Shah Amin Air International

  • Home
  • Shah Amin Air International

Shah Amin Air International Shah Amin Air International is a Authentic and reliable Hazz & Umrah agency. We are providing Hazz service, all kind of Umrah package, and ticketing.

TL-0012344
HL- 0369(Safa Marwa Travels)

আলহামদুলিল্লাহ ৩৫ জনের একটি কাফেলা পবিত্র  ওমরা পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আল্লাহর মেহমানদের সার্বিক তত্ত্বাবধানে র...
19/08/2025

আলহামদুলিল্লাহ ৩৫ জনের একটি কাফেলা পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
আল্লাহর মেহমানদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, চরফ্যাশন উপজেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ সালাউদ্দিন সাহেব।

মক্কায় ২৫ টি হোটেল বন্ধ করলো সৌদি আরব ।
27/07/2025

মক্কায় ২৫ টি হোটেল বন্ধ করলো সৌদি আরব ।

🕋 হজ্জ ২০২৬-এর প্রাক-নিবন্ধন চলছে। আপনি কি পবিত্র হজ্জ পালনে ইচ্ছুক ? তাহলে আজই পবিত্র হজ্জ পালনের প্রথম ধাপ আপনার প্রাক...
24/07/2025

🕋 হজ্জ ২০২৬-এর প্রাক-নিবন্ধন চলছে। আপনি কি পবিত্র হজ্জ পালনে ইচ্ছুক ? তাহলে আজই পবিত্র হজ্জ পালনের প্রথম ধাপ আপনার প্রাক-নিবন্ধন শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর মাধ্যমে সম্পন্ন করুন।

📌 প্রি-রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ এবং ফিঃ
🔸 জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের স্ক্যান কপি
🔸 ০১ কপি ছবি
🔸আপনার সচল ফোন নাম্বার
🔸সরকার নির্ধারিত ফি ৩০,০০০ টাকা

*আপনার পবিত্র হজ্জ যাত্রা হোক শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর সাথে। শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল প্রতিটি সম্মানিত হজযাত্রীদের পবিত্র হজ্জের প্রস্তুতি থেকে শুরু করে পবিত্র হজ্জ সম্পন্ন হওয়া পর্যন্ত সম্পূর্ণ শরিয়াহ্ সম্মত উপায়ে সম্মানিত হাজিদের গাইড এবং যথাযথ সেবা দানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল সর্বদা দাওয়াত, খেদমত, এবং এবাদতের উদ্দেশ্য অবিচল।

*কেন শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল কে বেছে নিবেন?
🔸সরকার অনুমদিত লাইসেন্স।
🔸দীর্ঘ সাত বছর যাবত সম্মানের সহিত পবিত্র হজ কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা।
🔸 হজের পূর্বে সম্মানিত হজযাত্রীদের নিয়া পবিত্র হজের পূর্ব প্রস্তুতিমূলক প্রশিক্ষন ও আলোচনা সভার আয়োজন।
🔸 অভিজ্ঞ মোয়াল্লেম দ্বারা গাইড প্রদান।
🔸 প্যাকেজ অনুযায়ী সর্বোৎকৃষ্ট মানের হোটেল এবং খবারের সুব্যবস্থা।
🔸আরামদায়ক পরিবহনের ব্যবস্থা।
🔸 দ্রুত এবং ঝামেলামুক্ত ভিসা প্রসেসিং।
🔸২৪/৭ প্রয়োজনীয় সহায়তা প্রদান।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📞 +8801722-642146 (WhatsApp, Imo)
📞 +8801716515291 (WhatsApp, Imo)
📩 [email protected]
www.facebook.com/shahaminairint

আল্লাহ আমাদের সবাইকে পবিত্র হজ্জ পালনের তাওফিক দান করুন।

22/07/2025
Shah Amin Air International family are deeply saddened by the tragic aircraft crash in Uttara, Dhaka today. This heartbr...
21/07/2025

Shah Amin Air International family are deeply saddened by the tragic aircraft crash in Uttara, Dhaka today. This heartbreaking incident has taken innocent lives and left many injured.

Our thoughts and prayers are with the victims, their families, and all those affected by this devastating event. We extend our gratitude to the brave emergency responders working on the ground.

May the departed rest in peace, and may the injured recover soon.

আলহামদুলিল্লাহ্, শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর ৭০ জন হাজিসাহেব/সাহেবান অদ্য রাত ১২:২০ মিনিটের সৌদিয়া এয়ারলাইনস এর ফ্লা...
09/07/2025

আলহামদুলিল্লাহ্, শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর ৭০ জন হাজিসাহেব/সাহেবান অদ্য রাত ১২:২০ মিনিটের সৌদিয়া এয়ারলাইনস এর ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ল্যান্ড করেছেন। শাহ্ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে এয়ারপোর্টে সম্মানিত হাজিদের জন্য উষ্ণ অভ্যর্থনা এবং রাতের খাবারের ব্যাবস্থা করার ক্ষুদ্র প্রয়াস।

