Amin Air Travels Service

Amin Air Travels Service আমাদের সেবা সমূহঃ
হজ্জ্ব ও উমরাহ্‌ প্যাকেজ, ভিসা প্রসেসিং, এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ ও হোটেল বুকিং।

আমিন এয়ার ট্রাভেলস সার্ভিস
(আপনার সফরের বিশস্ত সঙ্গী)

আমাদের সেবা সমূহঃ
✅ হজ্জ্ব ও উমরাহ্‌ প্যাকেজ
✅ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং
✅ ইন্টারন্যাশনাল ও ডমেষ্টিক এয়ার টিকেট
✅ ট্যুর প্যাকেজ
✅ বিশ্বের যেকোনো শহরের হোটেল বুকিং
✅ যেকোনো এয়ারলাইন্সের টিকেট রি-কনফার্ম ও ডেইট চেইঞ্জ

ট্রাভেল সংক্রান্ত সকল সেবা পেতে চলে আসুন আমাদের অফিসে।

আমিন এয়ার ট্রাভেলস সার্ভিস
🏢এম,এস ম্যানশন, সবুজবাগ,হবিগঞ্জ।
☎️ +8801860562699
📧 [email protected]

হজ সফরের সকল ক্ষেত্রে  #নুসুক_কার্ড অবশ্যই সাথে রাখবেন, কারণ এটি আপনার চলাচলকে স্বাচ্ছন্দ্যময় করবে এবং সেবাসমূহ পাওয়া সম...
01/05/2025

হজ সফরের সকল ক্ষেত্রে #নুসুক_কার্ড অবশ্যই সাথে রাখবেন, কারণ এটি আপনার চলাচলকে স্বাচ্ছন্দ্যময় করবে এবং সেবাসমূহ পাওয়া সম্পূর্ণরূপে সহজতর করবে।

#স্বাচ্ছন্দ্য_ও_প্রশান্তি
#তাসরীহ_ছাড়া_হজ_নয়

18/04/2025

হজ্ব প্রশিক্ষণ নিয়ম কানুন।

14/04/2025

"শুভ বাংলা নববর্ষ ১৪৩২!
নতুন বছর, নতুন সুযোগ —
আসুন, আমরা সবাই এই নতুন সূচনাকে আল্লাহর রহমতের আশ্রয়ে শুরু করি।
পুরনো ভুলগুলো থেকে ফিরে, হালাল রিজিক, সৎ আমল ও ঈমানের পথে অটুট থাকার অঙ্গীকার করি।

আল্লাহ তাআলা যেন আমাদের নতুন বছরকে বরকতময় করেন,
গুনাহ থেকে হেফাজত করেন,
আর দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন।
— শুভ নববর্ষ"

আলহামদুলিল্লাহ!আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে আজ, ১১ এপ্রিল ২০২৫ ইং, সকাল ৫ ঘটিকায...
11/04/2025

আলহামদুলিল্লাহ!
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে আজ, ১১ এপ্রিল ২০২৫ ইং, সকাল ৫ ঘটিকায়, অভিজ্ঞ মোয়াল্লেমের তত্ত্বাবধানে আমিন এয়ার ট্রাভেলস সার্ভিস-এর উমরাহ যাত্রীবৃন্দ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাজিরা এয়ারলাইন্সে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সুস্থভাবে সৌদি আরবে পৌঁছেছেন উমরাহ যাত্রীরা।
ইনশাআল্লাহ, এই মহান ইবাদত সম্পন্ন করে উমরাহ যাত্রীগণ ২৫ এপ্রিল ২০২৫ ইং তারিখে জেদ্দা এয়ারপোর্ট থেকে ফিরতি ফ্লাইটে দেশে প্রত্যাবর্তন করবেন।

আমরা মহান আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করি—
যেন উমরাহ যাত্রীগণ সুস্থতা, নিরাপত্তা এবং খুশির সাথে তাঁদের ইবাদত সম্পন্ন করতে পারেন।
আল্লাহ তাআলা তাঁদের এই সফরকে কবুল করুন, বরকতময় করুন এবং তাঁদের জীবনকে আরও সুন্দর করে তুলুন।

আমিন এয়ার ট্রাভেলস সার্ভিস
🏢 ঠিকানা: এম.এস. ম্যানশন, সবুজবাগ, হবিগঞ্জ
☎️ ফোন নম্বর:+8801794-948021/+8801716-207102
📧 ইমেইল: [email protected]

বিঃদ্রঃ পবিত্র হজ্ব ও উমরাহ বুকিং এখন চালু রয়েছে। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
জাযাকাল্লাহ খাইর।

