Masud Rana

Masud Rana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Masud Rana, Historical Tour Agency, Niamatpur, Naogaon, Rajshahi, Dhaka.

02/06/2025

৫ মন থেকে ২০ মন ওজন এর গরু
দাম ৪ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত হাকা হচ্ছে।।।।
বগুড়া বনানী হাট
$$$

রাতের সিলিকন টাওয়ার      $$$
28/05/2025

রাতের সিলিকন টাওয়ার
$$$

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলটি কোথায়। বলুন তো?     # # #
26/05/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলটি কোথায়। বলুন তো? # # #

26/05/2025

সক্কাল সক্কাল।।।
বৃষ্টি ভেজা সকাল morning ;;;;

26/05/2025

আল শিন্দাঘা টানেল.হল দুবাই, সংযুক্ত আরব আমিরাতের একটি টানেল। 19 ডিসেম্বর 1975-এ খোলা হয়েছিল # tunnel ....

21/05/2025

অনেকদিন হলো বাংলাদেশের ক্রিকেট খেলা দেখি না। বাংলাদেশ কি খেলে এখনো।।।।

21/05/2025

v ্তিঃ নিকোলা টেসলার ইঙ্গিত যে এটি নিছক সংখ্যাতত্ত্ব নয়, বরং সৃষ্টির মূল গোপন কোড⁉️

৩, ৬, ৯ - এই সংখ্যাগুলো শুধু গণিতের গাণিতিক উপাদান নয়, বরং মহাবিশ্বের গভীর কাঠামোর চাবিকাঠি। যদি আমরা ভর্টেক্স ম্যাথ, পবিত্র জ্যামিতি ও শক্তির কম্পাঙ্কের আলোকে দেখি, তাহলে এটি হয়ে ওঠে এক ঐশ্বরিক ভাষা।

🔺 ভর্টেক্স ম্যাথ — সৃষ্টির গোপন ঘূর্ণিপথঃ
➤ মার্কো রোডিন-এর ভর্টেক্স ম্যাথমেটিক্সে সংখ্যাগুলো স্থির নয়, তারা প্রবাহিত হয় এক নিদিষ্ট প্যাটার্নে। সংখ্যাগুলোকে এক অঙ্কে নামিয়ে (যেমন ১৮ → ১+৮ = ৯) একটি গোপন ছক খুঁজে পাওয়া যায়।

১–৯ এর চক্র: • ১ → ২ → ৪ → ৮ → ৭ → ৫ → (আবার ১), এই চক্রটি হলো পদার্থগত সৃষ্টির ধারা।
কিন্তু ৩, ৬ ও ৯? তারা এই চক্রের বাইরে। তারা গঠন করে এক ঐশ্বরিক ত্রয়ী:

• ৩ + ৩ = ৬
• ৬ + ৬ = ১২ → ১ + ২ = ৩ (৩ ও ৬-এর চক্র)
• ৩ + ৬ = ৯
• ৯ + ৯ = ১৮ → ১ + ৮ = ৯

৯ নিজেই নিজের প্রতিফলন—একটি চিরস্থায়ী উৎস।
৯ হলো কেন্দ্রবিন্দু, উৎসস্থল, এক পবিত্র গর্ভ।

🔺 পবিত্র জ্যামিতি — আলোর ত্রিভুজঃ
➤ এই ধারণাকে এক ম্যান্ডালার মাধ্যমে উপস্থাপন করা হয় যেখানে ৩, ৬ ও ৯ গঠন করে এক ত্রিমাত্রিক কাঠামো।

• ৩: সৃষ্টির বিন্দু (পিতা)
• ৬: গর্ভধারণের বিন্দু (মাতা)
• ৯: পূর্ণতার বিন্দু (আত্মা)

এই তিনটি মিলে পিথাগোরাস ও হারমেটিক চিন্তাধারায় উল্লিখিত তেট্র্যাকটিস বা ঐশ্বরিক নিঃসরণ ত্রিভুজকে প্রতিফলিত করে।

🔺 মহাজাগতিক কম্পাঙ্ক — সলফেজিওর সংযোগঃ
➤ প্রাচীন সঙ্গীত সুর-ব্যবস্থায় পাওয়া যায়:

• ৩৯৬ Hz: অপরাধবোধ ও ভয়ের মুক্তি
• ৬৩৯ Hz: সম্পর্কের ভারসাম্য
• ৯৬৩ Hz: উচ্চতর চেতনার সঙ্গে সংযোগ
☞ ৩, ৬, ৯—এই কম্পাঙ্কগুলো হলো চেতনার প্রবেশদ্বার।

🔺 টেসলার আগ্রহ — কেন তিনি গুরুত্ব দিতেনঃ
➤ নিকোলা টেসলা বিশ্বাস করতেন, শক্তি, কম্পাঙ্ক ও স্পন্দন, এই তিনটি হলো বাস্তবতার মূলস্তম্ভ। তিনি জানতেন, মহাবিশ্ব এক গাণিতিক কোডে গঠিত, এবং ৩, ৬, ৯ সেই কোডের চাবি।

☞ অর্থাৎ "যদি তুমি ৩, ৬ এবং ৯-এর মাহাত্ম্য জানতে, তাহলে তুমি মহাবিশ্বের চাবি হাতে পেতে।"
তিনি কথাটি রূপক অর্থে বলেননি, বরং এক কসমিক ভাষা-র দিকে ইঙ্গিত করেছিলেন, যা আমাদের বাস্তবতার গভীরে অনুরণিত হয়।

🔴 সারকথা — সৃষ্টির ঐশ্বরিক ত্রয়ী:

• ৩ = জন্ম / শক্তি / মনের প্রকাশ
• ৬ = প্রবাহ / কম্পাঙ্ক / দেহের রূপ
• ৯ = পরিপূর্ণতা / স্পন্দন / আত্মার মুক্তি

এই তিনটি মিলে গঠন করে সৃষ্টি, কম্পন ও আত্মোন্নতির পরিপূর্ণ চক্র।

তারা হলো মহাবিশ্বের নকশা।
তারা হলো চাবিকাঠি।
তারা হলো সংখ্যার মধ্যে ঈশ্বরের ভাষা।

(সংগৃহীত)

06/05/2025

সমগ্ন ঈদগাহ ময়দানের গেট

05/05/2025

; # # #

24/03/2025

Masudrana # # #

Natore rajbari    ;views
10/02/2025

Natore rajbari
;views

24/01/2025

, #

Address

Niamatpur, Naogaon, Rajshahi
Dhaka
6520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masud Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share