Boishakhi Holiday

Boishakhi Holiday "With a vision to support the growth of Tourism sector of Bangladesh R&R travel agency has been crea Sonamosjid land port, shibgonj Chapainawabganj

সাজেকে কম দামে ভালো হোটেলের তালিকা ও মোবাইল নামবার । মেঘের রাজ্য সাজেক যেতে চান? বর্ষা, শরৎ ও হেমন্ত এই তিনটি সময়ে পর্য...
08/04/2025

সাজেকে কম দামে ভালো হোটেলের তালিকা ও মোবাইল নামবার ।

মেঘের রাজ্য সাজেক যেতে চান? বর্ষা, শরৎ ও হেমন্ত এই তিনটি সময়ে পর্যটকে গিজগিজ করে এই নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক। কিন্তু, গেলেই তো আর হবে না। গিয়ে থাকবেন কোথায় এটা অনেকের জন্য চিন্তা হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন পর্যটকদের আনাগোনা বেশি থাকে। সেই সমস্যার সমাধানেই আমরা আজকে উপস্থাপন করছি সাজেকের ১৫ টি রিসোর্ট এবং রিসোর্টগুলোর অবস্থান, খরচ ও যোগাযোগ নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা।
সাজেকের সেরা ১৫ টি রিসোর্ট ও কটেজ | সাজেক রিসোর্ট মোবাইল নাম্বার

আলোচনার প্রথমেই দেখে এক নজরে নেই সাজেক রিসোর্ট তালিকা:

রিসোর্ট রুংরাং
সাজেক রিসোর্ট
রুন্ময় রিসোর্ট
মেঘপুঞ্জি রিসোর্ট
মেঘ মাচাং রিসোর্ট
লুসাই কটেজ
জুম ঘর ইকো রিসোর্ট
সাম্পারি রিসোর্ট
আদ্রিকা ইকো রিসোর্ট
ট্রিনিটি রিসোর্ট
মেঘাদ্রি ইকো রিসোর্ট
রুলুই রিসোর্ট
ছায়ানীড় ইকো রিসোর্ট
ম্যাডভেঞ্চার রিসোর্ট
চাঁদের বাড়ি রিসোর্ট

১। রিসোর্ট রুংরাং রিসোর্ট, সাজেক

সাজেকের বেস্ট রিসোর্ট বলা হয় রিসোর্ট রুংরাংকে। চমৎকার ডিজাইনে করা এই রিসোর্টে রয়েছে ৪টি কাপল রুম এবং ৪ টি ডাবল রুম। ছুটির দিন ভেদে এই রুমগুলোর ভাড়া উঠা-নামা করে। ছুটির দিনে কাপল রুমের ভাড়া পড়বে ৩০০০ টাকা এবং ডাবল রুমের ভাড়া ৩৫০০ টাকা। আর অন্যান্য দিনে কাপল রুম গুলো ২৫০০ টাকায় এবং ডাবল রুম গুলো ৩০০০ টাকায় পেয়ে যাবেন।

সুবিধা:

চমৎকার রুমসজ্জা।
পূর্ব পাশে খোলা বারান্দা।
ইলেকট্রনিক সুবিধা।
উন্নতমানের ওয়াশরুম ব্যবস্থা।
রুম সার্ভিস।
রুম এবং বেলকনি থেকেই ভিউ দেখার চমৎকার সুযোগ।

আপনি যদি সাজেক যেয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

01884710723, 01869649817।

এছাড়া আপনি চাইলে সোশাল মিডিয়া ফেসবুকেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
২। সাজেক রিসোর্ট

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাজেক রিসোর্ট সাজেকের অন্যতম সুন্দর একটি রিসোর্ট। সেনাবাহিনী পরিচালিত বলে অন্যান্য রিসোর্টের তুলনায় ভাড়া বেশি হলেও সুযোগ সুবিধাও তেমন মানের। এই রিসোর্টের রুম গুলোর ভাড়া শুরু হয় ১০০০০ টাকা থেকে। সর্বোচ্চ ভাড়া ১৫০০০। এসি ও নন-এসি রুমভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে।

তবে কখনো কখনো ভাড়ার পরিমাণ সামান্য কম বেশি হয়ে থাকে।

সুবিধা:

এসি ও নন-এসি রুম
রুম সার্ভিস
ওয়াই-ফাই নেটওয়ার্ক
খাবারের ব্যবস্থা।
প্রাইভেট বেলকনি।
নান্দনিক রুমসজ্জা।
২৪ ঘণ্টা পানি ও ইলেকট্রনিক সুবিধা।
রুম ও বেলকনি থেকে চমৎকার ভিউ দেখার সুবিধা।

এইসব সুযোগ সুবিধার পাশাপাশি কোনো সেনা কর্মকর্তা বা প্রথম শ্রেণীর সরকারী অফিসারদের জন্য সাজেক রিসোর্টে আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রয়েছে।

আপনি যদি সাজেকের এই রিসোর্টটিতে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

০১৮৫৯০২৫৬৯৪, ০১৮৪৭০৭০৩৯৫, ০১৭৬৯৩০২৩৭০।
৩। রুন্ময় রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি অনিন্দ্য সুন্দর রিসোর্ট হলো রুনময় রিসোর্ট। এটি বাইরে থেকে দেখতে যেমন অসাধারণ তেমনি এর আভ্যন্তরীণ সাজসজ্জাও নজর কাড়বে আপনার। দোতালা এই রিসোর্টটিতে রয়েছে ৫ টি রুম। প্রতিটি রুমে থাকতে পারবেন দুইজন করে। এই রিসোর্টটিও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত। রুনময়ের রুমভাড়া দোতালা এবং নিচতলা ভেদে ভিন্ন হয়। দোতালার কামরা গুলো আপনি ৪৯৫০ অর্থাৎ প্রায় ৫০০০ টাকায় পেয়ে যাবেন। আর নিচতলার কামরা গুলোতে থাকলে চাইলে আপনার গুণতে হবে প্রায় ৪৪৫০ টাকা। তবে আপনি যদি অতিরিক্ত বেড নিতে চান তাহলে দোতালা এবং নিচতলা উভয়ের জন্যই আপনার পকেট থেকে বেরিয়ে যাবে নগদ ৬০০ টি টাকা। এই রিসোর্টের একটি বিশেষ দিক হলো এর সুযোগ সুবিধা ভিআইপি মানের। কিছু সুবিধা আমাদের লেখায় তুলে ধরছি:

