On The Way Travel

On The Way Travel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from On The Way Travel, Travel Agency, BukitBintang Bidara 38, Munshiganj.

কুয়ালালামপুরে হোটেল বুকিং এখন আরও সহজ – সর্বনিম্ন দামে নিশ্চিন্তে থাকুন!যারা কুয়ালামাপুরে কম দামে বেশীদিন হোটেলে থাকার চ...
20/07/2025

কুয়ালালামপুরে হোটেল বুকিং এখন আরও সহজ – সর্বনিম্ন দামে নিশ্চিন্তে থাকুন!

যারা কুয়ালামাপুরে কম দামে বেশীদিন হোটেলে থাকার চিন্তা করছেন আমরা আপনাদের জন্য মানসম্মত হোটেল বুকিং দিচ্ছি।

হোটেলের সুবিধা :-

সুইমিংপুল
অত্যাধুনিক জিম ও শারীরিক ব্যায়াম ব্যাবস্থা
নিরাপত্তা ব্যবস্থা
খাবার ব্যাবস্থা

দীর্ঘ সময়ের জন্য হোটেলে থাকার বাজেট ফ্রেন্ডলি হোটেল বুকিং আমরা দিয়ে দিবো।

📞 WhatsApp Contact

+60182725746
+60163062488

Tourist Visa থেকে Work Permit! এখন এই দেশগুলোতে সুযোগ দিচ্ছে – দেশেই ভিসা পরিবর্তন!---📝 পোস্ট ডিসক্রিপশন:আপনি কি বিদেশ ভ...
03/07/2025

Tourist Visa থেকে Work Permit! এখন এই দেশগুলোতে সুযোগ দিচ্ছে – দেশেই ভিসা পরিবর্তন!

---

📝 পোস্ট ডিসক্রিপশন:

আপনি কি বিদেশ ভ্রমণে গিয়ে কাজের সুযোগ খুঁজছেন? এখন বিশ্বের কিছু দেশে ট্যুরিস্ট ভিসা থেকে সরাসরি ওয়ার্ক পারমিটে রূপান্তর করা যাচ্ছে – নির্দিষ্ট নিয়ম ও শর্ত অনুযায়ী।

✅ নিচের দেশগুলো বর্তমানে এই সুযোগ দিচ্ছে:

🌍 এশিয়া ও মধ্যপ্রাচ্য:
🇦🇪 UAE — স্পনসর থাকলে ভিসা পরিবর্তন করা যায় (দেশে থেকেই)।
🇸🇬 Singapore — IPA অনুমোদন থাকলে দেশেই স্টেপ নেওয়া যায়।
🇹🇭 Thailand — স্কুল বা কোম্পানির অফার থাকলে Non-B ওয়ার্ক পারমিট।
🇨🇾 Cyprus — ভিসা পরিবর্তনের সুযোগ আছে, হোটেল বা হসপিটালিটি সেক্টরে।
🇰🇭 Cambodia — সোজা ওয়ার্ক পারমিটে রূপান্তরের নিয়ম আছে।

🌍 ইউরোপ:
🇩🇪 Germany — "Opportunity Card" বা Job Seeker ভিসা দিয়ে দেশে থেকেই কাজ পাওয়া গেলে ওয়ার্ক পারমিট।
🇪🇸 Spain — Digital Nomad বা Arraigo প্রক্রিয়ায় ভিসা পরিবর্তন।
🇵🇹 Portugal — Seasonal ও Nomad ভিসার মাধ্যমে কাজের অনুমতি।
🇭🇺 Hungary, 🇭🇷 Croatia, 🇬🇷 Greece, 🇷🇴 Romania, 🇪🇪 Estonia, 🇸🇮 Slovenia — এসব দেশে নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজের ভিসায় রূপান্তর সম্ভব।

🌍 উত্তর আমেরিকা:
🇨🇦 Canada — যদি আপনি বৈধভাবে কানাডায় থাকেন (Visitor Visa), তাহলে Inland Work Permit-এর মাধ্যমে কোম্পানির অফারে ভিসা পরিবর্তন করা যায়।

