Noble Tours and Travels

Noble Tours and Travels "We provide international and domestic tour packages, air ticketing, visa processing, hotel bookings,
(1)

Most Relevant country dor Tourist ❤️🤘
06/07/2025

Most Relevant country dor Tourist ❤️🤘

ইমিগ্রেশন কিভাবে ফেস করবেন। 🇧🇩 অনেকেই প্রশ্ন করেন – “ভাই, আমার ফ্রেশ পাসপোর্ট! জীবনে প্রথমবার বিদেশ ঘুরতে যাবো, ইমিগ্রেশ...
04/07/2025

ইমিগ্রেশন কিভাবে ফেস করবেন।
🇧🇩 অনেকেই প্রশ্ন করেন – “ভাই, আমার ফ্রেশ পাসপোর্ট! জীবনে প্রথমবার বিদেশ ঘুরতে যাবো, ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করতে পারে বা কি ডকুমেন্টস চাইতে পারে? যদি ঠিকভাবে দেখাইতে না পারি তাহলে কি হবে?” 🤔

চলেন আজ একটু বিস্তারিত বলি ইনশাআল্লাহ।

আপনি যখন প্রথমবার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো দেশে ভ্রমণে যাবেন, তখন প্রথম ঝামেলা শুরু হতে পারে বোর্ডিং পাস দেওয়ার সময় থেকেই।
বোর্ডিং এজেন্ট যখন দেখবে আপনার পাসপোর্ট ফ্রেশ, তখন সে নরমালি কিছু প্রশ্ন করবে!

– ভিসা আছে কিনা
– কোথায় যাচ্ছেন
– কী করেন
– রিটার্ন টিকিট
– হোটেল বুকিং

এর সব কিছুর সঠিক উত্তর দিতে পারলে, তারা বোর্ডিং পাস দিয়ে দিবে।

এরপর আপনি যাবেন ইমিগ্রেশন কাউন্টারে। এখানেই মূল প্রশ্নের শুরু। ইমিগ্রেশন অফিসার সাধারণত কিছু প্রশ্ন করে আপনার ভ্রমণের উদ্দেশ্য, প্রস্তুতি ও বিশ্বাসযোগ্যতা যাচাই করে। নিচে কিছু প্রশ্ন শেয়ার করতেছি যেগুলা সাধারণত করা হয়:

ইমিগ্রেশন অফিসার কী কী জিজ্ঞেস করতে পারে:
১. কোথায় যাচ্ছেন?
২. কেন যাচ্ছেন – ঘুরতে, ট্রিটমেন্ট, কাজ নাকি অন্য কিছু?
৩. আগে কোথাও গেছেন কিনা?
৪. কে কে যাচ্ছে – আপনি একা না পরিবার/ফ্রেন্ড নিয়ে?
৫. কয়দিন থাকবেন?
৬. হোটেল বুকিং করেছেন কিনা?
৭. রিটার্ন টিকিট আছে তো?
৮. সাথে কারেন্সি আছে কিনা? কার্ড বা ক্যাশ ডলার?
৯. ভিসা কোথা থেকে নিয়েছেন এবং সেটা ভেরিফাই করবে
১০. আপনি কী করেন – চাকরি হলে অফিস আইডি বা NOC, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি বা প্রমাণ
১১. অনেক সময় মোবাইল ব্যাংক অ্যাপে ব্যালেন্স দেখতে চায়, এমনকি ব্যাংক স্টেটমেন্ট বা SMS পর্যন্ত

কিছু কিছু অফিসার আবার ট্রিকি প্রশ্নও করে দিতে পারে!

– আগে কেন বিদেশ যাননি?
– এই দেশেই কেন যাচ্ছেন?
– এই জায়গার কোনো অ্যাড্রেস জানেন?
– হোটেল কবে বুক করছেন, দেখান!
– কার্ডটা কোথা থেকে হয়েছে, এটা আপনার নামেই তো?

এইসব প্রশ্নের উত্তর যদি আপনি কনফিডেন্সের সাথে দিতে পারেন আর ডকুমেন্টস ঠিকঠাক থাকে, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।

❗ যদি উত্তর দিতে না পারেন, বা কিছু ডকুমেন্ট না থাকে, বা আপনার কথায় সন্দেহ হয় – তাহলে তারা আপনাকে অফলোড (ভ্রমণে যেতে না দেওয়া) করে দিতে পারে!

