23/04/2025
থাই দূতাবাস, ঢাকা
প্রেস রিলিজ
ই-ভিসা পেমেন্ট সুবিধা প্রদান
ই-ভিসা আবেদনের নতুন প্রক্রিয়ার ট্রায়ালের পর, থাই দূতাবাস জানাচ্ছে যে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে তারা উল্লেখযোগ্য সংখ্যক আবেদনকারীর ভিসা ফি গ্রহণ করতে পারছে। ৯ মার্চ ২০২৫ থেকে প্রতিদিনের পেমেন্টের জন্য আর কোনো কোটা নেই। এই পরিবর্তনের ফলে দূতাবাস আশা করছে, আবেদনকারীরা নিজেরাই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সহজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
পেমেন্টের সময়: প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এটি উল্লেখ করা প্রয়োজন যে, দূতাবাসের ভিসা প্রক্রিয়াকরণ ক্ষমতা সীমিত। ফলে ই-ভিসা বা অন্যান্য বিজ্ঞপ্তি পাওয়ার ক্ষেত্রে অপেক্ষার সময় দীর্ঘ হতে পারে।
থাইল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করা আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, ভ্রমণের কমপক্ষে ৪৫ দিন আগে আবেদন করতে। এছাড়া পাসপোর্টের মেয়াদ এবং ব্যক্তিগত তথ্য যেমন নামের বানান, লিঙ্গ, জন্মতারিখ ইত্যাদি ভালোভাবে যাচাই করে ফর্ম জমা দিতে হবে। যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম বা আবেদন ফর্মে দেওয়া তথ্য পাসপোর্টের সঙ্গে মিলছে না, তাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে।
যেসব নথিপত্র ই-ভিসা ওয়েবসাইটে চাওয়া হয়নি, সেগুলো জমা দেওয়া বাধ্যতামূলক নয়। তবে আবেদনকারীরা চাইলে অতিরিক্ত কিছু নথি আপলোড করতে পারেন, যা ভিসা অনুমোদনের ক্ষেত্রে সহায়ক হতে পারে। যেমন: ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স এবং পূর্বের থাই ভিসা।
---
রয়েল থাই এম্বাসি
১২ মার্চ ২৫৬৮ (২০২৫)