🌍 দক্ষিণ আমেরিকা:
🇨🇱 Chile & 🇨🇴 Colombia — নির্দিষ্ট পেশা বা ক্যাটাগরিতে Visitor থেকে Work Permit পাওয়া যায়।

---

📌 সতর্কতা:
প্রতিটি দেশের নিয়ম ভিন্ন। অধিকাংশ ক্ষেত্রেই দরকার হয়:

✅ চাকরির অফার লেটার

✅ স্পনসর কোম্পানির অনুমতি

✅ ইনকাম প্রমাণ / অভিজ্ঞতা

✅ সঠিকভাবে আবেদন ও কাগজপত্র

---

📞 আরও বিস্তারিত জানার জন্য ইনবক্স করুন।
আপনার প্রোফাইল অনুযায়ী কোন দেশ সবচেয়ে সহজ হবে, জানিয়ে সহায়তা করা হবে।

"বিশ্ব ভ্রমণের প্রথম ধাপ শুরু হোক ঘরে বসেই — অনলাইনে আবেদন করুন, আমরা নিশ্চিত করবো দ্রুত ও নিরাপদ ভিসা প্রসেসিং। এখনই প্...
03/06/2025

"বিশ্ব ভ্রমণের প্রথম ধাপ শুরু হোক ঘরে বসেই — অনলাইনে আবেদন করুন, আমরা নিশ্চিত করবো দ্রুত ও নিরাপদ ভিসা প্রসেসিং। এখনই প্রস্তুতি নিন নতুন গন্তব্যের পথে!"

"ভিসা সাক্সেস – নো ভিসা, নো ফি!"(ভিসা না হলে কোন পেমেন্ট নয় – এখনই আবেদন করুন মালয়েশিয়ায় যাওয়ার জন্য!)নো ভিসা নো ফি এর ক...
25/05/2025

"ভিসা সাক্সেস – নো ভিসা, নো ফি!"

(ভিসা না হলে কোন পেমেন্ট নয় – এখনই আবেদন করুন মালয়েশিয়ায় যাওয়ার জন্য!)

নো ভিসা নো ফি এর ক্ষেত্রে -

১. পাসপোর্ট ( কম পক্ষে ৬ মাস মেয়াদ)
২. ৩৫×৫০ সাইজের ছবি (সফট কপি)

রেগুলার আবেদনের জন্য -

1. পাসপোর্ট – কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে

2. পাসপোর্ট সাইজ ছবি – সাদা ব্যাকগ্রাউন্ড

3. এনআইডি / জন্মসনদ

4. ব্যাংক স্টেটমেন্ট – (সাধারণত শেষ 3-6 মাস, মিনিমাম ব্যালেন্স Tk. 60,000-80,000)

5. চাকরিজীবীদের জন্য – অফিস আইডি কার্ড, NOC / ছুটির চিঠি

6. ব্যবসায়ীদের জন্য – ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট

7. ছাত্রদের জন্য – ইনস্টিটিউট আইডি কার্ড, ছাত্রছাত্রী সার্টিফিকেট

8. ভ্রমণ পরিকল্পনা – হোটেল বুকিং, এয়ার টিকিট (অনুমানিক)

"ভিসার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন – আপনার স্বপ্নের গন্তব্য এখন আর দূরে নয়!"
অথবা
"মালয়েশিয়া ভিসা এখন আরও সহজ – ভিসার জন্য যোগাযোগ করুন এখনই!"

তুর্কি ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে!আমাদের মাধ্যমে নিরাপদ ও সঠিকভাবে ভিসা প্রসেস করুন।আবশ্যক কাগজপত্রসমূহ:পূরণকৃত...
07/05/2025

তুর্কি ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে!
আমাদের মাধ্যমে নিরাপদ ও সঠিকভাবে ভিসা প্রসেস করুন।

আবশ্যক কাগজপত্রসমূহ:

পূরণকৃত ভিসা আবেদন ফর্ম

বৈধ পাসপোর্ট (পুরোনো পাসপোর্ট সহ)

সাম্প্রতিক ছবি (পাসপোর্ট সাইজ, সাদা ব্যাকগ্রাউন্ড)

ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)

