Rihla Al Safar

  • Home
  • Rihla Al Safar

Rihla Al Safar ভ্রমণ নিছক বিনোদন নয়, একটি আনন্দময় ইবাদতও।

ভিসা ছাড়াই বোর্ডিং পাস!অথচ আপনি ভ্যালিড ভিসা নিয়া যাবেন তখন এই হারামজাদারা সব রকম হয়রানি করবে। কিন্তু ভিসা ছাড়া ৩০'জন টা...
21/06/2025

ভিসা ছাড়াই বোর্ডিং পাস!
অথচ আপনি ভ্যালিড ভিসা নিয়া যাবেন তখন এই হারামজাদারা সব রকম হয়রানি করবে। কিন্তু ভিসা ছাড়া ৩০'জন টার্কি চলে গেল। এটাই হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশন সিস্টেম!

বোর্ডিং পাসে লেখা ছিল, “OK from prosecution, concerned A-31 sir.”

এসব হয় দেখেই সব দেশের ভিসা প্রক্রিয়া আমাদের জন্য দিন দিন কঠিন হচ্ছে। এর পিছনে দায়ী আদম আর এইসব অসাধু ইমিগ্রেশন অফিসার। যে ১৫ জন ডিউটিতে ছিল সব গুলারে ধরলে এইগুলার পিছনে কে কে দায়ী তা সামনে চলে আসবে।

গত ১১ জুন সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তুর্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটের যাত্রী ছিলেন ওই ৩০ জন। তারা তুরস্কের ই-ভিসা নিয়ে রওনা হয়েছিলেন বলে জানা গেছে।

ওই ফ্লাইটটি যখন ছেড়ে যায় তখন শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনের দায়িত্বে ছিল “সি” শিফট।

গত ১৩ জুন তুরস্কের এয়ারপোর্ট পুলিশ ওই ৩০ জনকে ঢাকায় ফেরত পাঠায়। তাদের সবার বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে।

অনুসন্ধানে জানা গেছে, ফেরত পাঠানো ওই ৩০ বাংলাদেশির মধ্যে কারোই আগে বিদেশ সফরের অভিজ্ঞতা নেই; এমনকি তাদের মধ্যে অনেকেই ফ্লাইটে ওঠার জন্যই জীবনে প্রথমবার ঢাকায় এসেছেন।

তাদের মধ্যে কেউ দিনমজুর, কেউ দোকানদার, কেউ গার্মেন্টস কর্মী। ইমিগ্রেশনে তারা বলেছিলেন, পাঁচ দিনের জন্য তুরস্ক যাচ্ছেন।

ইমিগ্রেশন পার হতে বড় কোনো বাধার মুখে পড়তে হয়নি তাদের।

পাঁচ ঘণ্টার ফ্লাইটে তারা তুরস্কে পৌঁছান। কিন্তু সেখানে ইমিগ্রেশনে না গিয়ে বিমানবন্দরে ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ কেউ সেখান থেকে জুস কিনেও খেয়েছেন।

এ সময় ফরিদপুরের নয়ন কুমার শীল ও সিলেটের আশরাফুল লক্ষ্য করেন যে তাদের মধ্যে দুজনকে পাওয়া যাচ্ছে না। ওই দুজনকে খোঁজাখুঁজির একপর্যায়ে তারা তুরস্কের পুলিশের জেরার মুখে পড়েন। তখন জানা যায়, তারা আগে থেকে একে অপরের পরিচিত নন; ফ্লাইটেই তাদের মধ্যে পরিচয় হয়েছে।

তুরস্কের পুলিশ তাদের ভিসা যাচাই করার সময় দেখতে পায়, সেগুলো সবই ভুয়া। ওই বাংলাদেশি যাত্রীদের কাছে মিশরের আলেকজান্দ্রিয়ার বোর্ডিং পাসও ছিল বলেও জানা গেছে। এসব বোর্ডিং পাস তারা ঢাকা থেকেই নিয়েছেন। তাদের পরবর্তী ফ্লাইট ছিল ১২ জুন ভোরে। তবে ১১ জুন রাত ৮টার দিকে তুর্কি পুলিশ তাদের আটক করে।

ওই ৩০ জনকে তুর্কি এয়ারপোর্টের কারাগারে ২৪ ঘণ্টারও বেশি সময় রাখা হয়। পরে ১৩ জুন ভোর ৫টায় টিকে-৭১২ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরত পাঠানো হয়।