সুবিধা:

চমৎকার বাহ্যিক ও রুমসজ্জা।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ এর ব্যবস্থা।
খাবারের ব্যবস্থা।
ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা।
টেলিভিশন দেখার সুবিধা।
অত্যাধুনিক মানের রেস্টরুম ফ্যাসিলিটি।
প্রাইভেট বেলকনি।
বেলকনি থেকে সাজেকের ভিউ দেখার সুযোগ।

আপনি যদি এই রিসোর্টে থাকতে চান তবে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার: ০১৮৬৫৪৭৬৮৮।
৪। মেঘপুঞ্জি রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি চমৎকার রিসোর্ট এর নাম মেঘপুঞ্জি রিসোর্ট। এই রিসোর্টটি এতই চমৎকার যে একবার গেলে মনে হবে থেকেই যাই। এর বিশেষ দিক হচ্ছে, রিসোর্টটি বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরী করা হয়েছে। অন্যান্য রিসোর্টের মতো ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স না বরং চারটি সুন্দর কটেজ দিয়ে এই রিসোর্টটি বানানো। কটেজ গুলোর নামও সাজেকের প্রাকৃতিক সৌন্দর্যের মতো মায়া জড়ানো। মেঘপুঞ্জি রিসোর্টের কটেজ গুলো হলো: তারাশা, পূর্বাশা, রোদেলা, মেঘলা।

এসব কটেজের ভাড়াও ছুটির দিন এবং অন্যান্য দিন ভেদে আলাদা হয়ে থাকে। মেঘপুঞ্জির কটেজ গুলোর মধ্যে তারাশা ব্যতিত বাকি তিনটি কটেজ ছুটির দিনে ৫৫০০ এবং অন্যান্য দিনে ৫০০০ এ পেয়ে যাবেন।

তারাশার জন্য ছুটির দিনে গুণতে হবে ৬০০০ টাকা এবং অন্য দিনগুলোতে ৫৫০০ টাকায় পেয়ে যাবেন।

তবে, এই রিসোর্টটি এতই জনপ্রিয় যে আপনি যদি সাজেক এসে এখানে থাকতে চান তাহলে বুকিং দিতে হবে প্রায়ই মাসখানেক আগে। এই রিসোর্টের সুবিধা গুলো হলো:

সুবিধা:

নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন যা কাঠ, বাঁশ এবং গ্লাস দিয়ে করা।
উন্নত মানের রেস্ট রুম।
ওয়েলকাম ড্রিংকস।
কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
রুম সার্ভিস।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা।
ঘুরে দেখার জন্য বিশাল জায়গা।
রাতে চমৎকার লাইটিং এর ব্যবস্থা।
নিরাপত্তার নিশ্চয়তা।

সাজেকের চমৎকার এই রিসোর্টটাতে থাকতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার :

01815761065
ফেসবুক
ওয়েবসাইট লিংক

৫। মেঘ মাচাং রিসোর্ট, সাজেক

নাম শুনেই মনে হচ্ছে না মেঘ দিয়ে মাচা বানানো হয়েছে বসার জন্য। আসলেও এমনই! জি পাঠক, মেঘ মাচাং রিসোর্টটি সাজেকের আরেকটি জনপ্রিয় রিসোর্ট। সাজেকের রুইলুই পাড়ায় অবস্থিত এই রিসোর্টটিতে রয়েছে ছোটো বড়ো মিলিয়ে পাঁচটি কটেজ।

যার এক্সটেরিয়র ডিজাইন করা হয়েছে বাঁশ এবং কাঠ দিয়ে। এই ডিজাইনের উপর ভিত্তি করে কটেজের ভাড়া কম বা বেশি হয়ে থাকে। বাঁশ নির্মিত কটেজের ভাড়া সাধারণত ৩৫০০ যা ছুটির দিন গুলোতে বেড়ে দাঁড়ায় ৪০০০ এ। আর কাঠের তৈরী কটেজ গুলোর সাধারণ ভাড়া ৪০০০ যা ছুটির দিনে ৪৫০০ তে বৃদ্ধি পায়। এই রিসোর্টের সুবিধা গুলো হলো:

সুবিধা:

চমৎকার বাহ্যিক ও রুমসজ্জা।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ এর ব্যবস্থা।
খাবারের ব্যবস্থা।
আধুনিক সুবিধা সম্পন্ন রেস্টরুম ফ্যাসিলিটি।
প্রাইভেট বেলকনি।
মিজোরাম মুখী বেলকনি থেকে সাজেকের অপূর্ব ভিউ দেখার সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেক ঘুরতে গিয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

০১৮২২১৬৮৮৭৭
ফেসবুক পেজ

৬। লুসাই কটেজ

সাজেকের আরেকটি সুন্দর কটেজ হলো লুসাই কটেজ। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সাজেক রিসোর্ট এর বিপরীত পাশেই এর অবস্থান। বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ গ্রুপ ট্যুর গ্রুপ বিডি বা টিজিবি পরিচালিত রিসোর্ট এটি। অসাধারণ নান্দনিক ইন্টেরিয়র সজ্জার পাশাপাশি এই রিসোর্টের বিশেষত্ব হলো এর বিশাল খোলা বারান্দা যেখানে বসে সাজেকের ভিউ দেখার পাশাপাশি বন্ধুবান্ধব মিলে জমকে আড্ডা দেয়া যায়। এই কটেজের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। ছুটির দিন ভেদে এসব রুমের ভাড়া ৫০০ টা কম বেশি হয়। লুসাই কটেজের বিভিন্ন ক্যাটাগরির রুম ও তার রেগুলার ভাড়া:

লুসাই স্পেশাল রুম ৩৫০০
কাপল রুম ২৫০০
জলঘর কাপল রুম ৩৫০০
ফ্যামিলি রুম ৩০০০
গ্রুপ রুম ৪০০০
জলঘর বাইকার্স রুম ৩৫০০

এছাড়া কেউ যদি পুরো কটেজ ভাড়া নিতে চায় তাহলে তার জন্য রয়েছে বিশেষ ছাড়। এই কটেজের রয়েছে অনেকগুলো আকর্ষণীয় সুযোগ সুবিধা।

সুবিধা:

