Netro Tours and Travels

Netro Tours and Travels 2508, Zaman Tower, (5th Floor) 100 Fit Road, Vatara, Dhaka-1212

একজন অদক্ষ শ্রমিক কীভাবে দক্ষ হয়ে নিরাপদ ও কম খরচে বিদেশে যেতে পারেন✅ কাজ বেছে নিন:যেমন—ইলেকট্রিক, প্লাম্বার, সেফটি, কুক...
23/04/2025

একজন অদক্ষ শ্রমিক কীভাবে দক্ষ হয়ে নিরাপদ ও কম খরচে বিদেশে যেতে পারেন

✅ কাজ বেছে নিন:
যেমন—ইলেকট্রিক, প্লাম্বার, সেফটি, কুক, ওয়েল্ডার, ওয়েল্ডিং, ড্রাইভার

✅ স্কিল শিখুন:
স্থানীয় ট্রেনিং সেন্টার থেকে দক্ষতা অর্জন করুন। হাতে-কলমে কাজ শিখুন।

✅ সার্টিফিকেট সংগ্রহ করুন:
আপনার শেখা স্কিলের প্রমাণ হিসেবে ট্রেনিং ও অভিজ্ঞতার সার্টিফিকেট নিন।

✅ ভাষা শিখুন:
বেসিক ইংরেজি বা টার্গেট দেশের ভাষায় দক্ষতা অর্জন করুন।

✅ সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্রস্তুুতি নিন:
দালালের খপ্পরে না পড়ে সরকারি অনুমোদিত এজেন্সির সাহায্য নিন।

✅ নিজের কাগজপত্র ঠিক রাখুন:
পাসপোর্ট, সার্টিফিকেট, মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স—সব নিজে বুঝে রাখুন।

ভবিষ্যৎ গড়তে চান বিদেশে? আগে নিজের দক্ষতা গড়ুন!
কারণ—
অদক্ষ → দক্ষ → স্বীকৃত → বিদেশ
এই রাস্তাই আপনার স্বপ্ন পূরণের পথ।

Follow করুন: Netro Tours and Travels
দক্ষতা, সঠিক তথ্য ও বিদেশ যাত্রার গাইডলাইন নিয়মিত পেতে।

#বিদেশযাত্রা #দক্ষতাই_সফলতা #প্রবাসজীবন ে_বিদেশে #ভবিষ্যতের_প্রস্তুতি #কাজ_শেখুন_দেশ_গড়ুন

26/01/2025

💥আপনার স্বপ্নের গন্তব্য আমাদের সঙ্গে শুরু হোক!

✅নেত্র ট্যুরস এন্ড ট্রাভেলস নিয়ে এলো নিরাপদ, সহজ, এবং দ্রুত ভিসা প্রসেসিং সেবা।
আপনার ভবিষ্যৎ গড়তে এখনই বেছে নিন আমাদের পেশাদার পরিষেবা।

🔸 সুবিধাসমূহ:
✔️ ফ্যাক্টরি ভিসা
✔️ রেস্টুরেন্ট ভিসা
✔️ ইনডোর ক্লিনার ভিসা
✔️ ফ্রি ভিসা প্রসেসিং
✔️ হজ ও ওমরা সম্পূর্ণ প্যাকেজ

আপনার গন্তব্য হতে পারে সৌদি আরব, কাতার, বা রাশিয়া – আমরা আছি আপনার পাশে।

🔹 ঠিকানা:
Basis overseas RL972
House #33, Unit-B3 (Lift-3), Road # 1/A, Block-J, Baridhara, Dhaka

📞 যোগাযোগ করুন:
📱 What'sapp : 01711-701866 | 01611-795138

🌐 আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:
What'sapp Group: https://chat.whatsapp.com/LVbhjbgBXk7Brso5lVovCq

