BritterBaire

BritterBaire - Your Best Travel Partner -

আলহামদুলিল্লাহ।সিঙ্গাপুর ফ্যামিলি ই-ভিসায় ১০০% সাকসেস।
09/07/2025

আলহামদুলিল্লাহ।
সিঙ্গাপুর ফ্যামিলি ই-ভিসায় ১০০% সাকসেস।



২০২৫ সালের জুলাই মাসের ৬ তারিখ, শুক্রবার সকালে সুন্দরবনের বুকে নৌকা ভাসিয়েছিলাম আমরা ক'জন বন্ধু। দিনের বেলায় বনের যে র...
06/07/2025

২০২৫ সালের জুলাই মাসের ৬ তারিখ, শুক্রবার সকালে সুন্দরবনের বুকে নৌকা ভাসিয়েছিলাম আমরা ক'জন বন্ধু। দিনের বেলায় বনের যে রূপ দেখেছি, রাতের গভীরে সে এক ভিন্ন জগত। সেদিনের রাতটা আমার জীবনের অবিস্মরণীয় ঘটনাগুলোর মধ্যে একটা হয়ে থাকবে।

সন্ধ্যা নামার পর আমাদের নৌকাটা একটা খালের প্রায় শেষ মাথায় নোঙর করা হলো। চারপাশে ম্যানগ্রোভের নিশ্ছিদ্র অন্ধকার, জোনাকির মিটিমিটি আলো আর ঝিঁঝিঁ পোকার একটানা ডাক। ভরা পূর্ণিমা ছিল না, তাই আকাশ ছিল তারায় ভরা। আমরা সবাই নৌকার ছাদে মাদুর বিছিয়ে বসেছিলাম।

রাত তখন প্রায় এগারোটা। হঠাৎ করেই পিনপতন নীরবতা নেমে এল চারপাশে। জোনাকিরা উধাও, ঝিঁঝিঁদের ডাক বন্ধ। আমরা ক’জন একে অপরের দিকে তাকালাম। একটা চাপা উত্তেজনা আর ভয় মেশানো অনুভূতি। আমাদের গাইডের ফিসফিস করে বলা কথাগুলো যেন নীরবতার ভার আরও বাড়িয়ে দিল, "সাবধান, বাঘ মামা আশেপাশে থাকতে পারে।"

ঠান্ডা একটা শিরশিরানি বয়ে গেল সবার গায়ে। ঠিক তখনই, খালের অপর পাড়ে, বনের ভেতরের গভীর থেকে একটা চাপা গর্জন ভেসে এল। শব্দটা এতটাই শক্তিশালী ছিল যে, মনে হচ্ছিল আমাদের নৌকার ছাদ কাঁপছে। মুহূর্তের জন্য সবাই পাথরের মতো স্থির হয়ে গেলাম। পরক্ষণেই আরেকটা গর্জন, এবার যেন আরও কাছে। গাইড টর্চলাইট জ্বেলে বনের দিকে ফেললেন, কিন্তু ম্যানগ্রোভের ঘন জঙ্গল ভেদ করে কিছুই দেখা গেল না।

আমরা সবাই একে অপরের হাত শক্ত করে ধরেছিলাম। ওই কয়েকটা মিনিট যেন জীবনের সবচেয়ে দীর্ঘ আর উত্তেজনাপূর্ণ সময় ছিল। বাঘের সেই গর্জন, রাতের বনের নিস্তব্ধতা আর আমাদের হৃদপিণ্ডের দ্রুত স্পন্দন – সব মিলে এক অদ্ভুত অভিজ্ঞতা। কিছুক্ষণের মধ্যেই গর্জন থেমে গেল। বনের নীরবতা ফিরে এল, কিন্তু সেই নীরবতা আর আগের মতো ছিল না। তাতে মিশে ছিল প্রকৃতির অপার রহস্য আর বন্য প্রাণের অদৃশ্য উপস্থিতি।

সেদিন রাতে ঘুম আসেনি কারও চোখে। সুন্দরবনের বুক চিরে বয়ে যাওয়া সেই অজানা ভয় আর রোমাঞ্চকর অনুভূতি আজও স্পষ্ট মনে আছে। প্রকৃতির কোলে এমন ভয়ংকর সুন্দর অভিজ্ঞতা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

19/06/2025

Our Guest enjoying their Honeymooner at Maldives ... Trip Arranged by .