হিল ভিউ প্রাইভেট বেলকনি।
সুবিশাল কমন বেলকনি।
খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট সুবিধা।
অত্যাধুনিক রেস্ট রুম।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
রুম সার্ভিস।
খাবারের ব্যবস্থা।
বার-বি-কিউ এর সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি এই কটেজে থাকতে চান তবে যোগাযোগ করুন নিচের ঠিকানায় :

রিসোর্ট মোবাইল নাম্বার:

০১৬৩৪১৯৮০০৫
ফেসবুক লিংক

৭। জুম ঘর ইকো রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি নান্দনিক রিসোর্ট হলো জুম ঘর ইকো রিসোর্ট। রিসোর্টটিতে কয়েকটি কটেজ রয়েছে। প্রতি কটেজেই প্রায় একই ধরনের ৬টি রুম রয়েছে। এসব রুমগুলোতে সাধারণত ৪ জন থাকতে পারে। যার ভাড়া ৪০০০ টাকা। এই রিসোর্টের একটি বিশেষ দিক হলো ছুটির দিন কিংবা সাধারণ দিন কখনোই ভাড়া তেমন উঠা নামা করে না। নান্দনিক ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি এই রিসোর্টে সাজেকের অপূর্ব ল্যান্ডস্কেপ দেখার জন্য রয়েছে বিশাল খোলা বারান্দা। এছাড়া পর্যটকদের ঘোরাঘুরির জন্য সুন্দর বাগান এবং দোলনা ও রয়েছে। এই রিসোর্টের সুবিধা সমূহ:

সুবিধা:

প্রাইভেট বেলকনি।
সুবিশাল কমন বেলকনি।
অত্যাধুনিক রেস্ট রুম।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
রুম সার্ভিস।
খাবারের ব্যবস্থা।
বার-বি-কিউ এর সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেক গিয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে বুকিং এর জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

যোগাযোগের ঠিকানা:

০১৮৮৪২০৮০৬০।
ফেসবুক পেইজ

৮। সাম্পারি রিসোর্ট, সাজেক

সাজেকের আরো একটি অসাধারণ রিসোর্ট এই সামপারি রিসোর্ট। এটি সম্পূর্ণ রূপে একটি ইকো রিসোর্ট। এখানে নানাবিধ আধুনিক সুবিধা না থাকলেও নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সবকিছুই রয়েছে। এই রিসোর্টটি বেশ বড় জায়গা নিয়ে নির্মিত। সব বয়সের মানুষের কথা বিবেচনা করে রিসোর্টের ইন্টেরিয়র ও এক্সটেরিয়র সাজানো হয়েছে। রিসোর্টটিতে নানা ধরনের কটেজ ও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।

কাপল কটেজ: কাপলদের হানিমুনের জন্য রয়েছে ৪ টি কাপল কটেজ। এই কটেজ গুলোর নাম গুলোও খুব সুন্দর। মেঘ, বৃষ্টি, রোদ, ছায়া নামের এই কটেজ গুলোর ভাড়া ৩৫০০ টাকা।
কাপল রুম: কটেজ ছাড়া কাপল রুম ও রয়েছে, এই রিসোর্টে। এই রুমের ভাড়া ২৫০০ টাকা।
দুই বেডের রুম: এই রিসোর্টে দুই বেডের রুমে চার জন থাকতে পারে। এগুলোর ভাড়া ৩৫০০ করে পড়বে।
তিন বেডের রুম: সামপারির এই রুম গুলোতে ৬ জন থাকতে পারে। এজন্য গুণতে হবে ৪৫০০ টাকা।

এই ভাড়াগুলো ছুটির দিনের জন্য। এছাড়া অন্য দিনে প্রতিক্ষেত্রেই ৫০০ টাকা ছাড় দেয়া হয়। কেউ যদি পুরো রিসোর্ট ভাড়া নিতে চায় তাহলে সাধারণত ৩৫০০০ টাকা এবং ছুটির দিনে ৪০০০০ টাকা গুণতে হবে। এই রিসোর্টের সুবিধা সমূহ উল্লেখ করা হলো:

সুবিধা:

খোলা মাচা, দোলনা ও বাগান।
ফটোশুট করার ব্যবস্থা।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ।
উন্নত মানের রেস্ট রুম
খাবারের ব্যবস্থা
রুম সার্ভিস
সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

01849-889055, 01835-538083, 01869-157666
ফেসবুক লিংক

৯। আদ্রিকা ইকো রিসোর্ট, সাজেক

এই রিসোর্টটিও অত্যন্ত চমৎকার একটি রিসোর্ট। আপনি সাজেক বেড়াতে যেয়ে যদি একটু নিরিবিলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আদ্রিকা ইকো রিসোর্ট হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো পছন্দের একটি। এই রিসোর্টটি লুসাই রিসোর্টের পেছনেই অবস্থিত। এটিও বাংলাদেশের বিখ্যাত ভ্রমণ সংস্থা ট্রাভেল গ্রুপ বিডি’র আওতায় পরিচালিত।

এই রিসোর্ট রুম সংখ্যা মাত্র ২ টা। ছুটির দিনে ভাড়া ৪০০০ এবং অন্য দিনগুলোতে তা ৩৫০০ টাকা।

সুবিধা:

লুসাই হিল ভিউ প্রাইভেট বেলকনি।
সুবিশাল কমন বেলকনি।
খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট সুবিধা।
অত্যাধুনিক রেস্ট রুম।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
রুম সার্ভিস।
খাবারের ব্যবস্থা।
বার-বি-কিউ এর সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেকের জনপ্রিয় এই রিসোর্টটিতে থাকতে চান তাহলে আগে থেকে বুকিং করে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। বুকিং এর জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায় :

রিসোর্ট মোবাইল নাম্বার :

০১৮৭৭৭২২৮৫৯
০১৮৯৬১৭৮১৫০ (ঢাকা অফিস)

টাঙ্গুয়ার হাওর কম দামে ভালো হোটেলের তালিকা ও মোবাইল নামবারটাঙ্গুয়ার হাওরে হাউজ বোট (Best Houseboat in Tanguar Haor)(১) ...
08/04/2025

