Alisha Travels & Tours

  • Home
  • Alisha Travels & Tours

Alisha Travels & Tours Travel agency · Consulting agency

30/07/2025

সৌদিতে চাকরির নতুন আইন। দেশ নয়, স্কিল দেখবে এখন!

সৌদি আরবে এখন আর “কে কোন দেশের লোক” সেটি বড় কথা না। কে কী পারে সেটাই এখন একমাত্র মূল্যায়নের মাপকাঠি।
নতুন নিয়মে, বিদেশিদের জন্য সৌদি সরকার চাকরি দিচ্ছে ৩টি স্কিল লেভেলে:

High Skill, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার এক্সপার্ট, চিকিৎসক, কনসালটেন্ট।
Skilled, অফিস অ্যাসিস্ট্যান্ট, একাউন্টস, ট্রেড লাইসেন্স, রিসার্চ
Basic, সাধারণ হেল্পার, লেবার, ড্রাইভার ইত্যাদি

এখন থেকে কেউ যদি কেবল ‘পাসপোর্ট’ দেখিয়ে ভিসা নিতে চায়, হবে না। তাকে প্রমাণ করতে হবে সে কী পারে। প্রমাণ করতে হবে তার স্কিল, সার্টিফিকেট, বয়স, যোগ্যতা।

আপনার বেতন কত হবে, আপনার ইকামা পেশা কী হবে, আপনি কোন কোম্পানিতে কাজ করবেন, সবকিছু নির্ধারিত হবে আপনার “স্কিল ক্যাটাগরি” অনুযায়ী।

নতুন নিয়ম কার্যকর: ৩ আগস্ট ২০২৫

এরপর থেকে কোনো কোম্পানি আর যাকে-তাকে স্পনসর করতে পারবে না। Qiwa, GOSI, HRSD সব সিস্টেমে রেজিস্ট্রেশন থাকবে “স্কিল লেভেল” অনুযায়ী।

আপনি যদি আজ থেকেই নিজের স্কিল ঠিক করেন, নিজের যোগ্যতা তৈরি করেন, তাহলে আপনি হয়ে যেতে পারেন সৌদির এক নাম্বার কোম্পানির অফিস ম্যানেজার, ক্লায়েন্ট হ্যান্ডলার, এক্সপোর্ট ইনচার্জ, কিংবা কোম্পানি প্রতিনিধি।

আমি নিজেই দেখছি প্রতিদিন নতুন কোম্পানিগুলো চাকরি দিতে চায়, কিন্তু বিশ্বাসযোগ্য লোক খুঁজে পায় না।।

এখন থেকেই চোখ-কান খোলা রাখুন, আপনার জীবন বদলাতে পারে একটি স্কিল আর একটি সিদ্ধান্তে।

পুনশ্চঃ আমি শুধুই লেখক। আমি কোনোভাবেই এ ব্যাপারে কাউকে সাহায্য করার সক্ষমতা রাখি না। আরবী আইনগুলো অনুবাদ করে আপনাদের জানাচ্ছি।

27/07/2025
প্রবাসী যুব সংঘ, ভূকশিমইল এর জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আলিশা ট্রাভেলস এন্ড ট্যুরস এর পক্ষ থেকে।
27/07/2025

প্রবাসী যুব সংঘ, ভূকশিমইল এর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আলিশা ট্রাভেলস এন্ড ট্যুরস এর পক্ষ থেকে।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের  ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক...
22/07/2025

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

এই অপূরণীয় ক্ষতিতে আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।

Alisha Travels and Tour's.
01724-031607

11/07/2025

প্রিয় বিদেশগামী যাত্রীবৃন্দ জরুরী কাজের জন্য আপনারা ঢাকায় বিমান বন্দরে যাবার জন্য বাই রোড ব্যবহার করবেন না।
বাই রোড এর জ্যামে আপনাকে দীর্ঘক্ষণ বসে থাকতে হতে পারে। যদি একান্ত প্রয়োজন হয় তবে যথেষ্ট সময় নিয়ে যাবেন,
অন্যতায় বিমান অথবা রেলপথ ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে।

বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার বর্তমান হালচাল | জুলাই ২০২৫বাংলাদেশ থেকে অনেক দেশেই আগে খুব সহজে ট্যুরিস্ট ভিসা পাওয়া যেত।...
09/07/2025

বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার বর্তমান হালচাল |
জুলাই ২০২৫

বাংলাদেশ থেকে অনেক দেশেই আগে খুব সহজে ট্যুরিস্ট ভিসা পাওয়া যেত। কিন্তু এখন বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বা একেবারেই বন্ধ হয়ে গেছে। আজকে বাস্তব অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে সেই দেশগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করছি।

🇮🇳 ভারত (India)

২৪ জুলাইয়ের আন্দোলনের সময় থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে।
✅ চালু: মেডিকেল ও কিছু নির্দিষ্ট ক্যাটাগরি
❌ বন্ধ: ট্যুরিস্ট ভিসা

🇦🇪 দুবাই (UAE)

গত বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ।
✅ চালু: কিছু কার্টেসি ভিসা (সাধারণ পর্যটকদের জন্য নয়)
❌ বন্ধ: ট্যুরিস্ট ভিসা

🇻🇳 ভিয়েতনাম (Vietnam)

২০২৫ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ।
🔹 অনেকে ভিসার মেয়াদ শেষেও দেশে না ফেরায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

🇺🇿 উজবেকিস্তান (Uzbekistan)

আগে E-visa দিতো, এখন আগস্ট ২০২৪ থেকে তা পুরোপুরি বন্ধ।

🇪🇬 মিশর (Egypt)

আগে Okay to Board এর মাধ্যমে On Arrival ভিসা পাওয়া যেত।
❌ এখন তা বন্ধ।
✅ এম্বাসি থেকে আবেদন করা যাচ্ছে, তবে সময়সাপেক্ষ।

🇹🇷 তুরস্ক (Turkey)

❌ অফিসিয়ালি বন্ধ না হলেও ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ।
📉 রিজেকশন রেট প্রায় ৯৭%
✅ ইনভাইটেশন থাকলে বিজনেস ভিসা সম্ভব।

🇮🇩 ইন্দোনেশিয়া (Indonesia)

আগে On Arrival ভিসা ছিল, এখন কেবল স্টিকার ভিসা।
⏳ সময় লাগে প্রায় ২ মাস, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু।

🇵🇭 ফিলিপাইন (Philippines)

✅ ভিসা পাওয়া যায়, কিন্তু:
🔸 এপয়েন্টমেন্ট পেতে সময় লাগে
🔸 তারপর প্রসেসিং – মোট সময় প্রায় ৩০ দিন

🇹🇭 থাইল্যান্ড (Thailand)

⏳ বর্তমানে ভিসা পেতে ৪৫–৫০ দিন সময় লাগে
📉 রিজেকশন রেট অনেক বেড়ে গেছে
❌ আগের মতো সহজ নয়

🇸🇬 সিঙ্গাপুর (Singapore)

আগে ৩–৪ দিনে ভিসা মিলতো
✅ এখনো দ্রুত ফলাফল আসে
❌ কিন্তু রিজেকশন রেট অনেক বেশি

🇨🇳 চায়না (China)

✅ ভিসা এখনো মিলছে, তবে কনফার্ম এয়ার টিকিট ও হোটেল বুকিং দিতে হয়
📈 অ্যাপ্রুভালের হার ভালো

❗ সার্বিক চিত্র:

দিন দিন বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ট্যুরিস্ট ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।
📌 কারণ কী হতে পারে?
• অতীত ভিসা মিসইউজ
• অনেকে ফিরে না আসা
• অনিয়মিত ডকুমেন্ট
• কিছু কিছু দালালচক্রের অপব্যবহার

