SURE TRIP BD

SURE TRIP BD বিমান টিকেট। ট্যুর প্যাকেজ ।ভিসা প্রসেসিং

26/07/2025

প্রচলিত কিছু মূর্খ কনটেন্ট ক্রিয়েটর / সিঙ্গাপুর কর্মী / ভাইরাল ব্যাক্তি বর্গ ফেসবুক পেইজে ভূয়া কিছু নিউজ ছড়াচ্ছে।
তাদের ভাষ্যমতে, দালালরা টাকা খেয়ে BMET কার্ড দিচ্ছে। নতুন নিয়ম সব দালালদের কারনে করা হয়েছে। ট্রেনিং সার্টিফিকেট এখানে ও দালালদের হাত ইত্যাদি।।

১। প্রথম উত্তর হলো এখানে কোন দালালি অপশন নাই। সরকার যে নিয়মে ক্লিয়ারেন্স কার্ড আবেদন করতে বলছে সে নিয়মেই আপনাকে কার্ড পেতে হবে।
২। ট্রেনিং সরকারি ভাবে দেয়া হচ্ছে, সেখানে ৩০০ টাকার মতো ভর্তি ফি, আপনি ক্লাস করবেন না, দালাল দিয়ে টাকা দিয়ে ঘুষ দিয়ে সার্টিফিকেট বের করবেন, সেটা আপনার ব্যাক্তিগত সমস্যা।
সরকার আপনাকে বলেনাই ঘুষ দিয়ে সার্টিফিকেট নিতে।

বি:দ্র: নতুন নিয়ম অনুযায়ী Rims সার্ভারে BMET CLEARANCE CARD এর জন্য অনলাইন সাবমিট করতে বলা হয়েছে, যেখানে পুরাতন কর্মীদের ও ট্রেনিং সার্টিফিকেট বাধ্যতামূলক।
এই অবস্থা তে প্রবাসীদের হয়রানী বাড়ছে।।
সরকারের উচিত এই পদ্ধতি বন্ধ করে দ্রুত রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের বিদেশ গমন সহজ করা।

এটা এখন সময়ের দাবী

21/07/2025

অনলাইনে ফাইল জমা হয়রানি বন্ধে শান্তিপূর্ন আন্দোলন চলছে

20/07/2025

📢 বিজ্ঞপ্তি
━━━━━━━━━━━━━━━━━━━

✈️ সিঙ্গাপুরগামী যাত্রীদের জন্য জরুরি ঘোষণা!

BMET-এর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী —
সিঙ্গাপুরগামী নতুন ও পুরাতন সকল যাত্রীর জন্য এখন থেকে:

✅ ৩ (তিন) দিনের PDO ট্রেইনিং বাধ্যতামূলক
✅ ট্রেইনিং শেষে সার্টিফিকেট প্রাপ্তির পর
👉 BMET Clearance Card (ম্যানপাওয়ার কার্ড) ইস্যু করা হবে

🚫 এই নিয়মে কোনো বিকল্প বা ব্যতিক্রম অপশন নেই।
━━━━━━━━━━━━━━━━━━━
📣 অনুরোধ:

🔸 দ্রুত ট্রেইনিং গ্রহণের ব্যবস্থা করুন।
🔸 ম্যানপাওয়ার কার্ড ছাড়া বিমান টিকিট অগ্রিম ক্রয় করবেন না।
━━━━━━━━━━━━━━━━━━━

শুভেচ্ছান্তে,
🛫 শিউর ট্রিপ বিডি
“থাকুন নিশ্চিত, উড়ুন নিশ্চিন্তে।”

📞 যোগাযোগ: 01820083627
📍 ঠিকানা: 431, Bhuiyan Shopping Complex, Ashkona, Dhaka – 1230
🌐 ওয়েবসাইট: www.suretripbd.com