টাঙ্গুয়ার হাওর কম দামে ভালো হোটেলের তালিকা ও মোবাইল নামবার

টাঙ্গুয়ার হাওরে হাউজ বোট (Best Houseboat in Tanguar Haor)
(১) ব্ল্যাক পার্ল হাউজ বোট (Black Peack House Boat)
টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে জনপ্রিয় একটি হাউজ বোট ব্ল্যাক পার্ল। এটিতে অবস্থান করলে আপনার মনে হবে না আপনি কোনো হাউজ বোটে আছেন। আপনার মনে হবে আপনি কোনো সুন্দর ভাসমান

কটেজে আছেন। সম্পূর্ণ বোটটি আধুনিকতার সাথে ডিজাইন করা হয়েছে। ব্ল্যাক পার্ল হাউজ বোটে থাকা, খাওয়া সব কিছুর সুব্যবস্থা আছে।

ব্ল্যাক পার্ল হাউজ বোট প্যাকেজ / খরচ
২ জনের রুম জনপ্রতি ৮,০০০ টাকা
৩ জনের রুম জনপ্রতি ৭,৫০০ টাকা
রিজার্ভ ১২-১৪ জন জনপ্রতি ৮,০০০ টাকা
রিজার্ভ ১৫-১৮ জন জনপ্রতি ৮,৫০০ টাকা
যোগাযোগ করুন
ঠিকানা: বাড়ি # ৩৯ (২য় তলা), রোড # ০৫, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি মোহাম্মদপুর রিং রোড, ঢাকা- ১২০৭
মোবাইল নাম্বার: 01975-086295, 0758-086295, 01622-421392
ফেসবুক পেজ
(২) হাওরের সুলতান (Haworer Sultan)
টাঙ্গুয়ার হাওরের আধুনিক ও প্রিমিয়াম একটি হাউজ বোট হাওরের সুলতান। এই হাউজ বোট ৯২ ফুট লম্বা ও ১৯ ফুট চওড়া এবং ৭ ফুট উচ্চতা। ৩ জনের জন্য ৪ টি কেবিন ও ২ জনের জন্য ২ টি কাপল কেবিন সহ মোট ৬ টি কেবিন রয়েছে।

কাপল কেবিনের টয়লেটে হাই কমোড এবং বাকি কেবিন গুলোতে সাধারণ মানের টয়লেট রয়েছে। কাপল কেবিনে রুমের মতো দরজা নক করা ব্যবস্থা আছে। হাউজ বোটের ছাদের উপর ছাতার নিচে বসে হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

হাওরের সুলতান প্যাকেজ / খরচ
২ জনের কাপল কেবিন জনপ্রতি ৬,০০০ থেকে ৭,০০০ টাকা
৩ জনের কেবিন জনপ্রতি ৫,৫০০ টাকা
৪ জনের কেবিন জনপ্রতি ৫,০০০ টাকা
যোগাযোগ করুন
ঠিকানা: হাওরের সুলতান, সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর
মোবাইল নাম্বার: 01644-294337
ফেসবুক পেজ
(৩) নবাব (Nabab The Haor Villa)
হাওরের জনপ্রিয় একটি হাউজ বোট নবাব। এতে মোট ৬ টি কেবিন রয়েছে। প্রতিটি কেবিনে ২-৩ জন করে থাকতে পারবেন। যারা বড় গ্রুপ নিয়ে হাওর ঘুরতে যাবেন তাদের জন্য লাউঞ্জে এক্সট্রা বেডিং সিস্টেম আছে।

নবাব হাউজ বোট প্যাকেজ / খরচ
নবাব হাউজ বোটে ৩ ক্যাটাগরির ভ্রমণ প্যাকেজ রয়েছে।
প্যাকেজ ১: নবাব সিরাজ-উদ-দৌলা
১ কেবিন ২ জন, জনপ্রতি ৮,০০০ টাকা
১ কেবিন ৩ জন, জনপ্রতি ৭,০০০ টাকা
প্যাকেজ ২: নবাব আলীবর্দী খান
১ কেবিন ২ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
১ কেবিন ৩ জন, জনপ্রতি ৬,৫০০ টাকা
প্যাকেজ ৩: নবাব মুর্শিদ কুলি খান
১ কেবিন ২ জন, জনপ্রতি ৭,০০০ টাকা
১ কেবিন ৩ জন, জনপ্রতি ৬,০০০ টাকা
যোগাযোগ করুন
ঠিকানা: রিয়ারভিউ ঘাট, সুনামগঞ্জ
মোবাইল নাম্বার: 01885-792510
ফেসবুক পেজ
(৪) বনেদি হাউজ বোট (Bonedi House Boat)
সুন্দর আকর্ষনীয় ডিজাইন তৈরি করা হয়েছে বনেদি হাউজ বোট। বোটের ডেকোরেশন দেখে যে-কারও পছন্দ হবে। এই হাউজ বোটে রেগুলার ও প্রিমিয়াম ২ টি প্যাকেজ রয়েছে।

বনেদি হাউজ বোট প্যাকেজ / খরচ
বনেদি রেগুলার
রবিবার-বৃহস্পতিবার:
ট্রিপল শেয়ারিং জনপ্রতি (নন এটাচ বাথ) ৪,৫০০ টাকা
ফুল বোট জনপ্রতি ৪,৫০০ টাকা
ট্রিপল শেয়ারিং (এটাচ বাথ) ৫,০০০ টাকা
কাপল (এটাচ বাথ) ৫,৫০০ টাকা
শুক্র ও শনিবার ছুটির দিন:
ফুল বোট জনপ্রতি ৫,৫০০ টাকা
ট্রিপল শেয়ারিং (নন এটাচ বাথ) জনপ্রতি ৫,৫০০ টাকা
ট্রিপল শেয়ারিং (এটাচ বাথ) জনপ্রতি ৬,০০০ টাকা
কাপল (এটাচ বাথ) জনপ্রতি ৭,০০০ টাকা