09/05/2025

#জরুরী ঘোষণা

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে। এমতাবস্থায়, বিমানের টরেন্টো, রোম এবং লন্ডনগামী ফ্লাইট সমুহের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

আজ ০৯ মে ২০২৫ থেকে ৩১ মে ২০২৫ খৃঃ তারিখ পর্যন্ত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টরেন্টো, লন্ডন এবং রোম ফ্লাইট সমুহের ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি নিম্নরুপ:

ঢাকা-টরেন্টো ফ্লাইট বিজি৩০৫/৩০৬:
ঢাকা থেকে প্রস্থান ০৩:৪৫ মিনিটের পরিবর্তে ০৩:০০ মিনিট (৪৫ মিনিট অগ্রগামী করা হয়েছে)। টরেন্টো থেকে প্রস্থান অপরিবর্তিত।

ঢাকা লন্ডন ফ্লাইট বিজি২০১/২০২:
ঢাকা থেকে প্রস্থান ০৭:৪০ মিনিটের পরিবর্তে ০৭:০০ মিনিটে (৪০ মিনিট অগ্রগামী করা হয়েছে)। লন্ডন থেকে প্রস্থান অপরিবর্তিত।

শুধু বৃহস্পতিবারের জন্য (ঢাকা লন্ডন)
ঢাকা থেকে প্রস্থান ০৮:৫০ মিনিটের পরিবর্তে ০৮:১০ (৪০ মিনিট অগ্রগামী করা হয়েছে)।

ঢাকা রোম ফ্লাইট বিজি ৩৫৫/৩৫৬:
ঢাকা থেকে প্রস্থান ১১:৩০ মিনিটের পরিবর্তে ১০:৪৫ মিনিট। রোম থেকে প্রস্থান অপরিবর্তিত।

সম্মানিত যাত্রীদের বিদ্যমান পরিস্থিতিতে পরিবর্তিত সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ।




আলহামদুলিল্লাহ।মালয়েশিয়ার ফ্যামিলি এবং বিজনেস ভিসায় ১০০% সাকসেস।
05/05/2025

আলহামদুলিল্লাহ।
মালয়েশিয়ার ফ্যামিলি এবং বিজনেস ভিসায় ১০০% সাকসেস।



ঢাকা থেকে সৈয়দপুরগামী যাত্রীদের জন্য সুখবর।সৈয়দপুর বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্...
05/05/2025

ঢাকা থেকে সৈয়দপুরগামী যাত্রীদের জন্য সুখবর।

সৈয়দপুর বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যানবাহন বিভাগ দুটি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সুপরিসর শাটল বাস সার্ভিস চালু করেছে।

সম্মানিত যাত্রীগণ উক্ত বাস দুটি দিয়ে পহেলা মে ২০২৫ থেকে সৈয়দপুর বিমানবন্দর হতে রংপুর ও দিনাজপুর রুটে বহির্গামী ও আগমনী ফ্লাইট এর ক্ষেত্রে ফ্রি শাটল বাস সার্ভিস সুবিধা উপভোগ করতে পারবেন।

বাস দুটিতে আরামদায়ক আসন ব্যবস্থা ও সুপরিসর লাগেজ কম্পার্টমেন্ট রয়েছে। এছাড়াও যাত্রীগণ উক্ত বাস দুটিতে ভ্রমণের সময় ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

#বিমানডিজিটাল

স্বপ্ন নয়, এবার ছুঁয়ে দেখুন মালদ্বীপনীল জলরাশি, শান্ত দ্বীপ, আর একটুখানি আপনি—এটাই মালদ্বীপ!"সাদা বালির সমুদ্রতীর, নীল জ...
26/04/2025

স্বপ্ন নয়, এবার ছুঁয়ে দেখুন মালদ্বীপ

নীল জলরাশি, শান্ত দ্বীপ, আর একটুখানি আপনি—এটাই মালদ্বীপ!"
সাদা বালির সমুদ্রতীর, নীল জলরাশি আর অবিস্মরণীয় অ্যাডভেঞ্চারের আমন্ত্রণে আপনি প্রস্তুত তো?