চাকরিজীবীদের জন্য এনওসি / সেলারি স্লিপ

ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স

হোটেল বুকিং ও ফ্লাইট রিজার্ভেশন

ভিসা ফি জমার রশিদ

ভ্রমণের জন্য প্রস্তুত হোন, আমরা আছি আপনার পাশে!
ON THE WAY
“It’s time to travel the world”

আমরা ইউরোপের বিভিন্ন কোম্পানিতে আপনার পেশাগত দক্ষতার ভিত্তিতে চাকরির জন্য আবেদন করে থাকি।আমরা কোনো অনভিজ্ঞতা ভিত্তিক কাজ...
07/05/2025

আমরা ইউরোপের বিভিন্ন কোম্পানিতে আপনার পেশাগত দক্ষতার ভিত্তিতে চাকরির জন্য আবেদন করে থাকি।

আমরা কোনো অনভিজ্ঞতা ভিত্তিক কাজের আবেদন গ্রহণ করি না।
আপনার অভিজ্ঞতা ও যোগ্যতাকে গুরুত্ব দিয়ে আমরা বিভিন্ন ইউরোপীয় কোম্পানিতে আবেদন সম্পন্ন করি — যাতে আপনি পান একটি নিরাপদ ও সম্মানজনক কর্মজীবন।

যদি চান স্বল্প টাকায় ইউরোপ কাজের সুযোগ তাহলে এই ব্যবস্থাটি আপনার জন্য।

যোগাযোগ নাম্বার :
+60 11-2668 7209 (WHATSAPP)
01992706379 ( WHATSAPP)

হিমালয়ের ডাকে সাড়া দিন!অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নেপাল এখন আপনার গন্তব্য!আমরা আছি আপনার পাশে —ভ্রমণ পরিকল্প...
05/05/2025

হিমালয়ের ডাকে সাড়া দিন!
অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নেপাল এখন আপনার গন্তব্য!
আমরা আছি আপনার পাশে —
ভ্রমণ পরিকল্পনা, টিকিট বুকিং ও ভিসা প্রসেসিং–সবকিছু একসাথে।
আপনি শুধু প্রস্তুত হোন, বাকিটা আমাদের দায়িত্ব!
#নেপালভ্রমণ

নো ভিসা, নো ফি!ভিসা না পেলে কোনো টাকা নয়!থাইল্যান্ড | মালয়েশিয়া | ফিলিপাইনআপনার ভ্রমণের স্বপ্ন আমরা বাস্তবে রূপ দিই—নির্...
05/05/2025

নো ভিসা, নো ফি!
ভিসা না পেলে কোনো টাকা নয়!

থাইল্যান্ড | মালয়েশিয়া | ফিলিপাইন
আপনার ভ্রমণের স্বপ্ন আমরা বাস্তবে রূপ দিই—
নির্ভরযোগ্য ও স্বচ্ছ ভিসা প্রসেসিং সার্ভিস এখন আপনার হাতের নাগালে!

আমাদের সেবা সমূহঃ

হোটেল বুকিং

ফ্লাইট টিকিট রিজার্ভেশন

সম্পূর্ণ ডকুমেন্টেশন গাইডলাইন

আবেদন ফরম পূরণ ও সাবমিশন

থাইল্যান্ড ভিসা প্রসেসভ্রমণের সেরা সময় এখনই!সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা প্রসেসিং সেবা!যা যা ডকুমেন্টস প্রয়োজন:পাসপোর্ট...
05/05/2025

থাইল্যান্ড ভিসা প্রসেস
ভ্রমণের সেরা সময় এখনই!
সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা প্রসেসিং সেবা!

যা যা ডকুমেন্টস প্রয়োজন:

পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদসহ)

২ কপি পাসপোর্ট সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)

এনআইডি / জন্মনিবন্ধন

ব্যাংক স্টেটমেন্ট (সর্বনিম্ন ৬ মাস)

ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট

চাকরিজীবীদের জন্য অফিসের ছাড়পত্র

ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স

স্টুডেন্টদের জন্য আইডি কার্ড/প্রতিষ্ঠান ছাড়পত্র

আমরা যা প্রদান করব:

হোটেল বুকিং

ফ্লাইট টিকিট রিজার্ভেশন

সম্পূর্ণ ভিসা প্রসেসিং সাপোর্ট

ভ্রমণের জন্য প্রস্তুত হন — আমরা আছি আপনার পাশে!প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ:1. পাসপোর্ট – ভিসার মেয়াদের পর কমপক্ষে ৬ মাসের জন্...
05/05/2025

ভ্রমণের জন্য প্রস্তুত হন — আমরা আছি আপনার পাশে!