বনেদি প্রিমিয়াম

শুক্র ও শনিবার ছুটির দিন:
ফুল বোট জনপ্রতি ৬,০০০ টাকা
ট্রিপল শেয়ারিং (নন এটাচ বাথ) জনপ্রতি ৫,৫০০ টাকা
ফ্যামেলি (এটাচ বাথ) জনপ্রতি ৬,০০০ টাকা
কাপল (নন এটাচ বাথ) জনপ্রতি ৬,৫০০ টাকা
কাপল (এটাচ বাথ) জনপ্রতি ৮,৫০০ টাকা
রবিবার-বৃহস্পতিবার:
ফুল বোট জনপ্রতি ৫,০০০ টাকা
ট্রিপল শেয়ারিং (নন এটাচ বাথ) জনপ্রতি ৫,০০০ টাকা
ফ্যামেলি (এটাচ বাথ) জনপ্রতি ৫,০০০ টাকা
কাপল (নন এটাচ বাথ) জনপ্রতি ৫,৫০০ টাকা
কাপল (এটাচ বাথ) জনপ্রতি ৭,০০০ টাকা
যোগাযোগ করুন
ঠিকানা: টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ
মোবাইল নাম্বার: 01620-203261, 01705128877
ফেসবুক পেজ
(৫) মনপুরা (Monpura House Boat)
টাঙ্গুয়ার হাওরের মনপুর হাউজ বোটে ভ্রমণ করলে আপনি মনে হবে আপনি কোনো ভাসমান রিসোর্টে আছেন। এই বোটে মোট ৮ টি কেবিন রয়েছে। প্রত্যেকি কেবিনে আকর্ষণীয় ডেকোরেশন, হাতে আঁকা পেইন্টিং, আয়না সহ শৈল্পিক হ্যাঙ্গার রয়েছে।

বোটের সামনে দোল খাবার জন্য সুন্দর একটি দোলনা রয়েছে। দোলনায় দোল খেতে খেতে নীল আকাশ, দিগন্তজোড়া জলরাশি ও দূরে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

মনপুরা হাউজ বোট প্যাকেজ / খরচ
১ কেবিন ২ জন, জনপ্রতি ৮,৫০০ টাকা
১ কেবিন ৩ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
গ্রুপের ক্ষেত্রে

৭-৮ জন, জনপ্রতি ১০,০০০ টাকা
৯-১০ জন, জনপ্রতি ৯,০০০ টাকা
১১-১২ জন, জনপ্রতি ৮,০০০ টাকা
১৩-১৪ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
১৫-১৭ জন, জনপ্রতি ৭,০০০ টাকা
১৮-২০ জন, জনপ্রতি ৬,৫০০ টাকা
যোগাযোগ করুন
ঠিকানা: মনপুরা হাউজ বোট, সুনামগঞ্জ
মোবাইল নাম্বার: 01670-868584
ফেসবুক পেজ
(৬) সুখের বাড়ি (Sukher Bari)
হাওরের জনপ্রিয় একটি হাউজ বোট সুখের বাড়ি। এই হাউজ বোটে ডোরলক সহ মোট ৬ টি কেবিন রয়েছে। প্রতি কেবিনে ৩-৪ জন থাকতে পারবেন। কেবিনের সাথে ফ্যান, লাইট, মোবাইল চার্জিং পোর্ট, পার্সোনাল লকার সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

সুখের বাড়ি হাউজ বোট প্যাকেজ / খরচ
১ কেবিন ২ জন, জনপ্রতি ৭,০০০ টাকা
১ কেবিন ৩ জন, জনপ্রতি ৬,০০০ টাকা
যোগাযোগ করুন
ঠিকানা: সুখের বাড়ি হাউজ বোট, তাহিরপুর, সুনামগঞ্জ
মোবাইল নাম্বার: 01844-244746
ফেসবুক পেজ
(৭) জলনিবাস (Jolnibash Best Houseboat in Tanguar Haor)
টাঙ্গুয়ার হাওরে জলনিবাস নামে তাদের দুইটি হাউজ বোট রয়েছে। দুইটি বোট আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়। বোটের সামনে দোল খাবার জন্য একটি দোলনা রয়েছে। হাউজ বোটে আমার সবচেয়ে ভালো লেগেছে মাটির পাত্রে খাবার পরিবেশন করা। তাদের খাবারের মান অনেক ভালো।

জলনিবাস হাউজ বোট প্যাকেজ / খরচ
নন এটাচ ডুপ্লেক্স বেড জনপ্রতি ৬,০০০ টাকা
নন এটাচ কাপল কেবিন জনপ্রতি ৬,৫০০ টাকা
এটাচ বাথরুম ফ্যামেলি কেবিন জনপ্রতি ৭,০০০ টাকা
এটাচ বাথরুম কাপল কেবিন জনপ্রতি ৬,৫০০ টাকা
যোগাযোগ করুন
ঠিকানা: জলনিবাস হাউজ বোট, সাহেববাড়ি ঘাট, সুনামগঞ্জ
মোবাইল নাম্বার: 01886-344413
ফেসবুক পেজ
(৮) পালকি (Palki A Premium Houseboat)
টাঙ্গুয়ার হাওরের প্রিমিয়ার একটি হাউজ বোট পালকি। কঠের তৈরি এই হাউজ বোটে গেস্টদের জন্য আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়েছে। ছাদের উপর বসে খেতে খেতে হাওরের সৌন্দর্য দেখতে পারবেন। এছাড়া রয়েছে দোলনা ও চেয়ার টেবিল।

পালকি হাউজ বোট প্যাকেজ / খরচ
১ কেবিন ২ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
১ কেবিন ৩ জন, জনপ্রতি ৬,৫০০ টাকা
যোগাযোগ করুন
ঠিকানা: পালকি হাউজ বোট, তাহিরপুর, সুনামগঞ্জ
মোবাইল নাম্বার: 01844244746, 01792-515488
ফেসবুক পেজ
(৯) তরী ময়ূরাক্ষী (Tori Moyurakkhi)
টাঙ্গুয়ার হাওরে তরী ময়ূরাক্ষী নামে লাক্সারি ৩ টি হাউজ বোট রয়েছে। প্রতিটি হাউজ বোটে আকর্ষণীয় ডেকোরেশন, যা গেস্টদের মন কাড়বে। হাউজ বোটের কেবিনের সাথে দোলনা রয়েছে। এছাড়া কেবিনে সুন্দর সুন্দর কয়েকটি পেইন্টিং রয়েছে।

তরী ময়ূরাক্ষী প্যাকেজ / খরচ
জনপ্রতি খরচ হবে ৭,০০০ টাকা
যোগাযোগ করুন
ঠিকানা: তরী ময়ূরাক্ষী, তেঘরিয়া রোড, সুনামগঞ্জ
মোবাইল নাম্বার: 01793-183508
ফেসবুক পেজ
(১০) গল্পতরী (GolpoTori)
টাঙ্গুয়ার হাওরের জনপ্রিয় একটি হাউজ বোট গল্পতরী। এই হাউজ বোটে মোট ৬ টি কেবিন রয়েছে। সবগুলো কেবিনে ডোর লক ব্যবস্থা রয়েছে। ২ টি কেবিনে এটাচ বাথরুম (হাই কমোড) এবং একটি কমন বাথরুম (হাই কমোড)।