বৃত্তের-বাইরে নিয়ে এলো মালদ্বীপ স্পেশাল ভ্রমণ প্যাকেজ—যা আপনার ভ্রমণকে করে তুলবে স্বপ্নের মতো!

📍 ভ্রমণ স্পটসমূহ:
🏝️ মাফুশি আইল্যান্ড (Maafushi)
🏖️ হুলহুমালে (Hulhumale)
🌊 স্যান্ডি বিচ (Sandi beach)
🦈 শার্ক পয়েন্ট (shark point)
🐬 ডলফিন পয়েন্ট (dolphin point)
🤿 স্নোরকেলিং এবং পানির নিচে রঙিন জগত দেখা!

🎁 প্যাকেজে থাকছে:
🏨 বিলাসবহুল হোটেল
🚤 আইল্যান্ড হপিং ও স্পট ট্যুর (Exclude)
🍴 ব্রেকফাস্ট ইনক্লুডেড
📸 ইনস্টাগ্রাম পারফেক্ট লোকেশন ভিজিট

📅 বুকিং চলছে – সীট সীমিত!
📲 ইনবক্স করুন এখনই অথবা কল করুন:+880 1855-333066

যোগাযোগ করুন আমাদের অফিসে:

📍 ঢাকা অফিস:
31/33/55 , Road 2 , Block A, Mirpur 6, Dhaka 1206 Bangladesh
📞 +880 1855-333066 (সকাল ১০টা - সন্ধ্যা ৭টা)

শুভ নববর্ষ ১৪৩২নতুন বছর, নতুন গন্তব্য, নতুন স্বপ্ন— Britter Baire- এর সঙ্গে শুরু হোক এক নতুন যাত্রা!Britter Baire- ফ্যাম...
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২
নতুন বছর, নতুন গন্তব্য, নতুন স্বপ্ন— Britter Baire- এর সঙ্গে শুরু হোক এক নতুন যাত্রা!
Britter Baire- ফ্যামিলির পক্ষ থেকে সবার প্রতি রইল শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা ও অফুরন্ত ট্রাভেল সাপোর্ট।

এবার বৈশাখে, মন ছুটুক সীমানা পেরিয়ে…
ভ্রমণের আনন্দে ভরে উঠুক নতুন বছরের প্রতিটা দিন!

31/03/2025

আপনার ট্রাভেলের সেরা সঙ্গী বৃত্তের বাইরে দিচ্ছে দারুন ক্যাশব্যাক -  ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকিট! 🏝️🏙️🔥 এখনই ব...
18/03/2025

আপনার ট্রাভেলের সেরা সঙ্গী বৃত্তের বাইরে দিচ্ছে দারুন ক্যাশব্যাক - ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকিট! 🏝️🏙️

🔥 এখনই বুক করুন আপনার পছন্দের ফ্লাইট – দেশের ভেতরে বা দেশের বাইরে! 🔥

✅ সেরা দাম গ্যারান্টি
✅ নির্ভরযোগ্য ও দ্রুত টিকিট কনফার্মেশন
✅ ২৪/৭ কাস্টমার সাপোর্ট

🌟 আপনার পরবর্তী ভ্রমণের জন্য – এখনই যোগাযোগ করুন!

📞 কল করুন: +880 1855-333066
📩 ইনবক্স করুন এখনই!

Aegis Services Ltd AGM at Maldives.
17/03/2025

Aegis Services Ltd AGM at Maldives.

12/03/2025

Client review for maldives tour.

🌴 🌴❤️ 🌴🌊😍❤️

Address

31/33/55 , Road 2 , Block A, Mirpur 6, Dhaka
Mirpur
1206

Opening Hours

Monday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801855333066

Alerts

Be the first to know and let us send you an email when BritterBaire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BritterBaire:

Share

Category