31/03/2025

🌙 ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ
(আল্লাহ আমাদের ও আপনাদের আমলসমূহ কবুল করুন)

সবার রোজা, নামাজ, দোয়া ও ইবাদত আল্লাহ কবুল করুন।
এই ঈদ হোক আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির উৎসব।

পৃথিবীর নিপীড়িত মানুষদের হৃদয়েও ছড়িয়ে পড়ুক ঈদের খুশি, শান্তি ও রহমতের আলো।

❤️ ঈদ মোবারক! ❤️

১৭ই রমাদান এই দিনটি শুধু একটি তারিখ নয়, ইতিহাসের পাতায় খোদাই হয়ে থাকা এক চিরস্মরণীয় মুহূর্ত। বদরের মরুপ্রান্তরে যে য...
17/03/2025

১৭ই রমাদান এই দিনটি শুধু একটি তারিখ নয়, ইতিহাসের পাতায় খোদাই হয়ে থাকা এক চিরস্মরণীয় মুহূর্ত। বদরের মরুপ্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, তা ছিল ঈমান আর কুফরের মধ্যে এক চূড়ান্ত পরীক্ষার দিন। হাতে গোনা ৩১৩ জন সাহসী মুজাহিদ, যাঁদের হৃদয়ে ছিল শুধু আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস‌ ।

এই যুদ্ধ কেবল শত্রুর মুখোমুখি হওয়া নয় এই যুদ্ধ ছিল আত্মত্যাগের, বিশ্বাসের এবং ত্যাগের পরম পরীক্ষা। রক্তাক্ত সেই ময়দানে যখন প্রাণের মায়া ছেড়ে সাহাবারা লড়াই করছিলেন, তখন তাঁদের হৃদয়ে ছিল একটাই চাওয়া আল্লাহ যেন তাঁদের কবুল করেন। তাঁরা জানতেন, বিজয় আসে সংখ্যার বিশালতায় নয়, আসে আল্লাহর সাহায্যে আর তাওয়াক্কুলের শক্তিতে।

আল্লাহর রহমত তখনই নেমে আসে, যখন বান্দা নিজেকে সম্পূর্ণভাবে তাঁর কাছে সমর্পণ করে। বদরের দিন আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাহাবাদের সাহায্য করার তিনি এক হাজার ফেরেশতা প্রেরণ করেছিলেন তাঁদের সহায়তায়। এমন এক মহিমান্বিত মুহূর্ত, যেখানে আসমান-জমিন এক হয়ে গিয়েছিল ঈমানের বিজয়গাথা লেখার জন্য।

বদরের সেই শিক্ষা আজও আমাদের হৃদয়ে গেঁথে থাকা উচিত। প্রতিকূলতা যত কঠিনই হোক, যদি বিশ্বাস অটুট থাকে, আল্লাহর ওপর ভরসা অক্ষুণ্ণ থাকে, তবে কোনো বাধাই আমাদের থামিয়ে রাখতে পারে না। আমাদের জীবনের প্রতিটি লড়াইয়ে বদরের চেতনা বয়ে নিয়ে চলা উচিত। আমাদের আত্মবিশ্বাস, তাওয়াক্কুল আর সত্যের পথে অবিচল থাকতে হবে।

আজ, যখন আমরা নিজেদের চ্যালেঞ্জে জর্জরিত দেখি, তখন বদরের স্মৃতি আমাদের মনে করিয়ে দেয়—যদি হৃদয়ে সত্যের দীপ্তি জ্বলতে থাকে, যদি আল্লাহর ওপর পরিপূর্ণ নির্ভরতা থাকে, তবে কোনো শক্তিই আমাদের হারাতে পারবে না।

রুহুল আমিন রায়হান
১৮ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ
৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
১৭ রমজান ১৪৪৬ হিজরি

10/03/2025

"আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান কাবা শরীফের এই মনোমুগ্ধকর দৃশ্য হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দিক। আসুন, বেশি বেশি ইবাদত করি এবং আল্লাহর রহমত অর্জন করি।"
📌 #রমজান২০২৫ #কাবা_শরীফ #ইসলাম #তাওয়াফ #রমজানুল_মোবারক

🌙পবিত্র রমজান ২০২৫ –সেহরি ও ইফতারের সময়সূচিআসন্ন পবিত্র রমজান উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হলো হবিগঞ্জ জেল...
01/03/2025

🌙পবিত্র রমজান ২০২৫ –সেহরি ও ইফতারের সময়সূচি
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হলো হবিগঞ্জ জেলার জন্য। সকলকে রমজানের শুভেচ্ছা ও দোয়া রইলো!