✅ সমাধান কী হতে পারে?
1. ভিসা ব্যবস্থায় ট্রান্সপারেন্সি বজায় রাখা
2. অতীত ভ্রমণ রেকর্ড পরিষ্কার রাখা
3. ফেক ডকুমেন্ট এড়িয়ে চলা
4. দেশীয় পর্যায়ে ভিসা এজেন্টদের ওপর নিয়মিত নজরদারি
5. নিজ নিজ প্রোফাইল ও ফিনান্সিয়াল ডকুমেন্ট শক্ত করা

📢 📢 দারুন অফার  কাতারের টিকেট সীমিত সময়ের জন্য 📢📢 (International Flight)🛫 কাতারের টিকেট পাচ্ছেন মাত্র ৪৭,৫০০ টাকা!👉 এখন...
04/07/2025

📢 📢 দারুন অফার কাতারের টিকেট সীমিত সময়ের জন্য 📢📢 (International Flight)

🛫 কাতারের টিকেট পাচ্ছেন মাত্র ৪৭,৫০০ টাকা!
👉 এখনই বুকিং করুন – ভিসা থাকলেই রওনা!
✅ Trusted Agent
✅ ১০ মিনিটে কনফার্ম টিকিট
✅ Bkash & Nagod Accepted

📞 বুকিং: 01724-031607
📍 Alisha Travels & Tours,
ঠিকানা: এস এ শপিং সেন্টার (৩য় তলা) অগ্রনী ব্যাংক এর উপরে, দক্ষিণ বাজার কুলাউড়া, মৌলভীবাজার।
💬 ইনবক্সে মেসেজ দিন এখনই!

04/07/2025

🎫 আপনার বিশ্বস্ত ফ্লাইট পার্টনার –
Alisha Travels & Tours

আমরা দিচ্ছি:
✔️ হজ ও ওমরা প্যাকেজ।
✔️ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টিকিট।
✔️ ভিসা প্রসেসিং সহায়তা।
✔️ হোটেল বুকিং।
✔️ ট্রাভেল ইনস্যুরেন্স।
✔️ অনলাইনে,NID কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট আবেদন।
✔️ ফরেন মিনিস্ট্রি, নোটারি ও এটাষ্টেট সহযোগিতা।

✅ অভিজ্ঞ ও বিশ্বস্ত এজেন্ট
✅ সর্বনিম্ন মূল্যে সেরা সেবা!

📍 লোকেশন: ঠিকানা: এস এ শপিং সেন্টার (৩য় তলা) অগ্রনী ব্যাংকের উপরে, দক্ষিণ বাজার কুলাউড়া, মৌলভীবাজার
📞 01724-031607
📞 01711-307124

ইনবক্সে মেসেজ দিন!

✨ *হজ্ব প্রাক নিবন্ধন ২৬*সৌদি ও বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক হজ্জ২০২৬ এর নিবন্ধ‌নের সময়সীমা:২৬ সালের হজের চূড়ান্ত...
03/07/2025

✨ *হজ্ব প্রাক নিবন্ধন ২৬*
সৌদি ও বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক হজ্জ২০২৬ এর নিবন্ধ‌নের সময়সীমা:
২৬ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ তারিখ ১২ অক্টোবর-২০২৫। হজ্জ ফ্লাইট শুরু ১৮ই এপ্রিল-২০২৬।
আপনার হজ্জ যাত্রা নিশ্চিত করতে আজই প্রাক নিবন্ধন করুন।
যা লাগবে:
১. এন আই ডি কপি
২. পাসপোর্ট কপি (প্রবাসীদের)
৩. প্রাক নিবন্ধন ফি ৩০,০০০/ টাকা
৪. যাত্রীর মোবাইল নং ০০০০০০০০

🕋 “যাকে আল্লাহ ডাকেন, তাকে কেউ থামাতে পারে না।”লিবিয়ার যুবক আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি—বিমানে উঠতে না পারলেও, আল্ল...
21/06/2025

🕋 “যাকে আল্লাহ ডাকেন, তাকে কেউ থামাতে পারে না।”
লিবিয়ার যুবক আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি—
বিমানে উঠতে না পারলেও, আল্লাহর কুদরতে সেই ফ্লাইটই দু’বার ফিরে এল শুধু তাঁর জন্য।
অবশেষে তিনি হজে যেতে পারলেন।
এই ঘটনা প্রমাণ করে, আল্লাহ যার নিয়ত কবুল করেন, তাকে কেউ আটকাতে পারে না।

