30/07/2025
সৌদিতে চাকরির নতুন আইন। দেশ নয়, স্কিল দেখবে এখন!
সৌদি আরবে এখন আর “কে কোন দেশের লোক” সেটি বড় কথা না। কে কী পারে সেটাই এখন একমাত্র মূল্যায়নের মাপকাঠি।
নতুন নিয়মে, বিদেশিদের জন্য সৌদি সরকার চাকরি দিচ্ছে ৩টি স্কিল লেভেলে:
High Skill, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার এক্সপার্ট, চিকিৎসক, কনসালটেন্ট।
Skilled, অফিস অ্যাসিস্ট্যান্ট, একাউন্টস, ট্রেড লাইসেন্স, রিসার্চ
Basic, সাধারণ হেল্পার, লেবার, ড্রাইভার ইত্যাদি
এখন থেকে কেউ যদি কেবল ‘পাসপোর্ট’ দেখিয়ে ভিসা নিতে চায়, হবে না। তাকে প্রমাণ করতে হবে সে কী পারে। প্রমাণ করতে হবে তার স্কিল, সার্টিফিকেট, বয়স, যোগ্যতা।
আপনার বেতন কত হবে, আপনার ইকামা পেশা কী হবে, আপনি কোন কোম্পানিতে কাজ করবেন, সবকিছু নির্ধারিত হবে আপনার “স্কিল ক্যাটাগরি” অনুযায়ী।
নতুন নিয়ম কার্যকর: ৩ আগস্ট ২০২৫
এরপর থেকে কোনো কোম্পানি আর যাকে-তাকে স্পনসর করতে পারবে না। Qiwa, GOSI, HRSD সব সিস্টেমে রেজিস্ট্রেশন থাকবে “স্কিল লেভেল” অনুযায়ী।
আপনি যদি আজ থেকেই নিজের স্কিল ঠিক করেন, নিজের যোগ্যতা তৈরি করেন, তাহলে আপনি হয়ে যেতে পারেন সৌদির এক নাম্বার কোম্পানির অফিস ম্যানেজার, ক্লায়েন্ট হ্যান্ডলার, এক্সপোর্ট ইনচার্জ, কিংবা কোম্পানি প্রতিনিধি।
আমি নিজেই দেখছি প্রতিদিন নতুন কোম্পানিগুলো চাকরি দিতে চায়, কিন্তু বিশ্বাসযোগ্য লোক খুঁজে পায় না।।
এখন থেকেই চোখ-কান খোলা রাখুন, আপনার জীবন বদলাতে পারে একটি স্কিল আর একটি সিদ্ধান্তে।
পুনশ্চঃ আমি শুধুই লেখক। আমি কোনোভাবেই এ ব্যাপারে কাউকে সাহায্য করার সক্ষমতা রাখি না। আরবী আইনগুলো অনুবাদ করে আপনাদের জানাচ্ছি।