সেই রাতেই এই প্রতিবেদক ফেরত আসা চার যাত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং পরদিন সকালের মধ্যে বাকি সবার ফোন নম্বর সংগ্রহ করে প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।

তারা জানান, তাদের গন্তব্য ছিল মিশরের আলেকজান্দ্রিয়া। সেখান থেকে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পরিকল্পনা ছিল তারা।

ঢাকায় ফেরত আসার পর তারা প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ট্রাভেল এজেন্সি, দালাল, বিমানবন্দরের সুপারভাইজার তামিম বিন শফিক (এয়ারলাইন্স কর্মী) ও বোর্ডিং ব্রিজের অন্যান্য কর্মকর্তাদের (এয়ারলাইন্স কর্মী) বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন।

তবে মামলা নথিতে উল্লেখ নেই, কীভাবে তারা ইমিগ্রেশন পার হলেন।

সাধারণত, ভুয়া ভিসা নিয়ে কোনোভাবেই বিমানবন্দর থেকে ক্লিয়ারেন্স পাওয়ার কথা না।

তাহলে শাহজালাল বিমানবন্দরে কী ঘটেছিল?
ওই ৩০ জনের মধ্যে একজন নড়াইলের তানভীর হাসান মঈন। তিনি জানান, গ্রামের পরিচিত একজনের মাধ্যমে এক সঙ্গে দালালের পরিচিত হন। ওই দালাল তাকে সহজে বিদেশ যাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন।

তানভীর জানান, তিনি গত ১০ জুন ঢাকায় এসে পল্টনের এক হোটেলে ওঠেন। সেখানে রাসেল নামের এক ব্যক্তি তাকে ও অন্যদের বলেন, মিশর ও লিবিয়ার কাগজপত্র লুকিয়ে রাখতে। তাদের বলা হয়, ইমিগ্রেশনে শুধু তুরস্ক ভ্রমণের কথা বলতে।

রাসেল তাদের নির্দেশনা দেন রাত ১২টার মধ্যে বিমানবন্দরে যেতে, রাত দেড়টায় (১১ জুন) বোর্ডিং পাস সংগ্রহ করতে, এবং ২টায় ইমিগ্রেশন পার হতে।

তানভীর বলেন, “ইমিগ্রেশনে তারা শুধু জিজ্ঞেস করলো কতোদিন থাকব আর কেন যাচ্ছি। আমি বললাম, পাঁচ দিনের ট্যুর। ওরা পাসপোর্টে সিল মেরে দিলো।”

ওই ৩০ জন যাত্রীর সবার সঙ্গে কথা বলে একইরকম অভিজ্ঞতা জানা গেছে।

ঢাকায় বিমানবন্দর থানায় দায়ের করা মামলাটির বাদী নরসিংদীর রাবিকুল ইসলাম শিপন। তিনি সেদিনের ইমিগ্রেশনের অভিজ্ঞতা জানিয়ে ঢাকা ট্রিবিউন বলেন, “আমাদের মধ্যে সাতজনকে আলাদা করে ডাকা হয়। একজন অফিসার ডকুমেন্ট দেখে ১০ মিনিট পর ফেরত দিয়ে বলে, এগুলো দেখিয়ে সিল নিয়ে নাও।”

পেশায় ফটোকপি দোকানের কর্মচারী শিপন বলেন, “আমরা সিল পেয়ে সহজেই ফ্লাইটে উঠে যাই।”

মুন্সিগঞ্জের শ্রীনাথ চন্দ্র বর্মণ বলেন, “যেহেতু কেউ থামায়নি, আমরা বুঝতেই পারিনি যে ভিসাগুলো ভুয়া। জানলে আমরা ঝুঁকি নিতাম না।”

কে এই ‘এ-৩১ স্যার’?
যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বোর্ডিং পাসে লেখা ছিল, “OK from prosecution, concerned A-31 sir.”