পাসপোর্টের কভার পেইজে ইলেকট্রনিক চিপ থাকে। যা দিয়ে অটো ইমিগ্রেশন করা হয়। দয়া করে এ-ই অংশে কোন প্রকার লেভেল/ স্টিকার না ল...
12/07/2025

পাসপোর্টের কভার পেইজে ইলেকট্রনিক চিপ থাকে। যা দিয়ে অটো ইমিগ্রেশন করা হয়। দয়া করে এ-ই অংশে কোন প্রকার লেভেল/ স্টিকার না লাগানোর জন্য অনুরোধ করা হলো। এতে আপনার যাত্রী ইমিগ্রেশন জটিলতা হতে পারে। এবং চিপ নষ্ট হয়ে যেতে পারে।
অনুরোধক্রমে - Sure Tip Bd

এই পোষ্ট টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমাদের থেকে টিকেট নেন। কিংবা ট্রাভেল এজেন্সি নিয়ে যাদের  সঠিক ধারনা নাই। ১...
11/07/2025

এই পোষ্ট টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমাদের থেকে টিকেট নেন। কিংবা ট্রাভেল এজেন্সি নিয়ে যাদের সঠিক ধারনা নাই।

১। প্রথমে বলবো, সবাই মনে করেন যে আয়াটা থেকে টিকেট আমরা বাঁকিতে করি, মানে এয়ারলাইন্স আমাদের বাঁকিতে টিকেট দেয়, সেই সুবাদে আমরা ও আপনাদের বাকি দিবো / দেই। এজন্য আয়াটা ডেটে পেমেন্টের জন্য প্রেসার করি।

উত্তর : না, এয়ার লাইন্স কখনো বাঁকিতে টিকেট সেল করেনা। আমাদের ও বাঁকিতে দেয় না। আয়াটা একাউন্ট ওয়ালেটে অগ্রিম টাকা জামানত রাখতে হয়৷ এবং সমপরিমাণ টাকার টিকেটের লিমিট / ক্যাপিং দেয়া হয়। আপনার লিমিটের বাইরে ১ টাকার অতিরিক্ত টিকেট দিবেনা৷ সুতরাং আয়াটা এজেন্সিকে বাকিতে দেয়ার অপশন নাই। প্রশ্ন হলো আমরা কেনো দেই, আমরা আপনাকে দেই দুইটা কারনে,
১। আপনি যদি রেগুলার কাস্টমার হোন, ২। আপনার কাছে পুরো টাকা নাই৷
আপনি এখন ৩০% দিলেন বাকিটা ২/৩ দিন পর দিবেন এমন। আপনাকে সহোযোগিতা করার জন্য বাকি দেয়া। অপরদিকে অনেকে আছেন, আদম ব্যবসায়ী, যাত্রীর থেকে টাকা পেয়ে পরিশোধ করবেন, সেই সুবাদে। এছাড়া বাকি দেয়ার অপশন নাই। এটাই কাহিনি। আয়াটা তার ডেট অনুযায়ী পেমেন্ট নেয়। সময় মতো টাকা না দিলে আইডি ব্লক করে দেয়, তখন আমাদের টিকেট করা ই বন্ধ হয়ে যাবে। তাই আমরা পেমেন্টের জন্য আপনাদের প্রেসার করি।

