17/03/2025
১৭ই রমাদান এই দিনটি শুধু একটি তারিখ নয়, ইতিহাসের পাতায় খোদাই হয়ে থাকা এক চিরস্মরণীয় মুহূর্ত। বদরের মরুপ্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, তা ছিল ঈমান আর কুফরের মধ্যে এক চূড়ান্ত পরীক্ষার দিন। হাতে গোনা ৩১৩ জন সাহসী মুজাহিদ, যাঁদের হৃদয়ে ছিল শুধু আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ।
এই যুদ্ধ কেবল শত্রুর মুখোমুখি হওয়া নয় এই যুদ্ধ ছিল আত্মত্যাগের, বিশ্বাসের এবং ত্যাগের পরম পরীক্ষা। রক্তাক্ত সেই ময়দানে যখন প্রাণের মায়া ছেড়ে সাহাবারা লড়াই করছিলেন, তখন তাঁদের হৃদয়ে ছিল একটাই চাওয়া আল্লাহ যেন তাঁদের কবুল করেন। তাঁরা জানতেন, বিজয় আসে সংখ্যার বিশালতায় নয়, আসে আল্লাহর সাহায্যে আর তাওয়াক্কুলের শক্তিতে।
আল্লাহর রহমত তখনই নেমে আসে, যখন বান্দা নিজেকে সম্পূর্ণভাবে তাঁর কাছে সমর্পণ করে। বদরের দিন আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাহাবাদের সাহায্য করার তিনি এক হাজার ফেরেশতা প্রেরণ করেছিলেন তাঁদের সহায়তায়। এমন এক মহিমান্বিত মুহূর্ত, যেখানে আসমান-জমিন এক হয়ে গিয়েছিল ঈমানের বিজয়গাথা লেখার জন্য।
বদরের সেই শিক্ষা আজও আমাদের হৃদয়ে গেঁথে থাকা উচিত। প্রতিকূলতা যত কঠিনই হোক, যদি বিশ্বাস অটুট থাকে, আল্লাহর ওপর ভরসা অক্ষুণ্ণ থাকে, তবে কোনো বাধাই আমাদের থামিয়ে রাখতে পারে না। আমাদের জীবনের প্রতিটি লড়াইয়ে বদরের চেতনা বয়ে নিয়ে চলা উচিত। আমাদের আত্মবিশ্বাস, তাওয়াক্কুল আর সত্যের পথে অবিচল থাকতে হবে।
আজ, যখন আমরা নিজেদের চ্যালেঞ্জে জর্জরিত দেখি, তখন বদরের স্মৃতি আমাদের মনে করিয়ে দেয়—যদি হৃদয়ে সত্যের দীপ্তি জ্বলতে থাকে, যদি আল্লাহর ওপর পরিপূর্ণ নির্ভরতা থাকে, তবে কোনো শক্তিই আমাদের হারাতে পারবে না।
রুহুল আমিন রায়হান
১৮ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ
৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
১৭ রমজান ১৪৪৬ হিজরি