বিমানবন্দরের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঘটনার সময় দায়িত্বে ছিলেন ১৫ জন ইমিগ্রেশন কর্মকর্তা। তাদের মধ্যে দুজন জানান, তারা শুধু এই নোট দেখেই বোর্ডিং পাস অনুমোদন করেন।

একজন কর্মকর্তা জানান, ওই যাত্রীদের “বি-১” ক্যাটাগরির ভিসা ছিল, যা সাধারণত শুধুমাত্র যারা শেনজেন, ইউকে, বা ইউএস রেসিডেন্ট শুধুমাত্র তাদের থাকার কথা।

কিন্তু বাস্তবতা হলো; ওই ৩০ জনের কেউই এমন যোগ্যতার শর্ত পূরণ করেননি।

অনুসন্ধানে জানা গেছে, “এ-৩১” হলো “আলফা-৩১”— যা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওয়্যারলেস কল সাইন।

সেদিন কয়েকজন কর্মকর্তা ওই যাত্রীদের প্রোফাইল ও ভিসা দেখে আপত্তি তুলেছিলেন বলে জানা গেছে। পরে নিয়ম অনুযায়ী ভিসা যাচাই করতে ডাকা হয় “জুলিয়েট-১” কল সাইনধারী এসআই রাহিয়াতুল জান্নাতকে।

তিনি সব যাত্রীকে ইমিগ্রেশন ওসির দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমানের কাছে নিয়ে যান। তার নির্দেশেই বোর্ডিং পাসে “OK from prosecution, concerned A-31 sir” লেখা হয়।

ইমিগ্রেশনের এক কর্মকর্তা জানান, তাদের ওপর চাপ ছিল এই কাজ শেষ করার জন্য। সে কারণেই পরে সবাইকে ছাড়পত্র দেওয়া হয়; এবং ভোর ৬ টা ৪০ মিনিটের ফ্লাইটে ওই যাত্রীরা তুরস্ক রওনা দেন।

তুর্কি ই-ভিসা কাদের জন্য প্রযোজ্য?
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের তালিকাভুক্ত ১৩টি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তারা কেউই তুর্কি ই-ভিসা প্রসেস করে না।

ট্রাভেল এজেন্সি আকাশ ভ্রমণের মনসুর আহমেদ কামাল বলেন, “আমরা সাধারণত মধ্যপ্রাচ্যগামী ভিসা নিয়ে কাজ করি। তুরস্কের ই-ভিসা বেশ জটিল।”

গো-ফ্লাই লিমিটেডের মোহাম্মদ বাবলু বলেন, “শুধু যাদের শেনজেন, ইউকে বা ইউএস ভিসা রয়েছে, তারা তুরস্কের ই-ভিসা পাওয়ার যোগ্য।”

অপরাধ কি শাস্তিযোগ্য?
ইমিগ্রেশন পার হওয়ার পর সেদিন সাত যাত্রীকে বোর্ডিং ব্রিজে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) সদস্যরা থামিয়েছিল।

একজন কর্মকর্তা তাদের বোর্ডিং পাসে মিশরের গন্তব্য দেখে বিষয়টি প্রসিকিউশন অফিসারকে জানান। তবে সেই সময় ভিআইপি মুভমেন্ট থাকায় বেশিরভাগ কর্মকর্তা ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।

তিনি জানান, তখন আনুমানিক ভোর ৬টা ১৫ মিনিট; ওই যাত্রীদের ফ্লাইট ছিল ৬টা ৪০ মিনিটে। তবে ফ্লাইটটি কিছুটা দেরি হয় এবং সম্ভবত ৭টা ১০ মিনিটে ছেড়ে যায় বলে তিনি জানান।

তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমি বলেছিলাম, এই ভিসা দিয়ে যাওয়া যাওয়া যাবে না। বোর্ডিং পাসে ‘OK’ লিখে ছাড় দেওয়াটা শাস্তিযোগ্য অপরাধ।”

ভুক্তভোগী ৩০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, দালালদের সঙ্গে তাদের প্রত্যেকের ৮ থেকে ১৮ লাখ টাকায় চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী অগ্রিম টাকাও দিয়েছেন তারা।

কীভাবে এমন সাধারণ যাত্রীরা ইমিগ্রেশন পার হলেন, এ বিষয়ে জিজ্ঞেস করলে এসআই রাহিয়াতুল জান্নাত বলেন, “ওসি স্যার বিষয়টি জানেন। এ বিষয়ে কথা বলার ক্ষেত্রে আমি দায়িত্বপ্রাপ্ত কেউ না।”

তবে তিনি ঘটনার সময়ে সেখানে উপস্থিত ছিলেন বলে স্বীকার করেছেন।তবে কীভাবে “OK” লেখা হলো, সেটি জানেন না বলে জানান।