আলহামদুলিল্লাহপবিত্র উমরাহ পালনের জন্য  আমিন এয়ার ট্রাভেলস সার্ভিসের  উমরাহ যাত্রীগণ মক্কা শরীফে সুন্দরভাবে গিয়ে পৌঁছেছ...
01/03/2025

আলহামদুলিল্লাহ
পবিত্র উমরাহ পালনের জন্য আমিন এয়ার ট্রাভেলস সার্ভিসের উমরাহ যাত্রীগণ মক্কা শরীফে সুন্দরভাবে গিয়ে পৌঁছেছেন। আমরা সকল উমরাহ যাত্রীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

বিশেষ দ্রষ্টব্য: পবিত্র রমজানে উমরাহ বুকিং চলছে!

আল্লাহর অশেষ রহমতে পবিত্র রমজান মাসে উমরাহ পালনের সুবর্ণ সুযোগ এসেছে। রমজান মাসে উমরাহ করার ফজিলত অত্যন্ত বেশি, যা হাদিস শরিফে বর্ণিত হয়েছে— "রমজানের উমরাহ হজের সমতুল্য" (সহিহ বুখারি, ১৭৮২)। এই বরকতময় মাসে আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করার সৌভাগ্য লাভ করুন এবং নিজের আমলকে আরও পরিশুদ্ধ করুন।

আমাদের বিশেষ রমজান উমরাহ প্যাকেজ এখন বুকিং চলছে! প্যাকেজের মধ্যে রয়েছে—

✅ সহজ ও দ্রুত ভিসা প্রসেসিং
✅ স্বনামধন্য হোটেলে আরামদায়ক থাকার ব্যবস্থা
✅ সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট ও স্থানান্তর সুবিধা
✅ মক্কা ও মদিনায় অভিজ্ঞ গাইডের সহায়তা
✅ বিশেষ ইফতার ও সেহরির ব্যবস্থা

আপনার কাঙ্ক্ষিত তারিখে বুকিং নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন! আসুন, পবিত্র রমজানে উমরাহ পালন করে আল্লাহর রহমত ও বরকত লাভ করি।
আমিন এয়ার ট্রাভেলস সার্ভিস
🏢এম.এস. ম্যানশন, সবুজবাগ,হবিগঞ্জ
☎️ 01716-207102
📧 [email protected]

একুশে ফেব্রুয়ারি: ভাষার জন্য আত্মত্যাগের দিন"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পারি..."আজ মহান শ...
21/02/2025

একুশে ফেব্রুয়ারি: ভাষার জন্য আত্মত্যাগের দিন

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি..."

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই বীর সন্তানদের, যারা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন।

তাদের সেই আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি, লিখতে পারি, স্বপ্ন দেখতে পারি। আসুন, এই দিনটিতে আমরা বাংলা ভাষার মর্যাদা রক্ষার শপথ নেই এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা আরও গভীর করি।

শ্রদ্ধাঞ্জলি সকল ভাষা শহীদদের প্রতি।
বাংলা আমার গর্ব, বাংলা আমার অহংকার!

🌙 লাইলাতুন নিসফি মিন শাবান – ক্ষমা ও রহমতের রাত আল্লাহর অফুরন্ত দয়া ও মাগফিরাতের এক মহিমান্বিত রাত শাবানের ১৫তম রাত। রাস...
14/02/2025

🌙 লাইলাতুন নিসফি মিন শাবান – ক্ষমা ও রহমতের রাত
আল্লাহর অফুরন্ত দয়া ও মাগফিরাতের এক মহিমান্বিত রাত শাবানের ১৫তম রাত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

"যখন শাবান মাসের মধ্যরাত (১৫ তারিখের রাত) আসে, তখন আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সকলকে ক্ষমা করে দেন।"
📖 (সিলসিলাহ সহিহাহ, ১১৪৪)

আসুন, এই রাতে নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, অন্তরকে হিংসা-বিদ্বেষ থেকে মুক্ত করি, আর নেক আমলে মনোযোগী হই।
আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন ও দুনিয়া-আখিরাতে সফলতা দান করেন— আমিন!

#শবে_বরাত #মাগফিরাতেররাত #লাইলাতুন_নিসফি_মিন_শাবান

Address

M. S. Mansion Sobujbag
Habiganj
3300

Alerts

Be the first to know and let us send you an email when Amin Air Travels Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amin Air Travels Service:

Share

Category