Mridha Hajj Travels

  • Home
  • Mridha Hajj Travels

Mridha Hajj Travels রাসূল (সা:) বলেছেন মাবরুর হজ্জের (কবুল হজ্জের) প্রতিদান জান্নাত ব‍্যতিত আর কিছুই নয়।

 #কাবা_শরীফ_ধোয়ার (গোসল) সময় যেসব উপকরণ ব্যবহার করা হয়:🫗 ৪০ লিটার জমজম পানি, যা দুইটি রুপার পাত্রে ভাগ করে নেওয়া হয়🌹 ৫৪০...
09/07/2025

#কাবা_শরীফ_ধোয়ার (গোসল) সময় যেসব উপকরণ ব্যবহার করা হয়:

🫗 ৪০ লিটার জমজম পানি, যা দুইটি রুপার পাত্রে ভাগ করে নেওয়া হয়

🌹 ৫৪০ মিলি তায়েফের গোলাপজল, জমজম পানির সঙ্গে মিশানো হয়

🌺 ২৪ মিলি উচ্চমানের তায়েফ গোলাপ তেল

🪵 ২৪ মিলি হারাম শরীফের বিশেষ উট তেল (Oud oil)

🌸 ৩ মিলি মিশক (musk) – কাবার ভেতরের দেয়াল ও মেঝে সুগন্ধিত করার জন্য ব্যবহার করা হয়

এই উপকরণগুলো দিয়ে অত্যন্ত মর্যাদা ও পবিত্রতার সাথে কাবা শরীফ ধোয়া হয়।

Equipments used for Ghusl Ka’bah!

• 40 liters of Zamzam water divided into two gallons of silver
• Mix Zamzam water with 540 ml of Taif rose water
• 24 ml of high quality Taif rose oil
•24 ml of the sanctuary Oud oil
•3 ml of musk to perfume the walls and floor of the Kaaba

27/06/2025
🕋 কাবার গিলাফ পরিবর্তন – ১৪৪৭ হিজরি (২০২৫ সাল)🧵 গিলাফ কেমন হয়?🖤 রঙ ও নকশা:রঙ: গভীর কালোলেখা: সোনালি রেশমে সূচিকর্ম — কুর...
26/06/2025

🕋 কাবার গিলাফ পরিবর্তন – ১৪৪৭ হিজরি (২০২৫ সাল)

🧵 গিলাফ কেমন হয়?
🖤 রঙ ও নকশা:
রঙ: গভীর কালো
লেখা: সোনালি রেশমে সূচিকর্ম — কুরআনের আয়াত ও “لا إله إلا الله محمد رسول الله”
উপরের পাড়ে: সোনালী বর্ডার (হিজাম)

🔧 প্রস্তুতকারক:
স্থান: মক্কার “King Abdul Aziz Complex for the Kiswa of the Kaaba”
শ্রমিক: প্রায় ২০০+ অভিজ্ঞ কারিগর
উপকরণ: ৬৭০ কেজি কালো রেশম, ১২০ কেজি স্বর্ণ ও রূপা

মোট খরচ: প্রায় ২৫ মিলিয়ন সৌদি রিয়াল (প্রতি বছর)

🔄 কিভাবে পরিবর্তন করা হয়?
পুরনো গিলাফ আস্তে আস্তে সরানো হয়
উপরের দিক থেকে নতুন গিলাফ লাগানো হয়
গিলাফ ৪টি অংশে ভাগ করা থাকে – প্রতিটি দিক আলাদা সেলাই করা হয়
কাজ চলে প্রায় ৩-৪ ঘণ্টা

🔄 পুরাতন গিলাফের ভাগ:
পুরনো গিলাফ কেটে টুকরো করা হয়
তা বিভিন্ন রাষ্ট্রীয় অতিথি, ইসলামিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে দেওয়া হয়

📸 ১৪৪৭ হিজরি গিলাফের কিছু বিশেষত্ব:
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সূচিকর্ম করা হয়েছে
বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পুরো পরিবর্তন পরিচালিত হয়
কাবার চারপাশে নিরাপত্তা বলয় গঠন করা হয়

🕋 কাবার গিলাফ (কিসওয়া) পরিবর্তনের ইতিহাস

কাবার গিলাফ বা "কিসওয়া" হচ্ছে একটি পবিত্র কাপড়, যা কাবা শরীফকে আবৃত করে রাখা হয়। ইসলামের ইতিহাসে কিসওয়া পরিবর্তনের একটি দীর্ঘ, সম্মানজনক এবং ধারাবাহিক রীতি রয়েছে।