এ বিষয়ে কথা বলার ওসি মিমতানুর রহমানকে ফোন করলে তিনি কল কেটে দেন। একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ঘটনার সময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত থাকা এসআই হাফিজকেও ফোন দেওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

ওসি’র অফিস বিমানবন্দরের ভেতরে হওয়ায় তার সঙ্গে এই প্রতিবেদকের সাক্ষাৎ করাও সম্ভব হয়নি। কারণ, থানায় প্রবেশের পাস ওসি নিজেই ইস্যু করেন।

বিষয়টি নিয়ে ডিআইজি ইমিগ্রেশন মো. মঈনউদ্দিন হোসেন বলেন, “আমরা পুরো বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। এখনই কিছু বলা সম্ভব নয়।”

“OK from prosecution, concerned A-31 sir” বিষয়েও বলেন, “তদন্ত চলছে।”

তিনি আরও বলেন, “আমাদের সিস্টেমে তুরস্কের ই-ভিসা যাচাই করার সুযোগ নেই। তাই ভিসা ভুয়া কি-না তা যাচাই করা যায় না।”

তবে সংশ্লিষ্ট একজন কর্মকর্তারা জানান, এক্ষেত্রে ভিসার ধরন ও যাত্রীর প্রোফাইল দেখে সিল দেওয়া হয়।

সেক্ষেত্রে ওই ৩০ জনের কেউই যেহেতু যোগ্যতাসম্পন্ন নন, তাহলে তাদের কেন আটক করা হলো না; এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, “এজন্যই আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

জীবনের দীর্ঘতম রাত
ভুক্তভোগী রাবিকুল ইসলাম শিপন বলেন, “আমাদের কাছে মিশর ও লিবিয়া যাওয়ার কাগজ ছিল, দালাল বলেছিল লুকিয়ে রাখতে। তুরস্কের পুলিশ যখন তিনজনকে মারল, তখন আমরা সব কিছু দিয়ে দিই।”

নয়ন কুমার শীল বলেন, “আমরা ভয় পেয়েছিলাম। ওরা তাদের ভাষায় চিৎকার করছিল। পরে দোভাষী এলো। আমরা বলি যে, এটি ভিসা ভুয়া ভিসা তা আমরা জানতাম না।”

ভুক্তভোগী শরীয়তপুরের জুয়েল আকন বলেন, “ওই দুটি রাত ছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ সময়। মনে হচ্ছিল আর দেশে ফিরতে পারব না।”

তুর্কি এয়ারলাইন্সের সুপারভাইজর জাফর ইমাম বলেন, “প্রতারক দালালরা আমাদের মাধ্যমে টিকিট বুক করে। ‘Ok to board’ কনফার্মেশনের পরেই মিশরগামী দুটি বোর্ডিং পাস ইস্যু করা হয়।”

ভুক্তভোগীদের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ এনায়েত কবির মামুন বলেন, “ভুক্তভোগীরা দালালদের পরিচয় গোপন রাখছে। সবাই আলাদা দালাল, কেউই একই এলাকা থেকে নয়। তথ্য না পেলে আমরা এগোতে পারছি না।”

তাদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২–এর ৬(১)/৬(২)/৭/৮ ধারায় মামলা হয়েছে।

তবে এটিই প্রথম নয়; ঈদের আগেও তুর্কি ই-ভিসা নিয়ে ৫০ জনের বেশি যাত্রী ঢাকা ছেড়েছে বলে অনুসন্ধানে জানা গেছে। তবে তাদের কেউ আর ঢাকা ফেরেননি বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা গেছে। মানবপাচারকারীদের কাছে এই প্রক্রিয়াটি যেন এক “গেম”। সফল হলে তারা বলে “গেম ওভার।” তবে এই ৩০ জনের জন্য তা ছিল—“গেম ডিসমিসড।"

#ভুয়া_ভিসা
#ইলিগাল #ইমিগ্রেশন

চিন্তা করেন কি ধরনের প্রতারণার আশ্রয়! এসব কিছু আদম ব্যবসায়ী দালালদের জন্য সাধারণ টুরিস্ট এবং নাগরিকদের পরবর্তীতে সমস্যা...
25/01/2025

চিন্তা করেন কি ধরনের প্রতারণার আশ্রয়!
এসব কিছু আদম ব্যবসায়ী দালালদের জন্য সাধারণ টুরিস্ট এবং নাগরিকদের পরবর্তীতে সমস্যা হয়!
ভিয়েতনামেও একটানা এসব করার পর এখন সম্পুর্ন ভিসা এবং এপ্রুভালও অফ!

