পথিক ট্যুর এন্ড ট্রাভেল

  • Home
  • পথিক ট্যুর এন্ড ট্রাভেল

পথিক ট্যুর এন্ড ট্রাভেল It's a travel agency/group. We can arrange any kind of corporate tour, family tour,Group tour.

21/07/2025
★পথিকের সাথে সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং🏝️সোনাদিয়া দ্বীপে আপনি সুন্দরবন, নিঝুম দ্বীপ, সেন্টমার্টিন সবগুলোর ফিল একসাথে পাবে...
08/11/2024

★পথিকের সাথে সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং🏝️

সোনাদিয়া দ্বীপে আপনি সুন্দরবন, নিঝুম দ্বীপ, সেন্টমার্টিন সবগুলোর ফিল একসাথে পাবেন। ঘটিভাঙা চ্যানেল হয়ে দ্বীপে যাওয়ার সময় নদীর দু'পাশের ম্যানগ্রোভ ফরেস্ট দেখলে মনে হবে আপনি সুন্দরবনে আছেন। সৈকতের পাশের চরে হাঁটলে মরুভূমির মতো মনে হবে। যতদূর দৃষ্টি যায়,কোথাও কেউ নেই। রয়েছে আকর্ষণীয় বালির পাহাড়। সাগরের গর্জন বাদে সুনসান দ্বীপটা একদম নীরব। প্যারাবন, কেয়া-নিশিন্দার ঝোপ ছাড়াও দ্বীপে রয়েছে লাল কাঁকড়া। সোনাদিয়া দ্বীপ যেন ক্যানভাসে আঁকা। ম্যানগ্রোভ ও উপকূলীয় বনের সমন্বয়ে গঠিত এই দ্বীপটি না দেখে বিশ্বাস করা সম্ভব নয়। সোনাদিয়া কক্সবাজারের খুব কাছে অবস্থিত হলেও সেন্টমার্টিন দ্বীপের মতো এখানে তেমন জনবসতি এখনো গড়ে উঠেনি। এই দ্বীপটির আয়তন প্রায় ৯ বর্গ কিমি.। দ্বীপের মোট জনবসতি প্রায় ২০০০ জন। পশ্চিম পাড়া আর পূর্ব পাড়ায় যারা থাকে সবাই একই জনগোষ্ঠীর। যান্ত্রিকতাকে ছুটিতে পাঠিয়ে যারা নিজেদের আবিষ্কার করতে চান, তাদের উচিত দ্বীপের বিশালতায় নিজেকে বিলিয়ে দেয়া। তাই আমরা যাচ্ছি এখানে ক্যাম্পিং করতে, আপনিও আমন্ত্রিত।

★ট্যুর ব্যাপ্তিঃ ২ দিন ৩ রাত আসা যাওয়া সহ।

▶️ভ্রমণ শুরুঃ ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায় সায়দাবাদ থেকে।
▶️ভ্রমণ শেষঃ ১৭ নভেম্বর রবিবার ভোর ৬ টায় ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

★বুকিং করতে যোগাযোগ করুনঃ-
যোগাযোগঃ
➡️01711603405 (রাসেল ভাই)
➡️01613525090 (তানজিল ভাই)

⏭️ঢাকা থেকে ইভেন্ট ফিঃ ৫০০০ টাকা!
⏭️কক্সবাজার থেকে জয়েন করলে ইভেন্ট ফি ৩২০০ টাকা।

⏭️বুকিং ফি ২০৪০ টাকা (অফেরতযোগ্য)
★বুকিং করতে বিকাশ করুনঃ 01613525090 (পার্সোনাল)। বুকিং মানি পাঠিয়ে কল করে কনফার্ম হয়ে নিবেন।