২। আরেকটা প্রশ্ন সবার ই, এজেন্সি মানেই দালাল। তারা টাকা মেরে দেয়, টিকেটের টাকা ফেরৎ দেয়না ইত্যাদি।
উত্তর : এজেন্মি মানে দালাল না। আগে বুঝতে হবে কি এজেন্সি। ভিসা এজেন্সি, টিকেট এজেন্সি, হজ্ব এজেন্সি, ইত্যাদি।
আদম বেপারি এজেন্সি যারা তাদের মাঝে দুষ্ট লোক অনেক, আপনারা ও ইউরোপের কথা শুনলে লাফিয়ে পড়েন। এ-ই সুযোগ টা দুষ্টু লোকেরা কাজে লাগায়, প্রতারিত হোন।
আমরা টিকেট এজেন্সি, টিকেটের কিছু রুলস থাকে, সে রুলস অনুযায়ী টিকেটের রিফান্ড রিইস্যু সুবিধা দেয়া হয়। যেমন বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, এগুলোতে ফ্লাইট মিস করলে ও রুলস অনুযায়ী ফি দিয়ে টিকেট রিইস্যু করে পুনরায় যাওয়া যায়। আবার এয়ার এরাবিয়া, ইন্ডিগো এসব LCC বিমান কোন কনসিডার করেনা। ফ্লাইট মিস করলে ও-ই টিকেট রিইস্যু করার পারমিশন দেয় না কিছু আছে টেক্সের টাকা দেয়, কিছু বিমান কোন কিছুই দেয় না। সুতরাং রুলসের উপরে অনেক কিছু নির্ভর করে। আপনি টিকেট ক্রয়ের পূর্বে অবশ্যই রুলস জেনে নিবেন৷ না জেনে দোষারোপ করবেন না। আমরা মুলত রুলস মেনে বিজনেস করি, যাত্রী তথ্য জানতে চাইলে বলে দেই। অবশ্য কিছু দুষ্টু এজেন্সি আছে, তারা গড়িমসি করে।

৩। কমিশন বেশি কম হয় কেনো। আসলে কি কেউ বেশি লাভ করে? আর সব এজেন্সির কমিশন সমান না কেনো? আর অনলাইনে সস্তা প্রাইস কেনো।