মালয়েশিয়া এয়ারপোর্টে ১২ বাংলাদেশী আটক হয়েছে।

এরা সবাই সাধারণ শ্রমিক কিন্তু খেলোয়ার পরিচয় দিয়ে মালয়েশিয়ার ভিসা নিয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিষয়টি বুঝতে পারার পর সবাইকে আটকে করে দেয়।

সাধারণ শ্রমিককে খেলোয়ার সাজিয়ে মানব পাচার চক্র তাদের মালয়েশিয়া পাঠিয়েছে বলে দাবি করা হয়।

তথ্যসূত্র: অভিবাসন বিভাগ

KLIA

কুয়ালালামপুর থেকে ঢাকা মাত্র ৮৯৯৯ টাকায়!! বিমান বাংলাদেশের ডিরেক্ট ফ্লাইট।অবিশ্বাস্য এই অফারে ঘুরে আসতে পারেন মালোয়েশিয়া...
03/11/2024

কুয়ালালামপুর থেকে ঢাকা মাত্র ৮৯৯৯ টাকায়!!
বিমান বাংলাদেশের ডিরেক্ট ফ্লাইট।

অবিশ্বাস্য এই অফারে ঘুরে আসতে পারেন মালোয়েশিয়া।

এই মাসের ১৫-২৫ তারিখ আমাদের ভিয়েতনাম-সিঙ্গাপুর-মালোয়েশিয়া ট্রিপে এড হতে পারেন নামমাত্র খরচে।

#মালোয়েশিয়া #কুয়ালালামপুর #ভিয়েতনামট্রিপ #সিঙ্গাপুর #গ্রুপ_ট্রাভেল

নতুন উদ্বোধন হওয়া বেনাপোল-পেট্রাপোল সীমান্তের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এবং কার্গো গেট।বেনাপোল-পেট্রোপোল ল্যান্...
01/11/2024

নতুন উদ্বোধন হওয়া বেনাপোল-পেট্রাপোল সীমান্তের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এবং কার্গো গেট।

বেনাপোল-পেট্রোপোল ল্যান্ড বর্ডার বাংলাদেশ এবং ভারতের সাথে সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক প্যাসেঞ্জার্স টার্মিনাল।
এখানে রয়েছে ইমিগ্রেশন কাউন্টার, সিকিউরিটি চেক পয়েন্ট, ওয়েটিং এরিয়া, ডিউটি ফ্রি দোকান, ক্যাফে, কারেন্সি এক্সচেঞ্জ, ওষুধের দোকান, কনভেয়ার বেল্ট, অফিস স্পেস, কার পার্কিং সহ যেকোনো এয়ারপোর্টে যা যা ব্যবস্থা থাকা সম্ভব সবই রয়েছে।

এই টার্মিনালটি হওয়ার ফলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, পর্যটকদের আগমন আরো সুগম হয়ে উঠবে।


গত বছর থেকে এই বছর রিয়াল/ডলারের দাম বেরেছে অনেক।স্বৈরাচার সরকার এবং সেরকম দুর্নীতি থাকলে হয়তো আবারও হজ্জের খরচ বৃদ্ধি পে...
30/10/2024

গত বছর থেকে এই বছর রিয়াল/ডলারের দাম বেরেছে অনেক।
স্বৈরাচার সরকার এবং সেরকম দুর্নীতি থাকলে হয়তো আবারও হজ্জের খরচ বৃদ্ধি পেতো!
তবে না, এবার হজ্জের খরচ কমেছে ১ লাখ ৯ হাজাএ!!
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!

হজ প্যাকেজ ঘোষণা আগামী বুধবার, কমছে খরচ: ধর্ম উপদেষ্টা..
28/10/2024

হজ প্যাকেজ ঘোষণা আগামী বুধবার,
কমছে খরচ: ধর্ম উপদেষ্টা..