প্রত্যেকিটি কেবিনে লাইন, ফ্যান, মোবাইল চার্জিং সুবিধা, লকার রয়েছে। বোটের সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া জন্য একটি লবি আছে। কেবিনে আয়না, পেইন্টিং ও জামাকাপড় রাখার জন্য শৈল্পিক হ্যাঙ্গার রয়েছে।

গল্পতরী হাউজ বোট প্যাকেজ / খরচ
জনপ্রতি খরচ ৭,০০০ টাকা
যোগাযোগ করুন
ঠিকানা: গল্পতরী হাউজ বোট, টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ
মোবাইল নাম্বার: 01873-323553, 01531-183253
ফেসবুক পেজ
(১১) বাতান হাউজ বোট (Batan House Boat)
টাঙ্গুয়ার হাওরের লাক্সারি বাতান হাউজ বোট। বাতান হাউজ বোটের দৈর্ঘ্য ৭৮ ফুট ও প্রস্থ ১৮ ফুট। এই হাউজ বোটে লক ডোর সহ মোট ৬ টি আধুনিক কেবিন রয়েছে। প্রতিটি কেবিনে লাইট, ফ্যান, মোবাইল চার্জিং ও লকার ব্যবস্থা রয়েছে।

বোটের গেস্টদের জন্য একটু করে লাইফ জ্যাকেট এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবাই মিলে একসাথে আড্ডা ও হাওরের প্রকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য বড় লবি রয়েছে।

বাতান হাউজ বোট প্যাকেজ / খরচ
ওয়াকিং ডে:
১ কেবিন ২ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
১ কেবিন ৩ জন, জনপ্রতি ৭,০০০ টাকা
অফ ডে:
১ কেবিন ২ জন, জনপ্রতি ৮,৫০০ টাকা
১ কেবিন ৩ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
গ্রুপের ক্ষেত্রে
ওয়াকিং ডে:
৮ থেকে ১১ জন, জনপ্রতি ১২,০০০ টাকা
১২ থেকে ১৪ জন, জনপ্রতি ৮,০০০ টাকা
১৫ থেকে ১৭ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
১৮ জন, জনপ্রতি ৭,০০০ টাকা
অফ ডে:
৮ থেকে ১১ জন, জনপ্রতি ১২,৫০০ টাকা
১২ থেকে ১৪ জন, জনপ্রতি ৮,৫০০ টাকা
১৫ থেকে ১৭ জন, জনপ্রতি ৮,০০০ টাকা
১৮ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
যোগাযোগ করুন
ঠিকানা: বাতান হাউজ বোট, ধর্মপাশা তাহিরপুর রোড, ৩০৩০, সুনামগঞ্জ
মোবাইল নাম্বার: 01815-162600
ফেসবুক পেজ
ওয়েবসাইট
উপরে উল্লেখ করা হাউজ বোট গুলোর ভাড়া কতৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করতে পারে। তাছাড়া বিভিন্ন সময় তাদের হাউজ বোটে ডিসকাউন্ট অফার থাকে। তাই হাউজ বোট বুকিং করার আগে অবশ্যই প্যাকেজ / ভাড়া ভালো করে জেনে নিবেন।

শ্রীমঙ্গল কিছু হোটেল ও রিসোর্টের তালিকা এবং তাদের যোগাযোগের নাম্বার সহ নিচে দেওয়া হলোহোটেল ও রিসোর্ট:......1. গ্র্যান্ড ...
08/04/2025

শ্রীমঙ্গল কিছু হোটেল ও রিসোর্টের তালিকা এবং তাদের যোগাযোগের নাম্বার সহ নিচে দেওয়া হলো

হোটেল ও রিসোর্ট:......

1. গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ
ঠিকানা: রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: +৮৮০১৭৩০৭৯৩৫২৯
ওয়েবসাইট: www.grandsultanresort.com

2. গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর
ঠিকানা: রামনগর, মনিপুরী পাড়া, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭০৯-৮৮৩৩৩৩, ০১৬১৬-১৬৪০৬৬
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.grandselimresort.com

3. অরণ্যের দিনরাত্রি রিসোর্ট
ঠিকানা: রাধানগর, ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭০৮-১৩২৫২২
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.oronnerdinratri.com

4. মাধবীলতা ইকো কটেজ
ঠিকানা: রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭২৫-৭০৪৫০৭
ফেসবুক: www.facebook.com/madhabilotaecocottage

5. গ্রীন প্লেস টি রিসোর্ট
ঠিকানা: ডুলুবাড়ী, লাউয়াছড়া, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৮৭৩-৫৮৫৬৬৯

6. সুইট ড্রিম রেস্ট হাউজ
ঠিকানা: বটেরমিল, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭১১-৩৩৪৫৩৭

7. তানভী গেস্ট হাউজ
ঠিকানা: জালালিয়া রোড, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭১১-৩৭৬৬৫৭

8. রিসোর্ট ওয়ার্ল্ড গেস্ট হাউজ
ঠিকানা: শ্যামলী আবাসিক এলাকা, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭১১-৩৭৬৬৫৭

9. নিউ হোটেল মুক্তা (আবাসিক)
ঠিকানা: হবিগঞ্জ রোড, উত্তর শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭১৬-৯২৭৮৭৭

10. হোটেল নীলিমা (আবাসিক)
ঠিকানা: হবিগঞ্জ রোড, উত্তর শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭৬৩-০০৬৯৪১

11. হোটেল আল মদিনা (আবাসিক)
ঠিকানা: হবিগঞ্জ রোড, দক্ষিণ শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭২৪-৯২৮৪১৭

12. হোটেল সবুজ বাংলা (আবাসিক)
ঠিকানা: হবিগঞ্জ রোড, উত্তর শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭৯৪-৫৯৪৭৩৬

13. হোটেল তাজমহল (আবাসিক)
ঠিকানা: হবিগঞ্জ রোড, দক্ষিণ চৌমোহনা, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭১৬-০৭৪৯২৬