08/07/2025

আলহামদুলিল্লাহ্, মহান রবের অশেষ মেহেরবানীতে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর হজ্জ ২০২৫ এর সকল কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হলো। চলছে শেষ মুহূর্তের প্রস্ততি, আজ ০৯ জুলাই দুপুর ১৪:৪০ মিনিটের সৌদিয়া এয়ারলাইনস এর ফ্লাইটে সম্মানিত হাজিসাহেব/সাহেবানরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন ইনশাআল্লাহ্।

শাহ্ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর হজ্জ ২০২৫ কার্যক্রম সম্বন্ধে অভিজ্ঞতা শেয়ার করছেন সম্মানিত হাজি জনাব হুসাইন মুহাম্মদ জাকির সাহেব।

01/07/2025

আলহামদুলিল্লাহ্, শাহ্ আমিন এয়ার ইন্টারন্যাশনাল হজ ২০২৫ এর সম্মানিত হাজিদের নিয়ে হজের সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করে, মক্কায় অবস্থান এবং মক্কায় ইসলামের গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দর্শনীয় স্থানগুলো জিয়ারা শেষে বিদায় তাওয়াফের উদ্দেশ্যে পবিত্র হারাম শরিফের মাতাফে। মহান আল্লাহ্ সকল হাজিদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। বিদায় তাওয়াফ শেষে শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর সম্মানিত হাজিদের গন্তব্য সোনার মদিনায়।

26/06/2025

শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর হজ ২০২৫ এর সম্মানিত হাজিদের নিয়ে জেদ্দা সমুদ্র সৈকত পরিদর্শন।

26/06/2025

কাবার গিলাফ পরিবর্তনের দৃশ্য।
কাবার এই চাদর কিসওয়া নামে পরিচিত। আরাফাতের ময়দানের দিন কিসওয়া পরিবর্তনের রেওয়াজ থাকলেও গত তিন বছর যাবত হিজরি মাসের প্রথম দিন ১লা মহরম আল্লাহ র ঘর কাবার গিলাফ পরিবর্তন করা হচ্ছে। বুধবার বাদ আসর কাবার গিলাফ পরিবর্তন করা হয়। ১১ মাসের নিবিড় পরিশ্রমে ১৪১৫ কেজি ওজনের গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়েছে ৮৮৫ কেজি স্বর্ন ও রূপা।

26/06/2025

শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর হজ ২০২৫ এর সম্মানিত হাজীদের নিয়ে মুসলমানদের অন্যতম আবেগের স্থান জাবালে সূর বা সাওর পাহাড় জিয়ারা শেষে মহান রব্বুল আলামিনের নিকট হাজীদের জন্য এবং বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করা হয়।

24/06/2025

তায়েফ জিয়ারা পার্ট ২ঃ
শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর সম্মানিত হাজিদের তায়েফের ইতিহাস পেশ করছেন শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর সম্মানিত সত্বাধিকারী শাহ মোঃ আল আামিন।

তায়েফের ঘটনায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ শহরে গিয়েছিলেন। সেখানে তিনি স্থানীয়দের দ্বারা নির্যাতিত হন এবং পাথরের আঘাতে আহত হন। পরবর্তীতে, তিনি একটি আঙুর বাগানে আশ্রয় নেন, যা মক্কার দুই সরদার উতবা ও শায়বার মালিকানাধীন ছিল। তখন তায়েফের দুই সর্দার ঐ বাগানে রাসূল (সা:) কে এ অবস্থায় দেখতে পায় এবং তাদের মনে হুজুরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাবোধ ও সহানুভূতির সৃষ্টি হয়। ওতবা বিন রাবিয়া ও শায়বা ইতোমধ্যে তাদের এক ঈসায়ী গোলামের মাধ্যমে রাসূলের (সা:) জন্য একটি বড় পাত্রে করে কয়েক থোকা আঙুর পাঠালো এবং মুহাম্মদকে (সা:) তা খাওয়ার জন্য অনুরোধ করতে বলল। ঐ গোলামটির নাম ছিল আদ্দাস। ক্রীতদাস আদ্দাস আঙ্গুরের থোকা রসুলুল্লাহ (সাঃ) কে দেয়ার পর তিনি বিসমিল্লাহ্ বলে খেতে শুরু করলেন।আদ্দাস বললো, খাওয়ার সময় এ ধরণের কথাতো এখানের লোকজনেরা বলে না। রসুলুল্লাহ (সাঃ) বললেন, তুমি কোথাকার অধিবাসী ? তোমার ধর্ম কি ? সে বললো আমার বাড়ি নিনোভায়, আমার ধর্ম ঈসায়ী। রসুলুল্লাহ (সাঃ) বললেন, তুমি পুণ্যশীল বান্দা হযরত ইউনুস এর এলাকার অধিবাসি।আদ্দাস বললো, আপনি ইউনুসকে কিভাবে চিনলেন ? রসুলুল্লাহ (সাঃ) বললেন, তিনি ছিলেন আমার ভাই। তিনি ছিলেন নবী, আমিও নবী। এ কথা শুনে আদ্দাস রসুলুল্লাহ (সাঃ)’র এর প্রতি ঝুঁকে পড়ল এবং তার হাত, পা, মাথায় চুমু দিতে লাগল এবং কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে ঈমানের ঘোষণা দিল।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Shah Amin Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Travel Agency?

Share