↘️ভ্রমণ প্ল্যান- ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৭ টায় ইনশাআল্লাহ আমরা সবাই কক্সবাজার থাকবো। কক্সবাজার পৌঁছে নাস্তা করে অটো নিয়ে চলে যাবো ৬ নং জেটিঘাট। সেখান থেকে স্পিডবোট/ট্রলারে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে চলে যাবো মহেশখালী ঘাটে। ঘাটে নেমে অটোতে করে চলে যাবো ঘটিভাঙা ঘাটে। জোয়ার থাকতে থাকতে আমরা চলে যাবো সোনাদিয়া দ্বীপে। দ্বীপে আমাদের জন্য তাবু রেডি করা থাকবে আমরা সেখানে পৌঁছে হালকা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিব। তারপর যে যার মত করে দ্বীপের অপার সৌন্দর্য উপভোগ করবো। এরপরে রাতে ভরা পূর্ণিমার আলোয় শুরু হবে আড্ডা পর্ব। রাতে বারবিকিউ, ক্যাম্প-ফায়ার আর গানের আড্ডা চলবে সমুদ্রের পাড়ে তাবুতে গভীর রাত পর্যন্ত। এরপর যে যার তাবুতে ঘুমাতে যাবো।

-১৬ ই নভেম্বর শনিবার ভোরে উঠে নতুন সূর্যের সাথে দ্বীপের সকাল উপভোগ করবো। তারপর নাস্তা করে শেষ দেখা ও ছবি + ভিডিও করে আমরা তলপিতলপা নিয়ে রওনা দিবো কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার পৌঁছে দুপুরের খাবার খেয়ে সমুদ্র পাড়ে যাবো সমুদ্রের গান শুনতে। সমুদ্র উপভোগ করে রাত ৮/৯ টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা। ১৭ই নভেম্বর রবিবার ভোরে ইনশাআল্লাহ আমরা সকলে ঢাকায় থাকবো।

🔛যা যা দেখবোঃ
(১) মহেশখালী দ্বীপ।
(২) সোনাদিয়া দ্বীপ।
(৪) ঘটিভাংঘা ঘাট।
(৫) ম্যানগ্রোভ ফরেস্ট।
(৬) কক্সবাজার

🔛ইভেন্টের অন্তর্ভুক্ত যা যা থাকছেঃ-
✅ঢাকা-কক্সবাজার-ঢাকা আপ-ডাউন বাস ভাড়া
✅কক্সবাজার-মহেশখালী স্পিডবোট/ট্রলারের ভাড়া
✅ঘটিভাঙ্গাঘাট টু সোনাদিয়া দ্বীপ ট্রলার ভাড়া
✅সকল প্রকার লোকাল ট্রান্সপোর্ট খরচ
✅তাবু + ক্যাম্পিং সামগ্রীর খরচ
✅দুইদিনে ৫ বেলা খাবার খরচ
✅ট্যুর হোস্ট/গাইড খরচ

🟢ইভেন্ট ফীর অন্তর্ভুক্ত নয় যে বিষয়গুলোঃ
❌যাত্রা বিরতিতে খাওয়ার খরচ
❌ফেরার দিন রাতের খাবার খরচ
❌ব্যক্তিগত খরচ
❌ইভেন্টে উল্লেখ নেই এমন কোন খরচ।

®ট্যুর সম্পর্কিত কিছু জানার থাকলে 01711603405 (রাসেল ভাই) নাম্বরে কল বা Whatsapp করতে পারেন।

❑ বিশেষভাবে খেয়াল করুনঃ
১- যেকোন স্থানে ভ্রমণের জন্য প্রয়োজন একটি ভ্রমন পিপাসু মন।

২- ভ্রমনকালীন সময়ে কোন সমস্যা হলে তা আমরা নিজেরা নিজেরা আলোচনা করে সমাধান করব।

৩- আমরা সকলেই শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।

৪ -অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।

৫ - ট্যুরে গিয়ে প্রকৃতির কোন রকম ক্ষতি আমরা করবনা। কোন অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট, বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব।

৬- কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না।

★ পথিক টিমের প্রত্যেকটা ট্রিপই হয় বন্ধুত্বপূর্ণ।হয় গল্প আড্ডা হাসিঠাট্টা। আশাকরি এবারও আমরা সেরকম একটা ট্যুর দিতে পারবো। যা স্মরণীয় হয়ে থাকবে আজীবন।

বিঃদ্রঃ- আবহাওয়া / প্রকৃতিগত/ এক্সিডেন্টাল সহ কোন কারনে প্লানের পরিবর্তন হলে নিজেদের নিরাপত্তার স্বার্থে তা মেনে নিতে হবে।

আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে ঘুরতে যাবেন।

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ

01613-525090 (তানজিল)

হ্যাপি ট্রাভেলিং...

