
05/08/2025
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিন, হোক স্মার্ট করদাতা হবার শুরু!
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) পরিচালিত অনলাইন eReturn পোর্টাল-এ রিটার্ন জমা দিতে চাইলে শুরুতেই একটি নতুন একাউন্ট খুলতে হবে। মনে রাখবেন, এটি E-TIN নেওয়ার সময়ের রেজিস্ট্রেশন নয়, এটি সম্পূর্ণ আলাদা ও নতুন প্রক্রিয়া।
🔐 একাউন্ট খুলতে যা লাগবে:
✅ করদাতার নিজের নামে বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল সিম
✅ উক্ত সিমটি সচল থাকতে হবে
✅ রেজিস্ট্রেশনের সময় ওটিপি (OTP) কোড সেই সিমে পাঠানো হবে
📌 যার এখনো নিজের নামে মোবাইল সিম নেই, অতি দ্রুত একটি সংগ্রহ করুন, কারণ এটি ছাড়া অনলাইন রিটার্ন দাখিল সম্ভব নয়।
🖼️ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা নিচের ছবিতে দেওয়া হয়েছে।