📜 প্রাচীন ইতিহাস:
১. 🔸 ইসমাঈল (আ.) ও ইব্রাহিম (আ.)-এর যুগ:
কিসওয়া ব্যবহারের ইতিহাস নবী ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাঈল (আ.) পর্যন্ত ফিরে যায়, যদিও সে সময় নিয়মিত কিসওয়া পরিবর্তনের প্রথা ছিল না।

২. 🔸 জাহেলি যুগ (ইসলামের পূর্বে):
কাবা তৎকালীন মক্কার কুরাইশদের সম্মানিত কেন্দ্র ছিল
তুবা রাজারা (ইয়েমেনের হামিয়ার বংশ) প্রথম কিসওয়া দান করে।
তারা কাবাকে মিশরের তৈরি সুতা বা রেশম দিয়ে আবৃত করত।

🕋 ইসলাম যুগের শুরু:
৩. 🔸 নবী মুহাম্মদ (সা.) এর যুগ:
রাসুল (সা.) কিসওয়া পরিবর্তনের ব্যবস্থা করেছিলেন।
তিনি ইয়েমেনি কাপড় দিয়ে কাবা আবৃত করাতেন।

৪. 🔸 খুলাফায়ে রাশিদিন:
আবু বকর, উমর, উসমান ও আলী (রা.)—এরা সবাই কাবার কিসওয়ার গুরুত্ব বজায় রেখেছেন এবং পরিবর্তন করিয়েছেন।

👑 খিলাফত ও রাজতান্ত্রিক যুগ:
৫. 🔸 উমাইয়া ও আব্বাসীয় খিলাফত:
উমাইয়াদের শাসনামলে সিরিয়া থেকে কাপড় আনা হতো।

আব্বাসীয়রা মিশর থেকে তৈরি রেশম ও তুলা ব্যবহার করে অত্যন্ত উন্নতমানের কিসওয়া পাঠাতেন।

৬. 🔸 ফাতেমি ও মমলুক আমল:
মিশরের শাসকরা বিশেষভাবে কিসওয়ার দায়িত্ব নেন।
কায়রোতে কিসওয়া তৈরির জন্য “দার আল-কিসওয়া” নামে প্রতিষ্ঠান ছিল।

৭. 🔸 উসমানী (অটোমান) সাম্রাজ্য:
কিসওয়া প্রস্তুতির জন্য অর্থ বরাদ্দ ছিল।

কায়রো থেকে কিসওয়া হজ কাফেলার সঙ্গে পাঠানো হতো এবং মক্কায় পৌঁছে তা কাবা শরীফে পরানো হতো।

🇸🇦 সৌদি আরবের যুগ (১৯২۶ থেকে বর্তমান):
৮. 🔸 সৌদি শাসন শুরুর পর:
১৯২৭ সালে সৌদি সরকার নিজস্বভাবে কিসওয়া তৈরি শুরু করে।

১৯৭৭ সালে মক্কায় স্থাপন করা হয় "King Abdul Aziz Complex for the Kiswa of the Kaaba"।

৯. 🔄 আধুনিক কিসওয়া প্রস্তুতি:
৬৭০ কেজি কালো রেশম, সোনা-রূপার সূচিকর্ম।

বছরে একবার — গিলাফ পরিবর্তন করা হয়।
কিসওয়ার উপরের অংশে সোনালি হিজাম বা ব্যান্ডে কুরআনের আয়াত লেখা থাকে।

📷 ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব:
গিলাফ কেবল কাপড় নয়, বরং মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক।

The new Kiswa of Kaaba..‎• Took 11 months to manufacture.‎• Consist of 47 silk pieces embroidered with 68 verses. ‎• Kis...
24/06/2025

The new Kiswa of Kaaba..

‎• Took 11 months to manufacture.
‎• Consist of 47 silk pieces embroidered with 68 verses.
‎• Kiswah weight 1415 kg
‎• Undergoes thorough inspection at every stage within the King Abdulaziz Complex.

