04/05/2024
আল্লাহপাকের মোবাইল নম্বর কি জানো?
জি-না হুজুর।
উনার মোবাইল নম্বর হলো ২৪৪৩৪।
বলেন কী?
এই নম্বরে মোবাইল দিলেই উনারে পাওয়া যায়। ২ হলো ফজরের দুই রাকাত ফরজ নামাজ, ৪ হলো জোহরের চাইর রাকাত ফরজ নামাজ, আরেক ৪ হলো আসরের চার রাকাত, ৩ হলো মাগরেবের তিন রাকাত, আর এশার চার রাকাতের ৪। এখন পরিষ্কার হয়েছে?
জি হুজুর।
প্রতিদিন একবার উনারে মোবাইল করবা। দেখবা সব ঠিক।
— হুমায়ূন আহমেদ (হিমু এবং হার্ভার্ড Ph.D.বল্টু ভাই)