প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ:

1. পাসপোর্ট – ভিসার মেয়াদের পর কমপক্ষে ৬ মাসের জন্য বৈধ

2. পাসপোর্ট সাইজ ছবি – সদ্য তোলা (সাদা ব্যাকগ্রাউন্ড)

3. ফ্লাইট টিকিট – আসা ও যাওয়ার টিকিট সাপোর্ট আমরা দিবো।

4. আবাসনের প্রমাণ – হোটেল বুকিং বা ইনভাইটেশন লেটার (আমরা দিবো)

5. ব্যাংক স্টেটমেন্ট – শেষ ৩-৬ মাসের

6. চাকরির নিয়োগপত্র অথবা ব্যবসা নিবন্ধন

8. ভ্রমণ বীমা – পুরো ভ্রমণকালীন মেয়াদ কভার করে এমন (আমরা দিবো)

9. ভিসা ফি – আমাদের সার্ভিস ফি

10. অতিরিক্ত কাগজপত্র – দূতাবাসের চাহিদা অনুযায়ী (আমরা সহায়তা করবো)

ON THE WAY
It's time to travel the world

28/04/2025

আমরা অল্প টাকায় ভিসা আবেদন ও টুর প্ল্যান করে দিবো।

থাই দূতাবাস, ঢাকাপ্রেস রিলিজই-ভিসা পেমেন্ট সুবিধা প্রদানই-ভিসা আবেদনের নতুন প্রক্রিয়ার ট্রায়ালের পর, থাই দূতাবাস জানাচ্ছ...
23/04/2025

থাই দূতাবাস, ঢাকা
প্রেস রিলিজ

ই-ভিসা পেমেন্ট সুবিধা প্রদান

ই-ভিসা আবেদনের নতুন প্রক্রিয়ার ট্রায়ালের পর, থাই দূতাবাস জানাচ্ছে যে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে তারা উল্লেখযোগ্য সংখ্যক আবেদনকারীর ভিসা ফি গ্রহণ করতে পারছে। ৯ মার্চ ২০২৫ থেকে প্রতিদিনের পেমেন্টের জন্য আর কোনো কোটা নেই। এই পরিবর্তনের ফলে দূতাবাস আশা করছে, আবেদনকারীরা নিজেরাই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সহজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
পেমেন্টের সময়: প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

এটি উল্লেখ করা প্রয়োজন যে, দূতাবাসের ভিসা প্রক্রিয়াকরণ ক্ষমতা সীমিত। ফলে ই-ভিসা বা অন্যান্য বিজ্ঞপ্তি পাওয়ার ক্ষেত্রে অপেক্ষার সময় দীর্ঘ হতে পারে।

থাইল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করা আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, ভ্রমণের কমপক্ষে ৪৫ দিন আগে আবেদন করতে। এছাড়া পাসপোর্টের মেয়াদ এবং ব্যক্তিগত তথ্য যেমন নামের বানান, লিঙ্গ, জন্মতারিখ ইত্যাদি ভালোভাবে যাচাই করে ফর্ম জমা দিতে হবে। যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম বা আবেদন ফর্মে দেওয়া তথ্য পাসপোর্টের সঙ্গে মিলছে না, তাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে।

যেসব নথিপত্র ই-ভিসা ওয়েবসাইটে চাওয়া হয়নি, সেগুলো জমা দেওয়া বাধ্যতামূলক নয়। তবে আবেদনকারীরা চাইলে অতিরিক্ত কিছু নথি আপলোড করতে পারেন, যা ভিসা অনুমোদনের ক্ষেত্রে সহায়ক হতে পারে। যেমন: ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স এবং পূর্বের থাই ভিসা।

---

রয়েল থাই এম্বাসি
১২ মার্চ ২৫৬৮ (২০২৫)

Address

BukitBintang Bidara 38
Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when On The Way Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category