
29/10/2024
#রাশমেলা, কোভিড-১৯ এর পরে রাশমেলাতে সর্বসাধারণের যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল।
দীর্ঘ ৪ বছর বন্ধ থাকার পরে আবার উন্মুক্ত হলো সবার জন্য। আগামী ১৫-১৬-১৭ নভেম্বর আমাদের থাকছে রাসমেলা উপলক্ষে সুন্দরবন ভ্রমণ প্যাকেজ।
আপনিও এই ঐতিহ্যবাহী রাশমেলা তে অনন্দ উপভোগ করতে পারেন। সাথে সুন্দরবনের অন্যান্য স্পট ভিজিট তো থাকছেই বরাবরের মতই।
তাই আর দেরি না করে এখনি যোগাযোগ করুন..
রাস উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয়ভাব ধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ রসের সমৃদ্ধ কথা বস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় রুপান্তরিত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে। বাগেরহাটের মোংলা থেকে নদীপথে বঙ্গোপসাগরপাড়ের সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ২‘শ বছর ধরে এ উৎসব পালন হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা বঙ্গপসাগরের চর আলোরকোল এলাকায় বসে পুর্ণিমার জোয়ারে স্নান করে, যাতে তাদের সকল পাপ মোচন হয়ে যায়।
দুবলার চরের এই রাস উৎসব শুধু দক্ষিণাঞ্চলের নয়, বাংলাদেশ তথা উপমহাদেশের মধ্যে একটি অন্যতম উৎসব। কারণ সুন্দরবন আজ ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ, আর রাসমেলা শতাব্দীর প্রাচীন উৎসব। রাসপূজার স্থান ‘দুবলার চর’ বাগেরহাট জেলার শরণখোলা থানার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অন্তর্গত কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে একটি চর। আমাদের দেশের উৎসবগুলো সাধারণত লোকালয়ে পালন করা হয়। তবে সুন্দরবনের রাসমেলা ব্যতিক্রম, কারণ দুর্গম সুন্দরবন এলাকায় এই উৎসব পালিত হয় বলে ইচ্ছা থাকলেও সবার পক্ষে এই উৎসবে যোগ দেওয়া হয়ে ওঠে না।