খুব হবে হুরাহুড়ি!  পরিবারের সাথে ঘুরাঘুরি। কি ভাবছেন কক্সের কথা অফার করবো? নাকি শ্রীলঙ্কা!?নাহ! আমরা এবার নামমাত্র খরচে ...
10/10/2024

খুব হবে হুরাহুড়ি!
পরিবারের সাথে ঘুরাঘুরি।

কি ভাবছেন কক্সের কথা অফার করবো? নাকি শ্রীলঙ্কা!?
নাহ! আমরা এবার নামমাত্র খরচে মালোয়েশিয়ায় ফ্যামিলি ট্রিপ অফার করছি, যেটা টুরিজম জগতে অবিশ্বাস্য।
🌄 ৪ রাত ৫ দিন কম্বো প্যাকেজ 🌄

💰মাত্র ৭০,০০০/- টাকা জনপ্রতি।

☎️ যোগাযোগ: wa.me/8801997721449

✅✅ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত ✅✅
🔷ঢাকা- মালোয়েশিয়া-ঢাকা এয়ার টিকেট
🔷 মালোয়েশিয়া ভিসা
🔷কুয়ালালামপুরে 3-5 স্টার হোটেলে থাকা।
🔷ভিসা প্রসেসিং ফিস & ভিসা ফি।
🔷 24 ঘন্টা কাস্টমার সার্ভিস।
🔷 ৯ বেলা খাবার খরচ
🔷 ৪ রাত ৫ দিন ট্রিপ

❌ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত না ❌

♦️ সিটি ট্যুর খরচ।
♦️ কোন ধরনের রাইড/এন্ট্রি ফি 🎡💰
♦️ ব্যাক্তিগত খরচ 💰
♦️ এডভেঞ্জার এক্টিভিটি খরচ 🪂
♦️ অন্যান্য কোনো খরচ
Rihla Al Safar

এখন থেকে ইনশাআল্লাহ  #আফ্রিকা ট্রিপ হবে খুব সহজেই!বাই ওয়ান গেট ওয়ানের অফার টা প্রথম কয়েকদিনের জন্যই! আফ্রিকা ভ্রমনের জন্...
03/10/2024

এখন থেকে ইনশাআল্লাহ #আফ্রিকা ট্রিপ হবে খুব সহজেই!
বাই ওয়ান গেট ওয়ানের অফার টা প্রথম কয়েকদিনের জন্যই! আফ্রিকা ভ্রমনের জন্য রেডি হন সবাই।

আগামী ২ নভেম্বর ঢাকা থেকে চালু হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইনসের ফ্লাইট।
ঢাকা ও ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার মধ্যে যাত্রী পরিবহনের মধ্য দিয়ে শুরু হবে এই ফ্লাইট। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট রান হবে।

ইথিওপিয়ান এয়ারলাইনস চালু হলে দক্ষিণ আফ্রিকাসহ ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন গন্তব্যে আকাশপথে বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ হবে। আদ্দিস আবাবায় ট্রানজিট দিয়ে দক্ষিণ আফ্রিকার ৬২টি এবং ইউরোপ, আমেরিকার আরও শতাধিক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের যাত্রীরা।

আগে ঢাকা থেকে আফ্রিকার দেশগুলোতে সরাসরি কোনো ফ্লাইট ছিল না।
এখন অত্যাধুনিক বোয়িং বি৭৮৭ ড্রিমলাইনার দিয়ে সরাসরি ইথিওপিয়া যাওয়া যাবে।


#ইথিওপিয়ান_এয়ারলাইন্স

🇻🇳ভিয়েতনাম 🇸🇬সিঙ্গাপুর & 🇲🇾মালয়েশিয়া  ভ্রমন     ৯ রাত ৯ দিন কম্বো প্যাকেজ 🌄💰 সিঙ্গেল প্যাকেজ : ১,১০,০০০/- টাকা জনপ্রতি।...
01/10/2024

🇻🇳ভিয়েতনাম 🇸🇬সিঙ্গাপুর & 🇲🇾মালয়েশিয়া ভ্রমন
৯ রাত ৯ দিন কম্বো প্যাকেজ 🌄

💰 সিঙ্গেল প্যাকেজ : ১,১০,০০০/- টাকা জনপ্রতি।

☎️ যোগাযোগ
wa.me/8801997721449

✅প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত
🔷ঢাকা-ভিয়েতনাম এয়ার টিকিট+৩ দেশের ভিসা।
🔷 ভিয়েতনাম - সিঙ্গাপুর এয়ার টিকিট ।
🔷 সিঙ্গাপুর - মালয়েশিয়া এসি বাস টিকেট।
🔷 মালয়েশিয়া - ঢাকা এয়ার টিকিট।
🔷 ৩ রাত ভিয়েতনাম+২ রাত সিঙ্গাপুর স্ট্যান্ডার্ট মানের হোটেল।
🔷 3 রাত মালয়েশিয়া 3-5 স্টার হোটেলে থাকা।
🔷 গাইড সার্ভিস।

