক নিয়োগের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, কিছু মিডিয়াকে ভুল তথ্যে প্রলুব্ধ করে বিভিন্ন রকম মিথ্যাচার, প্রপাগান্ডা করে আটাবের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে।
সরকার থেকে পরিপত্র জারির পর সিন্ডিকেট চক্র টিকেটের মূল্যবৃদ্ধি করে নাম ছাড়া সিট ব্লকের ব্যবসা করতে পারছে না ফলে, আজ আমাদের সবার প্রাণের সংগঠন আটাবকে নিয়ে এই গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আমাদের এখনই সময় এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর অবস্থান নেয়ার।
সকল সদস্য এক হয়ে আমরা যদি এখনই এদের প্রতিহত না করি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ও অস্তিত্ব হারিয়ে যাবে এবং ভবিষ্যতে এই ২০-৩০ এজেন্সি পুরোপুরি এয়ারলাইন্সকে হাতে নিয়ে পুরো ট্রেডে একচ্ছত্র নিয়ন্ত্রণ নিবে এবং শ্রমিক ও ওমরাহ যাত্রীদের টিকেটের মুল্য পুনরায় দুই তিনগুন বাড়িয়ে দিবে।
সিন্ডিকেট, দুর্নীতি, অনিয়মের বিপক্ষে ও ট্রেডে শৃঙ্খলা আনতে আটাবের বর্তমান সভাপতির নেতৃত্বে এই কমিটির Zero Tolerance.
সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে যে লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে আমরা নির্বাচিত হয়ে আটাবের দায়িত্ব নিয়েছি তা সঠিক পথে পালন করতে পারি।
সকল সদস্য যাতে ব্যবসা করতে পারে ও দেশ ও জাতীয় স্বার্থে আমাদের এই সাহসী পদক্ষেপ এবং আমরা আশা করি সম্মানিত আটাব সদস্যরা আমাদের সাথে থেকে আটাবের হাতকে শক্তিশালী করবেন যাতে করে এই মাফিয়া চক্র থেকে আমাদের ট্রেড মুক্ত হয়।
সবাইকে সৎ সাহস ও দায়িত্ব নিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ করার আহবান জানাচ্ছি।
ধন্যবাদ
আফসিয়া জান্নাত সালেহ
মহাসচিব, আটাব।Association of Travel Agents of Bangladesh - ATAB