নেত্র ট্যুরস এন্ড ট্রাভেলস – আপনার স্বপ্ন পূরণের সেরা সঙ্গী।

13/12/2024

বিমান বন্দরে যা কখনও করনীয় নয়! ✈
১. বোম আছে’, ‘উড়িয়ে দেব’ এমন কৌতুক কখনোই নয়!
২.লাগেজে তরল পদার্থ বহনে নিয়ম মানুন!
৩.নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝামেলায় গিয়ে লাভ নেই!
৪.বিমানবন্দরের নিরাপত্তা কুকুর থেকে সাবধান!
৫.নিরাপত্তাকর্মীদের পার হওয়ার সময় অস্বাভাবিক আচরণ নয়!
৬.বিমানবন্দরে বা বিমানে সানগ্লাস পরবেন না!
৭.লাইন ভাঙবেন না!
৮.উচ্চ শব্দে ভিডিও দেখা বা গেম খেলা নয়!
৯.মেজাজ হারানো যাবে না!
১০.বিমানবন্দরের নারী কর্মীর সঙ্গে খাতির জমানো নয়!
১১.অপেক্ষা করতে গিয়ে ঘুমানো যাবে না!
১২.মাতাল হওয়া যাবে না!
১৩.হাতেই রাখুন বোডিং পাস ও পরিচয়পত্র!
১৪.বেল্ট, ঘড়ি, জ্যাকেট ও জুতা খোলার জন্য তৈরি থাকুন!
১৫.সঠিক লাইন খুঁজে নিন!
১৬.বিমানবন্দরের নিয়মকানুন বারবার পড়ুন!
১৭.ফ্লাইটের জন্য সদা প্রস্তুত!
১৮.হাসিঠাট্টার মাত্রা বজায় রাখুন!
১৯.বিমান দেরি হওয়ার জন্য প্রস্তুত থাকুন!

বিদেশে যাওয়ার সময় যাত্রাপথে করনীয় কাজ সমূহ🧳করনীয় কাজ সমূহ- বিদেশে যাওয়ার পথে যা যা নিতে হবে তার একটি তালিকা তৈরি কর...
02/11/2024

বিদেশে যাওয়ার সময় যাত্রাপথে করনীয় কাজ সমূহ

🧳করনীয় কাজ সমূহ

- বিদেশে যাওয়ার পথে যা যা নিতে হবে তার একটি তালিকা তৈরি করুন।

- যে ব্যাগটি বিমানে নিজের সাথে রাখবেন সেখানে টাকা-পয়সা, গহনা, ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র রাখুন এবং যে ব্যাগটি বিমানের লকারে দিবেন, সেটির ওজন পরীক্ষা করবেন এবং ২০ কেজির মধ্যে ওজন রাখবেন ।

- ব্যাগটি দড়ি বা প্যাকিং টেপ দিয়ে শক্ত করে বেধে নিতে হবে, যাতে যাত্রাকালীন সময়ে ব্যাগ ছিঁড়ে না যায়। ভ্রমণের জন্য হালকা কিন্তু শক্ত উপাদান দিয়ে তৈরি এবং ভাল তালার ব্যবস্থাসহ ব্যাগ কিনবেন ।

- প্রতিটি ব্যাগে নাম, ঠিকানা ও ফোন নাম্বার লিখেবেন।

- কখনোই ধারালো বস্তু, যেমন- বেড, কাঁচি, ছুরি ইত্যাদি সিকিউরিটি চেকের সময় ধরা পড়ে এবং ফেলে দেয়া হয়। তাই নিষিদ্ধ কোনো জিনিস যেমন- আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকজাতীয় পর্দাথ, নিষিদ্ধ মাদক ও ড্রাগ, আগুন ধরে এমন তরল পর্দাথ (লাইটার), দুর্গদ্ধ বের হয় এমন পদার্থ, মাংস, দুধ, ডিম ও অন্যান্য পোল্ট্রিজাতীয় খাবার , ফুল, ফল, সবজি, পান, গুল, সাদাপাতা ইত্যাদি ব্যাগে নিবেন না। এছাড়াও প্লেন ও এয়ারপোর্টে ধূমপান এবং প্লেনে মোবাইল ফোন ও ট্রানজিষ্টার রেডিও ব্যবহার করা নিষেধ।