14. হোটেল ইউনাইটেড (আবাসিক)
ঠিকানা: হবিগঞ্জ রোড, চৌমোহনা, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৬৮৫-০৮৮০০৮

15. হোটেল বিরতি (আবাসিক)
ঠিকানা: মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭৫৮-৬০৩১৩৫

16. হোটেল আল রহমান (আবাসিক)
ঠিকানা: হবিগঞ্জ রোড, উত্তর চৌমোহনা, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭১৯-০৫২৭৬৪

17. মুন আবাসিক হোটেল
ঠিকানা: দক্ষিণ শ্রীমঙ্গল, নতুন বাজার
মোবাইল: ০১৭১৪-৭৫২২৩৮

18. সন্ধ্যা আবাসিক হোটেল
ঠিকানা: দক্ষিণ শ্রীমঙ্গল, নতুন বাজার
মোবাইল: ০১৭১১-৯৭৭০৭৬

19. সোনার বাংলা আবাসিক হোটেল
ঠিকানা: দক্ষিণ শ্রীমঙ্গল, নতুন বাজার
মোবাইল: ০১৭১১-২৩৮৩৬৫

20. মেরিনা আবাসিক হোটেল
ঠিকানা: দক্ষিণ শ্রীমঙ্গল, নতুন বাজার
মোবাইল: ০১৭৮৭-৩৩৩৫৪৪

21. ইছাকি এমোস আবাসিক হোটেল
ঠিকানা: উত্তর চৌমোহনা, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭১৭-০২৬৫৩৫

22. টাওয়ার ইন আবাসিক হোটেল
ঠিকানা: উত্তর চৌমোহনা, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭৭৫-২৯২৩৫৮

23. হক আবাসিক হোটেল
ঠিকানা: হক ম্যানশন, সেন্ট্রাল রোড, শ্রীমঙ্গল
মোবাইল: ০১৭১৬-৯৩৯৫৪০

উপরোক্ত তালিকা শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল ও রিসোর্টের নাম, ঠিকানা ও যোগাযোগের নম্বরসহ প্রদান করা হলো। ভ্রমণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে রুমের প্রাপ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য নিশ্চিত করা উচিত।

ঢাকা টু রাজশাহী ফ্লাইট ও ট্রেনের সময়সূচি, ভাড়া এবং যোগাযোগ নম্বরসহ একটি সুন্দর ও তথ্যবহুল পোস্ট দেওয়া হলো:ঢাকা টু রাজশাহ...
08/04/2025

ঢাকা টু রাজশাহী ফ্লাইট ও ট্রেনের সময়সূচি, ভাড়া এবং যোগাযোগ নম্বরসহ একটি সুন্দর ও তথ্যবহুল পোস্ট দেওয়া হলো:

ঢাকা টু রাজশাহী ভ্রমণ – সময়সূচি, ভাড়া ও যোগাযোগ নম্বরসহ বিস্তারিত তথ্য!

রাজশাহী ভ্রমণ এখন আরও সহজ! আপনি চাইলে বিমানে, অথবা ট্রেনে করে আরামদায়ক ভ্রমণ করতে পারেন। দেখে নিন আপডেটেড সময়সূচি, টিকিট মূল্য ও যোগাযোগের তথ্য।

✈️ বিমান (Dhaka to Rajshahi Flight Details):

নভোএয়ার (NOVOAIR)

ফ্লাইট সময়: সকাল ৮:৩০, দুপুর ১:০০, বিকাল ৫:০৫ (সময় পরিবর্তন হতে পারে)

ভাড়া: শুরু ৪,১৯৯ টাকা থেকে ৮,১৫০ টাকা পর্যন্ত

যোগাযোগ: 01755-566660

ইউএস-বাংলা এয়ারলাইন্স (US-Bangla Airlines)

ফ্লাইট সময়: সকাল ও বিকালে (নির্ভরযোগ্য সময় জানতে কল করুন)

ভাড়া: ৪,৫০০ টাকা থেকে শুরু

যোগাযোগ: 01777-777800

🚆 ট্রেন (Dhaka to Rajshahi Train Schedule):

১। ধূমকেতু এক্সপ্রেস

ছাড়ে: সকাল ৬:০০ | পৌঁছায়: ১১:৪০ | বন্ধ: বৃহস্পতিবার

ভাড়া: শোভন - ৪০৫ টাকা, এসি বার্থ - ১,৩৮৬ টাকা

যোগাযোগ: 01313-087000 (কমলাপুর স্টেশন)

২। বনলতা এক্সপ্রেস

ছাড়ে: দুপুর ১:৩০ | পৌঁছায়: ৬:০৫ | বন্ধ: শুক্রবার

যোগাযোগ: 01711-691612 (কমলাপুর রেলস্টেশন)

৩। সিল্কসিটি এক্সপ্রেস

ছাড়ে: দুপুর ২:৪০ | পৌঁছায়: ৮:৩০ | বন্ধ: রবিবার

৪। মধুমতি এক্সপ্রেস

ছাড়ে: বিকাল ৩:০০ | পৌঁছায়: রাত ১০:৪০ | বন্ধ: বৃহস্পতিবার

৫। পদ্মা এক্সপ্রেস

ছাড়ে: রাত ১০:৪৫ | পৌঁছায়: ভোর ৪:২৫ | বন্ধ: মঙ্গলবার

(সকল ট্রেনের টিকিট রেলওয়ের মোবাইল অ্যাপ বা স্টেশনে সরাসরি পাওয়া যায়)

অতিরিক্ত তথ্য ও টিকিট বুকিংয়ের জন্য ইনবক্স করুন বা নিচের নাম্বারে কল করুন:

01712-345678 (পেজ হেল্পলাইন)
01777-888999 (ভ্রমণ সহায়তা)

#রাজশাহীভ্রমণ #ঢাকাটুরাজশাহী #ট্রেনভাড়া #বিমানভাড়া

সাজেক ভ্যালির সব রিসোর্টের ভাড়া ও নাম মোবাইল নাম্বার....... ;১. রুংরাং রিসোর্টরুম ভাড়া: শুক্রবারে ২,৫০০-৩,০০০ টাকা; অন্য...
06/04/2025

সাজেক ভ্যালির সব রিসোর্টের ভাড়া ও নাম মোবাইল নাম্বার....... ;

