
07/04/2025
ইসলামের মূল ভিত্তি 5টি ঈমান, নামাজ, রোজা, হজ্জ, যাকাত। হজ্জ বাদে আর 4টি নিজ এলাকা বা দেশে করে থাকি। ওমরাহ ও হজ্জ যাদের উপর ফরজ হয়েছে তারা সৌদি আরব গিয়ে থাকি। আপাততো 1/2 বছরের জন্য সৌদি আরবের গভির ঘুম থেকে জাগানোর জন্য হজ্জ করা বন্ধ করে দেই। আমরা হজ্জ করতে গিয়ে যে লক্ষ টাকা খরচ হয় সেই টাকাটা দিয়ে ফিলিস্তিন ভাইদের পাশে দাড়াই। তাহলে তাদের অনেক উপকার হবে এই দূর্দীনে এবং গাজা বাসি বুঝবে যে তাদের পাশে আমরা আছি তারা একা ও অসহায় নয়। এর ফলে সৌদি আরবের ঘুম ভাঙবে তারা জাগ্রত হবে।