™টিম- পথিক ।

❝ পথিকের সাথে টাঙ্গুয়ার হাওর বিলাস ❞যাত্রা শুরুঃ২৫ জুলাই ২০২৪ ( রাত ১০ টা ) যাত্রা শেষঃ২৮  জুলাই ২০২৪  ( ভোর ৬ টা )ভ্রমণ...
13/07/2024

❝ পথিকের সাথে টাঙ্গুয়ার হাওর বিলাস ❞

যাত্রা শুরুঃ

২৫ জুলাই ২০২৪ ( রাত ১০ টা )
যাত্রা শেষঃ

২৮ জুলাই ২০২৪ ( ভোর ৬ টা )

ভ্রমণের স্থান সমুহঃ

-টাঙ্গুয়ার হাওর
-ওয়াচ টাওয়ার
-লাকমাছড়া
-নীলাদ্রি লেক
-বারিক্কা টিলা
-জাদুকাটা নদী
-শিমুল বাগান

যোগাযোগঃ

01710224410 (জাহিদ)

পথিকের সাথে টাঙ্গুয়ার হাওর বিলাসদ্রুত বুকিং করে ফেলুনদেরি করলেই লেট হয়ে যাবে।
11/07/2024

পথিকের সাথে টাঙ্গুয়ার হাওর বিলাস
দ্রুত বুকিং করে ফেলুন
দেরি করলেই লেট হয়ে যাবে।

Address


Telephone

+88016135250

Website

Alerts

Be the first to know and let us send you an email when পথিক ট্যুর এন্ড ট্রাভেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পথিক ট্যুর এন্ড ট্রাভেল:

  • Want your business to be the top-listed Travel Agency?

Share

পথিকের ভাবনা

জলরাশির ঢেউ মেশানো বাতাস, বৃষ্টিভেজা পাহাড়ের সজীবতা, সমুদ্রের বালুকণা পায়ে জড়ানো, ঢেউয়ের মৃদু শব্দ, সবুজে প্রকৃতি, নীলাকাশে সাদা মেঘের ভেলা।

প্রকৃতির আবেগ জড়ানো এই দৃশ্য দেখে মুগ্ধ হতে না পারলে মানব জীবনে কিসের পূর্নতা? কর্পোরেট জীবন, শীতল কক্ষে বসে একঘেয়েমী রুটিন বা ঘামে ভিজে অবসাদ। মৌলিক চাহিদার পেছনে ছুটতে ছুটতে সৃষ্টির রহস্যময়তা দেখার সুযোগ হয় না। এক ঘেয়েমী জীবনের শেষ হয় এভাবেই। সুখের পেছনে ছুটতে ছুটতে সুখের তৃপ্তি ভুলে যেতে হয় কনক্রিটের জীবনে। সীসা মিশ্রিত বাতাসে চেতনাবোধও মরিচা ধরে যায়। মানবজীবনে প্রশান্তির ছায়া আসে না।

ক্ষণজন্মা এই জীবনে মন ও মস্তিষ্কের তৃপ্তিবোধ মানুষকে নতুন করে গড়ে তোলে। কাজের গতিতে বাড়িয়ে দেয়। সফলতার আকাশ ছুঁতে স্পৃহা জোগায়। আর প্রকৃতির সানিধ্যে কিছুটাক্ষন নিজেকে বিলিয়ে দিতে পারলেই মন ও মস্তিষ্ক হয়ে উঠবে সজীব, সতেজ ও তৃপ্তিময়। এজন্য ভ্রমনের বিকল্প আর কি ই বা আছে? যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটিয়ে উঠে নিজেকে সতেজ করে তুলতে ঘুরে আসতে পারেন প্রকৃতির কাছাকাছি। ৩৬৫ দিনের মধ্যে মাত্র ২/৩ দিন নিজের করে নিন প্রকৃতির সাথে। চোখ মেলে হৃদয় উজার করে দেখুন প্রকৃতির সৌন্দর্য! কর্পোরেট জীবনের একঘেয়েমী হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। নতুন করে নিজেকে আবিষ্কার করবেন আপনি!

আপনার সেই ভ্রমণ পিপাসা মেটাতে পথিক বদ্ধপরিকর। পথিকের সাথেই থাকুন৷ ইনশাআল্লাহ হতাশ হবেন না।