24/06/2025
তায়েফ জিয়ারা পার্ট ২ঃ
শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর সম্মানিত হাজিদের তায়েফের ইতিহাস পেশ করছেন শাহ আমিন এয়ার ইন্টারন্যাশনাল এর সম্মানিত সত্বাধিকারী শাহ মোঃ আল আামিন।
তায়েফের ঘটনায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ শহরে গিয়েছিলেন। সেখানে তিনি স্থানীয়দের দ্বারা নির্যাতিত হন এবং পাথরের আঘাতে আহত হন। পরবর্তীতে, তিনি একটি আঙুর বাগানে আশ্রয় নেন, যা মক্কার দুই সরদার উতবা ও শায়বার মালিকানাধীন ছিল। তখন তায়েফের দুই সর্দার ঐ বাগানে রাসূল (সা:) কে এ অবস্থায় দেখতে পায় এবং তাদের মনে হুজুরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাবোধ ও সহানুভূতির সৃষ্টি হয়। ওতবা বিন রাবিয়া ও শায়বা ইতোমধ্যে তাদের এক ঈসায়ী গোলামের মাধ্যমে রাসূলের (সা:) জন্য একটি বড় পাত্রে করে কয়েক থোকা আঙুর পাঠালো এবং মুহাম্মদকে (সা:) তা খাওয়ার জন্য অনুরোধ করতে বলল। ঐ গোলামটির নাম ছিল আদ্দাস। ক্রীতদাস আদ্দাস আঙ্গুরের থোকা রসুলুল্লাহ (সাঃ) কে দেয়ার পর তিনি বিসমিল্লাহ্ বলে খেতে শুরু করলেন।আদ্দাস বললো, খাওয়ার সময় এ ধরণের কথাতো এখানের লোকজনেরা বলে না। রসুলুল্লাহ (সাঃ) বললেন, তুমি কোথাকার অধিবাসী ? তোমার ধর্ম কি ? সে বললো আমার বাড়ি নিনোভায়, আমার ধর্ম ঈসায়ী। রসুলুল্লাহ (সাঃ) বললেন, তুমি পুণ্যশীল বান্দা হযরত ইউনুস এর এলাকার অধিবাসি।আদ্দাস বললো, আপনি ইউনুসকে কিভাবে চিনলেন ? রসুলুল্লাহ (সাঃ) বললেন, তিনি ছিলেন আমার ভাই। তিনি ছিলেন নবী, আমিও নবী। এ কথা শুনে আদ্দাস রসুলুল্লাহ (সাঃ)’র এর প্রতি ঝুঁকে পড়ল এবং তার হাত, পা, মাথায় চুমু দিতে লাগল এবং কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে ঈমানের ঘোষণা দিল।