- অপরিচিত ব্যক্তির দেয়া কোন জিনিসই বহন করবেন না ।

👮‍♂️ইমিগ্রেশন

-কাউন্টারে প্রার্থীর পাসপোর্ট, ভিসা, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র ইত্যাদি পরীক্ষা করে সঠিক থাকলে তবেই পাসপোর্ট সিলমোহর করে প্রার্থীকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হয় এবং সেখানে বিমানে আরোহণের পূর্ব পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইমিগ্রেশনের সামনে লাইন দিয়ে দাঁড়ান এবং আপনার পাসর্পোট, ভিসা, ইমিগ্রেশন ও কাষ্টমস ফরমসহ তৈরী থাকুন। অফিসার আপনার সপোর্টে ওই দেশে যাওয়ার তারিখসহ সিল দিয়ে দিবে।

✈️ বিমানে যা করবেন

- বিমানে আরোহণের পূর্বে ইংরেজি ও বাংলায় মাইক্রোফোনে ঘোষনা করা হবে এবং ডিসপ্লে বোর্ড ও টেলিভিশন মনিটরে দেখানো হবে।

- ঘোষণার পরই বোর্ডিং-কার্ড হাতে নিয়ে বিমানের দিকে অগ্রসর হতে হয়।

🍁বিদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে করনীয়

বিদেশে পোঁছানোর পর বিমানবন্দরে বেশ কিছু কাজ থাকে, যেগুলো সম্পর্কে ঠিক মত জানা না থাকলে হতে হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন। তাই জেনে নিন, বিদেশে পোঁছানোর পর বিমানবন্দরে করণীয় কাজ গুলো-

১) ব্যাগ সংগ্রহ

ব্যাগ সংগ্রহের জন্য কনভেয়ার বেল্টের সামনে দাঁড়াতে হবে। কনভেয়ার বেল্টের ওপর আপনার ফ্লাইট নাম্বার দেয়া থাকবে, সেটা খেয়াল করতে হবে।

২) কাষ্টমস

আপনার কাষ্টমস ডিক্লারেশন ফরম সাথে রাখুন এবং কাষ্টমস অফিসার চাইলে তা দেখান।

৩) হারানো ব্যাগ খোঁজা

বেল্টে ব্যাগ না পাওয়া গেলে বা ব্যাগ হারিয়ে গেলে সাথে সাথে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানাতে হবে এবং ক্লেইম ফরম পূরণ করতে হবে। প্রয়োজনে তথ্যকেন্দ্রের সহায়তা নিতে পারেবেন। এয়ারলাইন্স আপনার ব্যাগ খুঁজে আপনার ঠিকানায় যোগাযোগ করে আপনার হারানো ব্যাগ আপনার কাছে পৌছে দিবে। না পাওয়া গেলে টিকেটে উল্লিখিত নীতিমালা অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দিবে।

আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাই-বোন দের জন্য সুখবর- MR পাসপোর্ট এমআরপি নবায়নের জন্য দিয়ে যারা দীর্ঘ অপেক্ষার পেরেশ...
31/10/2024

আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাই-বোন দের জন্য সুখবর- MR পাসপোর্ট

এমআরপি নবায়নের জন্য দিয়ে যারা দীর্ঘ অপেক্ষার পেরেশানিতে আছেন,তাদের জন্য বিশেষ সুযোগ এসেছে। চাইলে আপনারা নতুন করে ই-পাসপোর্টের জন্য অনলাইন আবেদন করতে পারবেন।

পাসপোর্ট সংক্রান্ত তথ্য যানতে ইনবক্সে করুন পরামর্শ দিয়ে হেল্প করার করবো ইনশাআল্লাহ।
নিচের নোটিশ খেয়াল করুন⁉️
⬇️

Address

Dhaka
1212

Telephone

+8801711701866

Website

Alerts

Be the first to know and let us send you an email when Netro Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category