১. রুংরাং রিসোর্ট

রুম ভাড়া: শুক্রবারে ২,৫০০-৩,০০০ টাকা; অন্যান্য দিন ২,০০০-২,৫০০ টাকা।

যোগাযোগ: 01869-649817, 01632-698158, 01884-710723

২. রুনময় রিসোর্ট

রুম ভাড়া: নিচতলায় ৪,৪৫০ টাকা; উপরের তলায় ৪,৯৫০ টাকা।

যোগাযোগ: 01865-47688

৩. মেঘ মাচাং রিসোর্ট

রুম ভাড়া: ৫০০০ টাকা।

যোগাযোগ: 01822-168877

৪. মেঘপুঞ্জি রিসোর্ট

রুম ভাড়া: ৪০০০-৬০০০ টাকা।

যোগাযোগ: 01884-208060

৫. জুমঘর রিসোর্ট

রুম ভাড়া: ৩,০০০-৪৫০০ টাকা।

যোগাযোগ: 01884-208060

৬. ইন্দুবালা রিসোর্ট

যোগাযোগ :
ভাড়া ৩০০০-৩৫০০

৭। মেঘপল্লি রিসোর্ট

যোগাযোগ :
ভাড়া : ৫০০০-৬০০০/-

৮/ খাসরাং রিসোর্ট

যোগাযোগ :
ভাড়া : ৮০০০-১৫০০০/-

৯/ সাংগ্রাই রিসোর্ট

যোগাযোগ :
ভাড়া : ৫০০০/-

১০/ মেঘালয় রিসোর্ট

যোগাযোগ :
ভাড়া -২৫০০-৪০০০/-

১১/ হিমালয় রিসোর্ট

ভাড়া ২০০০-৪০০০/-

১৩/ এভারেস্ট রিসোর্ট

ভাড়া : ২০০০-৪০০০/-

১৪/ সেনিলুসাই রিসোর্ট

ভাড়া ২০০০-৩৫০০/-

১৫/ আদ্রিকা ইকো কটেজ

ভাড়া ২৫০০-৪০০০/-

১৬/ রুইলুই রিসোর্ট

ভাড়া ৪০০০-৫০০০/-

১৭/ রিলাক্স সাজেক

ভাড়া ৩০০০-৩৫০০/-

১৮/ মৈত্রী রিসোর্ট

ভাড়া : ২০০০-৩৫০০/-

১৯/ কাচালং রিসোর্ট

ভাড়া ৩০০০-৫০০০/-

২০/ নিরিবিলি রিসোর্ট

ভাড়া ৫০০০-৬০০০/-

২১। টারেং রিসোর্ট

ভাড়া ২০০০-৩০০০/-

২২/ মিজোরাম ভিউ রিসোর্ট

ভাড়া ২৫০০-৪০০০/-

২৩/ ছায়ানীড় রিসোর্ট

৩০০০-৩৫০০/-

২৪ / মনৌআভা রিসোর্ট

ভাড়া : ২৫০০-৪০০০/-

২৫/ গসপেল রিসোর্ট

ভাড়া : ৩০০০-৩৫০০/-

২৬ / ঝি ঝি পোকার বাড়ি

ভাড়া ২৫০০-৩০০০/-

২৭। মেঘপাহাড় রিসোর্ট

ভাড়া : ২৫০০-৪০০০/-

২৮। ক্লাউড ভিউ রিসোর্ট

৩০০০-৪০০০/-

২৯ / সাজেক ক্লাসিক রিসোর্ট

ভাড়া কতো ৩০০০-৪৫০০/-

৩০। মেঘের আচল রিসোর্ট

ভাড়া ২৫০০-৪০০০/-

কক্সবাজারের সব হোটেলের তালিকা ও মোবাইল নাম্বার। হোটেল শৈবাল | মোটেল রোড, কক্সবাজার | ০১৯১১-৩৯০২০ || মোটেল লাবনী | মোটেল ...
06/04/2025

কক্সবাজারের সব হোটেলের তালিকা ও মোবাইল নাম্বার।
হোটেল শৈবাল | মোটেল রোড, কক্সবাজার | ০১৯১১-৩৯০২০ ||

মোটেল লাবনী | মোটেল রোড, কক্সবাজার | ০১৩১২-৮৮৪৪২০, ০৩৪১-৬৪৭০৩ ||

হোটেল নে-তাউং | টেকনাফ, কক্সবাজার | ০১৯৯১-১৩৯০২৪, ০১৫৬৮-৬৭১৬৩০ ||

উইন্ডি টেরেস হোটেল | প্লট-৩৯-৪০, ব্লক সি, কলাতলী, কক্সবাজার | ০১৯৩৬-৪৪৪৭৭৭, ০১৭৫২-৩৬০৬৭৫ ||

হোটেল দ্য কক্স টুডে | প্লট-৭, রোড-০২, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৫৫-৫৯৮৪৪৯ ||

লং বিচ হোটেল | ১৪ কলাতলী রোড, হোটেল মোটেল জোন, কক্সবাজার | ০১৭৭৭-৭৭৭০৩৫ ||

হোটেল বিচ ওয়ে | হাউস #২১, ব্লক #সি, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৭৭-৯০৯৫৯৫, ০১৬১৭-৯০৯৫৯৫, ০১৮৪৯-৯০০০০০, ০১৯৬৭-১২২৪২২ ||

সীগাল হোটেলস লিমিটেড | হোটেল মোটেল জোন, কক্সবাজার সি বিচ | ০৯৬১৪-৪৪৪৪৪০, ০৯৬১৪-০০০৬৬৬, ০৯৬১৪-৬০০৭০০ ||

হোটেল এস.এ. ইন্টারন্যাশনাল | কক্সবাজার | ০১৮৪১-৫৮৮২৪৪ ||

হোটেল কোস্টাল পিস | হাউস - ৬, ব্লক - বি, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৫৫-৫২১৭২৬, ০১৭৫৫-৫২১৭৯৭-৯৮ |

উপরোক্ত তথ্যসমূহ সংশ্লিষ্ট হোটেলগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে সংগৃহীত। ভ্রমণের পূর্বে হোটেলের সাথে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত তথ্য ও রিজার্ভেশন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Sylhet tour
06/04/2025

Sylhet tour

26/03/2025

Address

Rajshahi , Bogura Sylhet
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Boishakhi Holiday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boishakhi Holiday:

Share

Category