❌ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত না

♦️সকল খাবার।
♦️ সিটি ট্যুর খরচ।
♦️ কোন ধরনের রাইড/এন্ট্রি ফি 🎡💰
♦️ ব্যাক্তিগত খরচ 💰
♦️ এডভেঞ্জার এক্টিভিটি খরচ 🪂
♦️ অন্যান্য কোনো খরচ

🇻🇳ভিয়েতনাম 🇸🇬সিঙ্গাপুর & 🇲🇾মালয়েশিয়া  ভ্রমন                 ৯ রাত ৯ দিন কম্বো প্যাকেজ💰 সিঙ্গেল প্যাকেজ : ১,১০,০০০ /- টা...
24/09/2024

🇻🇳ভিয়েতনাম 🇸🇬সিঙ্গাপুর & 🇲🇾মালয়েশিয়া ভ্রমন
৯ রাত ৯ দিন কম্বো প্যাকেজ

💰 সিঙ্গেল প্যাকেজ : ১,১০,০০০ /- টাকা জনপ্রতি।

☎️ যোগাযোগ
wa.me/8801997721449

✅প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত
🔷ঢাকা-ভিয়েতনাম এয়ার টিকিট+৩ দেশের ভিসা।
🔷 ভিয়েতনাম - সিঙ্গাপুর এয়ার টিকিট ।
🔷 সিঙ্গাপুর - মালয়েশিয়া এসি বাস টিকেট।
🔷 মালয়েশিয়া - ঢাকা এয়ার টিকিট।
🔷 ৩ রাত ভিয়েতনাম+২ রাত সিঙ্গাপুর স্ট্যান্ডার্ট মানের হোটেল।
🔷 3 রাত মালয়েশিয়া 3-5 স্টার হোটেলে থাকা।
🔷 গাইড সার্ভিস।

❌ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত না

♦️সকল খাবার।
♦️ সিটি ট্যুর খরচ।
♦️ কোন ধরনের রাইড/এন্ট্রি ফি 🎡💰
♦️ ব্যাক্তিগত খরচ 💰
♦️ এডভেঞ্জার এক্টিভিটি খরচ 🪂
♦️ অন্যান্য কোনো খরচ

17/09/2024

কুয়ালালামপুর সিটি থেকে কুয়ালালামপুর ইন্টার্ন্যাশনাল এয়ারপোর্ট ৬৫ কিলোমিটার দূরে।
বাসে যেতে সময় লাগলো মাত্র ৪৫ মিনিট।
সুন্দর এসি বাস ভাড়া মাত্র ১৫ রিঙ্গিত।

এতো বড় এসি বাসের এক্সপ্রেসওয়ের টোল দিলো মাত্র ২.৫ রিঙ্গিত!(৭০ টাকা)
অথচ আমাদের দেশের এক্সপ্রেসওয়ে কিংবা ব্রিজের টোল দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়! এর থেকে কয়েকগুন টোল দিতে হয় প্রাইভেট কার বা বাইকেরই; বাসের কথা নাই বললাম!

যাই হউক, আলহামদুলিল্লাহ আমাদের সিঙ্গাপুর এবং মালোয়েশিয়া ট্রিপ সাক্সেসফুলি সম্পন্ন হয়েছে।
এবং এই মাসের লাস্টে আমাদের আরেকটা ট্রিপ আছে, নামমাত্র খরচে! (বিস্তারিত জানতে ইনবক্সে টোকা দিন)

আলহামদুলিল্লাহ আমাদের সিঙ্গাপুর এবং মালোয়েশিয়া ট্রিপ প্রায় শেষের দিকে।এই মুহুর্তে আছি, জামেক মসজিদে..রাতের জামেক মসজিদ.....
03/09/2024

আলহামদুলিল্লাহ আমাদের সিঙ্গাপুর এবং মালোয়েশিয়া ট্রিপ প্রায় শেষের দিকে।

এই মুহুর্তে আছি, জামেক মসজিদে..
রাতের জামেক মসজিদ..


Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rihla Al Safar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share