কাবার নতুন কিসওয়া..পরানো হচ্ছে

‎• তৈরিতে ১১ মাস সময় লেগেছে।
‎• ৬৮টি আয়াত সহ ৪৭টি সিল্কের টুকরো দিয়ে তৈরি।
‎• কিসওয়ার ওজন ১৪১৫ কেজি বাদশাহ আব্দুল আজিজ কমপ্লেক্সের প্রতিটি পর্যায়ে পুরোপুরি পরিদর্শন করে।

🕋  #জুুলাই_মাসের_ওমরাহ_কাফেলার সাথীদের নিয়ে আয়োজন....  📌 ১১জুলাই,২৫ শুক্রবার 🕋 পূর্নাঙ্গ পূর্ব প্রস্তুতির মাধ্যমে আপনার ...
24/06/2025

🕋 #জুুলাই_মাসের_ওমরাহ_কাফেলার সাথীদের নিয়ে আয়োজন....

📌 ১১জুলাই,২৫ শুক্রবার

🕋 পূর্নাঙ্গ পূর্ব প্রস্তুতির মাধ্যমে আপনার "ওমরাহ " আাদায় সহজ করতে এই প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক হবে, ইনশাআল্লাহ

🕋 ওমরাহর বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন তথা নিজের প্রস্তুতির অভাবে অনেক ধরনের ভুল বা সংশয় নিয়ে জটিলতায় পড়তে হয় !!!

🕋 ওমরাহর প্রতিটি ধাপ ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

▪️ আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি লাভের আশায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

🕋  #জুলাই_মাসের_ওমরাহ_বুকিং_চলছে... আপনিও আমাদের সাথি হতে পারেন🔹কম খরচে নয় মানসম্মত প্যাকেজে ওমরাহ করুন।কম খরচে গিয়ে কষ্...
16/06/2025

🕋 #জুলাই_মাসের_ওমরাহ_বুকিং_চলছে...

আপনিও আমাদের সাথি হতে পারেন

🔹কম খরচে নয় মানসম্মত প্যাকেজে ওমরাহ করুন।
কম খরচে গিয়ে কষ্ট করা বা অন্য ভাবে টাকা খরচ করার চেয়ে আমাদের দায়িত্ব দিন আপনি শুধু এবাদত করুন।

🔹প্যাকেজে যা থাকবে-
📄 ওমরাহ ভিসা
💳 এয়ার টিকেট
🚌 জেদ্দা-মক্কা যাতায়াত
🖼️ মক্কায় জেয়ারা (দর্শনীয় স্থান পরিদর্শন)
🚌 মক্কা থেকে মদিনায় যাতায়াত
🖼️ মদিনায় জেয়ারা (দর্শনীয় স্থান পরিদর্শন)
🚌 মদিনা থেকে এয়ারপোর্ট যাতায়াত
🏣 হোটেল ভাড়া শেয়ারিং রুম
🏛️ কাছাকাছি হোটেল
🍽️ ৩ বেলা রুচিসম্মত বাংলা খাবার
🌐 সার্বক্ষণিক অনলাইন সেবার মাধ্যমে স্বজনদের সাথে যুক্ত থাকা
⏰ মক্কায় মদিনায় সার্বক্ষণিক এটেন্ডেন্ট
📞 বিভিন্ন অবস্থানে সঠিক তথ্য প্রদান
📚 কুরআন হাদিস ভিত্তিক পরামর্শ প্রদান
✅ #অভিজ্ঞ_আলেম_মুয়াল্লিম
👉 বয়স্কদের জন্য বিশেষ নজরদারী

🏢 আলাদা রুম নিয়ে থাকতে চাইলে অতিরিক্ত খরচ বহন করতে হবে।

🚌 জেদ্দা এবং তায়েফ গেলে নিজ খরচে যেতে হবে। গাড়ীর ব্যাবস্থা করে দেয়া হবে।

🚌 মদিনায় জিন পাহাড় এবং বদরে গেলে নিজ খরচে যেতে হবে। যাওয়ার বিষয়ে সাথে থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

(অনেকে প্রশ্ন করেন " কম খরচে যাওয়া যায়।" কম খরচের হোটেলের মান এবং দূরত্ব বেশী হয়ে থাকে। আমি কাছে এবং মান সম্পন্ন হোটেলে রাখার চেষ্টা করি, তাই হোটেল ভাড়া বেশী)

যোগাযোগ করুন-
🏠 অফিস :-
এফ- ১৯৩/২ উত্তর ছায়াবিথী, ২৮ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর।
+88 01886-165096 (WhatsApp, IMO)


Address


Telephone

+8801886165096

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mridha Hajj Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mridha Hajj Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share