📌 কি কি ডকুমেন্টস সাথে রাখা ভালো:
১. ভ্যালিড পাসপোর্ট
২. ভিসা (যদি দরকার হয়)
৩. রিটার্ন ফ্লাইট টিকিট
৪. হোটেল বুকিং (বিশেষ করে প্রথমবার গেলে)
৫. কমপক্ষে ১ হাজার ডলার ক্যাশ বা কার্ডে টাকা
৬. ডুয়েল কারেন্সি কার্ড (যদি ক্যাশ না নেন)
৭. পেশাগত পরিচয় – চাকরি হলে NOC/ID, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স
৮. ব্যাংক স্টেটমেন্ট (না থাকলেও চলে, কিন্তু থাকলে ভালো)
৯. ট্রাভেল আইটিনারারি (মানে কোথায়, কবে যাবেন, কোথায় থাকবেন)
১০. অতিরিক্ত যেকোনো ব্যাক্তিগত ডকুমেন্ট যা আপনার কথা প্রমাণ করে

একটা কথা মনে রাখবেন:
ইমিগ্রেশন হলো নিরাপত্তা যাচাইয়ের জায়গা। আপনি যদি ডকুমেন্টস ঠিক রাখেন আর আতঙ্কিত না হয়ে, আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন – তাহলে কোনো ইমিগ্রেশন আপনাকে আটকাবে না ইনশাআল্লাহ।

তবে হ্যাঁ, ইমিগ্রেশন অফিসার মানুষভেদে আলাদা – কারো কারো মন-মেজাজ ভালো, আবার কেউ কেউ সন্দেহপ্রবণ। তাই সাবধান থাকা ভালো। 😄

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে নতুন ভ্রমণকারীদের জন্য এই গাইডলাইন শেয়ার করলাম।
কোনো ভুল বা প্রশ্ন থাকলে কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ।
কোনো ভুল-ত্রুটি হলে মাফ করে দিবেন।
জাযাকাল্লাহু খইর। 😊

Arrival Card & Customs Declaration Form(বিদেশ যাত্রার সময়) আমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্য...
04/07/2025

Arrival Card & Customs Declaration Form(বিদেশ যাত্রার সময়)

আমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্যে কিছু কিছু দেশে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর আগে এরাইভাল কার্ড ও কাস্টমস ডিক্লারেশন ফর্ম অনলাইনে ফিলাপ করতে হয়। এটি অনেকেই না জানার কারণে অনেক বিড়ম্বনার স্বীকার হতে হয়। বাংলাদেশে কিছু কিছু এয়ারলাইন্স বোর্ডিং পাস দেওয়ার ক্ষেত্রে এটা চেক করে থাকে। না করা থাকলে তাদের মাধ্যমে টাকা দিয়ে করাতে হতে পারে।

এ ছাড়া আপনি লম্বা লাইন ধরে যদি ইমিগ্রেশন অফিসারের ডেস্ক এর সামনে থেকে যদি এরাইভাল কার্ড না করার জন্য ফেরত আসতে হয় তাহলে কেমন লাগবে?! সুতরাং ট্রাভেল করার সময় এই এরাইভাল কার্ড বা কাস্টমস ডিক্লারেশন ফর্ম যথাসময়ে ফিলাপ করে নিবেন। এটা করা খুবই সহজ।

নিছে কিছু দেশের Arrival Card & Customs Declaration Form এর অথেনটিক লিঙ্ক সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য। আশাকরি সবার উপকারে আসবেঃ

🇹🇭 Thailand -
https://tdac.immigration.go.th/arrival-card/ #/home
🇸🇬 Singapore -
https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa
🇲🇾 Malaysia -
https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain
🇲🇻 Maldives-
https://imuga.immigration.gov.mv/traveller
🇵🇭 Philippine -
https://etravel.gov.ph/
🇮🇩 Indonesia -
https://ecd.beacukai.go.id/
🇧🇳 Brunei -
https://www.imm.gov.bn/

📲যেকোন দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেসিং অথবা ভ্রমণ সংক্রান্ত যেকোনো ব্যাপারে পরামর্শ ও সেবা পেতে কল করুন অথবা WhatsApp করুনঃ

wa.me/+8801678226611

আলহামদুলিল্লাহ আমরা এখন ২০০ পরিবারের মালিক।খুব শিগ্রহী আমাদের কার্যক্রম চালু করবো।নিরাপদে এবং সর্বনিম্ন খরচে দেশ-বিদেশ ঘ...
30/06/2025

আলহামদুলিল্লাহ আমরা এখন ২০০ পরিবারের মালিক।খুব শিগ্রহী আমাদের কার্যক্রম চালু করবো।নিরাপদে এবং সর্বনিম্ন খরচে দেশ-বিদেশ ঘুরে বেড়ান।দোয়া করবেন সবাই এবং পাশে থাকবেন🙏

30/06/2025

আসসালামু আলাইকুম। আমার প্রিয় মানুষ গুলোর কাছে ১কে, ২কে করে ইনভাইট চাচ্ছি।সবাই একটু ইনভাইট দিয়ে পাশে থাকবেন🙏

Address

Zinzira
Dhaka
1312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noble Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share