#হজ২০২৫

উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলকহাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর...
09/06/2025

উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলক

হাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর্তৃক জারি করা নতুন বিধিনিষেধ অনুসারে উমরাহ ভিসা ইস্যু ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নিচে পূর্ববর্তী পদ্ধতি এবং বর্তমান নতুন পদ্ধতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:
---

আগের পদ্ধতি:

1. উমরাহ ভিসা পাওয়ার জন্য আগাম হোটেল বুকিং বা যাতায়াতের কোনো ব্যবস্থার প্রয়োজন হতো না।

2. সৌদি আরবে আগমনের পর, যাত্রীদের চলাচল কোম্পানির CRM সফটওয়্যারে ইস্যুকৃত ভাউচারের ভিত্তিতে নির্ধারিত হতো।
---

বর্তমান নতুন পদ্ধতি:

1. ভিসা ইস্যুর পূর্বেই মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে অনুমোদিত হোটেলে আবশ্যিকভাবে হোটেল বুকিং করতে হবে।

2. ভিসা ইস্যুর আগে যাতায়াত ব্যবস্থাও একই সিস্টেমে বুক করা বাধ্যতামূলক।

3. যাত্রীদের চলাচল ও আবাসন সংক্রান্ত সকল তথ্য ভিসা ইস্যুর পূর্বেই সম্পূর্ণরূপে সিস্টেমে রেকর্ড ও বুক করতে হবে এবং তা বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

4. মন্ত্রণালয়ের সরাসরি তদারকি:

হজ ও উমরাহ মন্ত্রণালয় হোটেল পরিদর্শন করবে হাজীদের উপস্থিতি নিশ্চিত করতে।

বিভিন্ন শহরের মধ্যে যাত্রীদের চলাচলও পর্যবেক্ষণ করা হবে, যেন সিস্টেমে দেওয়া তথ্যের সাথে বাস্তবের মিল থাকে।
---

এজেন্ট ও কোম্পানিগুলোর জন্য প্রভাব:

1. ভিসা খরচ বৃদ্ধি পেতে পারে, কারণ হোটেল ও পরিবহন আগাম বুক করা এখন বাধ্যতামূলক।

2. শুধুমাত্র অনুমোদিত হোটেল ব্যবহারযোগ্য—শুধু মন্ত্রণালয় অনুমোদিত হোটেলেই যাত্রীদের থাকার ব্যবস্থা করা যাবে, এবং বুকিংও এসব হোটেলেই করতে হবে।

3. বাজারে নতুন বাস্তবতা—শুধুমাত্র যেসব কোম্পানির অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে, তারাই উমরাহ ভিসা ইস্যু করতে পারবে। এতে করে ছোট কোম্পানি বা যাদের অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি নেই, তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে।
---

বিধিনিষেধ ভঙ্গের পরিণতি:

যেসব কোম্পানি মন্ত্রণালয়ের প্রোগ্রাম লঙ্ঘন করবে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে, যেমন—

কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া

উচ্চ অঙ্কের আর্থিক জরিমানা

ভবিষ্যতে উমরাহ ভিসা ইস্যুর অনুমতি বাতিল
---

গুরুত্বপূর্ণ অনুরোধ:

সকল এজেন্ট এবং উমরাহ কোম্পানিকে আহ্বান জানানো যাচ্ছে যে, ১৪৪৭ হিজরি উমরাহ মৌসুমে একটি সুশৃঙ্খল, সম্মানজনক ও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য নতুন বিধি-বিধানগুলো কঠোরভাবে মেনে চলুন।

Address

S.A SHOPPING CENTER (3RD FLLOR) On The Top Floor Of Agrani Bank South Bazar,Kulaura,Moulvibazar.

3230

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801724031607

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alisha Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alisha Travels & Tours:

  • Want your business to be the top-listed Travel Agency?

Share