উত্তর হলো : কমিশন কম বেশি হবার পিছনে অনেক কারন আছে। আর লাভ কম বেশি নির্ভর করে এজেন্সি মালিকের ইচ্ছার উপর, সেটা আপনি দেখতে যাবেন না৷ আপনার দেখা জরুরি আফটার সেল সার্ভিস কেমন। অর্থাৎ এজেন্সি আপনাকে কি ধরনের সহায়তা করে টিকেট ক্রয় করার পর। যেমন রিফান্ড, রিইস্যু সুবিধা ঠিকমত দেয় কিনা। আপনার নিরাপদ যাত্রা এনশিউর করে কিনা৷ বিপদে পড়লে সাপোর্ট দেয় কিনা। এসব বিষয়ে গুরুত্ব দিন। লাখ লাখ টিকেট ৫০০ /১০০০ কম বেশি হতেই পারে। কিন্ত এ-ই ১ হাজার টাকা সেভ করতে গিয়ে অনেকে অনলাইনে টিকেট ক্রয় করে ধরা খান৷ কিছু টিকেট এক্সচেঞ্জ সুবিধা থাকলে ও অনলাইন কোম্পানি গুলো নন-রিফান্ডেবল বলে বিক্রি করে, এটা এক ধরনের প্রতারণা। তাছাড়া আরো অনেক ৬/৯ করে থাকে অনলাইন কোম্পানি গুলো। এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। হাতে নাতে তাদের ধরেই বিজনেস শিখেছি। তাই টপিক লম্বা করতে চাইনা৷ অনলাইন কোম্পানি গুলো লস দিয়ে ও টিকেট সেল করে, কেনো করে সেটা অনেক কাহিনি৷ ওদের নিজ মুখেই আমাকে বলেছে তারা লোকসান দিয়ে সেল করতেছে।
কেউ কেউ আছে কালো টাকা সাদা ও করে এ-ই লস সিস্টেমে।
আরেকটা প্রশ্ন কমিশন কম বেশি কেনো৷ এটা বোঝাতে গেলে আপনাকে এজেন্সি বিজনেস করতে হবে, তবু সংক্ষেপে উদাহরণ দিয়ে বলি।
যেমন সবজির আড়ৎ কাওরান বাজারে সেই রেটে আপনি শসা কিনবেন, মিরপুর, পুরান ঢাকায় সেই দরে পাবেন না। আবার নরসিংদীতে আরেক দর পাবেন। এর কারন একেক জনের একেক রেটে কেনা। সেজন্য দামের পার্থক্য। মুনাফা ও কম বেশি করে।
আপনি সেখান থেকে ১ কেজি কিনলে যে দাম পাবেন, এক মণ কিনলে তার চেয় ৫/১০% কমে পাবেন। কারন পাইকারী বা অধিক ক্রেতাকে তারা কমিশন কম ধরে। এয়ারলাইনস ও তেমন। বড় এজেন্সি কে যে সুবিধা দিবে ছোট এজেন্সি কে সেই সুবিধা দিবেনা। যারা মাসে ১৫ কোটি টাকা সেল করে, আর যারা দেড় কোটি সেল করে তারা সমান ভ্যালু পাবেনা এটাই স্বাভাবিক। যার সেলস বেশি এয়ারলাইন্স তাকে সুবিধা ও দিবে বেশি। এখন আপনার কথা হলো, সবাই যদি বড় এজেন্সি থেকে টিকেট করলে তো হয়। এর উত্তর হলো সবাইকে প্রতিষ্ঠিত হতে হলে সব এজেন্সির টিকেট করতে হবে৷ আর বড় এজেন্সির কোটা শেষ হলে পরে কি টিকেট করা বন্ধ রাখবেন, নাকি টিকেট করতে হবে৷ তখন অবশ্যই ছোট এজেন্সির টিকেট করা লাগবে৷ এয়ারলাইন্স সব কোটা বড় এজেন্সি কে ও দিবেনা, কারন তখন বড় এজেন্সি একা সিন্ডিকেট করবে। তাই সব এজেন্সির টিকেট করার স্বাধীনতা দেয়া হয়েছে, কোটা সিস্টেম আছে। তাই কমিশন নিয়ে প্রশ্ন করা বোকামি। কারন সেলসের পিছনে অনেক কাহিনি থাকে, সব বুঝতে হলে আপনাকে ও আয়াটা মালিক হতে হবে।
আশা করছি ৫০০/ ১০০০ টাকা কমবেশি ছেচড়ামি করে রিস্ক নিবেন না৷ আমরা কম টাকায় আপনাকে টিকেট দিতে গেলে আমাদের ও ঐ ঝামেলার টিকেট গুলা খোঁজা লাগে। তখন একটা ঝামেলা হলে আপনি আমাকেই বাটপার বলবেন, আমার সাপ্লাইয়ার যে কন্ডিশনে টিকেট দিছে সেটা মানতে চাইবেন না।

বি:দ্র: সংক্ষেপে লিখতে গিয়ে কিছু বিষয়ে গুছিয়ে লেখা হয়নি৷ আরো প্রশ্ন থাকলে আমাদের বলুন। আমরা জানাতে চেষ্টা করবো

আপনাদের সেবায়।
শিউর ট্রিপ বিডি
থাকুন নিশ্চিত, উড়ুন নিশ্চিন্তে।

সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি নিবন্ধন নং- ০০১৫৬৮৩।
অফিস : ৪৬১/ ভুঁইয়া শপিং কমপ্লেক্স, আশকোনা, হাজীক্যম্প, এয়ারপোর্টে, ঢাকা-১২৩০।
Phone: 01820083627, Office: 01932484003
www.suretripbd.com

ইন্টেরিয়র ডেকোরেশন সহ ট্রাভেল এজেন্সি অফিসটি ভাড়া+ ডেকোরেশন বিক্রয় হবে।বিস্তারিত : 01932484003ঠিকানা: ভূইয়া শপিং কমপ্লেক...
19/05/2025

ইন্টেরিয়র ডেকোরেশন সহ ট্রাভেল এজেন্সি অফিসটি ভাড়া+ ডেকোরেশন বিক্রয় হবে।
বিস্তারিত : 01932484003
ঠিকানা: ভূইয়া শপিং কমপ্লেক্স, আশকোনা,। এয়ারপোর্টে হইতে ৩/৫ মিনিট পায়ে হেটে।
সরাসরি কথা বলতে অফিসে চলে আসুন।

*শিউর ট্রিপ বিডি দিচ্ছে সিঙ্গাপুরের স্পেশাল সার্ভিস* # সিঙ্গাপুরের সকল ম্যানপাওয়ার (BMET)কার্ড মাত্র তিন কর্ম দিবসে। # ...
15/05/2025

*শিউর ট্রিপ বিডি দিচ্ছে সিঙ্গাপুরের স্পেশাল সার্ভিস*

# সিঙ্গাপুরের সকল ম্যানপাওয়ার (BMET)কার্ড মাত্র তিন কর্ম দিবসে।
# সিঙ্গাপুর এয়ারলাইন্স SQ স্পেশাল গ্রুপ টিকেট।
# সিঙ্গাপুরের টুরিস্ট ভিসা ও কম খরচে হোটেল বুকিং।

ফোন: +88 01820083627
+88 01932484003

ঠিকানা: ৪৩১, ভূইয়া শপিং কমপ্লেস, আশকোনা এয়ারপোর্ট, হাজী ক্যাম্প,ঢাকা - ১২৩০

ইমেইল : [email protected]
ওয়েবসাইট : www.suretripbd.com

সাময়িক সময়ের জন্য নভোএয়ার বন্ধ হয়ে গেলো। যতদুর জানা গেছে তারা এয়ারক্রাফট বিক্রি করে দিবে এবং বিনিয়োগকারী পেলে ইন্টারন্য...
03/05/2025

সাময়িক সময়ের জন্য নভোএয়ার বন্ধ হয়ে গেলো। যতদুর জানা গেছে তারা এয়ারক্রাফট বিক্রি করে দিবে এবং বিনিয়োগকারী পেলে ইন্টারন্যাশনাল রুট সহ নতুন ভাবে ফিরবে।
Miss you NOVOAIR
আমার জীবনের প্রথম ফ্লাইট ছিলো নভোএয়ারে।
আশা করছি নতুন রুপে ফিরবেন।

সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।থাকুন নিশ্চিত, উড়ুন নিশ্চিতে।
30/03/2025

সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

থাকুন নিশ্চিত, উড়ুন নিশ্চিতে।

দেশের সেরা দামে,  সবচেয়ে কমে এ-র চেয়ে কমে বাংলাদেশে কোথাও পাবেন না।  Singapore   Colombo   Doha   Penang Malaysia  India...
10/02/2025

দেশের সেরা দামে, সবচেয়ে কমে
এ-র চেয়ে কমে বাংলাদেশে কোথাও পাবেন না।

Singapore
Colombo
Doha
Penang Malaysia
India
Nepal
Combodia
Riyad, Dammam, Jed

Other All indigo Line.

সবাইকে ইংরেজি নব-বর্ষের শুভেচ্ছা
31/12/2024

সবাইকে ইংরেজি নব-বর্ষের শুভেচ্ছা

বিঞ্জপ্তি১লা জানুয়ারী ২০২৫ ইং হইতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু রিয়াদগামী সকল ফ্লাইট তিন নম্বর টার্মিনাল থেকে অপ...
29/12/2024

বিঞ্জপ্তি

১লা জানুয়ারী ২০২৫ ইং হইতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু রিয়াদগামী সকল ফ্লাইট তিন নম্বর টার্মিনাল থেকে অপারেট হবে। যে সকল যাত্রীদের রিয়াদের ফ্লাইট আছে তারা কমপক্ষে চার ঘন্টা আগে টার্মিনালে উপস্থিত থাকবেন।

যেহেতু নতুন টার্মিনাল থেকে ফ্লাইট অপারেট হবে,তাই সময় নিয়ে বের হবেন। এছাড়া ঢাকার রাস্তায় এখন জ্যাম প্রচুর।

আপনার ভ্রমন নিরাপদ হোক।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SURE TRIP BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SURE TRIP BD:

Share